মরুভূমি কাকে বলে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, গোবি মরুভূমি কোথায় অবস্থিত

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মরুভূমি কাকে বলে

মরুভূমি বলতে বুঝায় অত্যন্ত শুষ্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আবৃত অঞ্চল।

কোনো একটি বৃহৎ এলাকা যে প্রক্রিয়ায় শুষ্কতায় পরিবর্তিত হয় সে প্রক্রিয়াকে মরুকরণ বলে।

মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং রাতে তাপমাত্রা অনেক কমে যায়। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক তারতম্যের কারণে পাথর প্রতিদিন সংকুচিত ও প্রসারিত হয়ে বৃহৎ পাথর খন্ডগুলো ক্রমেই ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে।

সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তর মরু এলাকা। মরুভূমির আবহাওয়া অত্যন্তড় রুক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। কষ্ট সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছের শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করেও পানি সংগ্রহ করতে পারে না।

মরুভূমির বৈশিষ্ট্য

১. দিনের বেলা তাপমাত্রা প্রায় ৫০° বা এর উপরে থাকে,

২. রাতের বেলা তাপমাত্রা ০° এর নিচে নেমে যায়,

৩. গাছ-পালা খুবই কম। কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিজ্জের উপস্থিতি বেশি,

৪. বৃষ্টিপাত অনেক কম ও অনিয়মিত,

৫. গ্রীষ্মকালে খরার প্রভাব থাকে,

৬. মাটি ও বায়ু উভয়ই শুষ্ক থাকে,

৭. মাটি থেকে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি,

৮. আর্দ্রতা অনেক কম এবং

৯. ভূমিক্ষয়ের মাত্রা অনেক বেশি।

মরুভূমির শ্রেণিবিভাগ

মরুভূমি প্রধানত চার প্রকার। যথা

১. উষ্ণ ও শুষ্ক মরুভূমি

২. শুষ্ক প্রায় মরুভূমি

৩. উপকূলীয় মরুভূমি এবং

৪. শীতল মরুভূমি।

এই চার প্রকার মরুভূমি সম্পর্কে নীচে আলোচনা করা হলো – 

আরও পড়ুন :- বিবর্তন কাকে বলে

উষ্ণ ও শুষ্ক মরুভূমি

আমেরিকার চিহুয়ান, সোনোরান, মোজাভি ও গ্রেট বেসিন মূলত এই প্রকারের মরুভূমি। এসব মরুভূমি সারা বছরই খুব উষ্ণ ও শুষ্ক থাকে। গ্রীষ্মকালে খুব গরম হয় এবং শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়।

এখানে গড় তাপমাত্রা ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৪৩-৪৯ ডিগ্রি সেলসিয়াস এবং কখনো সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস এ নেমে আসে। এ ধরনের মরুভূমিতে সর্বোচ্চ ২৮ সেমি বৃষ্টিপাত হয়।

মাটি সাধারণত পাথুরে হয়ে থাকে। এ মরুভূমিতে গাছ পালা খুব কম। প্রাণিকূলের মধ্যে ক্যাঙ্গার, ইঁদুর, পোকামাকড়, সরীসৃপ জাতীয় কিছু প্রাণি দেখতে পাওয়া যায়।

শুষ্ক প্রায় মরুভূমি

এ ধরনের মরুভূমিতে দিনে খুব গরম হয় এবং রাতে সমান্য তাপমাত্রা হ্রাস পায়। শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়। এখানে গড় তাপমাত্রা ২১-২৭ ডিগ্রি সেলসিয়াস, তবে ৩৮ ডিগ্রির বেশি হয় না। বিকাল ও রাতে সাধারণত তাপমাত্রা থাকে ১০° সে.। এ ধরনের মরুভূমিতে বছরে গড়ে ২-৪ সেমি বৃষ্টিপাত হয়। মাটি সাধারণত পাথুরে ও বালুময় হয়ে থাকে। ভারতের রাজস্থানে এ ধরনের মরুভূমি দেখা যায়।

উপকূলীয় মরুভূমি

এ মরুভূমিতে সাধারণত মাঝারি ধরনের আবহাওয়া হয়ে থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা ১৩-২৪°‌ সে. শীতকালে ৫° সে. হয়ে থাকে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮° সে. আর সর্বনিম্ন ৫° সে নেমে যায়। সর্বোচ্চ বৃষ্টিপাত ৩৭ সেমি, সর্বনিম্ন ৫ সেমি এবং বাৎসরিক গড় বৃষ্টিপাত ৫-১৩ সেমি। উদাহরণ: চিলির আতাকামা মরুভূমি।

শীতল মরুভূমি

এ মরুভূমি সাধারণত মেরু অঞ্চলে ঠান্ডা আবহাওয়ায় দেখা যায়। গ্রীনল্যান্ড হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। গ্রীষ্মকালে তাপমাত্রা ২১-২৬° সে. এবং শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। বাৎসরিক গড় বৃষ্টিপাত ১৫ ২৬ সে.মি।

সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত

সাহারা মরুভূমি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারার বিস্তৃতি ৯৪,০০,০০০ বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায় সবটা জুড়েই এর বিস্তার। মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভুমি বিস্তৃত।

 ৪ থেকে ১২ হাজার বছর আগে সাহারা অঞ্চল ছিল সবুজ ও উর্বর৷ সেখানে আরও বড় একটি হ্রদ ছিল ৷ বর্তমানে তারই কিছু অংশ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে রয়েছে ৷

সোনালি বালির এক অপরূপ রাজ্য এবং বিস্ময়কর সৃষ্টি আফ্রিকার এই সাহারা মরুভূমি। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি।

ভূবিজ্ঞানীরা সাহারা মরুভূমিতে পরিণত হওয়ার পিছনে দুটি কারণ উল্লেখ করে থাকেন। কারণ দুটি হলো-

  • ১৮ কোটি ৪০ লক্ষ পূর্বাব্দে, গোণ্ড্‌ওয়ানা মহামহাদেশর মধ্যাঞ্চলে ছিল আফ্রিকা। এই অংশ থেকে এ্যান্টার্ক্টিকা, মাদাগাস্কার, ভারত এবং অষ্ট্রেলিয়া পৃথক হয়ে গিয়েছিল। ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকা উত্তর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর। পৃথিবীর পাত সঞ্চালনের সূত্রে আফ্রিকা ও ইউরোপ একীভূত হয়ে যায়। এই সময় আফ্রিকার উত্তরাংশ সঙ্কুচিত হয়ে সাগরপৃষ্ঠ থেকে উপরে উঠে যায়। এছাড়া আফ্রিকার স্থান পরিবর্তনের ফলে, মৌসুমী বায়ুপ্রবাহের পরিবর্তন ঘটে। উভয় মিলে সাহারার বনাঞ্চল ধ্বংস হয়ে যায় এবং ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়ে যায়।
  • প্রতি ২০ হাজার বছর পর পর পৃথিবী তার নিজ কক্ষপথে সামান্য উত্তর দিকে কাত হয়ে যায়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়। এর ফলে সাহারাতে মৌসুমী বায়ু প্রবাহে ব্যাপক পরিবর্তন ঘটে। মৌসুমী বায়ু প্রত্যাহার রীতির কারণে, সাহারায় বৃষ্টিপাত কমে যায় এবং ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়।

গোবি মরুভূমি কোথায় অবস্থিত, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত

মধ্য এশিয়ায় অবস্থিত গোবি মরুভূমি উত্তর চিন থেকে দক্ষিণ মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত।

গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর – পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।

এশিয়া মহাদেশের মাঝে সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। এই মরুভূমির অবস্থান চীন এবং মালয়েশিয়ার দক্ষিণাংশ জুড়ে। এই মরুভূমিতে প্রায় ১৫০০ কি. মি. অবস্থান জুড়ে বিস্তৃত।

এটি এটি এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহৎ মরুভূমি। আয়তনের দিক থেকে এই মরুভূমি ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিলোমিটার। এই মরুভূমিতে চীনের উত্তরাঞ্চলে এবং মালয়েশিয়ার ক্ষেত্রে দক্ষিণ অঞ্চলে।

আরবের বৃহত্তম মরুভূমি কোনটি, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি

আরবদের সবচেয়ে বড় মরুভূমি আরব মরুভূমি

আরব মরুভূমি পশ্চিম এশিয়ার এক বিস্তীর্ণ মরুভূমি। এটি ইয়েমেন থেকে পারস্য উপসাগর এবং ওমান এবং জর্দান এবং ইরাক পর্যন্ত বৃস্তিত। এর আয়তন ২৩,৩০,০০০ বর্গকিলোমিটার (৯,০০,০০০ মা২) যা আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল দখল করে রয়েছে। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি এবং এশিয়ার বৃহত্তম মরুভূমি। এর কেন্দ্রস্থলে রয়েছে আর রাব আল খালি মরুভূমি যা বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমি।

এর আয়তন ২৩,৩০,০০০ বর্গকিলোমিটার (৯,০০,০০০ মা২) যা আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল দখল করে রয়েছে। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি এবং এশিয়ার বৃহত্তম মরুভূমি। এর কেন্দ্রস্থলে রয়েছে আর রাব আল খালি মরুভূমি যা বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমি

আয়তন: ২৩,৩০,০০০ বর্গকিলোমিটার (৯,০০,০০০ বর্গমাইল), দৈর্ঘ্য: ২,১০০ কিলোমিটার (১,৩০০ মাইল)

কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত

দক্ষিন আফ্রিকা কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ।

কালাহাইর শব্দের বাংলা মানে করলে দাড়ায় ‘প্রচণ্ড তৃষ্ণা’। নাম শুনেই বুঝতে পারছেন এই মরুভূমিটি কতটা ভয়ংকর হতে পারে।

কালাহাইর শব্দের বাংলা মানে করলে দাড়ায় ‘প্রচণ্ড তৃষ্ণা’। নাম শুনেই বুঝতে পারছেন এই মরুভূমিটি কতটা ভয়ংকর হতে পারে।

পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি

অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি।

এটি প্রায় 5.5 মিলিয়ন বর্গ মাইল আয়তনের অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি।পৃথিবীর বৃহত্তম দুটি মরুভূমি মেরু অঞ্চলে অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম আর্কটিক মরুভূমির আয়তন প্রায় 5.29 মিলিয়ন বর্গ মাইল।

খোলা চোখে এন্টার্কটিকাকে কোনো ভাবেই মরুভূমি বলে বোধ হয় না। সমগ্র এন্টার্কটিকা কঠিনরূপের পানি দিয়ে ঢাকা। পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ৭০ শতাংশ এতে সঞ্চিত। কিন্তু এন্টার্কটিকার বায়ুমন্ডল শুষ্ক এবং এতে বৃষ্টি/তুষারপাত হয় খুবই কম। প্রতি বছর এন্টার্কটিকায় গড়ে প্রেসিপিটেশন (তুষারপাত) হয় মাত্র ৫০ মিলিমিটারের কাছাকাছি যা সাহারা মরুভূমির চেয়েও কম। এন্টার্কটিকা অন্য মরুভূমিগুলোর মতোই বন্ধ্যা, উষঢ়।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভুমি আর্কটিক। এটি আলাস্কা, কানাডা, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও রাশিয়া নিয়ে গঠিত। তৃতীয় বৃহত্তম মরুভূমি হলো সাহারা।

থর মরুভূমি কোথায় অবস্থিত

থর মরুভূমি ভারতীয় উপ-মহাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত। এটি শুষ্ক মরু অঞ্চল। এই মরুভূমির আয়তন দুই লক্ষ বর্গ কিলোমিটারেরও অধিক, সপ্তম বৃহত্তম মরুভূমি।

এই মরুভূমির বেশির ভাগ অঞ্চল ভারতের রাজস্থানে অবস্থিত, প্রায় সত্তর শতাংশ। বাকি অংশ হরিয়ানা ও পাঞ্জাবের দক্ষিণ ও গুজরাটের উত্তরভাগে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পূর্ব ও পাঞ্জাব প্রদেশের দক্ষিণ-পূর্বাংশ নিয়ে।পাকিস্তানের পাঞ্জাবে চেলিস্তান নামক আরেকটি মরুভূমি থর মরুভূমির প্রসারিত অংশের মধ্যে মিশে গিয়েছে।

রাজস্থানকে মরুভূমির রাজ্য বলা হয়, কারণ মরুভূমির অন্তর্গত সত্তর শতাংশ এই রাজ্যে। এই অংশে জয়সলমির, বার্মার, বিকানির ও যোধপুর শহর অবস্থিত। চুরু শহরকে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়।

মরুভূমির মরীচিকা কি, মরুভূমির মরীচিকা ব্যাখ্যা কর

অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হল মরুভূমির মরীচিকা। দিনের বেলায় প্রখর সূর্য তাপে মরুভূমির বালিরাশি অত্যন্ত উত্তপ্ত হয়। 

উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে ফলে  মরুভূমি সংলগ্ন বায়ুমণ্ডলের ওপরের স্তরগুলি থেকে নিচের স্তরগুলির ঘনত্ব কম হয়। 

এখন মরুভূমির উপরে থাকা দূরের কোনো গাছ বা অন্য কোনো বস্তুর P বিন্দু থেকে একটি নিম্নগামী আলোক রশ্মি ঐ P1 বায়ুস্তরের মধ্য দিয়ে তির্যকভাবে আসার সময় ক্রমাগত প্রতিসৃত হয়। ঘন থেকে লঘু মাধ্যমে আসার ফলে রশ্মিটি যত নিচের দিকে নামতে থাকে ততই তার আপাতন কোণ বাড়তে থাকে। এভাবে বাঁকতে বাঁকতে রশ্মিটি এমন এক স্তরে R এসে পড়ে যখন ঐ রশ্মির আপতন কোণ স্তর দুটির সংকট কোণের চেয়ে বেশি হয়। 

