২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর

কি দেখছিলে বাইরে এই প্রশ্নের উত্তরে শংকর কি বলেছিল, কি দেখেছিল বাইরে এই প্রশ্নের উত্তর শংকর কি বলেছিল

উত্তরঃ এই প্রশ্নের উত্তরে শংকর ঘাবড়ে গিয়ে মাস্টার মশাইকে বলেছিল যে সে শঙ্খচিল দেখছিল।
“সেনাপতি শংকর” গল্পে শংকর শঙ্খচিল পাখি দেখছিল।

“ও তো পথিক জনের ছাতা”- পথিক জনের ছাতাটি কি?

উত্তরঃ অশ্বত্থ গাছ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ ছাতার মতো ছায়া দান করে।

“স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে”- কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?

উত্তরঃ পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে।

বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? কে কাকে একথা বলেছেন? তার একথা বলার কারণ কি?

উত্তর – শ্যামল গঙ্গোপাধ্যায়ের ‘সেনাপতি শংকর’ গল্পে আলোচ্য উক্তিটি শিক্ষক বিভীষণ দাস ছাত্র শংকর কে একথা বলেছিলেন। ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক হয়ে বাইরের দৃশ্য দেখছিল, তখন শিক্ষক মহাশয় তাকে বইয়ের পড়া ধরলে শংকর হতভম্ব হয়ে কাল্পনিক উত্তর দেয় তখনই শিক্ষক মহাশয় বলেন এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ।

‘ তাই তারা স্বভাবতই নীরব’ – বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?

উত্তর – উক্তিটির বক্তা ক্যাসটাং সাহেব। ক্যাসটাং সাহেব জঙ্গলের পশুদের প্রসঙ্গে উক্তিটি করেছেন। তিনি মনে করেন জঙ্গলের জন্তুর তুলনায় পোষা জন্তুরা বেশি চিৎকার করে কারণ জঙ্গলের পশুদের আত্মরক্ষার জন্য ভাবতে হয়, তাই স্বভাবতই তারা নীরব থাকে।

‘বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।’ কোন রচনার অংশ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তার এমন মন্তব্যের কারন কি?

উত্তর – আলোচ্য অংশটি গোপাল চন্দ্র ভট্টাচার্য্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি থেকে গৃহীত।

লেখক কুমোরে পোকার সম্বন্ধে এমন মন্তব্য করেছেন। কুমোরে পোকা কালো রংয়ের লিকলিকে পোকা। ডিম ফুটে বাচ্চা বের হবার পর যাতে তারা খাবার পাই তার বন্দোবস্ত করে রাখে মা কুমোরে পোকা। তারপর বাচ্চা এবং বাসার ও খবর রাখেনা।

‘আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে’। কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।

উত্তর- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী- র ‘ভরদুপুরে’ কবিতা থেকে আলোচ্য উক্তিটি গৃহীত। কবি মনে করেছেন সময়টা যেন ঘুমের দেশে চলে গেছে। কবির মনে হচ্ছে শুধুমাত্র মানুষ নয় সমগ্র পৃথিবী ঘুমের দেশে চলে গেছে, অশ্বথ গাছ দাঁড়িয়ে আছে, রাখালের উদাসীনতা, খেয়া ঘাটে নৌকা বাঁধা, কর্মচঞ্চল হীনতা প্রভৃতি দেখে মনে হয় বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে।

বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন?

উত্তর – পাইন গাছ বরফের দেশের গাছ কিন্তু সে স্বপ্ন দেখে, আশা করে তপ্ত মরুভূমির পাম গাছের দেশে থাকতে কারণ বরফের হিমশীতল দেশে তার আর থাকতে ইচ্ছে হয় না।

ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর – ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা।

সিদ্ধ অথবা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।

উত্তর – লাল, সাদা।

“মন ভালো করা” কবিতায় কবি রোদ্দুর কে কিসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ‘ মন ভালো করা ‘ কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙার গায়ের রঙের সাথে তুলনা করেছেন ।

‘ একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাচিয়েঁছে ,সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান ‘ – কে একথা বলেছে ?

উত্তরঃ সুবিনয় রায়চৌধুরী রচিত “পশু পাখির ভাষা” রচনায় আলোচ্য উক্তিটি করেছেন ক্যাস্টাং সাহেব ।

“ঘাস ফড়িং” কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?

উত্তরঃ একটা ঘাসফড়িং এর সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাস ফড়িং এর সাথে তার নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল।

কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে?

উত্তরঃ কুমোরে পোকা মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তারপর শরীরে হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়। এইভাবে কুমোরে পোকা মাকড়সা শিকার করে।

Class 6 অ্যাসাইনমেন্ট Pdf

বাংলা ভাষা পরিচয়, ষষ্ঠ শ্রেণী

কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বাংলা ভাষা পরিচয়, ক্লাস 6। লিমিটেড



আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

“ও তো পথিক জনের ছাতা”- পথিক জনের ছাতাটি কি?

উত্তরঃ অশ্বত্থ গাছ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ ছাতার মতো ছায়া দান করে।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।