- অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর
- ‘ অসুখী একজন ‘ কবিতাটির কবি হলেন –
- ‘ অসুখী একজন ‘ কবিতাটির তরজমা করেন –
- ‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
- পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান—
- পাবলো নেরুদা ছিলেন –
- অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল –
- পাবলো নেরুদার প্রকৃত নাম হল –
- ‘ সে জানত না ‘ –’সে ‘ হল –
- ‘ অসুখী একজন ‘ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন ?
- ‘ সে জানত না’— সে কী জানত না ?
- ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ক – টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ?
- ‘ অসুখী একজন ’ কবিতায় কে হেঁটে চলে গেল ?
- ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?
- ‘ অসুখী একজন ’ কবিতায় একটার – পর – একটা বছর কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন ?
- অসুখী একজন কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা দশম শ্রেণি part 3
- ‘ আমি তাকে ছেড়ে দিলাম — ‘ আমি ’ কে ?
- কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল ?
- কথকের অপেক্ষায় কে , কোথায় দাঁড়িয়েছিল ?
- অসুখী একজন ’ কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন ?
- ‘ অসুখী একজন ’ কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?
- ‘ অসুখী একজন ’ কবিতায় কবির / কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজজীবনের নিজের গতিতে চলার কী কী অনুষঙ্গ কবিতায় উল্লিখিত আছে ?
- ‘ অসুখী একজন ’ কবিতায় কবির পায়ের দাগ কীসে ধুয়ে গিয়েছিল ?
- ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?
- কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে ?
- ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ পাথরের মতো ” বলতে কী বোঝাতে চেয়েছেন ?
- অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আমি তাকে ছেড়ে দিলাম’- কবি কাকে ছেড়ে দিলেন । তাকে তিনি কীভাবে রেখে এসেছিলেন ?
- ‘ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ / ঘাস জন্মালো রাস্তায়’— উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো ।
- পাথরের মতো পর পর পাথরের মতো , বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন ?
- যুদ্ধকে ‘ রক্তের এক আগ্নেয়পাহাড় ‘ বলা হয়েছে কেনো ?
- অসুখী একজন কবিতার রচনাধর্মী প্রশ্নোত্তর
- অসুখী একজন কবিতার pdf
অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর
‘ অসুখী একজন ‘ কবিতাটির কবি হলেন –
(A) মানেজ
(B) রোকে ডালটন
(C) লেওজেল রুগমা
(D) পাবলো নেরুদ
উঃ (D) পাবলো নেরুদ
‘ অসুখী একজন ‘ কবিতাটির তরজমা করেন –
(A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) নবারুণ ভট্টাচার্য
(C) উৎপলকুমার বসু
(D) শুভাশিষ ঘোষ
উঃ (B) নবারুণ ভট্টাচার্য
‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(A) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়
(B) পৃথিবীর শেষ কমিউনিস্ট
(C) বিদেশি ফুলে রক্তের ছিটে
(D) ফ্যাতাড়ুর কুম্ভীপাক
উঃ (C) বিদেশি ফুলে রক্তের ছিটে
পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান—
(A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(B) সোভিয়েত – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(C) ইংরেজি – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
(D) জার্মান – স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
উঃ (A) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
পাবলো নেরুদা ছিলেন –
(A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
(B) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ
(C) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী
(D) জার্মান কবি ও চিত্রকর
উঃ (A) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল –
(A) দরজায়
(B) ছাদে
(C) বারান্দায়
(D) রাস্তায়
উঃ (A) দরজায়
পাবলো নেরুদার প্রকৃত নাম হল –
(A) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
(B) রিকার্দো বাসওআলতো
(C) রেয়েন্স রিকার্দো নেকতালি বাসোয়ালতো
(D) পল ভেরলেইন নেরুদা
উঃ (A) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
‘ সে জানত না ‘ –’সে ‘ হল –
(A) পরাজিত সৈনিক
(B) কবিতার কথক
(C) কবির ভালোবাসার জন
(D) কবির মা
উঃ (C) কবির ভালোবাসার জন
‘ অসুখী একজন ‘ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন ?
