কি এবং কী এর পার্থক্য, কি এবং কী এর ব্যবহার

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

কি

‘কি’ প্রশ্নবোধক, সংশয়সূচক এবং বিস্ময়বোধক অব্যয়। যেমন: তুমি কি খাবে, নাকি খেয়ে এসেছ? তুমি কি কথাটা তাকে বলেছ? ।

তুমি কি জানো সে আমার কত প্রিয়! (সংশয়সূচক) তুমি কি জানো সে আমার কত প্রিয়? (প্রশ্নসূচক) সহজ কথায় বুঝাই, মানে যেভাবে আমি বুজছি। যেসব প্রশ্নের উত্তর হা/না দিয়ে অথবা মাথা নাড়িয়ে দেওয়া যায় সেসব প্রশ্নে “কি” ব্যাবহার হয়।

কি উদাহরণ

  •  i) তুমি কি কেবলই ছবি?
  • ii) তুমি কি সেই আগের মতোই আছো?
  • iii) সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়?
  • iv) আমার ছোট তরি; বলো, যাবে কি?
  • v) আমি যা দেখি, তুমি কি তা দ্যাখো?

বাক্যে অব্যয় পদ হিশেবে ব্যবহৃত হলে ‘কি’ লিখতে হবে। যেমন :

i) কি ব্যাটিং, কি বোলিং— সাকিব দুটোতেই বিশ্বসেরা।

ii) কি গণিত, কি ইংরেজি— দুটোতেই সে সমান পারদর্শী।

iii) দিন কি রাতে, সাঁঝ-প্রভাতে; তোমারই আছি এই তো।

এমনকি, নাকি, কিসে, বৈকি ইত্যাদি শব্দে ক-এ ই-কার বসবে

কী

‘কী’ প্রশ্নবোধক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়।যেমন: তুমি কী খাবে? ভাত, না রুটি? তুমি তাকে কী বলেছ যে সে এত রেগে আছে? বোঝাতে পারলাম?? না !!  আর যেসব প্রশ্নের উত্তর শুধু হা/না দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ মুখ দিয়ে শব্দ বের করতে হয় বা অনেকটা বিবরন দিতে হয় বা বিশদ বর্ণনা থাকে সেসব প্রশ্নে “কী” ব্যাবহার হয়।

কী উদাহরণ

  • i) কী করি আজ ভেবে না পাই!
  • ii) পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
  • iii) কী গান শোনাব, ওগো বন্ধু?
  • iv) কী এমন দুঃখ তোমার?
  • v) তোমাকে দেয়ার মতো কীই বা আছে আমার!

বিস্ময়সূচক বাক্যে বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ হিশেবে ব্যবহৃত হলে ‘কী’ লিখতে হবে। যেমন :

i) সে কী, দাদা! অর্ধেকটা ডিমের পুরোটাই খেয়ে ফেললেন!

ii) আহা! কী যে ভালো লাগল!

iii) সময় কী দ্রুতই না কেটে যায়!

iv) মুস্তাফিজ রোহিতকে কী নাকানিচুবানিটাই না খাওয়াল!

v) এ কী! হচ্ছেটা কী!

vi) কী ঘুমটাই না ঘুমালাম! কী শান্তি!

কি এবং কী এর পার্থক্য, কি এবং কী এর মধ্যে পার্থক্য, কি এবং কী এর পার্থক্য উদাহরণ সহ

কি এবং কী এর মধ্যকার পার্থক্য হল প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে ‘কী’ দীর্ঘ ঈ-কার হবে। যেমনঃ তুমি কী দিয়ে ভাত খেয়েছ?

