দশম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নোত্তর

তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?

(ক) মা

(খ) বড়োমাসি

(গ) ছোটোমাসি

(ঘ) বাবা

উত্তরঃ (গ) ছোটোমাসি

কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল?

(ক) দিদি

(খ) নতুন মেসোমশাই

(গ) বাবা

(ঘ) নতুন পিসেমশাই

উত্তরঃ (খ) নতুন মেসোমশাই

দশম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর 2021

নতুন মেসাে মশাই ছিলেন একজন-

(ক) লেখক

(খ) গায়ক

(গ) শিক্ষক

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) লেখক

“ছোটোমাসি সেই দিকেই ধাবিত হয়।” ছোটোমাসি ধাবিত হয়—

(ক) ছোটোমেসোর দিকে

(খ) রান্নাঘরের দিকে

(গ) তপনের দিকে

(ঘ) ছাদের দিকে

উত্তরঃ (ক) ছোটোমেসোর দিকে।

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন class 10

তপনের কোন্ মেসোমশাই বই লেখেন?

(ক) বড়ো মেসোমশাই

(খ) ছোটো মেসোমশাই

(গ) মেজো মেসোমশাই

(ঘ) সেজো মেসোমশাই

উত্তরঃ (খ) ছোটো মেসোমশাই

তপনের ছোটোমেসো ‘এদেশের কিছু হবে না’ বলে মন্তব্য করে কী দেখতে চলে যান?

(ক) তাজমহল

(খ) চিড়িয়াখানা

(গ) জাদুঘর

(ঘ) সিনেমা

উত্তরঃ (ঘ) সিনেমা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন class 10

তপনের ছোটোমেসো কী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে এসেছেন?

(ক) পৈতে

(খ) বিয়ে

(গ) অন্নপ্রাশন

(ঘ) শ্রাদ্ধ

উত্তরঃ (খ) বিয়ে

তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?

(ক) তপনের মেসোমশাই

(খ) তপনের ছোটোমাসি

(গ) তপনের মা

(ঘ) তপনের বাবা

উত্তরঃ (গ) তপনের মা

মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন 2022

তপন কটা গল্প লিখেছিল?

(ক) একটা

(খ) দুটো

(গ) চারটে

(ঘ) তিনটে

উত্তরঃ (খ) দুটো

ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?

(ক) আর-একটা লেখার কথা

(খ) আরও দুটো গল্প দেওয়ার কথা

(গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2021

কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল?

(ক) ধ্রুবতারা

(খ) ভারতী

(গ) সাহিত্যচর্চা

(ঘ) সন্ধ্যাতারা

উত্তরঃ (ঘ) সন্ধ্যাতারা

তপনের লেখা গল্পটার নাম কি ছিল—

(ক) ছুটি

(খ) অবসর

(গ) প্রথম দিন

(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) প্রথম দিন

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2022

সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ

(ক) তপনের ছেটোমাসির বিয়ে

(খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে

(গ) তপন পরীক্ষায় প্রথম হয়েছে

(ঘ) সবগুলি সঠিক

উত্তরঃ (খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে

তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?

(ক) মা

(খ) বড়োমাসি

(গ) ছোটোমাসি

(ঘ) বাবা

উত্তরঃ (গ) ছোটোমাসি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পাট 3

কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল?

(ক) দিদি

(খ) নতুন মেসোমশাই

(গ) বাবা

(ঘ) নতুন পিসেমশাই

উত্তরঃ (খ) নতুন মেসোমশাই

নতুন মেসোমশাই ছিলেন একজন-

(ক) লেখক

(খ) গায়ক

(গ) শিক্ষক

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) লেখক

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পাট 4

“ছোটোমাসি সেই দিকেই ধাবিত হয়।”ছোটোমাসি ধাবিত হয়—

(ক) ছোটোমেসোর দিকে

(খ) রান্নাঘরের দিকে

(গ) তপনের দিকে

(ঘ) ছাদের দিকে

উত্তরঃ (ক) ছোটোমেসোর দিকে

তপনের কোন্ মেসোমশাই বই লেখেন?

(ক) বড়ো মেসোমশাই

(খ) ছোটো মেসোমশাই

(গ) মেজো মেসোমশাই

(ঘ) সেজো মেসোমশাই

উত্তরঃ (খ) ছোটো মেসোমশাই

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পাট 6

তপনের ছোটোমেসো ‘এদেশের কিছু হবে না’ বলে মন্তব্য করে কী দেখতে চলে যান?

(ক) তাজমহল

(খ) চিড়িয়াখানা

(গ) জাদুঘর

(ঘ) সিনেমা

উত্তরঃ (ঘ) সিনেমা

তপনের ছোটোমেসো কী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে এসেছেন?

(ক) পৈতে

(খ) বিয়ে

(গ) অন্নপ্রাশন

(ঘ) শ্রাদ্ধ

উত্তরঃ (খ) বিয়ে

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পাট 8

তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?