(A) মানুষ
(B) কুকুর
(C) হরিণ ।
(D) বিড়াল
উঃ (B) কুকুর
‘ সে জানত না’— সে কী জানত না ?
(A) কথক ফিরে আসবে
(B) কথক আর কখনও ফিরে আসবে না
(C) কথক কখন আসবে
(D) কথক শীঘ্রই ফিরে আসবে
উঃ (B) কথক আর কখনও ফিরে আসবে না
‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ক – টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ?
(A) একটি
(B) চারটি
(C) দুটি
(D) তিনটি
উঃ (A) একটি
‘ অসুখী একজন ’ কবিতায় কে হেঁটে চলে গেল ?
(A) গল্পের কথক
(B) একজন সৈনিক
(C) একটি কুকুর
(D) গির্জার এক নান
উঃ (D) গির্জার এক নান
‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?
(A) ঘাস
(B) তরুলতা
(C) গাছ
(D) শস্য
উঃ (A) ঘাস
‘ অসুখী একজন ’ কবিতায় একটার – পর – একটা বছর কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন ?
(A) পাথরের মতো
(B) জলের মতো
(C) ফুলের মতো
(D) গানের মতো
উঃ (A) পাথরের মতো
অসুখী একজন কবিতার অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা দশম শ্রেণি part 3
‘ আমি তাকে ছেড়ে দিলাম — ‘ আমি ’ কে ?
উঃ নবারুণ ভট্টাচার্য অনূদিত পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ’ কবিতায় ‘ আমি ‘ বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন ।
কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল ?
উঃ ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান , সেদিন তাঁর প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল ।
কথকের অপেক্ষায় কে , কোথায় দাঁড়িয়েছিল ?
উঃ প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল ।
অসুখী একজন ’ কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন ?
উঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন ।
‘ অসুখী একজন ’ কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?
উঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে , তার মনের মানুষ আর কখনও ফিরে আসবে না ।
‘ অসুখী একজন ’ কবিতায় কবির / কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজজীবনের নিজের গতিতে চলার কী কী অনুষঙ্গ কবিতায় উল্লিখিত আছে ?
উঃ নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজজীবনের আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হল — ‘ একটি কুকুর চলে গেল , হেঁটে গেল গির্জার এক নান ‘ ।
‘ অসুখী একজন ’ কবিতায় কবির পায়ের দাগ কীসে ধুয়ে গিয়েছিল ?
উঃ নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল । স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত হয়েছে ।
‘ অসুখী একজন ‘ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন ?
উঃ ‘ অসুখী একজন ‘ কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ‘ ঘাস ’ জন্মানোর কথা বলেছেন । সময়ের সঙ্গে স্মৃতির ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে । ২. নেমে এল তার মাথার ওপর ।
কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে ?
উঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এল ।
‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ পাথরের মতো ” বলতে কী বোঝাতে চেয়েছেন ?
উঃ পাবলো নেরুদা তাঁর ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য তাঁর প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন ।
অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
আমি তাকে ছেড়ে দিলাম’- কবি কাকে ছেড়ে দিলেন । তাকে তিনি কীভাবে রেখে এসেছিলেন ?
উঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতা থেকে গৃহীত অংশে কথক তাঁর প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে দূরে চলে গিয়েছিলেন ।
স্বদেশ ছেড়ে দূর থেকে দূরতর কোনো স্থানে চলে যাওয়ার সময় তিনি দরজায় তাঁর অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান কোনো এক প্রিয়জনকে । যদিও সে জানত না যে , কবি আর কখনও ফিরে আসবে না । এইভাবেই কবি এক চিরকালীন বিদায় মুহূর্তের ছবি এঁকেছেন ।
‘ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ / ঘাস জন্মালো রাস্তায়’— উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো ।
উঃ উদ্ধৃতাংশের তাৎপর্য উত্তর উদ্ধৃতিটি পাবলো নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতা থেকে গৃহীত । কথক তাঁর প্রিয়তমাকে অপেক্ষমান রেখে জীবন ও জীবিকার তাগিদে বহুদুরে পাড়ি দেন । থমকে যায় মেয়েটির জীবন কিন্তু সময় থেমে থাকে না । তাই কথকের চলে যাওয়াতে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয় না । সপ্তাহ – বছর কেটে যায় । প্রাকৃতিক নিয়মেই কথকের চলার পথের পদচিহ্ন মুছে যায় । তাতে ঘাস জন্মায় । কিন্তু কবির চলে যাওয়ার মুহূর্তটি তার প্রিয়তমার হৃদয়ে অন্তহীন অপেক্ষার মুহূর্ত হয়ে রয়ে যায় ।
পাথরের মতো পর পর পাথরের মতো , বছরগুলো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন ?
