উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2022

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2022, উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2022 MCQ

১) ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথস’ থেকে যেটি একটি – 

ক) গ্রিক শব্দ 

খ) রোমান শব্দ 

গ) ল্যাটিন শব্দ 

ঘ) জার্মান শব্দ 

উঃ গ্রিক শব্দ ।

২) জীবনের জলসাঘরে আত্মজীবনীটি কার?

ক) দক্ষিণারঞ্জন বসু 

খ) মনিকুন্তলা সেন 

গ) নারায়ন সান্যাল 

ঘ) মান্না দে 

উঃ মান্না দে

৩) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন 

ক) কলম্বাস 

খ) ম্যাগলান

গ) বার্থোলোমিউ ডিয়াজ

ঘ) ভাষ্কো দা গামা

উঃ বার্থোলোমিউ ডিয়াজ

৪) মশলা দ্বীপ বলা হয় – 

ক) ভারতকে 

খ) ইন্দোনেশিয়াকে 

গ) বর্মাকে 

ঘ) মালয়েশিয়াকে 

উঃ ইন্দোনেশিয়াকে

৫) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল – 

ক) 1764 সালে 

খ) 1760 সালে 

গ) 1766 সালে 

ঘ) 1797 সালে 

উঃ 1760 সালে ।

৬) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় – 

ক) 1780 খ্রি:

খ) 1800 খ্রি:

গ) 1818 খ্রি:

ঘ) 1849 খ্রি: 

উঃ 1800 খ্রি:

৭) শুদ্দি আন্দোলন শুরু করেন – 

ক) স্বামী দয়ানন্দ সরস্বতী 

খ) স্বামী বিবেকানন্দ 

গ) কেশব চন্দ্র সেন 

ঘ) শ্রী নারায়ণ গুরু 

উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী

৮) দক্ষিণা বিদ্যাসাগর কাকে বলা হতো – 

ক) বিরসা লিঙ্গাম 

খ) শ্রী নারায়ন গুরু 

গ) উন্নভা লক্ষীনারায়ন

গ) বিশ্বনাথ সত্ত্বাবাম  

উঃ বীরসালিঙ্গম পানতুলু

৯) কুয়ো মিনতাং দলের প্রতিষ্ঠাতা কে?

ক) মাও সে তুং

খ) চৌ এন লাই 

গ) সান ইয়াৎ সেন 

ঘ) চিয়াং কাই শেখ  

উঃ সান ইয়াৎ সেন 

১০) রেগুলেটিং আইন পাশ হয়েছিল – 

ক) 1770 সালে

খ) 1771 সালে

গ) 1772 সালে

ঘ) 1773 সালে 

উঃ 1773 সালে 

১১) মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়? 

ক) ঢাকা

খ) লাহোর

গ) মুম্বাই

ঘ) কোলকাতা 

উঃ লাহোর

১২) লক্ষ্মৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 

ক) 1906 খ্রি:

খ) 1909 খ্রি:

গ) 1919 খ্রি:

ঘ) 1916 খ্রি: 

উঃ 1916 খ্রি: 

১৩) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন?

ক) চার্চিল

খ) লর্ড কার্জন

গ) রামসে ম্যাকডোনাল্ড

উঃ রামসে ম্যাকডোনাল্ড

১৪) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না – 

ক) স্টাফড ক্রিপস

খ) এ ভি আলেকজান্ডার

গ) লর্ড ওয়াভেল

ঘ) পেথিক লরেন্স 

উঃ – লর্ড ওয়াভেল

১৫) Now Or Never – শীর্ষক পুস্তকটি লেখেন- 

ক) আগাখান

খ) মোহাম্মদ আলী জিন্নাহ 

গ) বালগঙ্গাধর তিলক 

ঘ) চৌধুরী রহমত আলী  

উঃ চৌধুরী রহমত আলী

১৬) NATO / উ: আটলান্টিক সামরিক জোট গঠিত হয় –

ক) 1948 খ্রিস্টাব্দের 4জুলাই।

খ) 1949 খ্রিস্টাব্দের 4এপ্রিল।

গ) 1950 খ্রিস্টাব্দের 4 মে। 

ঘ) 1951 খ্রিস্টাব্দের 4 মার্চ। 

উঃ – 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল।

১৭) জেনারেল নেগুইব কোন দেশের সেনা নায়ক ছিলেন?

