৪০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর ইলিয়াস অধ্যায় উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Question Answer

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান গুলি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA), সকল প্রশ্নের ক্ষেত্রে উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

৪০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর ইলিয়াস অধ্যায় উপর

প্রশ্নপত্র

ইলিয়াস গল্পটি কার লেখা?

উত্তর: ইলিয়াস’ গল্পটি রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা।

ইলিয়াস’ গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন?

উত্তর: ইলিয়াস’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত।

ইলিয়াস কোথায় বসবাস করত?

উত্তর: ‘ইলিয়াস’ গয়ের প্রধান চরিত্র ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বসবাস করত।

ইলিয়াস কোন্ জনগােষ্ঠীর মানুষ ছিল?

উত্তর: ইলিয়াস বাকির জনগােষ্ঠীর মানুষ ছিল।

ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল?

উত্তর: ইলিয়াস যখন পিতৃহীন হয়, তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল।

“এই তার যা কিছু বিষয় সম্পত্তি’—কী কী বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?

উত্তর: উধৃতাংশে তার বিষয়সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটো গােরু এবং কুড়িটা ভেড়ার কথা বলা হয়েছে।

“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল”—কীভাবে ইলিয়াসের অবথার উন্নতি হয়েছিল?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রীর ব্যবসায়িক বুদ্ধিতে এবং সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয়েছিল।

কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল?

উত্তর: দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল।

“ইলিয়াসের তখন খুব নােলদােও”–কিভাবেতার নােবােয়াও হল

উত্তর: পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালি..হয়ে ওঠে। ফলে চারদিকে চোর নাম ছড়িয়ে পড়ে।

“ওর তাে মরবারই দরকার নেই।কার, কেন যাবার দরকার নেই?

উত্তরঃ বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনাে কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার ‘রকার নেই |

“দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।’ কার সঙ্গে তিথিরা দেখা করতে আসে?

উত্তর: দূরদূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত।

যায় অতিথিদের কী দিয়ে সেবা করত?

উত্তর: ইলিয়াস তার অতিথিদের কুমিস, শরবত, মাংস প্রভৃতি ভােজ্য ও পানীয় দিয়ে সেবা করত।

ইলিয়াসের কয়টি সন্তান ছিল?

উত্তর: ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে অর্থাৎ মােট তিনটি সন্তান ছিল |

ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কীভাবে সাহায্য করত?

উত্তর: ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গোরু-ভেড়া চরিয়ে তার কাজে সাহায্য করত।

“তারা ত্রায়েশি হয়ে উঠল”—কারা, কখন আয়েশি হয়ে উঠল?

উত্তর: ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েশি হয়ে উঠল।

ইলিয়াসের বড়াে ছেলেটির কীভাবে মৃত্যু ঘটে?

উত্তর: ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করা, তখন এক মারামারির ঘটনায় তার বড়ো ছেলেটির মৃত্যু ঘটে।

“বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।’—কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল?

উত্তর: ইলিয়াসের ছােটো ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল।

‘ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল’-কেন?

উত্তর: ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল ||

ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কীভাবে মৃত্যু ঘটল?

উত্তরঃ ভেড়ার পালে মড়ক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল।

“অনেক গােরু-মােয় না খেয়ে মরল’-কেন?

উত্তর: দুর্ভিক্ষের ফলে খড়ের অভাবে শীতকালে অনেক গােরু-মােষ না খেতে পেয়ে মারা যায়।

কানা ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি চুরি করেছিল?

উত্তর: ‘কিরবিজ’রা ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি চুরি করেছিল।

কখন ইলিয়াসের শরীরের জোর কষতে লাগল?

উত্তর: সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থার যত অবনতি ঘটতে লাগল। ততই তার শরীরের জোরও কমতে লাগল।

সত্তর বছর বয়সে দুদশার চিরমে নেমে ইলিয়াস কী কী বিক্রি করতে বাধ্য হল?

উত্তর: সত্তর বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট,কম্বল, ঘােড়ার জিন, তাবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হল।

বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কীভাবে খাবার জোগাড় করত?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লােকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত।

ইলিয়াসের স্ত্রীর নাম কী?

