একাদশ শ্রেণির বাংলা গ্যালিলিওর প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

একাদশ শ্রেণির বাংলা সত্যেন্দ্রনাথ বসু এর লেখা “গ্যালিলিও” গল্পের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

সত্যেন্দ্রনাথ বসুর “গ্যালিলিও”- কী জাতীয় প্রবন্ধ?

সঠিক উত্তর: জীবনকথা।

গ্যালিলিওর জন্ম কবে হয়?

সঠিক উত্তর:- 15 ই ফেব্রুয়ারি 1564 সালে।

গ্যালিলিও কোথায় জন্মগ্রহণ করেন?

সঠিক উত্তর:- পিসাতে।

গ্যালিলিওর পিতা কোন বিষয়ে পারদর্শী ছিলেন?

সঠিক উত্তর:-পুরান সাহিত্যে।

গ্যালিলিওর পিতা কি ভালো বাজাতে পারতেন?

সঠিক উত্তর: লিউট(lute)।

গ্যালিলিওকে শেষ পর্যন্ত মঠ ছাড়তে হয়েছিল কেন?

সঠিক উত্তর: তার পিতার আপত্তি এবং তার দৃষ্টিশক্তি ক্ষীণতার জন্য।

গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হন কত সালে?

সঠিক উত্তর: 1581 সালে।

গ্যালিলিও কত বছর বয়সে ডাক্তারিতে ভর্তি হন?

সঠিক উত্তর: 17 বছর বয়সে।

“গ্রিক দার্শনিকের কথা সকলে মাথা পেতে নেয় নির্বিচারে”- কোন দার্শনিক?

সঠিক উত্তর:-অ্যারিস্টটল।

ফ্লোরেন্সে এসে গ্যালিলিও কোন কোন বিষয় চর্চা শুরু করেন?

সঠিক উত্তর:- গণিত ও পদার্থবিদ্যা।

পিসা বিশ্ববিদ্যালয় গ্যালিলিওর আয় কত ছিল?

সঠিক উত্তর:- 60 Scudy.

গ্যালিলিওর পিতার মৃত্যু হয় কবে ?

সঠিক উত্তর:- 1591 সালে।

গ্যালিলিওর ছোটো ভাইয়ের নাম কী ছিল?

সঠিক উত্তর: মাইকেল এঞ্জেলো।

তাসকান ছেড়ে পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও যোগ দেয় কত সালে?

সঠিক উত্তর: 1592 সালে।

“1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার”- নতুন ব্যাপারটা কী?

সঠিক উত্তর: দূরবীন আবিষ্কার।

“তার বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরির কারুশালা”- কার বাড়ি?

সঠিক উত্তর: গ্যালিলিওর।

গ্যালিলিওর প্রিয় ছাত্র কে ছিল?

সঠিক উত্তর: কসমো।

তাসকিনের ডিউক গ্যালিলিওকে কত বেতন দিতেন?

সঠিক উত্তর:- 1000 স্কুডি।

গ্যালিলিওর হিতাকাঙ্খী ও সুহৃদ কে ছিলেন?

সঠিক উত্তর: বেলারিমিন।

গ্যালিলিও কত তারিখে কারারুদ্ধ হন ?

সঠিক উত্তর: 12ই এপ্রিল।

গ্যালিলিও কত বছর বয়সে মারা যান ?

সঠিক উত্তর: 77 বছর।

গ্যালিলিওর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন গ্যালিলিও?

উত্তরঃ- গ্যালিলিও প্রথমে 13 বছর বয়সে vallam brosar বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে শিক্ষা লাভ করেন। তারপর 1581 সালে 17 বছর বয়সে পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে আসেন।

কত বছর ধরে গ্যালিলিও মঠে কী কী অধ্যয়ন করেন?

উত্তরঃ- গ্যালিলিও দুই বছর ধরে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।

“1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার”- কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে?