আর যদি প্রশ্নের উত্তর দিতে বিশদ বিবরণের প্রয়োজন হয় না বরং ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায়, তাহলে এ ক্ষেত্রে ‘কি’ হ্রস ই-কার দিয়ে লিখতে হবে।

যেমনঃ তোমরা কি লেখালেখি কর? কোন এক কবি তার একটি বাক্যের মধ্যে ‘কি’ এবং ‘কী’ এর পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেনঃ “ওদের মধ্যে কী নিয়ে আলাপ হলো, কি আলাপ একেবারেই হলো না, তা তো আমি জানি নে”… এছাড়া বিস্ময়সূচক বাক্যে কিংবা হর্ষ বিষাদ বুঝাতে হলে ‘কী’ ব্যবহার হবে।

যেমনঃ আকাশ কী নীল! কী সুন্দর কথা বলেছে! কী কষ্ট! কী মধুর! ইত্যাদি।

কিকী

যেসব প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেয়া যায়, সেক্ষেত্রে ‘কি’ হবে।
যেসব প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেয়া যায় না, সেক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে।
যেমন : তুমি কি আমাকে চেনো ?, তোমার নাম কি মোতাহার ?, তুমি কি গিয়েছিলে?যেমন : তোমার নাম কী?, তুমি কী বলতে চাও,বলো?, তুমি কী বিষয়ে অনার্স করছ?
এই ‘কি’ অব্যয় পদ ।এই ‘কী’ সর্বনাম পদ।
কি এবং কী এর পার্থক্য

কি এবং কী এর ব্যবহার

“কি” এর ব্যবহার:

১. যেসকল প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়েই দেয়া যায় অর্থাৎ হ্যাঁ অথবা “না” এর মাধ্যমে দেয়া যায় সেসকল প্রশ্ন করতে ‘কি’ ব্যবহার করা হয়।

২. অন্যভাবে বলতে গেলে, ইংরেজি বাক্যের Auxiliary Verb যদি বাক্যের প্রথমে বসিয়ে প্রশ্ন করা হয় যার উত্তর ‘Yes’ অথবা `No’ দ্বারা দেয়া যায় সেসকল প্রশ্ন করতে ‘কি’ ব্যবহার করা হয়।

যেমন:

প্রশ্ন: তুমি কি ভাত খেয়েছো?

উত্তর: হ্যাঁ অথবা না।

প্রশ্ন: তুমি কি বাজারে যাবে?

উত্তর: হ্যাঁ অথবা না।

৩. বাক্যে অব্যয় পদ হিশেবে ব্যবহৃত হলে ‘কি’ লিখতে হবে। যেমন:

(ক) কি ব্যাটিং, কি বোলিং— সাকিব দুটোতেই বিশ্বসেরা।

(খ) কি গণিত, কি ইংরেজি— দুটোতেই সে সমান পারদর্শী।

[এমনকি, নাকি, কিসে, বৈকি ইত্যাদি শব্দে “কি” বসবে]

‘‘কী” এর ব্যবহার:

১. যেসকল প্রশ্নের উত্তর ‘হ্যা’ অথবা ‘না’ দিয়ে দেয়া যায় না সেসব প্রশ্ন করতে “কী” ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে “কী” ব্যবহার করতে হবে।

যেমন:

প্রশ্ন: তোমার নাম কী?

উত্তর: আমার নাম মীনা।

প্রশ্ন: সকালের নাস্তায় তুমি কী খেয়েছো?

উত্তর: পেঁয়াজ ও পোড়া মরিচ দিয়ে পান্তা ভাত।

২. বিস্ময়সূচক বাক্য, হর্ষ বিষাদ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ এবং বিশেষণের বিশেষণ বাক্যেও “কী” ব্যবহৃত হয়।

যেমন:

(ক) কী আনন্দ! (বিশেষণ)
(খ) কী অপরূপ! (বিশেষণের বিশেষণ)
(গ) কীভাবে? ( ক্রিয়া বিশেষণ)

আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | কী, কি

Q1. কি এবং কী কোন পদ

Ans – কি ও কী বাংলা ভাষায় ব্যবহৃত শব্দদ্বয়, যেখানে কি ক্রিয়াবিশেষণ (অব্যয়) এবং কী সর্বনাম পদ হিসেবে কাজ করে।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।