উত্তর: ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি।

বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল?

উত্তর: ইলিয়াসের সম্বল ছিল লােমের তৈরি একটি কোট, টুপি,জুতাে এবং বুট সমেত একটা বোঁচকা আর স্ত্রী শাম-শেমাগি।

“বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই’—কেন?

উত্তর: ইলিয়াসের বিতাড়িত ছােটো পুত্র বিদেশে থাকত এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শাম-শেমাগিকে সাহায্যের কেউ ছিল না

বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল?

উত্তর: বৃদ্ধ ইলিয়াসকে দেখে মহম্মদ শা নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল।

আর লােকও ভালাে’-এখানে ভালাে লােক কে?

উত্তর: লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পের উধৃতাংশটিতে ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ শা-কে ভালাে লােক বলা হয়েছে |

“তার খুব দুঃখ হলাে—কার, কেন দুঃখ হল?

উত্তর: সচ্ছল অবস্থায় ইলিয়াস অত্যন্ত অতিথিবৎসল ছিল। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মহম্মদ শার দুঃখ হল।

মুহম্মদ শা ইলিয়াসকে কী কাজ দিল?

উত্তর: মহম্মদ শা ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের খেত দেখভাল করা এবং শীতকালে গােরু-ঘােড়াদের খাওয়ানাের কাজ দিয়েছিল |

ইলিয়াসের স্ত্রীর জন্য মহম্মদ শা কী কাজ দিয়েছিল?

উত্তর: মহম্মদ শা ইলিয়াসের স্ত্রীকে ঘােটকীদের দুধ দোয়ানাে এবং কুমিস তৈরির কাজ দিয়েছিল।

“এছাড়া যদি কখনও কিছু লাগে, বলবে, তাও দেবাে।”—কে, কাকে একথা বলেছিল?

উত্তরঃ বৃদ্ধ ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ শা ইলিয়াসকে এ কথা বলেছিল |

ইলিয়াস ও তার স্ত্রী মহম্মদ শার বাড়িতে কীসের মতাে কাজ করত?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রী মহম্মদ শার বাড়িতে ভাড়াটে মজুরের মতাে কাজ করত।

“ক্রমে ক্রমে সব সয়ে গেল”—কার কী সয়ে গেল?

উত্তর: বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মহম্মদ শার বাড়িতে থেকে

ভাড়াটে মজুরের মতাে পরিশ্রম করত। প্রথমদিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে যায়। “তা ছাড়া তারা অলস নয়”—কারা অলস নয়?

উত্তর: লিও তলস্তয়ের ইলিয়াস’ গল্পের উধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগির কথা বলা হয়েছে

“তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে”—“সম্পন্ন মানুষ দুটি কারা?

উত্তর: উধৃতাংশে ‘সম্পন্ন মানুষ দুটি’ বলতে একসময় ধনী বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগির কথা বলা হয়েছে।

মহম্মদ শার বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কী ছিলেন?

উত্তর: মহম্মদ শার বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পন্ডিত বা মােল্লাসাহেব।

“এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল’-কে সরাচ্ছেরে ধনী ছিল?

উত্তর: আলােচ্য উবৃত্যংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল।

“কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর”-কর সুনামের কথা বলা

উত্তর: আলােচ্য উতংশে বর্তমানে দরিদ্র কৃষ কিন্তু একসময়ের ধনী ও অতিথিপরায়ণ ইলিয়াসের সুনানের কথা বলা হয়েছে।

“অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক শব্দ প্রল”- তির্বিদের বিশ্বরের কারণ কী?

উত্তর: একসময়ের ধনী এবং অতিথিপরায়ণ ইলিরার ও তার স্ত্রী মুহম্মদ শা-র বাড়িতে মজুরের কাজ করার কথায় অতিথিদের বিস্ময় জালে।

অতিথির মতে ভাগ্য কাঁসের মতাে যােরে?

উত্তর: মহম্মদ শারবাড়িতে আগত অতিথির মতে ভাগ্যচকার মতাে ঘােরে।

“লােকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি?”—কে, কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছেন?