উত্তরঃ- 1609 সালের একটি বিশেষ ঘটনার উল্লেখ করা হয়েছে। হল্যান্ডে একজন কাচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস বড় দেখায়, মনে হয় কাছে এগিয়ে এসেছে। গ্যালিলিও এ ভাবনা থেকে দূরবীন তৈরি করলেন।

গ্যালিলিও বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখেছিলেন?

উত্তরঃ- গ্যালিলিও বৃহস্পতির চারটি উপগ্রহ দেখেছিলেন।

15 বছর বয়সে গ্যালিলিওকে মঠ ছাড়তে হয়েছিল কেন?

উত্তরঃ- কেননা গ্যালিলিওর বাবার আশঙ্কা ছিল যে ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে।

গ্যালিলিওর ছোটভাই মাইকেল এঞ্জেলোর কয়টি সন্তান ছিল?

উত্তরঃ- গ্যালিলিওর ছোটভাই মাইকেল এঞ্জেলোর সাতটি ছেলে মেয়ে ছিল।

কারা গ্যালিলিওর যশ ও প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠেছিল?

উত্তরঃ- ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রেরা যারা গ্যালিলিওর নতুন মত মানতে পারতেন না তারা ঈর্ষান্বিত হয়ে উঠেছিল।

প্রথম জীবনে গ্যালিলিওকে অর্থকষ্টে ভুগতে হয়েছিল কেন?

উত্তরঃ- গ্যালিলিও আশানুরূপ বেতন পেতেন না, তাই প্রথম জীবনে তাকে অনেক অর্থকষ্টে ভুগতে হয়েছিল।

গ্যালিলিওর বিরুদ্ধে কারা সরব হয়েছিলেন?

উত্তরঃ- আচার্য সত্যেন্দ্রনাথ বসুর লেখা ‘গ্যালিলিও’ প্রবন্ধ থেকে জানা যায় যে সনাতনীরা গ্যালিলিওর বিরুদ্ধে সরব হয়েছিলেন।

“ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন”- কার সম্পর্কে এই মন্তব্য?

উত্তরঃ- বিজ্ঞান সাধক সত্যেন্দ্রনাথ বসু প্রণীত “গ্যালিলিও” প্রবন্ধে এই মন্তব্য করেছেন গ্যালিলিও। পোপ পদে যিনি অধিষ্ঠিত হয়েছিলেন, তার সম্বন্ধে এই মন্তব্য।

গ্যালিলিও গ্যালিলাই এর জীবনী

গ্যালিলিও গ্যালিলাই, আধুনিক জ্যোতি বিজ্ঞানের প্রাণপুরুষ। গ্যালিলিওর জন্ম ইতালির পিসা শহরে। বাবা ছিলেন ব্যবসায়ী। কিন্তু সঙ্গীত ও অঙ্কশাস্ত্রের প্রতি তার ছিল গভীর ভালবাসা। গ্যালিলিওর মা ছিলেন উগ্র স্বভাবের মহিলা। সামান্য ব্যাপারেই অন্যের প্রতি রাগ আর বিদ্রুপে ফেটে পড়তেন। পিতার অনিচ্ছা সত্ত্বেও অঙ্কশাস্ত্রের প্রতি অনুরাগ তাঁকে পরিণত করেছিল এক শ্রেষ্ঠ বিজ্ঞানীতে। অন্যদিকে নিজের উগ্র স্বভাব ও সহনশীলতার অভাবের জন্য চারপাশে গড়ে তুলেছিলেন অসংখ্য শত্রু যা তার অবর্ণনীয় দুঃখ-কষ্টের জন্য আংশিক দায়ী। ছেলেবেলা থেকেই গ্যালিলিওর মধ্যে প্রতিভার উন্মেষ ঘটেছিল। বিচিত্র বিষয়ের প্রতি তাঁর ছিল কৌতুহল ।

