উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

ভাত গল্পের প্রশ্ন উত্তর

“উনি আমার দেবতা” – উনিটা কে ?

(A) বাবু

(B) শিবঠাকুর

(C) বামুন

(D) উচ্ছব ।

Ans: B শিবঠাকুর

শশুর খেতে আসার কতক্ষন আগে বড় বউকে লুচি করতে হত ?

(A) পাঁচ মিনিট

(B) দশ মিনিট

(C) দু মিনিট

(D) এক ঘন্টা ।

Ans: D একঘন্টা

ছোট বাবু কোন চালের ভাত খান ?

(A) কনকপানি

(B) ঝিঙ্গেসাল

(C) রামশাল

(D) পদ্মজালি ।

Ans: D. পদ্মজালি

উচ্ছব বাসিনীর গা সম্পর্কে কে হয় ?

(A) দাদা

(B) কাকা

(C) বোনাই

(D) বেহাই ।

Ans: A. দাদা

কনকপানি চালের ভাত খান –

(A) বড়বাবু

(B) মেজবাবু

(C) ছোটবাবু

(D) পিসিমা ।

Ans: A. বড়বাবু

ভাত গল্পের বড় প্রশ্ন কি কি Class 12 উত্তর সহ

“ দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে ” – কে , কার এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ।

Ans: প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ ছোটগল্পের মুখ্য চরিত্র উচ্ছব নাইয়া তার গ্রাম্য সম্পর্কিত বোন বাসিনীর প্রতি এমন আচরণ করেছিল।

গল্পে বুড়ো কর্তার মৃত্যুর পরে তার মৃতদেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরে বড়ো পিসিমার কথায় বাড়ির সব রান্না ফেলে আসতে বলেন । আর ঠিক সেই মুহুর্তেই উচ্ছব স্থির করে নেয় যে সে কী করবে । সুদূর সুন্দরবন থেকে শুধুমাত্র খাবারের সন্ধানে সে এসেছিল শহরের বড়ো বাড়িতে কাজ করতে । কিন্তু বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখার জন্য হোম – যজ্ঞ শেষ না হলে খাওয়া হবে না – এই যুক্তিতে সে তার চরম আকাঙ্খিত খাবার থেকে বঞ্চিত হয়েছিল । এর মধ্যে সে নানা রকম চালের এবং খাবারের গল্প শুনেছে ও দেখেছে । আর তাই তো- ‘ ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে ’ । কিন্তু ভাত জোটেনি উচ্ছবের ।

কিন্তু আজ যখন বাসিনী ভাত ফেলতে গেল তখন উচ্ছব ভাতের ডেকচি নিয়ে সে দৃঢ় প্রতিজ্ঞ যে সে কী করবে ? ডেকচি নিয়ে প্রথমে হনহনিয়ে হাঁটা তারপর দৌড়ানো শুরু করে । যে ভাতের জন্য তার দীর্ঘ সময়ের অপেক্ষা , সেই ভাত এখন তার হাতের মুঠোয় । এই সময়েই যখন বাসিনী তাকে ‘ অশুচ বাড়ির ভাত ’ খেতে নিষেধ করে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে উচ্ছবের পক্ষে । সে ফিরে দাঁড়ায় এবং কামটের মতো হিংস্র চোখে বাসিনীর দিকে তাকায় । তার দাঁত বের করা মুখ ভঙ্গি কামটের মতো হিংস্র লাগে বাসিনীর ।

ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর

“ ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে । ” – তাকে বলতে এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে ? এই গন্ধ তাকে কেন উতলা করে ?

Ans: এখানে ‘ ‘ তাকে ’ বলতে মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ গল্পের মুখ্য চরিত্র বাদা অঞ্চলের বাসিন্দা অন্নহীন উচ্ছব নাইয়ার কথা বলা হয়েছে ।

সুন্দরবনের নিম্ন জলাভূমি অঞ্চল অর্থাৎ বাদা অঞ্চলেই হলো প্রায় স দক্ষিণবঙ্গের অন্নের মূল উৎস স্থান । অথচ সেখাকার বাসিন্দা উৎসব দিনের পর দিন না খেয়ে থাকে । জমিহীন উৎসব সতীশবাবুর জমিতে কাজ করত । কিন্তু মড়ক লেগে উচ্ছব বলতে থাকে- “ লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তা কাঁদব না এতটুকু ? আমরা খাব ‘ । শুধু অনাহারই নয় , সর্বঘাতী বন্যায় উৎসব তার বউ ছেলে মেয়েকে হারিয়ে ফেলেন । একদিকে শোক আর অন্যদিকে ক্ষুধার তীব্র জ্বালায় সে প্রেতে পরিণত হয় ।