ফলে রশ্মিটির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তখন পূর্ণ প্রতিফলিত রশ্মিটি ওপরের দিকে উঠতে থাকে। এই অবস্থায় রশ্মিটি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাওয়ার ফলে ক্রমশ অভিলম্বের দিকে সরে যায়। এই প্রতিফলিত রশ্মি যখন মরুভূমির কোনো পথিকের চোখে পৌছায় তখন চোখ রশ্মির ওই বাঁকা পথ অনুসরণ করতে পারে না; তার মনে হয়, যেন রশ্মিটি P’ বিন্দু থেকে আসছে।

 এখানে P’ বিন্দু হল P বিন্দুর অসদ প্রতিবিম্ব। ফলে পথিক গাছটির একটি উল্টো প্রতিবিম্ব দেখতে পায়। এছাড়া বায়ুমণ্ডলের উষ্ণতা অনবরত পরিবর্তনের ফলে বায়ুস্তরের ঘনত্ব এবং প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয়। ফলে প্রতিবিম্বটিকে মৃদু কাঁপতে দেখা যায়। তখন তৃষ্ণার্ত পথিক ঐ স্থানে জলাশয় আছে বলে মনে করে। এই ধরনের দৃষ্টিভ্রমকেই মরুভূমির মরীচিকা বলে।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | মরুভূমি

Q1. বিশ্বের সবচেয়ে শীতল মরুভূমি কোনটি

Ans – দক্ষিণ মেরু মরুভূমি অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে অবস্থিত এবং এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গমাইল। দ্বিতীয় বৃহত্তম মরুভূমিটি উত্তর মেরু মরুভূমি। অ্যান্টার্কটিকা পৃথিবীর শীতলতম স্থান।

Q2. মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে

Ans – ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায় বাসমচন রোধ করার জন্য তাদের পাতা কাটায় রূপান্তর হয়ে গেছে ।

Q3. মরুভূমির দেশ কোনটি

Ans – মরুভূমির দেশ মরক্কো। ‘সাহারা’ বলতে আমাদের চোখের সামনে যে দেশটি ভাসে তা হলো মরক্কো। যদিও বিশাল সাহারা মরুভূমি কেবল মরক্কোর একার নয়। সাহারা মরুভূমি ছড়িয়ে আছে আলজেরিয়া, মিসর ও মৌরিতানিয়াতেও।

Q4. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত

Ans – আটাকামা মরুভূমি চিলিতে অবস্থিত। পাথুরে ভূমি, লবণ হ্রদ, বালি প্রভৃতির সমন্বয়ে গঠিত প্রকৃত আটাকামা মরুভূমির আয়তন ১,০৫,০০০ বর্গকিমি। প্রকৃত আটাকামা মরুভূমিটি চিলিতে অবস্থিত, যদিও আটাকামা মরুভূমিকে ঘিরে থাকা শুষ্ক ও উপশুষ্ক অঞ্চল পেরু, বলিভিয়া ও আর্জেন্টিনাতেও বিস্তৃত রয়েছে।

Q5. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত

Ans – অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি।
এটি প্রায় 5.5 মিলিয়ন বর্গ মাইল আয়তনের অ্যান্টার্কটিকা মহাদেশ জুড়ে বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি

Q6. মরুভূমির জাহাজ কাকে বলা হয়, উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়

Ans – উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’।

কারণ, উট মরুভূমিতে ৬ থেকে ১০ দিন পর্যন্ত কোন খাবার, এমনকি পানিও গ্রহণ না করে বেঁচে থাকতে পারে! এদের নাক, কান ও চোখ এমনভাবে গঠিত যে মরূভূমির ধূলিকণা কর্তৃক এরা খুব সহজে আক্রান্ত হয় না! মরুযাত্রীদের কাছে তাই উট খুবই উপকারী আর প্রয়োজনীয় একটা প্রাণী!

Q7. দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম

Ans – 1. সাহারা :- সাহারা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ।এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।এই মরুভূমির আয়তন 9,064,650 বর্গ কিমি।

2. আরবীয় মরুভূমি :- পৃথিবীর অন্যতম বৃহত্তম উষ্ণ মরুভুমি হল আরবীয় মরুভূমি। এটি মধ্যেপ্রাচ্যে অবস্থিত। এই মরুভূমির আয়তন 2,589,900 মিটার।

Q8. শিলাময় মরুভূমি কি নামে পরিচিত

Ans – হামাদা হল এক ধরনের মরুভূমির ল্যান্ডস্কেপ যার মধ্যে রয়েছে উঁচু, বৃহৎভাবে অনুর্বর, শক্ত পাথুরে মালভূমি, যেখানে বেশিরভাগ বালি অপসারণের মাধ্যমে অপসারণ করা হয়েছে। সাহারার অধিকাংশই প্রকৃতপক্ষে হামাদা।

Q9. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি

Ans – আটাকামা আটাকামা এটি দক্ষিণ আমেরিকার (চিলি) অবস্থিত।

Q10. মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে কি বলে

Ans – মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে বােলসন বলে।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।