Valombrosa-র ধর্মীয় পড়তে পড়তে সেখানকার ধর্মীয় শিক্ষকদের প্রভাবে তিনি স্থির করলেন যাজকের পথই জীবনে গ্রহণ করবেন। যখন সময় পান পুঁথিপত্র নিয়ে বসেন। বিশেষ করে অঙ্ক। এক এক সময় অঙ্ক কষতে কষতে ব্যবসার কথা সম্পূর্ণ ভুলে যেতেন। গ্যালিলিওর বাবা তাঁর এই পড়াশুনার প্রতি আগ্রহ দেখে শেষ পর্যন্ত স্থির করলেন যে পথে নিশ্চিত অর্থ উপার্জনের সযােগ আছে, তাতেই ছেলেকে ভর্তি করবেন। গ্যালিলিওর ইচ্ছা ছিল অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশুনা করা। পিতার আদেশে ডাক্তারি পড়ার জন্য তিনি ভর্তি হলেন পিসার বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষকদের প্রতি কথাকেই তিনি ধ্রুব সত্য বলে মেনে নিতে পারলেন না। প্রতিটি ক্লাসে শিক্ষকদের নানান বিষয়ে প্রশ্ন করে বিব্রত করে তুলতেন। কিন্তু তাতেও তাঁর মন সন্তুষ্ট হল না। নিজের ছােট্ট ঘরে তুললেন একটা পরীক্ষাগার। অতীতের প্রতিটি ধ্যান-ধারণাকে বিচার করতেন, বিশ্লেষণ করে দেখতেন তার মধ্যে কতটা সত্য আর কতটুকু মিথ্যে।

গ্যালিলিও গ্যালিলাই এর বিভিন্ন আবিষ্কার

১৬০৯ সাল। চারধারে গুজব শােনা গেল একজন ডাচ চশমার দোকানের কর্মচারী কাজ করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করেছে যা দিয়ে নাকি অনেক দূরের জিনিস দেখা যায়। গ্যালিলিও কথাটি শুনলেন। শুরু হল চিন্তা-ভাবনা। নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর একটি ফাকা নলের মধ্যে একটি উত্তল ও একটি অবতল লেন্সকে নির্দিষ্ট দূরত্বে বসাতেই দেখতে পেলেন বহু দূরের বাড়িটি মনে হচ্ছে কয়েক হাতের মধ্যে এসে গিয়েছে। আবিষ্কৃত হল টেলিস্কোপ। চারদিক থেকে টেলিস্কোপ তৈরির অর্ডার আসতে লাগল। তিনি বাড়িতে কারখানা করে প্রায় ১০টির মত টেলিস্কোপ তৈরি করলেন। নিজের জন্য তৈরি করলেন অপেক্ষাকৃত শক্তিশালী একটি টেলিস্কোপ। আকারে আয়তনে এই টেলিস্কোপ অন্য সব টেলিস্কোপের চেয়ে বড়। বিরাট সেই টেলিস্কোপ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গ্যালিলিও পর্যবেক্ষণ করতে আরম্ভ করলেন সমস্ত আকাশ। তিনি বললেন চাঁদ একটি উপগ্রহ। তার মধ্যে রয়েছে, ছােট-বড় অসংখ্য পাহাড় আর গিরিখাদ। তিনি আবিষ্কার করলেন শনির বলয়। জুপিটারের উপগ্ৰহ ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহপুঞ্জ। এই পর্যবেক্ষণ আর আবিষ্কারের উপর ভিত্তি করে তিনি রচনা করলেন প্রথম বই SIDERUS NUNCIUS (The messenger) এত আবিষ্কার খ্যাতি অর্থ সম্মান পেয়েও কিছুতেই সন্তুষ্ট হলেন না গ্যালিলিও।