ক্ষুধা নিবৃত্তির জন্য উৎসব বাসিনীর সাহায্যে বড়ো বাড়িতে এলে ভাতের বিনিময়ে কাঠ কাটার কাজে নিয়োজিত হয় । বড়ো বাড়িতে অপরিসীম ভাতের গল্প তাকে পাগল করে তোলে এবং সে জানতে পারে এ সব ভাত আসে বাদা অঞ্চল থেকে । কিন্তু উৎসবের বাদায় ভাত নয় শুধু- ‘ গুগলি – গোঁড়ি – কচুশাক , সুশনো শাক ’ পাওয়া যায় । আর সেই জন্য উৎসব ভাতের হুতাশে আড়াই মন কাঠ কেটেছিল । বড়ো বাড়ি থেকে ভেসে আসা ফুটন্ত ভাতের গন্ধে তার বহুকালের খিদে বেড়ে যায় , উৎসব তাই ‘ ভাতের হুতাশে ’ উতলা হয়ে উঠে ।

দ্বাদশ শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

” তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে । ” কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

Ans: ঝড়ে – জলে উচ্ছবের সর্বনাশ হয়েছে , তার মানুষও ভেসে গেছে , সেজন্য সে কাদছে । কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।

“ শ্বশুরের ঘরে নাস ” – নার্স কাকে বলে ?

Ans: বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলে ।

গরিবের গতর এরা শস্তা দেখে ” – কে , কাকে , কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল ?

Ans: মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ গল্পের বাসিনী উচ্ছবকে বড়ো বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথা বলেছিল ।

“ তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হত ” – কার জন্যে , কে শরবত করে দিতেন ?

Ans: ‘ ভাত ‘ গল্পে বড়ো বাড়ির বড়ো বউ শ্বশুরমশাইয়ের জন্য শরবত করে দিতেন ।

“ বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি ” – ‘ আহিংকে ‘ শব্দের অর্থ কী ?

Ans: এখানে ‘ আহিংকে ‘ শব্দের অর্থ হলো ‘ আকাঙ্ক্ষা ‘ ।

দ্বাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর

উচ্ছবকে জেলখানায় কেন নিয়ে যাওয়া হয়েছিল ?

Ans: উচ্ছব ভাত খাওয়ার জন্যে বড়ো বাড়ির ভাতসুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল । তাতে লোকেরা উচ্ছবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল ।

“ লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভাল লাগেনি ” — ভালো না লাগার কারণ কী ?

Ans: লোকটার চাহনি খুব উগ্র ছিল বলে বড়ো বাড়ির বড়ো বউয়ের ভালো লাগেনি ।

“ তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা ” কথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে সম্পর্ক কী ?

Ans: কথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে পিসিশাশুড়ির ও ভাইপো – বৌ সম্পর্ক ।

দ্বাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১

“ তোমরা রা কাড়না ক্যান ” – কে , কাদের উদ্দেশে এই কথা বলেছিল ?

Ans: আলোচ্য কথাটি উচ্ছব তার স্ত্রী – সন্তানদের উদ্দেশে বলেছিল ।

তান্ত্রিকের হোম – যজ্ঞ প্রস্তুতির বর্ণনা দাও ।

Ans: পাঁচ প্রকার গাছের কাঠ— প্রতিটা আধমণ করে । কালো বিড়ালের লোম , শ্মশান থেকে বালি , বেশ্যার ঘর থেকে আনতে হবে হাত – আর্শি ।

দ্বাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২২

“ চোঁখ ঠিকরে আসে তার ” — কী দেখে , কার চোেখ ঠিকরে আসে ?

Ans: পাঁচ রকমের চাল দেখে উচ্ছবের চোেখ ঠিকরে আসে ।

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2020

উপসর্গ কাকে বলে ?

উত্তরঃ উপসর্গ এক ধরনের অব্যয় , যা শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন করে । উপসর্গকে অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়ও বলা হয় ।

জোড়কলম শব্দ কাকে বলে ?

উত্তরঃ কখনো একই ভাষার বা ভিন্ন ভিন্ন ভাষার দু’টি পৃথক কাটা শব্দ জোড়া করে যে শব্দ তৈরি হয় , তাকে জোড়কলম শব্দ বলে ।

যেমন— ধোঁয়া + কুয়াশা ধোঁয়াশা , tiger + lion = 1 = tigon .

অবস্থান অনুযায়ী প্রত্যয় কত প্রকার ও কী কী ?

