মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘সত্যি সােনা’

একটি বাক্যে উত্তর দাও :

বুড়াে চাষির সংসারে কে কে ছিল?

উত্তরঃ বুড়াে চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল।

চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল?

উত্তরঃ চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল।

বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল?

উত্তরঃ বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লােভে চকচক করে উঠল।

বুড়াে চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি?

উত্তরঃ মাটির নীচে সােনা ঠিক কোন জায়গায় পোঁতা আছে তা বুড়াে চাষি তার একমাত্র ছেলেকে বলে যাননি।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর | মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

সংক্ষেপে উত্তর দাও:

চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল?

উত্তরঃ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করে পাঁচ বিঘে (১০০ কাঠা) জমি খুঁড়েছিল।

চাষির ছেলের প্রথম রােজগারে কে খুশি হয়েছিল?

উত্তরঃ চাষির ছেলের প্রথম রােজগারে তার বউ খুব খুশি হয়েছিল।

গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তােমার জানা আছে?

উত্তরঃ কোদাল ছাড়াও লাঙল, শাবল, বেলচা,পাওয়ার টিলার, ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায়।

বাংলা তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর 2021

‘সত্যি সােনা’ গল্পটির মতাে আর কোনাে গল্প তােমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শােনাও।

উত্তরঃ হ্যাঁ। ‘একতাই বল’ গল্পটি আমার জানা আছে। এক চাষির ছিল তিন ছেলে। তারা তিনজন খুব ঝগড়া করত। চাষি একদিন তাদের তিনজনকে ডেকে একগােছা লাঠি দিয়ে ভাঙতে বলল। তারা কেউ পারল না। তখন চাষি তাদের একটি করে লাঠি নিয়ে ভাঙতে বলল। এবার তারা অনায়াসে ভেঙে ফেলল। তখন চাষি তাদের বােঝালাে যে লাঠিগুলি একসঙ্গে ছিল বলে তারা ভাঙতে পারেনি।

ঠিক সেইভাবে তারা তিনভাই যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। ছেলেরা বাবার কথা বুঝতে পারল এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে লাগলাে।

তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর বাংলা

বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরাে কথাটা আবার নীচে লেখাে।

ছেলের চোখ দুটো লােভে (ঝকঝক/চকচক/ঝকমক/ ঝিকমিক) করে ওঠে।

উত্তরঃ ছেলের চোখ দুটো লােভে চকচক করে ওঠে।

চাষির ছেলের বউ ছিল খুব (চালাক/সরল/বােকা/বুদ্ধিমতী)।

উত্তরঃ চাষির ছেলে বউ ছিল খুব বুদ্ধিমতী।

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর ২০২১

‘বউ বলেছিল, ‘সােনা যদি পাও তবে (আমাদের/তােমার/মজুরদের/আমার) কপাল ফিরে যাবে।

উত্তরঃ বউ বলেছিল, সােনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে।

চাষির ছেলে ফসল কাটার পর তা (কম পয়সায়/ দোকানে/হাটে/বাজারে বিক্রি করে।

উত্তরঃ চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে।

তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

সংক্ষিপ্ত উত্তর লেখাে।

চাষির ছেলে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারতাে না কেন?

উত্তরঃ চাষির ছেলে খুব অলস ও লােভী প্রকৃতির ছিল। সে কোনাে কাজ করত না। চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে। তাই সে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারত না।

শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল?

উত্তরঃ মৃত্যুশয্যায় চাষির বলা লুকোনাে সােনার লােভে এবং বউয়ের কথায় দুজন আবার মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। অন্যদিকে মজুররা যেন সােনার তাল সরিয়ে ফেলতে না পারে তা ভেবে নিজেও কোদাল নিয়ে কাজে লেগে যায়। এভাবে মজুর ও চাষির ছেলে মিলে পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলে। তারপর সে ভাবে জমি যখন খোঁড়াই হয়েছে তখন চাষ করা ভালাে। এই ভেবে সে শেষ পর্যন্ত চাষ করতেও যায়।

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর 2021

চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বােনার উপযুক্ত সময় বলেছে?

উত্তরঃ তন্ত্র চাষি প্রতিবছর বর্ষার আগে জমিতে ধানের চাষ করতেন। তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বােনার উপযুক্ত সময় বলেছে।

সে কোথা থেকে বীজ কিনেছিল?

উত্তরঃ চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল।

সে কীসের বীজ কিনেছিল ?

উত্তরঃ সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল।

গল্পের কোন্ মানুষটাকে তােমার সবচেয়ে বেশি পছন্দ হল?

উত্তরঃ চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। তাই গল্পে চাষির ছেলের বউয়ের বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হল।

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

নিজের ভাষায় উত্তর দাও।

‘সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়’—কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কী বলার জন্য ডেকেছিল?

উত্তরঃ গল্পে বৃদ্ধ চাষি এই কথা বলেছে। সে তার একমাত্র ছেলেকে এই কথা বলেছে। সে তাকে তার লুকোনাে সােনার ঠিকানা অর্থাৎ, পরিশ্রম করে টাকা রােজগার করার কথা বলার জন্য ডেকেছিল।

গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখাে।

উত্তরঃ চাষির ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল। সে চাষির কথার প্রকৃত অর্থ বুঝতে পেরেছিল। তাই তার স্বামীকে সােজাসুজি কিছু না বলে সে সােনার লােভ দেখিয়ে, তাকে বুদ্ধি দিয়ে, হাট থেকে ধানের বীজ কিনে এনে, মাঠে খাবার পৌঁছে দিয়ে, তামাক সাজিয়ে দিয়েছে। এভাবে তার পাশে থেকে চাষির ছেলেকে সাহায্য করে।

‘সত্যি সত্যি সােনা ফলেছে মাঠে’—কে এই কথা বলেছে? সােনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বােঝানাে হয়েছে? সেই জিনিসটা সােনা না হলেও তার সঙ্গে সােনার কী কী মিল আছে?

উত্তরঃ এই কথাটি চাষির ছেলের বউ বলেছে। সােনা বলতে আসলে ধান গাছের ফুলকে বােঝানাে হয়েছে
জিনিসটা সােনা না হলেও জিনিসটির সঙ্গে সােনার রং-এর মিল আছে। ধান বিক্রি করেও অর্থ রােজগার করা সম্ভব। অর্থই হল এখানে সােনা।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

পারুল’স ছাত্রবন্ধু

পারুলের বাংলায় ক্লাস-৩ এর ছাত্রবন্ধু




আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।