জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার, Geography GK in Bengali

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

প্রশ্নপত্র

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার

মাংসপেশিতে প্রোটিনের পরিমাণ কত শতাংশ ?

উ: 20 %

ভিটামিন K এর রাসায়নিক নাম কি ?

উ: ফাইলোকুইনাইন

নারকেলের কোন অংশ থেকে তেল পাওয়া যায় ?

উ: সস‍্য বা এন্ডোস্পার্ম

দইতে কোন অ্যাসিড থাকে ?

উ: ল্যাকটিক অ্যাসিড

জিভের কোন অংশে মিষ্টিত্বের স্বাদকারক অবস্থিত?

উ: প্রান্ত

বীজ হীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় ?

উ: অক্সিন

ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেছিলেন ?

উ: রোনাল্ড রস

লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?

উ: নাইট্রাস অক্সাইড

লাইট ইয়ার কিসের একক ?

উ: দূরত্বের একক

কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে ?

উ: পিটুইটারি গ্রন্থিকে

দার্শনিকের উল কাকে বলা হয় ?

উ: জিঙ্ক অক্সাইডকে

পরিবেশে অক্সিজেনের প্রকৃতিক উৎস কি ?

উ: সালোকসংশ্লেষ

মান ও দিক দুটোই আছে কোন রাশির ?

উ: ভেক্টর রাশির

X Rays এর আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: রন্টজেন

শব্দের বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে ?

উ: কঠিন

দীর্ঘতম প্রাণী কোষটির কি নাম কি ?

উ: স্নায়ুকোষ

ভ্যাকসিনেশনের আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: জেনার

পীতবিন্দু কোথায় রয়েছে ?

উ: চোখের রেটিনায়

হলুদ জ্বর রোগ সংক্রমণের বাহক কোন মশা ?

উ: এডিস মশা

কচু খেলে গলা চুলকানোর একান্ত কারণ হল ?

উ: র‍্যাফাইড

অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে সৃষ্ট হয় ?

উ: সংক্রমিত খাদ্য থেকে

একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?

উ: কম্পাঙ্ক বেশি বলে

আত্মঘাতী থলি বলা হয় কাকে ?

উ: লাইসোজোমকে

বাষ্পমোচন কোন সময় বেশি হয় ?

উ: গ্রীষ্মকালে

ফুসফুসের আবরণীকে কি বলা হয় ?

উ: প্লুরা

দীপন প্রাবল‍্য এর SI একক কি ?

উ: ক‍্যান্ডেলা

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

Geography GK in Bengali

ভারতের কোন রাজ্য কে চিনির বাটি বলা হয় ?

➤ উত্তরপ্রদেশকে।

কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে ?

➤ পানামা খাল।

পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?

➤ পামির মালভূমি।

ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ?

➤ আরাবল্লী।

ভারতের অরণ্য গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?

➤ দেরাদুন।

বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

➤ কর্ণাটক।

বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?

➤ নেপচুন।

দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত ?

➤ দামোদর।

রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত ?

➤ অলকানন্দা ও মন্দাকিনী।

নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত ?

➤ উত্তরাখণ্ড।

ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি ?

➤ লুনি।

ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?

➤ জামনগর (গুজরাট)।

কাকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ?

➤ দুর্গাপুর।

পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

➤ কলকাতা।

ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে ?

➤ ভারত ও চীন।

কোন শহরকে নীরব শহর বলা হয় ?

➤ রোম।

‘Sky River’ নামে কোন নদী পরিচিত ?

➤ ব্রহ্মপুত্র।

ভারতের কোন রাজ্যে সব থকে বেশি নদী রয়েছে ?

➤ কেরালা।

কোন রাজ্যকে ভারতের শস্যভান্ডার বলা হয় ?

➤ পাঞ্জাব।

‘পঞ্চ পাহাড়ের দেশ’ কাকে বলা হয় ?

➤ ত্রিপুরাকে।

‘মালনাদ’ শব্দের অর্থ কি ?

➤ পাহাড়ি দেশ।

পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?

➤ বাংলাদেশ।

সৌরজগতের কোন গ্রহের এস্কেপ ভেলোসিটি (Escape Velocity) সবথেকে বেশি ?

➤ বৃহস্পতি।

পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?

➤সুপেরিয়র ।

ভারতের বিখ্যাত Rock Garden কোথায় রয়েছে ?

➤ চন্ডিগড়।

পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায় ?

➤ ৩রা জানুয়ারি।

কেরালার রাজধানী কি ?

➤ তিরুবনন্তপুরম।

মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

➤ ব্রহ্মপুত্র নদীতে (আসামে)।

ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?

➤ ভুটান।

পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি ?

➤ চোপড়া।

পৃথিবীর কোন তৃণভূমিকে ‘রুটির ঝুড়ি’(Wheat basket) বলা হয়

➤ প্রেইরি তৃণভূমি।

কাশ্মীর উপত্যকা কোন কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ?

➤ জাস্কার ও পিরপাঞ্জাল।

ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কোথায় অবস্থিত ?

➤ দেবপ্রয়াগ।

সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?

➤ কারাকোরাম।

কোন নদী বরাবর মুকুটমনিপুর বাঁধ অবস্থিত ?

➤ কংসাবতী।

গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?

➤ কোলেরু হ্রদ।

ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি ?

➤ ব্যারন দ্বীপ ।

আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

➤ স্যাডেল শৃঙ্গ।

‘শিল্প দানব’ বলা হয় কোন শিল্পকে ?

➤ পেট্রোকেমিক্যাল শিল্পকে।

38 তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে ?

➤ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

➤ বৈকাল হ্রদ ।

গাধার ধূসর রঙের মেঘ, যা বৃষ্টিপাত ঘটায় তার নাম কি ?

➤ নিম্বো–স্ট্রাটাস।

‘বৈপরীত্যের মহাদেশ’ কাকে বলা হয় ?

➤ আফ্রিকা।

ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

➤ কটক ।

মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত ?

➤ মেঘালয়।

কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ?

➤ নাগপুর।

মেক্সিকো খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?

➤ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

মানস সরোবর কোথায় অবস্থিত ?

➤ কৈলাস পর্বতশ্রেণীতে।

সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

➤ ধূপগড় ।

কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয় ?

➤ হাওড়া।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।