উত্তরঃ অবস্থান অনুযায়ী প্রত্যয় দুই প্রকার । যথাক্রমে— ( ক ) কৃৎ প্রত্যয় এবং ( খ ) তদ্ধিধ প্রত্যয়।

দু’টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও ।

উত্তরঃ পরাধীন রূপমূল স্বাধীন রূপমূলের সঙ্গে যুক্ত থাকে । এর একক ব্যবহার নেই । যেমন— মানুষকে , ‘ কে ’ এখানে পরাধীন রূপমূল । মাছওয়ালা , ‘ ওয়ালা ’ এখানে পরাধীন রূপমূল ।

উচ্চ মাধ্যমিক বাংলা Pdf

CBSE বাংলা ক্লাস 12 বাংলায় জেনেসিসের গাইড

CBSE বাংলা ক্লাস 12 বাংলায় জেনেসিসের গাইড

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2021

সহরূপ কী ?

উত্তরঃ রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় , তখন সেই বৈচিত্র্যকে ‘ সহরূপ ’ বলে ।

পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে তিন ভাগে ভাগ করা যায় । যথাক্রমে

( ক ) দ্বন্দ্ব সমাস , ( খ ) ব্যাখ্যামূলক সমাস , ( গ ) বর্ণনামূলক সমাস ।

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর 2022

প্রত্যয় কাকে বলে ?

উত্তরঃ প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে । কখনো কখনো পদের পরিবর্তনও করে বলে তাকে প্রত্যয় বলে।

উচ্চমাধ্যমিকের সাজেশন প্রশ্ন এবং উত্তর 2022

পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস – (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ (খ) তিন প্রকার

শব্দকে আমরা একরূপে পাই একমাত্র – (ক) বিশেষ্য পদে (খ) বিশেষণ পদে (গ) সর্বনাম পদে (ঘ) অভিধানে

উত্তরঃ (ঘ) অভিধানে

উচ্চমাধ্যমিকের সাজেশন প্রশ্ন এবং উত্তর ২০২৩

পরাধীন ব্যাকরণসম্মত রুলমুল কতপ্রকার ? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার

উত্তরঃ (ক) দুই প্রকার

স্বাধীন রুপমুলের উদাহরন হলো – (ক) ছাত্ররা (খ) ছাত্র (গ) ছাত্রকে (ঘ) ছাত্রদের

উত্তরঃ (খ) ছাত্র

ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো – (ক) শব্দার্থ তত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) ধ্বনিতত্ত্ব (ঘ) বাক্যতত্ত্ব

উত্তরঃ (খ) রূপতত্ত্ব

উচ্চ মাধ্যমিক বাংলা বড় প্রশ্ন উত্তর

শব্দগঠনের প্রক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো ।

উত্তরঃ শব্দগঠনের কৌশল বা প্রক্রিয়া ভাষাবিজ্ঞানে রূপতত্ত্বের অন্যতম আলোচনার বিষয় । রূপিম বা রূপমূল হলো শব্দগঠনের মূল উপাদান । এই রুপিম সহযোগে বাংলা ভাষায় শব্দগঠনের বিভিন্ন প্রক্রিয়া আছে , যেগুলি নিম্নে আলোচিত হলো—

পদদ্বৈত : কোনো শব্দে একই পদ দু’বার পাশাপাশি বসলে তাকে পদদ্বৈত বলে । যেমন— দিনদিন , সকাল সকাল , হাসিহাসি , কাঁদতে কাঁদতে , এই জাতীয় পদ সমার্থক ও বিপরীত হয়ে থাকে । যেমন— কাগজপত্র , কাজকর্ম ; হাসিকান্না , ভালোমন্দ ইত্যাদি ।

জোড়কলম রূপ : একটি বিশেষ জাতীয় শব্দ বা শব্দাংশের সঙ্গে আর একটি পৃথক জাতীয় শব্দ বা শব্দাংশের সংমিশ্রণকে জোড়কলম শব্দ বলে । জোড়কলম রূপমূলে একাধিক রূপমূলের সমবায় থাকে । যেমন— ধোঁয়া শব্দের সঙ্গে কুয়াশা শব্দ মিলে নতুন শব্দ ধোঁয়াশা তৈরি হয়েছে ।

সমাস বা যোগ করা : সমাসের অর্থ হলো সংক্ষেপ করা । এই প্রক্রিয়ায় একাধিক পদকে সংক্ষিপ্ত করা হয় , এর ফলে নতুন শব্দ গঠন হয় । যেমন— বীণাপাণি , রাজর্ষি ইত্যাদি ।