পিসার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবার জন্য ডিউকের কাছে আবেদন করলেন। কিন্তু ডিউক তার আবেদনে কর্ণপাত করলেন না। অবশেষে ডিউক মারা যাবার পর তার পুত্র দ্বিতীয় কসিমাে নতুন ডিউক হলেন। তিনি ছিলেন গ্যালিলিওর প্রাক্তন ছাত্র। তিনি গুরুকে আমন্ত্রণ জানালেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পিসার বিশ্ববিদ্যালয়ে অঙ্কের প্রধান অধ্যাপকের পদগ্রহণ করলেন, সঙ্গে ডিউকের দর্শন ও অঙ্কের শিক্ষকের পদ পেলেন। ক্লাস করবার বা পিসায় থাকবার বাধ্যবাধকতা থেকে মুক্তি পেলেন। কিন্তু সাথে সাথে তাঁর জীবনে নেমে এল বিপর্যয়। এর মূল কারণ ছিল কোপার্নিকাসের মতবাদ। গ্যালিলি ওর বহু আগেই ১৫৪৩ সালে পােল্যান্ডের মহান জ্যোতির্বিদ কোপার্নিকাস একখানি গ্রন্থ রচনা করেছিলেন, তাতে লিখেছিলেন সূর্য স্থির এবং তাকে কেন্দ্র করেই এই পৃথিবী ও অন্য গ্রহণ আবর্তিত হচ্ছে। কিন্তু যাজক সম্প্রদায়ের ভয়ে এই বই তিনি জীবিতকালে প্রকাশ করতে পারেন নি। ১৬১১ সালে তিনি আবিষ্কার করলেন সূর্যের উপরে কিছু চিহ্ন।

তিনি তাঁর কয়েকজন বন্ধু ও অনুরাগীর কাছে তাঁর আবিষ্কারের কথা প্রথমে প্রকাশ করলেন, কোপার্নিকাসের মতের সমর্থনের প্রকাশ করলেন তার যুক্তি ও অভিমত। ক্রমশই তার সেই ধ্যান-ধারণা ছড়িয়ে পড়তে লাগল চারদিকে। সেই সঙ্গে বাড়তে লাগল তাঁর শত্রুর সংখ্যা। যে সমস্ত অধ্যাপকরা এদিন অ্যারিস্টটলের মতের বিশ্বাসী ছিল, তাদের মনে হল নিজেদের প্রভাব প্রপিত্তি বুঝি এইবার ধ্বংস হয়ে যায়। তিনি তাঁর অভিমত শুনতেন তারপর সামান্য কয়েকটি কথায় তাদের সমস্ত যুক্তিকে ছিন্নভিন্ন করে দিতেন। বন্ধুরা অনুভব করতে পারছিলেন গ্যালিলিওর বিপদের দিন ঘনিয়ে আসছে। তারা বারংবার তাকে সাবধান করতে থাকে। কিন্তু গ্যালিলিও কারাে কথায় কর্ণপাত করলেন না। অপমানিত লাঞ্ছিত ব্যর্থ মনােরথ হয়ে ফ্লোরেন্সে নিজের পরিবারে ফিরে এলেন গ্যালিলিও। গােপনে পুনরায় শুরু করলেন তাঁর পরীক্ষা-নিরীক্ষা। দু-একজন অন্তরঙ্গ বন্ধু ছাড়া কেউ তাঁর কোন সংবাদই জানতে পারল না। দীর্ঘ পনেরাে বছর পর তিনি রচনা করলেন তার বিখ্যাত গ্রন্থ! বিশ্বের প্রধান দুটি নিয়ম সম্বন্ধে কথােপকথন। গ্যালিলিও রােমে গিয়ে পােপের কাছে তা প্রকাশ করবার অনুমতি প্রার্থনা করলেন। পােপ কিছু নির্দিষ্ট শর্তে তা প্রকাশ করবার অনুমতি দিলেন। বইটিতে তিনটি চরিত্র।