উত্তর: মহম্মদ শার বাড়িতে আগত অতিথি বর্তমানে মহম্মদ শার নম্বুর বৃখ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

অতিথি ইলিয়াসকে কী জিজ্ঞাসা করেছিলেন?

উত্তর: সুখসমৃদ্ধির জীবন হারিয়ে বর্তমান দুরবস্থার কথা ভেবে ইলিয়াসের মানসিক কষ্ট হয় কি না, অতিথি তা জানতে চেয়েছিলেন |

“তার মনেও যা মুখেও তাই”—কার মন ও মুখ সমান?

উত্তর: এবিষয়ে বলতেবৃদ্ধইলিয়াস ও তারীর অতীত জীবনের সুখসমৃদ্ধি এবং বর্তন জীবনের দুরবস্থায় মানসিক কষ্টের কথা বলা হয়েছে।

অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কী জানতে চেয়েছিলেন?

উত্তর: অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিলেন।

বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী এক বাস করেছে?

উত্তর: দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করেছে।

“কিন্তু কখনও পাইনি”- কখনও কে কী পায়নি?

উত্তর: দাম্পত্যের পঞ্চাশ বছরেও ইলিয়াস এবং তার স্ত্রী সম্পত্তির চিন্তায় সুখের সন্ধান পায়নি।

“তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ”–কখন সত্যিকারের সুখ পাওয়া গেছে?

উত্তর: সর্বহারা হয়ে মহম্মদ শার বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস দম্পতির পাওয়া প্রকৃত সুখের কথা বলা হয়েছে।

“অতিথিরা বিস্মিত’-কেন?

উত্তরঃ ধনীজীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন—শাম-শেমাগির মুখে এ কথা শুনে অতিথিরা বিস্মিত হয়।

“কথা বলবার সময় নেই |’-কখন কথা বলবার সময় ছিল না?

উত্তর: যখন তারা ধনী ছিলেন তখন শাম-শেমাগি এবং ইলিয়াসের কথা বলার সময় ছিল না।

ফলে সারারাত ঘুমই ছিল না।’—সারারাত ঘুম না থাকার কারণ কী ছিল?

উত্তর: রাতে ঘুমােতে গিয়ে দুশ্চিন্তা হত যে মা-ভেড়া হয়তাে বাচ্চাগুলােকে চেপে মেরে ফেলল, তাই সারারাত ঘুম হত না |

“নিজেদের স্বার্থে তাদের ওপর নজর রাখি’—কীসের প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে?

উত্তর: মজুররা ঠিকমতাে পরিশ্রম করছে কি না সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে।

“অন্যদিকে দুশ্চিন্তা’—কোন্ দুশ্চিন্তার কথা বলা হয়েছে?

উত্তর: নেকড়ে এসে ঘােড়ার বাচ্চা বা গােরুর বাছুর নিয়ে গেল কিনা কিংবা চোর এসে ঘােড়াগুলােকে নিয়ে গেল কি না—এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে।

অন্যের কাজ করার জীবনে শাম-শেমাগিরা কীসের সময় খুঁজে পেয়েছিল?

উত্তর: মহম্মদ শার কাজ করার সময় শাম-শমাগিরা মনের কথা আলােচনা করার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় খুঁজে পেয়েছিল।

“আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম…”—অবুঝ হওয়ায় তারা কী করেছিল?

উত্তর: দীর্ঘদিন ধনীজীবন কাটানাের কারণে ইলিয়াস আর তার স্ত্রী অবুঝ হয়ে সম্পত্তি হারিয়ে কেঁদেছিল৷

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

ইলিয়াস Pdf

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান পারুল বাংলা রেফারেন্স – ক্লাস – 9



শেখার ফলাফলের জন্য 5E মডেল.



ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)

Q1. ইলিয়াসের স্ত্রীর নাম কী?

উত্তর: ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি।

Q2. ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কীভাবে সাহায্য করত?

উত্তর: ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গোরু-ভেড়া চরিয়ে তার কাজে সাহায্য করত।

Q3. ইলিয়াসের কয়টি সন্তান ছিল?

উত্তর: ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে অর্থাৎ মােট তিনটি সন্তান ছিল |


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।