টেনের জীবন বিজ্ঞান

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

টেনের জীবন বিজ্ঞান | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান

স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য কী কী?

উত্তর: স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য: –

  • (ক) শরীর লোমে ঢাকা।
  • (b) ত্বকে ঘাম এবং সেবেসিয়াস গ্রন্থি সরবরাহ করা হয়।
  • (c) হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
  • (d) নিষিক্তকরণ অভ্যন্তরীণ।
  • (ঙ) মহিলাদের স্তন্যপায়ী গ্রন্থি রয়েছে যা তাদের বাচ্চাদের পুষ্ট করার জন্য দুধ উত্পাদন করে।
  • (f) বাহ্যিক কান-পিনা, বর্তমান।
  • (ছ) চোখের ঢাকনা থাকে।
  • (জ) উষ্ণ রক্তযুক্ত।
  • (i) ফুসফুসের মাধ্যমে শ্বসন,
  • (j) পেশীবহুল মধ্যচ্ছদা দ্বারা বক্ষ গহ্বর এবং 1 পেটে বিভক্ত।

পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?

Answer : উদ্দীপক বলে ।

প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?

Answer : কুমড়ো গাছের কাণ্ডের রোমে ।

গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?

Answer : ক্ল্যামাইডোমোনাস ।

প্রকরণ চলন কোথায় দেখা যায় ?

Answer : বনচাঁড়ালের পত্রকে ।

উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?

Answer : ন্যাস্টিক চলন ।

উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?

Answer : ট্যাকটিক চলন ।

তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?

Answer : নিকটিন্যাস্টিক চলন ।

ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?

Answer : অ্যামিবার ।

মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?

Answer : শ্বেত রক্তকণিকা ।

অ্যামিবার গমনকে কী বলে ?

Answer : অ্যামিবয়েড গতি ।

একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও ।

Answer : মাছ মুখ্য জলজ প্রাণী ।

একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।

Answer : পায়রা মুখ্য খেচর প্রাণী ।

একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।

Answer : ডেলটয়েড পেশি।

যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?

Answer : অ্যাডাকশন বলে।

একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ।

Answer : ল্যাটিসিমাস ডরসি ।

রোটেশন কাকে বলে?

Answer : যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।

মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?

Answer : ফিমার ।

একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও ।

Answer : ট্রাইসেপস ।

কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

Answer : কৃত্রিম অক্সিন (2, 4-D)।

পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?

Answer : সাইটোকাইনিন।

জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?

Answer : জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।

জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।

Answer : জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।

উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?

Answer : অক্সিন।

হরমোনের পরিণতি কী ?

Answer : হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।

একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।

Answer : থাইরোট্রফিক হরমোন বা TSH ।

আয়োডিন কোন হরমোনের উপাদান ?

Answer : থাইরক্সিন।

প্রাণী হরমোনের উৎস কী ?

Answer : এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।

একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?

Answer : অ্যাড্রিনালিন।

GH-এর পুরো নাম কী ?

Answer : গ্রোথ হরমোন ।

ক্লাস টেনের জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক | ক্লাস টেনের জীবন বিজ্ঞান

চলন বা সঞ্চালন কাকে বলে ?

Answer : যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফুর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গালন করে তাকে চলন বা সঞ্চালন বলে ।

ট্রপিক ও ট্যাকটিক চলনের মূল পার্থক্য কী ?

Answer : ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।

জিওট্রপিক চলন কাকে বলে?

Answer : উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে । যেমন— উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির গভীরে প্রবেশ করে ।

প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ।

Answer : প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল-

  • (i) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয় ।
  • (ii) বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয় ।

সিলিয়ারি গমন কাকে বলে ? উদাহরণ দাও ।

Answer : সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে| যেমন -প্যারামিসিয়ামের গমন ।  

মাছের গমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী ?

Answer : পুচ্ছ পাখনা গমনকালে মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে ।

মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ ?

Answer : মানুষের গমনকালে লঘুমস্তিষ্ক এবং কর্ণের অর্ধচন্দ্রাকার নালি ও অটোলিথ যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে ।

সচল অস্থিসন্ধি কাকে বলে? উদাহরণ দাও ।

Answer : দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে । যে সব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলে। যেমন-হিপ সন্ধি, হাঁটু সন্ধি।

কব্জা সন্ধি কাকে বলে ? একটি উদাহরণ দাও।

Answer : একটি অস্থির গোল প্রান্ত যখন অপর একটি অস্থির অর্ধগোলাকার অবতল অঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কব্জা সন্ধি বলে। হাঁটু সন্ধি, কনুই সন্ধি এই প্রকারের সন্ধি ।

হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য কী ?

Answer : (i) হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্ত উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। (ii) হরমোন অন্তঃক্ষরা কোশ থেকে নিঃসৃত হয়। কিন্তু উৎসেচক বহিঃক্ষরা কোশ থেকে ক্ষরিত ।

হরমোনের দুটি কাজ উল্লেখ করো ।

Answer : (1) হরমোন জীবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। (2) হরমোন জীবদেহে যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | টেনের জীবন বিজ্ঞান

Q1. কেঁচোর গমন অঙ্গের নাম কি

Ans – কেঁচোর গমন অঙ্গের নাম সিটি বা সিটা।

Q2. অ্যামিবার গমন অঙ্গের নাম কি

Ans – ক্ষনপদ বা সিউডোপোডিয়া হল অ্যামিবার গমন অঙ্গ।

Q3. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম

Ans – গমনে সক্ষম একটি উদ্ভিদের ক্ল্যামাইডােমােনাস, ভলভক্স ।

Q4. তারা মাছের গমন অঙ্গের নাম কি

Ans – তারা মাছের গমন অঙ্গের নাম টিউব ফীট।

লক্ষ্য চূড়ান্ত অনুশীলন সেট M.P.2023 [ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত ]

লক্ষ্য চূড়ান্ত অনুশীলন সেট M.P.2023 [ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত ]







আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।