উঃ বছরগুলো পাথরের মতো- কারণ উত্তর / জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তাঁর মানুষটি যে ফিরে আসবেন না এ কথা তার প্রেমিকার অজানা ছিল । কিন্তু জীবন এতে থেমে থাকেনি । বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায় । নিরন্তর অপেক্ষা চলতেই থাকে । দীর্ঘ প্রতীক্ষারতা নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার ওপর নেমে আসে । এখানে ‘ পর পর ‘ বলতে বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝানো হয়েছে ।
যুদ্ধকে ‘ রক্তের এক আগ্নেয়পাহাড় ‘ বলা হয়েছে কেনো ?
উঃ উদ্ধৃত প্রসঙ্গটি কবি পাবলো নেরুদা রচিত ‘ অসুখী একজন ‘ কবিতা থেকে গৃহীত ।
আগ্নেয় পাহাড় কারণ কবিতায় যুদ্ধকে কবি আগ্নেয়পাহাড়ের সঙ্গে তুলনা করেছে । আগ্নেয়পাহাড় চারপাশে ছড়িয়ে দেয় জ্বলন্ত লাভা । আর সেই আগুনে ছাই হয় জীবনের যাবতীয় চিহ্ন । ঠিক তেমনই যুদ্ধের ফলে মানুষের মনে জমে থাকা হিংসা – দ্বেষ আর ঘৃণা লাভার মতো ছিটকে ওঠে । অপমৃত্যু ঘটে মানবতার । এই মৃত্যুময় ধ্বংসলীলার নারকীয় রূপটিকে ফুটিয়ে তুলতেই কবি যুদ্ধকে , রক্তের এক আগ্নেয়পাহাড় ‘ বলেছেন ।
অসুখী একজন কবিতার রচনাধর্মী প্রশ্নোত্তর
‘ তারপর যুদ্ধ এল ‘ — পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে – আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন , তা নিজের ভাষায় আলোচনা করো ।
অথবা
শিশু আর বাড়িরা খুন হলো ।’— এই আশ্চর্য – সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো ।
উঃ চিলিয়ান কবি পাবলো নেরুদা জীবনযুদ্ধের একজন লড়াকু সৈনিক । চোখের সামনে ঘটে যাওয়া দুই বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি । তাই পাঠ্য কবিতায় তিনি যুদ্ধের যে – করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা অত্যন্ত বাস্তবোচিত । ‘ অসুখী একজন ‘ কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প । কবি যুদ্ধের বীভৎসতার মাঝে প্রেম যে অনির্বাণ তা দেখাতে গিয়ে খণ্ড খণ্ড যুদ্ধের চিত্র তুলে ধরেছেন । কবি তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বীভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এল । মানুষ আশ্রয়হীন হল ।
নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও । দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল । ধ্বংস হল দেবালয় আর তার ভেতরের দেবতারা । তাদের দেবত্ব নষ্ট হল । মানুষকে তারা স্বপ্ন দেখাতে ব্যর্থ হল । কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা , গোলাপি গাছ , প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হল যুদ্ধের আগুনে । ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল । বীভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে – ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা , দোমড়ানো লোহা , পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ । শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকল মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা ।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
অসুখী একজন কবিতার pdf
তুলশির প্রশ্ন ব্যাঞ্চ ব্রাইট ট্রাক ক্লাস-৯ আর্টস (বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা দশম শ্রেণি part 3
‘ অসুখী একজন ‘ কবিতায় কবি ‘ পাথরের মতো ” বলতে কী বোঝাতে চেয়েছেন ?
উঃ পাবলো নেরুদা তাঁর ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য তাঁর প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন ।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।