ক) মিশর 

খ) ইজরায়েল 

গ) আলজেরিয়া 

ঘ) লিবিয়া 

উঃ – মিশর।

১৮) সুয়েজ খাল জাতীয়করণ করেন – 

ক) নেহেরু 

খ) নাসের 

গ) চার্চিল 

উঃ – নাসের (১৯৫৬)

১৯) “নিয়ন্ত্রিত গণতন্ত্রের” ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? 

ক) সুকর্ণ

খ) হো চি মিন 

গ) সুহার্তো 

ঘ) নেলসন ম্যান্ডেলা 

উঃ সুকর্ণ।

২০) আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন  –

ক) সুরাবর্দি 

খ) ফজলুল হক 

গ) শেখ মুজিবুর রহমান 

ঘ) জুলফিকার আলী ভুট্টো 

উঃ শেখ মুজিবুর রহমান 

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2023, উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2023 MCQ

২১) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?

ক) 1850 

খ) 1851 

গ) 1854

ঘ) 1856 

উত্তর – ঘ) 1856 সালে

২২) ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়- 

ক) 1950 

খ) 1951 

গ) 1952 

ঘ) 1953 

উঃ 1950 

২৩) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার 

a) রমেশচন্দ্র মজুমদার

b) জেমস মিল

c) রামশরণ শর্মা

d) রণজিৎ গুহ

উত্তর – রমেশচন্দ্র মজুমদার

২৪) Earlu History of India গ্রন্থের রচয়িতা 

a) জন স্টুয়ার্ট মিল

b) জেমস প্রিন্সেপ

c) কোল ব্রুক 

d) ভিনসেন্ট স্মিথ

উত্তর – ভিনসেন্ট স্মিথ

২৫) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল 

a) ইংরেজরা

b) ফরাসিরা

c) পর্তুগিজরা

d) ওলন্দাজরা

উত্তর – ফরাসিরা

২৬) Imperialism : The Highest state of Capitalism গ্রন্থের লেখক  

a) হবসন

b) হিলফারডিং

c) লেনিন

d) স্তালিন

উত্তর – লেনিন

২৭) কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়

a) রবার্ট ক্লাইভ

b) ভেরেলেস্ট

c) ওয়ারেন হেস্টিংস

d) লর্ড ওয়েলেসলি

উত্তর – ওয়ারেন হেস্টিংস

২৮) লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা 

a) দশশালা  ব্যবস্থা

b) চিরস্থায়ী বন্দোবস্ত

c) পাঁচ শালা ব্যবস্থা

d) রায়তওয়ারি বন্দোবস্ত

বিকল্পসমূহ

A) a ঠিক এবং b,c,d ভুল 

B) a, c ঠিক এবং b, d ভুল

C) a, b ঠিক এবং c, d ভুল

D) a, b,c ঠিক এবং d ভুল

উত্তর – a, b ঠিক এবং c, d ভুল

২৯) চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ….. বন্দরের মধ্য দিয়ে 

a) ম্যাকাও

b) সাংহাই

c) ক্যান্টন

d) নানকিং

উত্তর – সাংহাই

৩০) বীর সালিঙ্গম দক্ষিণের ……. নামে পরিচিত

a) গান্ধী

b) রামকৃষ্ণ

c) বিবেকানন্দ

d) বিদ্যাসাগর

উত্তর – বিদ্যাসাগর

৩১) তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন

a) রামমোহন রায়

b) দেবেন্দ্রনাথ ঠাকুর

c) কেশব চন্দ্র সেন

d) ডিরোজিও 

উত্তর – দেবেন্দ্রনাথ ঠাকুর

৩২) সিং-চুং-হুই এর প্রবর্তক ছিলেন

a) সান ইয়াৎসেন

b) চিয়াং কাই সেক

c) চৌ এন লাই

d) মাও সে তুং 

উত্তর – সান ইয়াৎসেন

৩৩) 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন

a) মন্টেগু 

b) চেমসফোর্ড 

c) লর্ড কার্জন

d) লর্ড মিন্টো

উত্তর – চেমসফোর্ড

৩৪) গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ

a) অস্পশ্য

b) নিপীড়িত

c) ঈশ্বরের সন্তান

d) তপশিলী জাতি

উত্তর – ঈশ্বরের সন্তান

৩৫) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষ চন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন

