সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 7 Bangla Question Answer

সূচিপত্র

সপ্তম শ্রেণী মাকু গল্পের প্রশ্নের উত্তর

প্রশ্ন -“এই সেই কালিয়ার বনের ভয়ঙ্কর নয় তো”- কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল?

উত্তর -গেছো ঘরে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটিকে কে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছিল।

প্রশ্ন- হোটেল ওয়ালা কে দাড়ি গোঁফের সরবরাহ করতো?

উত্তর- ঘড়িওয়ালা

ক্লাস সেভেন এর বাংলা প্রশ্ন উত্তর

প্রশ্ন- সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল ?

উত্তর- এক টাকা।

প্রশ্ন “ও তো রোজ পোস্ট অফিসে যায়”- কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল?

উত্তর- টিয়া সংকে উদ্দেশ্য করে বলেছিল।

প্রশ্ন -হোটেলওয়ালা সং র টিকিট টা কোথায় রেখেছিল?

উত্তর- কানে খুঁজে রেখেছিল ।

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর ২০২১

প্রশ্ন- ঘড়িওয়ালা হোটেলওয়ালার কে হয়?

উত্তর- ভাই

প্রশ্ন-” হ্যান্ড বিল তো দিলাম অথচ খোঁজার নামটি নেই”- কথাটি কে কাকে বলেছিল ?

উত্তর- ঘড়িওয়ালা টিয়া কে বলেছিল।

প্রশ্ন -ঘড়িওয়ালা কতদিন ঘড়ির কারখানা কাজ করেছিল?

উত্তর -সতেরো বছর ।

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন 2021

প্রশ্ন- সোনাটিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন?

উত্তর- বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য ।

প্রশ্ন -বাঘ ধরার ফাঁদ সম্পর্কে জাদুকর কি বলেছিল?

উত্তর -জাদুকর বলেছিল -ওগুলি শুয়োর ধরার ফাঁদ ।বুনোশুয়োর চাষীদের ফসল নষ্ট করে দিত। তাই ফাঁদ গুলি তৈরি করা হয়েছিল।

প্রশ্ন -বাঘ ধরার ফাঁদটি কেমন ছিল?

উত্তর -মাটিতে দু’ মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠ কুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখ হতো। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত ।

প্রশ্ন-” পেয়াদা পড়েছে ফাঁদে”- পেয়াদা কোন ফাঁদে পড়েছিল?

উত্তর- বাঘ ধরার ফাঁদে

ক্লাস সেভেন এর বাংলা প্রশ্ন উত্তর 2022

প্রশ্ন -“ওসব অলক্ষণে কথা মুখে আনা কেন”- কথাটি কে কাকে বলেছিল ?

উত্তর- দড়াবাজের লোকেরা টিয়াকে বলেছিল ।

প্রশ্ন- খেলা দেখানো আগে জানোয়ার দিয়ে কি খাওয়ানো হয়?

উত্তর -ভিটামিনের বড়ি

প্রশ্ন- “আমি আজ সোনালী ঘুনটি দেওয়া লাল গাউন পরব”– কথাটি কাদের উদ্দেশ্যে বলেছিল?

উত্তর – মেম সোনাটিয়ার উদ্দেশ্যে বলেছিল।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 বাংলা উত্তর

প্রশ্ন -সোনাটিয়াকে পার্টিতে যাওয়ার জন্য কে জামা কিনে দিয়েছিল?

উত্তর- সং

প্রশ্ন -সোনা-টিয়ার জামা কেনার জন্য কে টাকা দিয়েছিল ?

উত্তর -বেহারী

প্রশ্ন- সোনাটিয়ার নতুন জামার রং কি ছিল?

উত্তর -একটা গোলাপী ,একটা ফিকে বেগুনি।

দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে এর উত্তর কি, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে সপ্তম শ্রেণি, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে এর উত্তর, দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে উত্তর

উত্তর – হাজার বছরের ভাষা বাংলা । বিবর্তনের নানা পর্যায় অতিক্রম করে এ ভাষা আজকের রূপে বিকাশলাভ করেছে । এ ভাষায় বিকাশ ও বিবর্তনের ধারায় এসে মিশেছে বিভিন্ন ভাষার শব্দাবলি । কালের বিবর্তনে সে সব শব্দ আজ বাংলা ভাষার নিজের হয়ে গেছে । তবে ব্যুৎপত্তি বিশ্লেষণে সে সব শব্দকে তার মূল পরিচয়েই চিহ্নিত করা হয়ে থাকে ।

যেসব শব্দ প্রথমে সংস্কৃত ভাষায় ইন্দো-ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে কৃতঋণ শব্দ হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেসব শব্দকে কৃতঋণ তদ্ভব বা বিদেশী তদ্ভব শব্দ বলা হয়।