(ক) তপনের মেসোমশাই

(খ) তপনের ছোটোমাসি

(গ) তপনের মা

(ঘ) তপনের বাবা

উত্তরঃ (গ) তপনের মা

তপন কটা গল্প লিখেছিল?

(ক) একটা

(খ) দুটো

(গ) চারটে

(ঘ) তিনটে

উত্তরঃ (খ) দুটো

এসএসসি পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে

ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?

(ক) আর-একটা লেখার কথা

(খ) আরও দুটো গল্প দেওয়ার কথা
(গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল?

(ক) ব্যাট ও বল

(খ) গল্পের বই

(গ) গানের খাতা

(ঘ) হোমটাস্কের খাতা

উত্তরঃ (ঘ) হোমটাস্কের খাতা

এসএসসি এসাইনমেন্ট ২০২১ প্রশ্ন

তপন তার গল্পটা লিখেছিল—

(ক) দুপুরবেলা

(খ) সন্ধ্যেবেলা

(গ) বিকেলবেলা

(ঘ) গভীর রাতে

উত্তরঃ (ক) দুপুরবেলা

কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল?

(ক) ধ্রুবতারা

(খ) ভারতী

(গ) সাহিত্যচর্চা

(ঘ) সন্ধ্যাতারা

উত্তরঃ (ঘ) সন্ধ্যাতারা

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন

তপনের লেখা গল্পটার নাম কি ছিল—

(ক) ছুটি

(খ) অবসর

(গ) প্রথম দিন

(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (গ) প্রথম দিন

সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ-

(ক) তপনের ছেটোমাসির বিয়ে

(খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে

(গ) তপন পরীক্ষায় প্রথম হয়েছে

(ঘ) সবগুলি সঠিক

উত্তরঃ (খ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে

2022 এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর

তপনের গল্প পড়ে ছােটোমাসি কী বলেছিলেন?

উত্তরঃ তপনের গল্প পড়ে ছোটোমাসি প্রশংসা করেছিল এবং একইসঙ্গে সন্দেহ বশত জিজ্ঞেস করেছিল যে, সে গল্পখানা কারো নকল করে লেখেনি তো।

কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল?

উত্তরঃ তপনের নতুন মেসোমশাই একজন লেখক- একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল।

তপনের লেখা কোন গল্প ততক্ষণে ছােটোমেসোর হাতে চলে গেছে?

উত্তরঃ তপনের বিদ্যালয়জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে অবলম্বন করে লেখা গল্প ‘প্রথমদিন’।

‘মেসােকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’- কেন এমন উক্তি?

উত্তরঃ তপনের ধারণা ছিল যে লেখকরা অন্য জগতের মানুষ। সেইজন্য তার লেখক-মেসোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল।

‘মেসাের উপযুক্ত কাজ হবে সেটা’ – কোন কাজের কথা বলা হয়েছে?

উত্তরঃ তপনের লেখা গল্পটা কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

2021 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন

‘তপনের হাত আছে’ – এমন বলার কারণ কী?

উত্তরঃ তপনের বয়সী ছেলেরা গল্প লিখলে হয় রাজা রানীর গল্প লেখে, না হয় খুন-জখম, অ্যাক্সিডেন্ট ইত্যাদি বিষয়ে। তপন নিজের বিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে অবলম্বন করে গল্প লিখেছিল। তাই একথা বলা হয়েছে।

‘দুপুরবেলা সবাই যখন নিথর নিথর’ তখন তপন কী করছিল?

উত্তরঃ তখন তপন আস্তে আস্তে একটি খাতা আর কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গিয়ে গল্প লিখতে শুরু করল।

‘এমন সময় ঘটল সেই ঘটনা।’ – কোন ঘটনার কথা বলা হয়েছে?

উত্তরঃ ঘটনাটি হল- তপনের ছোটোমাসি আর মেসো তাদের বাড়িতে বেড়াতে এসেছিল এবং মেসোর হাতে ছিল এক সংখ্যা ‘সন্ধ্যাতারা’।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

CBSE বাংলা গাইড ক্লাস-X (বাংলা সংস্করণ)

CBSE বাংলা গাইড ক্লাস-X (বাংলা সংস্করণ)

.

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

দশম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তপনের গল্প পড়ে ছােটোমাসি কী বলেছিলেন?
উত্তরঃ তপনের গল্প পড়ে ছোটোমাসি প্রশংসা করেছিল এবং একইসঙ্গে সন্দেহ বশত জিজ্ঞেস করেছিল যে, সে গল্পখানা কারো নকল করে লেখেনি তো।

মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন 2022

তপন কটা গল্প লিখেছিল?
(ক) একটা
(খ) দুটো
(গ) চারটে
(ঘ) তিনটে
উত্তরঃ (খ) দুটো


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।