- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
- 1. সুপারনোভা হল একটি কি ?
- 2. থার্মস্কোপের আবিষ্কারক কে ?
- 3. আলোকবর্ষ কিসের একক ?
- 4. জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারন কি ?
- 5. কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় না ?
- 6. বৈদ্যুতিক চার্জের একক কি ?
- 7. ব্রহ্মান্ডে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ?
- 8. অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে?
- 9. মানুষের শরীরের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের মধ্যে কোনটি দীর্ঘতম ?
- 10. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
- 11. প্রিজম এর মাধ্যমে সাদা আলো কয়টি বর্ণে বিশ্লিষ্ট হয় ?
- 12. কোন রোগের কারণে মানুষের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে ?
- 13. মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কি ?
- 14. জলের গভীরতা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে ?
- 15. জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় কোন এককের মাধ্যমে ?
- 16. হৃদপিণ্ড থেকে নির্গত নালীকে বলা হয় ?
- 17. বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ?
- 18. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায় ?
- 19. হিল বিকারক কাকে বলা হয় ?
- 20. পেসমেকার যন্ত্র কি কাজে ব্যবহার করা হয় ?
- 21. BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়ে থাকে ?
- 22. মানব শরীরের কোথায় হাইপোথ্যালামাস অবস্থিত ?
- 23. কোষ কে আবিষ্কার করেছিলেন ?
- 24. সূর্য শক্তি প্রধানত কোন প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ?
- 25. মানুষের লালায় কোন উৎসেচক টি পাওয়া যায় ?
- 26. জীব বিদ্যার জনক কাকে বলা হয় ?
- 27. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
- 28. সর্বপেক্ষা কোন রংয়ের আলোয় কম সালোকসংশ্লেষ হয় ?
- 29. পিত্তরস ক্ষরিত হয় কোথা থেকে ?
- 30. মানব রক্তে অক্সিজেনের বাহক কে ?
- 31. বৃক্কের গঠনগত কার্যকারী একক এর নাম কি ?
- 32. মানব শরীরের ফিমার হাড় টি কোথায় অবস্থিত ?
- 33. কোন ছোট বস্তু কে বড় করে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
- 34. জলের ফোঁটা রামধনুর সৃষ্টি হওয়ার কারণ কি ?
- 35. কোন জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালরি রয়েছে ?
- 36. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?
- 37. পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে এই তত্ত্ব প্রমাণ করেন কে ?
- 38. ছাপার অক্ষর প্রস্তুতিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয় ?
- 39. দর্পণের প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় ?
- 40. বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি ?
- Science GK in Bengali
- 41. কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়?
- 42. রেশম মথ উৎপাদন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
- 43. কোন রোগের অপর নাম Big C ?
- 44. এলিসা পরীক্ষা করা হয় কোন রোগের চিকিৎসার জন্য ?
- 45. পারদ কত ডিগ্রী তাপমাত্রায় ফুটতে শুরু করে ?
- 46. রাডার কি কাজে ব্যবহৃত হয় ?
- 47. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার ?
- 48. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের হয় ?
- 49. একটি গৌণ জলজ প্রাণীর নাম কি?
- 50. কোন প্রাণী ইকোলোকেশানে সক্ষম ?
- 51. রাস্তার ধারে হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
- 52. হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে ?
- 53. মানবদেহে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি ?
- 54. যৌন জননের একক কি ?
- 55. অযৌন জননের একক ?
- 56. কোষে জল ছাড়া আর কি থাকে সর্বাধিক পরিমাণে?
- 57. মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি?
- 58. ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ?
- 59. মানব শরীরের দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
- 60. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এর নাম কি ?
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
1. সুপারনোভা হল একটি কি ?
উ: মরণাপন্ন নক্ষত্র
2. থার্মস্কোপের আবিষ্কারক কে ?
উ: গ্যালিলিও
3. আলোকবর্ষ কিসের একক ?
উ: দূরত্ব
4. জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারন কি ?
উ: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
5. কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় না ?
উ: সোডিয়াম
6. বৈদ্যুতিক চার্জের একক কি ?
উ: কুলুম্ব
7. ব্রহ্মান্ডে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ?
উ: হাইড্রোজেন
8. অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে?
উ: লাল বর্ণে
9. মানুষের শরীরের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের মধ্যে কোনটি দীর্ঘতম ?
উ: ক্ষুদ্রান্ত
10. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
উ: তৃতীয় শ্রেণীর লিভার
11. প্রিজম এর মাধ্যমে সাদা আলো কয়টি বর্ণে বিশ্লিষ্ট হয় ?
