WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali Part 7, মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 বাংলা পার্ট 7
নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।
প্রশ্নোত্তর এবং সমাধান
“ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”—কাদের, কেন, কীভাবে তাড়িয়ে দেওয়া হল?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পে ইলিয়াস তার ছােটো ছেলে এবং বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াসের ছােটো ছেলের স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়াটে। তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল। সেই কারণেই ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তবে ধর্মপরায়ণ ইলিয়াস তাদের নিজের সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেনি। সে একটা বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া তাদের দিয়েছিল।
ইলিয়াস (গল্প) বিকল্পভিত্তিক প্রশ্ন, ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর MCQ
‘ইলিয়াস নামে একজন বাসকির বাস করত’ – ইলিয়াস বাস করত —
(ক) ব্রিটেনে
(খ) উফা প্রদেশ
(গ) রাশিয়ায়
(ঘ) মস্কোয়
সঠিক উত্তর: (খ) উফা প্রদেশ
‘এই তার যা কিছুই বিষয়-সম্পত্তি’-কার কথা বলা হয়েছে?
(ক) অতিথি
(খ) মহম্মদ শা
(গ) ইলিয়াস
(ঘ) শামশেমাগি
সঠিক উত্তর: (গ) ইলিয়াস
‘পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে’ – ঈর্ষা করার কারণ
(ক) ইলিয়াসের নাম যশ প্রচুর
(খ) ইলিয়াসের তখন খুব বোলবোলাও
(গ) ইলিয়াস ভাগ্যবান পুরুষ
(ঘ) ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক
সঠিক উত্তর: (খ) ইলিয়াসের তখন খুব বোলবোলাও
‘ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো’ – একথা বলেছিল –
(ক) মোল্লা
(খ) শামশেমাগি
(গ) মহম্মদ শা
(ঘ) অতিথিরা
সঠিক উত্তর: (গ) মহম্মদ শা
‘কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়োশ হয়ে উঠল’ – আয়েশী হয়ে উঠেছিল –
(ক) ইলিয়াসের ছেলেমেয়েরা
(খ) মহম্মদ শা ও তার স্ত্রী
(গ) ইলিয়াস ও তার স্ত্রী
(ঘ) অতিথিরা
সঠিক উত্তর: (ক) ইলিয়াসের ছেলেমেয়েরা
‘বুড়ো বুড়ি কে রেখে মহম্মদ শার লাভ হল’ – কারণ —
(ক) সব কাজই তারা ভালোভাবে করতে পারত
(খ) নিজেরা একদিন মনিব ছিল
(গ) তারা সাধ্যমত কাজকর্ম করত
(ঘ) তারা অলস নয়
সঠিক উত্তর: (ক) সব কাজই তারা ভালোভাবে করতে পারত
‘একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে।’ – আত্মীয় এসেছিল —
(ক) ইলিয়াসের কাছে
(খ) মোল্লার কাছে
(গ) ইলিয়াসের মেয়ের কাছে
(ঘ) মহম্মদ শার কাছে
সঠিক উত্তর: (ঘ) মহম্মদ শার কাছে
“এই সম্পন্ন মানুষ দুটির দূরবস্থা দেখে মহম্মদ শার দুঃখ হতো” – সম্পন্ন মানুষ দুটি হল –
(ক) ইলিয়াসের দুই ছেলে
(খ) ইলিয়াস ও তার স্ত্রী
(গ) মোল্লা ও তার স্ত্রী
(ঘ) মোহাম্মদ শা ও তার স্ত্রী
সঠিক উত্তর: (খ) ইলিয়াস ও তার স্ত্রী
‘আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে’ – একথা বলেছিল
(ক) মহম্মদ শা ইলিয়াসকে
(খ) মহম্মদ শা অতিথিকে
(গ) মহম্মদ শা মোল্লাকে
(ঘ)মহম্মদ শা শামশেমাগি
সঠিক উত্তর: (ক) মহম্মদ শা ইলিয়াসকে