অনুকার পদ গঠন : শব্দের সাদৃশ্য বজায় রাখার জন্য অর্থহীন শব্দযোগে এই জাতীয় পদ গঠন হয় । যেমন— ভাতটাত , চুপচাপ , জলটল ইত্যাদি ।

এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 প্রশ্ন

প্রত্যয় কাকে বলে ? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী ? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও ।

অথবা,

প্রত্যয় কাকে বলে ? প্রত্যয় কয় প্রকার ও কী কী ? প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা লেখো ।

উত্তরঃ প্রত্যয় শব্দগঠনের একটি প্রক্রিয়া । শব্দমূল বা প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা হয় ।

প্রত্যয় : যে সকল ধ্বনি বা ধ্বনির সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন ধাতু বা নতুন পদ গঠন করে , তাকে প্রত্যয় বলে । প্রত্যয় পদের পরিবর্তন করে ।

ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় দু’রকম । যথা— ( ক ) কৃৎপ্রত্যয় বা ধাতু প্রত্যয় এবং ( খ ) তদ্বিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় ।

( ক ) কৃৎপ্রত্যয় বা ধাতু প্রত্যয় যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় , তাকে কৃৎপ্রত্যয় বলে । যেমন— √ভুজ + অন ভোজন , √পূজ্ + অনীয় = পূজনীয় , √রাধ + উনি = রাঁধুনি । উদাহরণগুলিতে অন , অনীয় , উনি প্রত্যয়গুলি যথাক্রমে ভুজ্ , পূজ্ , রাধ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে স্বাধীন পদ গঠন করেছে ।

( খ ) তদ্ধিত বা শব্দ প্রত্যয় : এই জাতীয় প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় । তদ্বিত প্রত্যয় শব্দের পদ পরিবর্তন ঘটায় । যেমন- চালাক + ই = চালাকি , মামলা + বাজ = মামলাবাজ , বাঁশি + ওয়ালা • বাঁশিওয়ালা । উপরের উদাহরণে ই , বাজ , ওয়ালা তদ্ধিত প্রত্যয় । প্রত্যয়গুলি যথাক্রমে চালাক , মামলা , বাঁশি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে ।

এইচএসসি এসাইনমেন্ট ২০২১ প্রশ্ন

‘ হরিপুরা পট ’ – এর চিত্রকর কে ?

উত্তরঃ ‘ ‘হরিপুরা পট ’ – এর চিত্রকর নন্দলাল বসু ।

‘ পাটা ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উত্তরঃ সংস্কৃত ‘ পটু ’ শব্দ থেকে ‘ পাটা ’ শব্দটি এসেছে ।

রবীন্দ্রনাথ নিজে অলংকরণ করেছেন , তাঁর এমন দু’টি ছোটোদের বইয়ের নাম লেখো ।

উত্তরঃ রবীন্দ্রনাথ নিজে অলংকরণ করেছেন , তার এমন দু’টি বই— ‘ খাপছাড়া ’ ও ‘ সে ’ ।

এইচএসসি এসাইনমেন্ট ২০২২ প্রশ্ন

অভিধানে ‘ পট ‘ শব্দটির অর্থ – (ক) পতাকা (খ) পুস্তক (গ) চিত্র (ঘ) সংগীত

উত্তরঃ (গ) চিত্র

বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা ৭৭ ফুট বিস্তৃত, ৮ ফুট মদ্ধযুগের সন্তগণ নামে ছবিটি কার – (ক) বিনোদবিহারী মুখোাধ্যায় (খ) রামকিঙ্কর বেইজ – এর (গ) দেবীপ্রসাদ রায় চৌধুরী (ঘ) জয়নুল আবেদিন

উত্তরঃ (ক) বিনোদবিহারী মুখোাধ্যায়

‘ জুবিলি আর্ট আকাদেমি ‘ কে প্রতিষ্ঠা করেন ? (ক) রণদাসপ্রসাদ গুপ্ত (খ) হেনরি হোভার লক (গ) আর্নেস্ট বিনকিন্ড হ্যাভেল (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) রণদাসপ্রসাদ গুপ্ত

শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন ? (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের (খ) দেবীপ্রসাদ চৌধুরীর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরের (ঘ) গুনেন্দ্র্ণাথ ঠাকুরের

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরের

দ্বাদশ শ্রেণির বাংলা pdf

বাংলা রেফারেন্স (উচ্চমাধমিক) ক্লাস

বাংলা রেফারেন্স (উচ্চমাধমিক) ক্লাস

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর

গরিবের গতর এরা শস্তা দেখে ” – কে , কাকে , কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল ?
Ans: মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ গল্পের বাসিনী উচ্ছবকে বড়ো বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথা বলেছিল ।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।