একজন কোপারনিকাসের মতকে সমর্থন করেছেন, আর একজন টলােমির সপক্ষে মত প্রকাশ করেছেন। আর ততীয়জন নিরপেক্ষ । প্রথম চরিত্রটি গ্যালিলিওর প্রতিচ্ছায়া। দ্বিতীয় ব্যক্তি সিমপ্লিসিও কিছুটা মজার আর বােকা ধরনের লােক। ১৬৩২ সালে বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে তা সকলের দৃষ্টি আকর্ষণ করল। কিছুদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ল ইউরােপের বিভিন্ন দেশে । পণ্ডিতদের মধ্যে আলােড়ন সৃষ্টি হল। অপর দিকে ধর্মীয় সম্প্রদায় ক্রুদ্ধ হয়ে উঠল। তাদের মনে হল ১৬১৬ সালের নিষেধাজ্ঞা সম্পূর্ণ লংঘন করে এই বই রচনা করেছেন গ্যালিলিও মজার চরিত্রটি সৃষ্টি করেছেন। সাথে সাথে বইয়ের প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হল। বইটির সম্বন্ধে অভিমত দেওয়ার জন্য একটি কমিটি তৈরি করা হল । কমিটি সব কিছু বিচার করে রায় দিল গ্যালিলিও পূর্বের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে এই বই রচনা করেছেন। বিরুদ্ধবাদীদের কাছে ডেকে প্রথমে তাদের প্রতিটি যুক্তি রােমে বিচার সভায় উপস্থিত হবার জন্য গ্যালিলিওকে আদেশ দেওয়া হল। গ্যালিলিও তখন সত্তর বছরের বৃদ্ধ। বাধ্য হয়ে ১৬৩২ সালের ডিসেম্বর মাসে তিনি রােমে এসে হাজির হলেন।

দীর্ঘ চার মাস অন্তরীণ থাকার পর ১৬৩৩ সালের ১২ই এপ্রিল তিনি প্রথম ইনকুইজিশানের সামনে উপস্থিত হলেন। ৩০শে এপ্রিল তিনি দ্বিতীয়বার কোর্টের সামনে এসে হাজির হলেন। কথােপকথন বইটি সম্বন্ধে তাকে জেরা করা হল। তিনি ভয়ে বই-এর কিছু অংশ পরিবর্তন করতে চাইলেন। তাঁকে অনুমতি দেওয়া হল। কিন্তু পরিবর্তন করার পরও বিচার করা সন্তুষ্ট হতে পারলেন না। জুন মাসের ১৬ তারিখ পােপের সভাপতিত্বে সভা বসল, এতে ঠিক হল যদি গ্যালিলিও তার অপরাধ স্বীকার না করেন তবে তার উপর অত্যাচার করা হবে। ২১ তারিখে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল ! শুরু হল তার উপর অত্যাচার। গ্যালিলিও তার শারীরিক মানসিক সব শক্তি হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত সব অভিযােগ স্বীকার করে স্বীকারােক্তি দিলেন। ২২ তারিখে তাঁর বিরুদ্ধে ১৬১৬ সালের নির্দেশ লংঘন করার জন্য এবং ধর্মবিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে অভিযুক্ত করা হল। অনির্দিষ্ট কালের জন্য বন্দীত্বের আদেশ দেওয়া হল। নির্দেশ দেওয়া হল ভবিষ্যতে তিনি আর কোন বই রচনা করতে পারবেন না। ডিসেম্বর মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে তার গ্রাম Arcetry-তে যাবার অনুমতি দেওয়া হল ।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

একাদশ শ্রেণির বাংলা গ্যালিলিওর প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির বাংলা গ্যালিলিওর Pdf

ছায়া বাংলা শিক্ষাক – প্রকল্প সহ একাদশ শ্রেণি গাইড

ছায়া বাংলা শিক্ষাক – প্রকল্প সহ একাদশ শ্রেণি গাইড

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা একাদশ শ্রেণি

কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন গ্যালিলিও?
উত্তরঃ- গ্যালিলিও প্রথমে 13 বছর বয়সে vallam brosar বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে শিক্ষা লাভ করেন। তারপর 1581 সালে 17 বছর বয়সে পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে আসেন।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।