WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali Part 3, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 বাংলা পার্ট 3
- WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali Part 3, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 বাংলা পার্ট 3
- “এ বিষয়ে তিনিই পুরাে সত্য বলতে পারবেন।”—“তিনি’ বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন?
- ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কারা এ কথা বলতো
- ইলিয়াস গল্পের বড় প্রশ্ন উত্তর
- “এই তার যা কিছু বিষয়-সম্পত্তি ।”—কার, কোন্ বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?
- “প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।’—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?
- “পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।”—তাকে’ বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?
- “ইলিয়াসের তখন খুব বােলবােলাও’—’বােলবােলাও’ শব্দের অর্থ উল্লেখ করে উধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করাে। অথবা, ইলিয়াসের বােলবােলাও কীভাবে হয়েছিল?
- “দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।’অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসত সে অতিথিদের কীভাবে সেবা করত?
- “ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”—কাদের, কেন, কীভাবে তাড়িয়ে দেওয়া হল?
- FAQ | Model Activity Task Class 9 Bengali Part 3
নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।
প্রশ্নোত্তর এবং সমাধান
“এ বিষয়ে তিনিই পুরাে সত্য বলতে পারবেন।”—“তিনি’ বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন?
উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগির কথা বােঝানাে হয়েছে।
মহম্মদ শার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখসমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কি না। উত্তরে ইলিয়াস বলে যে, এ বিষয়ে তার স্ত্রী শাম-শেমাগিই ভালাে বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে।
ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কারা এ কথা বলতো
উত্তর: উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় -এর লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা।
ইলিয়াসের বিয়ের পরে যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে না ধনী, না দরিদ্র | সাতটা ঘােটকী, দুটো গােরু আর কুড়িটা ভেড়া ছিল তার সম্পত্তি | কিন্তু ইলিয়াসের সুপরিচালনা আর তার এবং তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হতে থাকে। পঁয়ত্রিশ বছরের পরিশ্রমে ইলিয়াস দুশাে ঘােড়া, দেড়শাে গােরু-মহিষ আর বারােশাে ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গােরু- ঘােড়ার দেখাশোনা করত | ভাড়াটে মজুরনিরা দুধ দুইত, কুমিস-মাখন-পনির তৈরি করত। ইলিয়াসের নামডাক তখন চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লােকেরা তখনই হিংসায় জ্বলে গিয়ে হয়ে উধৃত মন্তব্যটি করেছিল |
ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যের জোরে নয়, তার পরিশ্রমের কারণে। মানুষের চেষ্টা, ইচ্ছাশক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তার সার্থক উদাহরণ ইলিয়াস| তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছােটো করে দেখানাে হয় ।
ইলিয়াস গল্পের বড় প্রশ্ন উত্তর
“এই তার যা কিছু বিষয়-সম্পত্তি ।”—কার, কোন্ বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ‘তার’ বলতে রাশিয়ার উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বােঝানাে হয়েছে।
ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গেছিলেন, তা হল সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া। এই বিষয়সম্পত্তির কথাই প্রশ্নোবৃত অংশে বলা হয়েছে।
“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।’—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পে ব্যবহূত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বােঝানাে হয়েছে।
» ইলিয়াসের বাবা যখন মারা যান, তখন তিনি সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া রেখে গেছিলেন। কিন্তু ইলিয়াসেরবুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রীসকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই প্রতি বছর তীদের অবস্যার ক্রমশ উন্নতি হতে থাকে।
“পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।”—তাকে’ বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্প থেকে উদ্ধৃতাংশে ‘তাকে বলতে কাহিনির প্রধান চরিত্র বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসকে বােঝানাে হয়েছে।
পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে।ওঠে দুলাে ঘােড়া, দেড়শাে গােরু-মোষ, বারােশাে ভেড়া ও ভাড়াটে মজুরদের। মনিব হয়ে ওঠে ইলিয়াস| তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখেই প্রতিবেশীরা সকলে তাকে হিংসা করতে শুরু করে।
“ইলিয়াসের তখন খুব বােলবােলাও’—’বােলবােলাও’ শব্দের অর্থ উল্লেখ করে উধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করাে। অথবা, ইলিয়াসের বােলবােলাও কীভাবে হয়েছিল?
উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে ব্যবহৃত উধৃতাংশে ‘বােলবােলাও
শব্দের অর্থ হল নামডাক বা খ্যাতি।
দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রম এবং সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল
সম্পত্তির মালিক হয়ে ওঠে। দুশাে ঘােড়া, দেড়শো গােরু-মােষ এবং বারােশাে
ভেড়া-সহ ভাড়াটে মজুর-মজুরনির মনিবে পরিণত হয় ইলিয়াস৷ ক্রমশ তার
খ্যাতি এবং পরিচিতি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। এই কারণেই, আশেপাশের
সকলেই তাকে হিংসা করতে থাকে।
“দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।’অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসত সে অতিথিদের কীভাবে সেবা করত?
উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে দূরদূরান্ত থেকে খ্যাতনামা ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত। অতিথিপরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলকেই অত্যন্ত খাতির করত। তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘােটকী মারা হত! কুমিস, চা, শরবত, মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে ইলিয়াস অতিথিদের সেবা করত।
“ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”—কাদের, কেন, কীভাবে তাড়িয়ে দেওয়া হল?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পে ইলিয়াস তার ছােটো ছেলে এবং বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াসের ছােটো ছেলের স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়াটে। তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল। সেই কারণেই ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তবে ধর্মপরায়ণ ইলিয়াস।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
আরো বিশদে পড়ার জন্য
শেখার ফলাফলের জন্য 5E মডেল.
ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)
FAQ | Model Activity Task Class 9 Bengali Part 3
Q1. শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত
Ans – শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র।
Q2. শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন
Ans – ১৮৬৩ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বরচিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তর-পশ্চিমাংশে এই আশ্রম প্রতিষ্ঠা করেন।