a)  জওহরলাল নেহেরু

b) চক্রবর্তী রাজা গোপালাচারী

c) পট্টভি সিতারামাইয়া

d) মতিলাল নেহেরু

উত্তর – পট্টভি সিতারামাইয়া 

৩৬) নৌ বিদ্রোহ প্রথম শুরু হয়

a) কাসেল ব্যারাকে

b) কোমাগাটামারু জাহাজে

c) তলোয়ার জাহাজে

d) একটি আমেরিকান জাহাজে

উত্তর – তলোয়ার জাহাজে

৩৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন 

a) উড্রো উইলসন

b) হুভার

c) রুজভেল্ট

d) ট্রুম্যান

উত্তর – রুজভেল্ট

৩৮) ইয়াল্টা সম্মেলন আহুত হয়

a) 1943 খ্রিস্টাব্দে

b) 1944 খ্রিস্টাব্দে

c) 1945 খ্রিস্টাব্দে

d) 1946 খ্রিস্টাব্দে

উত্তর – 1945 খ্রিস্টাব্দে

৩৯) সুয়েজ খাল জাতীয়করণ করেন

a) নেহেরু

b) নাসের

c) টিটো

d) চার্চিল

উত্তর – নাসের

৪০) আরব লীগে যোগদান কারী দেশ হল

a) সিরিয়া

b) মিশর

c) লেবানন

d) ট্রান্স জর্ডন

বিকল্পসমূহ

A) a, b ঠিক এবং c, d ভুল

B) b, c, d ঠিক এবং a ভুল

C) a, b, c, d সবকটি ঠিক 

D) a, b, c, d সবকটি ভুল

উত্তর – b, c, d ঠিক এবং a ভুল

৪১) উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়

a) 1948 খ্রিস্টাব্দে

b) 1949 খ্রিস্টাব্দে

c) 1950 খ্রিস্টাব্দে

d) 1952 খ্রিস্টাব্দে

উত্তর – 1949 খ্রিস্টাব্দে

৪২) ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে 

a) 1971 খ্রিস্টাব্দে

b) 1950 খ্রিস্টাব্দে

c) 1955 খ্রিস্টাব্দে

d) 1960 খ্রিস্টাব্দে

উত্তর – 1950 খ্রিস্টাব্দে

৪৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন

a) মোহাম্মদ আলী জিন্নাহ

b) জুলফিকার আলী ভুট্টো

c) ইয়াহিয়া খাঁ

d) আইয়ুব খাঁ

উত্তর – ইয়াহিয়া খাঁ

৪৪) ঢাকায় সার্ক (SAARC) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 

a) 1980 খ্রিস্টাব্দে

b) 1985 খ্রিস্টাব্দে

c) 1990 খ্রিস্টাব্দে

d) 1983 খ্রিস্টাব্দে

উত্তর – 1985 খ্রিস্টাব্দে

৪৫) 1990 এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়

a) মনমোহন সিং

b) পি. ভি. নরসিমা রাও

c) রাজীব গান্ধী

d) অটল বিহারি বাজপেয়ী

উত্তর – পি. ভি. নরসিমা রাও 

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2022 pdf

অল ইন ওয়ান ইতিহাস রেফারেন্স – ক্লাস – IX

অল ইন ওয়ান ইতিহাস রেফারেন্স

ক্লাস – 9 এর জন্য.





Q1. 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?

উত্তর – গুজরাটের সুরাটে

Q2. কোন ইউরোপীয় দেশ চীনের সাথে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?

উত্তর – পর্তুগাল

Q3. আলিনগরের সন্ধি কত সালে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর – 1757 সালে, সিরাজ উদ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 

Q4. কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?

উত্তর – চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা

Q5. কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর – 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ এর মধ্যে। 


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।