যেমন – গ্রীক -দ্রাখমে > সংস্কৃতি- দ্রম্য > প্রাকৃত- দম্ম > বাংলা- দাম।

দাম’প্রতিদিনের শব্দ আমাদের। ‘দাম’ শব্দটি এসেছে গ্রিক ভাষার ‘দ্রাখমে’ (একরকম মুদ্রা, টাকা) থেকে। ‘দ্রাখমে’ সংস্কৃতে হয় ‘দ্রম্য’। প্রাকৃতে ‘দম্ম’। বাঙলায় ‘দাম’।

অর্থাৎ রাজনৈতিক , ধর্মীয় , সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে ।

এরকমই এক শব্দ হচ্ছে দাম।দাম’ শব্দটি বাংলায় এসেছে গ্রিক ভাষা থেকে যার ব্যবহূত অর্থ একরকম মুদ্রা।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 বাংলা উত্তর part 4

প্রশ্ন -হোটেলআলা জন্মদিনে মেম সোনাটিয়াকে কি প্রোজেন্ট করেছিল?

উত্তর -রেশমি ফিতে ।

প্রশ্ন -জাদুকরের খেলায় প্রথম কোন খেলাটি দেখানো হয়?

উত্তর -দড়াবাজির খেলা ।

প্রশ্ন- প্রথমে দড়াবাজির খেলা দেখানো হয় কেন ?

উত্তর- গোড়াতেই জমিয়ে দেবার জন্য। যাতে লোক বসে থাকে।

প্রশ্ন- সোনাটিয়া স্কুলে কোন গানে নেচেছিল?

উত্তর-” ফুলকলি ,আসে অলি গুন্ গুন্ গুঞ্জনে”- গানটিতে নেচে ছিল ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 বাংলা উত্তর part 6

প্রশ্ন -“সোনা হাত বাড়িয়ে জাল ছিঁড়ে দেয়”- এখানে কোন জাল ছিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে?

উত্তর -করমচার ডালে মাকড়সার জাল গুলি ছিঁড়ে দেওয়া কথা বলা হয়েছে।

প্রশ্ন-” মাকড়সড়া চুষে খেয়ে ফেলে”- এখানে মাকড়সা কাদের কিভাবে চুষে খেয়ে ফেলে?

উত্তর -প্রজাপতির ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতি উঠতে পারে না ।তখন মাকড়সাটা চুষে খেয়ে ফেলে।

প্রশ্ন- জানোয়ারদের ভুল করে ভিটামিনের বদলে কি খাইয়ে দেওয়া হয়েছিল?

উত্তর -জোলাপ

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 বাংলা উত্তর part 7

প্রশ্ন-” পরীদের রানীকে বে করার ভাবনা”- এখানে কার কথা বলা হয়েছে?

উত্তর -মাকুর কথা।

প্রশ্ন- ঘড়িওয়ালা কাঁদতে কাঁদতে মায়ের নাম করে কি খাওয়ার কথা বলেছিল ?

উত্তর মোচার ঘন্ট

প্রশ্ন- জাদু করে খেলা দেখতে কটা গ্ৰামের লোক এসেছিল?

উত্তর- তিন টি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 7 বাংলা উত্তর part 8

প্রশ্ন-” ষষ্ঠী ঠাকরুন ওকে খেয়ে ফেলেনি তো”- কথাটি কে কাকে কার উদ্দেশ্য করে বলেছিল?

উত্তর- টিয়া সোনাকে বলেছিল । মাকুর উদ্দেশ্য কথাটি বলা হয়েছে

প্রশ্ন -“ময়ূর নেচো না “-কথাটি কে বলেছিল? কেন বলেছিল ?

উত্তর- কথাটি টিয়া বলেছিল । কারণ ময়ূর না দিলে যদি বৃষ্টি পড়ে তাহলে বটতলার উনুন নিভে যাবে ।ঘাস জমিতে খেলা বন্ধ হয়ে যাবে।

প্রশ্ন -“কেউ দেখবার রইল না “-এখানে কি দেখবার কথা বলা হয়েছে?

উত্তর -গাছ তলায় গামলা ভরা মাছ ,বালতি ভরা মশলা মাখা মাংস ,থলি ভরা বাসমতি চাল পড়েছিল ।সেগুলি দেখবার কেউ ছিল না।

সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রশ্ন -হোটেল ওয়ালা সোনাটিয়াকে জন্মদিনে কি উপহার দিয়েছিল ?

উত্তর -সরু লেন্সের পাড় -দেওয়া ছোট্ট দুটি সাদা রেশমি রুমাল।

প্রশ্ন- টিকিট বিক্রি করে সং দের থলিতে কত টাকা জমা হয়েছিল ?

উত্তর -দেড় হাজারেরও বেশি দশ পয়সা জমা হয়েছিল।

প্রশ্ন -জাদুকর হোটেল ওয়ালা জন্মদিনে সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল ?

উত্তর -দুটি সাদা খরগোশের বাচ্চা।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।