উ: 7 টি
12. কোন রোগের কারণে মানুষের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে ?
উ: অস্টিওপোরোসিস
13. মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কি ?
উ: যকৃৎ
14. জলের গভীরতা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে ?
উ: ফ্যাদম
15. জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় কোন এককের মাধ্যমে ?
উ: নট
16. হৃদপিণ্ড থেকে নির্গত নালীকে বলা হয় ?
উ: ধমনী
17. বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ?
উ: আর্গন
18. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায় ?
উ: ভিটামিন D
19. হিল বিকারক কাকে বলা হয় ?
উ: NADP
20. পেসমেকার যন্ত্র কি কাজে ব্যবহার করা হয় ?
উ: কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করতে
21. BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়ে থাকে ?
উ: যক্ষ্মা
22. মানব শরীরের কোথায় হাইপোথ্যালামাস অবস্থিত ?
উ: মস্তিষ্ক
23. কোষ কে আবিষ্কার করেছিলেন ?
উ: রবার্ট হুক
আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
24. সূর্য শক্তি প্রধানত কোন প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ?
উ: ফিউশন
25. মানুষের লালায় কোন উৎসেচক টি পাওয়া যায় ?
উ: টায়ালিন
26. জীব বিদ্যার জনক কাকে বলা হয় ?
উ: অ্যারিস্টটল কে
27. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
উ: সবুজ গ্রন্থি
28. সর্বপেক্ষা কোন রংয়ের আলোয় কম সালোকসংশ্লেষ হয় ?
উ: সবুজ আলোয়
29. পিত্তরস ক্ষরিত হয় কোথা থেকে ?
উ: অগ্ন্যাশয়
30. মানব রক্তে অক্সিজেনের বাহক কে ?
উ: হিমোগ্লোবিন
31. বৃক্কের গঠনগত কার্যকারী একক এর নাম কি ?
উ: নেফ্রন
32. মানব শরীরের ফিমার হাড় টি কোথায় অবস্থিত ?
উ: পা -এ
33. কোন ছোট বস্তু কে বড় করে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উ: মাইক্রোস্কোপ
34. জলের ফোঁটা রামধনুর সৃষ্টি হওয়ার কারণ কি ?
উ: সূর্যের আলোর প্রতিফলন ও প্রতিসরণ
35. কোন জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালরি রয়েছে ?
উ: স্নেহ জাতীয়
36. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?
উ: ড: হরগোবিন্দ খোরানা
37. পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে এই তত্ত্ব প্রমাণ করেন কে ?
উ: কোপার্নিকাস
38. ছাপার অক্ষর প্রস্তুতিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয় ?
উ: টাইপ মেটাল
39. দর্পণের প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় ?
উ: সিলভার নাইট্রেট
40. বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি ?
উ: পৃষ্ঠটান
Science GK in Bengali
41. কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়?
উ: সিঙ্কোনা
42. রেশম মথ উৎপাদন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
উ: সেরিকালচার
43. কোন রোগের অপর নাম Big C ?
উ: ক্যান্সার
44. এলিসা পরীক্ষা করা হয় কোন রোগের চিকিৎসার জন্য ?
উ: এইডস
45. পারদ কত ডিগ্রী তাপমাত্রায় ফুটতে শুরু করে ?
উ: 357 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
46. রাডার কি কাজে ব্যবহৃত হয় ?
উ: কোন বস্তুর অবস্থান নির্ধারণ করার জন্য
47. মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার ?
উ: তৃতীয় শ্রেণীর
48. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের হয় ?
উ: হাইড্রা
49. একটি গৌণ জলজ প্রাণীর নাম কি?
উ: কচ্ছপ
50. কোন প্রাণী ইকোলোকেশানে সক্ষম ?
উ: বাদুড়
51. রাস্তার ধারে হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উ: সোডিয়াম গ্যাস
52. হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে ?
উ: হিলিয়াম
53. মানবদেহে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি ?
উ: অক্সিজেন
54. যৌন জননের একক কি ?
উ: গ্যামেট
55. অযৌন জননের একক ?
উ: স্পোর
56. কোষে জল ছাড়া আর কি থাকে সর্বাধিক পরিমাণে?
উ: প্রোটিন
57. মানব শরীরের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি?
উ: পিনিয়াল গ্ৰন্থি
58. ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ?
উ: ইথিলিন
59. মানব শরীরের দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
উ: মধ্য মস্তিষ্ক
60. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এর নাম কি ?
উ: ট্রপোস্ফিয়ার
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।