Site icon prosnouttor

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার, Geography GK in Bengali

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার, Geography GK in Bengali

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার, Geography GK in Bengali

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

প্রশ্নপত্র

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার

মাংসপেশিতে প্রোটিনের পরিমাণ কত শতাংশ ?

উ: 20 %

ভিটামিন K এর রাসায়নিক নাম কি ?

উ: ফাইলোকুইনাইন

নারকেলের কোন অংশ থেকে তেল পাওয়া যায় ?

উ: সস‍্য বা এন্ডোস্পার্ম

দইতে কোন অ্যাসিড থাকে ?

উ: ল্যাকটিক অ্যাসিড

জিভের কোন অংশে মিষ্টিত্বের স্বাদকারক অবস্থিত?

উ: প্রান্ত

বীজ হীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় ?

উ: অক্সিন

ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেছিলেন ?

উ: রোনাল্ড রস

লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?

উ: নাইট্রাস অক্সাইড

লাইট ইয়ার কিসের একক ?

উ: দূরত্বের একক

কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে ?

উ: পিটুইটারি গ্রন্থিকে

দার্শনিকের উল কাকে বলা হয় ?

উ: জিঙ্ক অক্সাইডকে

পরিবেশে অক্সিজেনের প্রকৃতিক উৎস কি ?

উ: সালোকসংশ্লেষ

মান ও দিক দুটোই আছে কোন রাশির ?

উ: ভেক্টর রাশির

X Rays এর আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: রন্টজেন

শব্দের বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে ?

উ: কঠিন

দীর্ঘতম প্রাণী কোষটির কি নাম কি ?

উ: স্নায়ুকোষ

ভ্যাকসিনেশনের আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: জেনার

পীতবিন্দু কোথায় রয়েছে ?

উ: চোখের রেটিনায়

হলুদ জ্বর রোগ সংক্রমণের বাহক কোন মশা ?

উ: এডিস মশা

কচু খেলে গলা চুলকানোর একান্ত কারণ হল ?

উ: র‍্যাফাইড

অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে সৃষ্ট হয় ?

উ: সংক্রমিত খাদ্য থেকে

একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?

উ: কম্পাঙ্ক বেশি বলে

আত্মঘাতী থলি বলা হয় কাকে ?

উ: লাইসোজোমকে

বাষ্পমোচন কোন সময় বেশি হয় ?

উ: গ্রীষ্মকালে

ফুসফুসের আবরণীকে কি বলা হয় ?

উ: প্লুরা

দীপন প্রাবল‍্য এর SI একক কি ?

উ: ক‍্যান্ডেলা

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

Geography GK in Bengali

ভারতের কোন রাজ্য কে চিনির বাটি বলা হয় ?

➤ উত্তরপ্রদেশকে।

কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে ?

➤ পানামা খাল।

পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?

➤ পামির মালভূমি।

ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ?

➤ আরাবল্লী।

ভারতের অরণ্য গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?

➤ দেরাদুন।

বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

➤ কর্ণাটক।

বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?

➤ নেপচুন।

দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত ?

➤ দামোদর।

রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত ?

➤ অলকানন্দা ও মন্দাকিনী।

নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত ?

➤ উত্তরাখণ্ড।

ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি ?

➤ লুনি।

ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?

➤ জামনগর (গুজরাট)।

কাকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ?

➤ দুর্গাপুর।

পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

➤ কলকাতা।

ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে ?

➤ ভারত ও চীন।

কোন শহরকে নীরব শহর বলা হয় ?

➤ রোম।

‘Sky River’ নামে কোন নদী পরিচিত ?

➤ ব্রহ্মপুত্র।

ভারতের কোন রাজ্যে সব থকে বেশি নদী রয়েছে ?

➤ কেরালা।

কোন রাজ্যকে ভারতের শস্যভান্ডার বলা হয় ?

➤ পাঞ্জাব।

‘পঞ্চ পাহাড়ের দেশ’ কাকে বলা হয় ?

➤ ত্রিপুরাকে।

‘মালনাদ’ শব্দের অর্থ কি ?

➤ পাহাড়ি দেশ।

পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?

➤ বাংলাদেশ।

সৌরজগতের কোন গ্রহের এস্কেপ ভেলোসিটি (Escape Velocity) সবথেকে বেশি ?

➤ বৃহস্পতি।

পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?

➤সুপেরিয়র ।

ভারতের বিখ্যাত Rock Garden কোথায় রয়েছে ?

➤ চন্ডিগড়।

পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায় ?

➤ ৩রা জানুয়ারি।

কেরালার রাজধানী কি ?

➤ তিরুবনন্তপুরম।

মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

➤ ব্রহ্মপুত্র নদীতে (আসামে)।

ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?

➤ ভুটান।

পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি ?

➤ চোপড়া।

পৃথিবীর কোন তৃণভূমিকে ‘রুটির ঝুড়ি’(Wheat basket) বলা হয়

➤ প্রেইরি তৃণভূমি।

কাশ্মীর উপত্যকা কোন কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ?

➤ জাস্কার ও পিরপাঞ্জাল।

ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কোথায় অবস্থিত ?

➤ দেবপ্রয়াগ।

সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?

➤ কারাকোরাম।

কোন নদী বরাবর মুকুটমনিপুর বাঁধ অবস্থিত ?

➤ কংসাবতী।

গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?

➤ কোলেরু হ্রদ।

ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি ?

➤ ব্যারন দ্বীপ ।

আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

➤ স্যাডেল শৃঙ্গ।

‘শিল্প দানব’ বলা হয় কোন শিল্পকে ?

➤ পেট্রোকেমিক্যাল শিল্পকে।

38 তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে ?

➤ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

➤ বৈকাল হ্রদ ।

গাধার ধূসর রঙের মেঘ, যা বৃষ্টিপাত ঘটায় তার নাম কি ?

➤ নিম্বো–স্ট্রাটাস।

‘বৈপরীত্যের মহাদেশ’ কাকে বলা হয় ?

➤ আফ্রিকা।

ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

➤ কটক ।

মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত ?

➤ মেঘালয়।

কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ?

➤ নাগপুর।

মেক্সিকো খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?

➤ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

মানস সরোবর কোথায় অবস্থিত ?

➤ কৈলাস পর্বতশ্রেণীতে।

সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

➤ ধূপগড় ।

কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয় ?

➤ হাওড়া।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version