‘অতিথিরা বিহ্মিত’-অতিথিদের বিহ্মিত হবার কারন —
(ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
(খ) তাদের কল্যাণের জন্য এ কথা বলেছে তারা
(গ) অর্ধশতাব্দী ধরে তারা সুখ খুঁজেছে
(ঘ) আজ তারা সুখের সন্ধান পেয়েছে
সঠিক উত্তর: (ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
যখন তার বাবা মারা গেল সে না ধনী, না দরিদ্র’-কার কথা বলা হয়েছে –
(ক) অতিথিরা
(খ) শামশেমাগি
(গ) মোল্লা
(ঘ) ইলিয়াস
সঠিক উত্তর: (ঘ) ইলিয়াস
‘ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল’-ইলিয়াসের প্রতিবেশী ছিল –
(ক) মোল্লা
(খ) মহম্মদ শা
(গ) অতিথিরা
(ঘ) শামশেমাগি
সঠিক উত্তর: (খ) মহম্মদ শা
‘তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল’ – ঘোড়াগুলি চুরি করেছিল –
(ক) কিরবিজরা
(খ) ইলিয়াসের বিতাড়িত পুত্র
(গ) ইলিয়াস
(ঘ) অতিথিরা
সঠিক উত্তর: (ক) কিরবিজরা
‘সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা ‘- বোঁচকায় ছিল –
(ক) কম্বল, ঘোড়ার জিন, তাবু
(খ) লোমের তৈরি কোর্ট, জুতো, আর বুট
(গ) চা, কুমিস, মাংস, শরবত
(ঘ) অনেক মূল্যবান জিনিস
সঠিক উত্তর: (খ) লোমের তৈরি কোর্ট, জুতো, আর বোট
‘সে একেবারে সর্বহারা হয়ে পড়ল’ – সর্বহারা হয়েছিল
(ক) মেয়েটি মারা যাওয়ার পর
(খ) আসল অবস্থা বুঝে উঠবার আগেই
(গ) শরীরের জোর কমে গেলে
(ঘ) বড় ছেলে মারা যাওয়ার পর
সঠিক উত্তর: (খ) আসল অবস্থা বুঝে উঠবার আগেই
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
আরো বিশদে পড়ার জন্য
শেখার ফলাফলের জন্য 5E মডেল.
ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)
FAQ | Model Activity Task Class 9 Bengali Part 7
Q1. নব নব সৃষ্টি’ প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ করা যায় তা উল্লেখ করাে
উত্তরঃ নব নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যেসকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা বিশেষভাবে উল্লেখযােগ্য। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি-ফারসি এবং ইংরেজী প্রধান। সংস্কৃত শব্দ কোন বিদেশি শব্দ নয়, তবে পর্তুগিজ ফরাসি শব্দ অত্যন্ত কম।
আমরা প্রয়ােজনে অপ্রয়ােজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে থাকি। পাঠান মুঘল যুগের আইন-আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফারসি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি।পরবর্তী ইংরেজ থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি।
Q2. রাধারাণী কঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। —রাধারাণীর পরিচয় দাও। তার মালা গাঁথার উদ্দেশ্য কী?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ রাধারানী’ গদ্যাংশের রাধারানী হল একাদশ বছরের কম বয়সী একটি বালিকা, যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের গুরুতর অসুখ বাঁধে। যে রােজগারের উপরে তাদের সংসার চলত সেটাও বন্ধ হয়ে যায়। বাড়িতে খাবার পর্যন্ত বন্ধ হয়ে যায় ঔষধ কেনাতাে দূরের কথা। দিন কাটতে থাকে অনাহারে। রাধারানী মায়ের ঔষধ কেনার কথা চিন্তা করে। এবং রথে মালা বিক্রি করবে ভেবে সে মালা গাঁথে।