৭ম শ্রেণির এসাইনমেন্ট বিজ্ঞান

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

৭ম শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট বিজ্ঞান | ৭ম শ্রেণির এসাইনমেন্ট বিজ্ঞান

জাইগোট কি, জাইগোট কাকে বলে

উত্তর: যখন একটি পুরুষ গেমেট(gamete) এবং মহিলা গেমেট উভয় একত্রিত হয় এবং নিষেকের প্রক্রিয়া এই গেমেটের (নিউক্লিয়াস) কোষগুলির নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায় এবং একটি নতুন কোষ গঠন করে। একে জাইগোট বলা হয়। এটি একটি নতুন উন্নত ভ্রূণের প্রাথমিক পর্যায়ে।

সুতরাং যৌন জননে পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলনে তৈরি কোষকেই জাইগোট বলে।

গর্ভাধানের ফলস্বরূপ গঠিত কোষটি অর্থাৎ গেমেটের ফিউশনকে zygote বলা হয়। এটি আরও একটি ভ্রূণ হিসাবে বিকাশ হবে। এটি একটি ইউক্যারিওটিক কোষ। জাইগোটের জিনোম প্রতিটি গেইমেটে ডিএনএর সংমিশ্রণ এবং এতে একটি নতুন ব্যক্তি গঠনের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনগত তথ্য থাকে। বহুবিধ জীবের মধ্যে জাইগোট হল প্রথম দিকের বিকাশ পর্যায়। এককোষী জীবের মধ্যে, জাইগোট মাইটোসিসের মাধ্যমে অভিন্ন বংশ উৎপাদন করতে অলৌকিকভাবে ভাগ করতে পারে।

জাইগোটের ক্রোমোজোম সংখ্যা সর্বদা গেমেটে ক্রোমোসোমের সংখ্যার দ্বিগুণ, ব্যাখ্যা

উত্তর: জাইগোট গঠনের জন্য গেমেটের সংশ্লেষ হ’ল নিষেক। গেমেটে সাধারণত কোনও নির্দিষ্ট জীবের অর্ধেক ক্রোমোজোম থাকে। নিষেকের ফলে গেমেটের দুটি নিউক্লিয়াস এক সাথে ফিউজ হওয়ায় প্রজাতির ক্রোমোজোম সংখ্যা পুনরুদ্ধার করতে দেয়। সুতরাং, জাইগোটে ক্রোমোজোমের সংখ্যা গেমেটে ক্রোমোসোমের সংখ্যার দ্বিগুণ।

জননকোষ কাকে বলে

উত্তর: বহুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশ গ্রহণ করে, সেগুলোকে জনন কোষ বলে। জনন কোষ দুই প্রকার, যথা- শুক্রানু ও ডিম্বানু। এরা মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে শুক্রাণু মাত্রকোষ ও ডিম্বানু মাতৃকোষ হতে সৃষ্টি হয়।

গ্যামেট কাকে বলে, গ্যামেট কি, গ্যামেট কী

জনন কোষ যা যৌন ঘোষ বা গ্যামেট শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ গ্যামিন থেকে। আর গ্যামিন শব্দের অর্থ হলো বিয়ে করা। এটি একটি হ্যাপ্লয়েড কোষ যা অন্য হাফলায়েড কোষের সঙ্গে একই সেতো হয়ে নিষিদ্ধকরণের মাধ্যমে প্রাণীর যৌন প্রজনন ঘটায়।

জননকোষ বা যৌন কোষ বা গ্যামেট হল একটি হ্যাপ্লয়ড কোষ যা অন্য হ্যাপ্লয়ড কোষের সঙ্গে একীভূত হয়ে নিষিক্তকরণের মাধ্যমে প্রাণীর যৌন প্রজনন ঘটায়।

উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষ টি মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য সৃষ্টি করে। পূর্ণতা প্রাপ্তির পর পরাগ থলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়।

পরাগরে নূর নিউক্লিয়াস বা কেন্দ্রীকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে।

আবার ভ্রুণ পোষকলায় ডিম্বক রন্ধের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস টি তুলনামূলকভাবে বড় হয়।

গ্যামেট (Gamete) হচ্ছে জীবের পুনরুৎপাদনশীল কোষ। একে জননকোষও বলা হয়। লিঙ্গভেদসহ যেসকল জীব উচ্চশ্রেণির (মানুষ যেমন), তাদের দেহে মিয়োসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়। মানুষকে উদাহরণ ধরে ব্যাখ্যা করি।

গ্যামেট বা জননকোষ প্রধানতঃ দুইপ্রকার। পুরুষ গ্যামেটকে শুক্রাণু বলে, এবং স্ত্রী গ্যামেটকে ডিম্বাণু বলে। এই দুইধরনের গ্যামেটের মিলনের পর যা তৈরি হয়, সেটাকে জাইগোট বা আদিকোষ বলে। এই আদিকোষ এরপর অসংখ্যবার দ্বি-বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। এই ভ্রূণ আরও অসংখ্যবার দ্বি-বিভাজিত হয়ে সময়ের সাথে সাথে পূর্ণরূপে বিকশিত হয়, এবং জননকারীদের বৈশিষ্ট্যধারণ করে একটি পূর্ণ প্রাণিরূপ লাভ করে।

গ্যামেট ও জাইগোট এর পার্থক্য কি

প্রকৃতিগ্যামেটজাইগোট
সংজ্ঞাএমন একটি ঘর যা যৌন পুনরুত্পাদনকারী জীবগুলিতে নিষেকের (গর্ভধারণ) চলাকালীন অন্য কোষের সাথে ফিউজ করে। স্ত্রীলোকরা একটি ডিমের কোষ নামে একটি বৃহত গেমেট তৈরি করেছিল, পুরুষরা শুক্রাণু কোষ নামে একটি ট্যাডপোল জাতীয় গ্যামেট তৈরি করে।জাইগোট হ’ল ডিপ্লোডিড সেল যা একটি ডিম এবং শুক্রাণুর মধ্যে নিষেকের ফলস্বরূপ।
জেনেটিক উপাদান বা ক্রোমোসোমহ্যাপলয়েড – একটি সম্পূর্ণ জীব গঠনের জন্য প্রয়োজনীয় জিনগত উপাদানগুলির অর্ধেক বহন করে। অন্য কথায় – ভিন্ন মাত্রার ক্রোমোজোমের একটি সেট থাকেডিপ্লোয়েড – একটি সম্পূর্ণ জীব গঠনের জন্য প্রয়োজনীয় জেনেটিক উপাদান বহন করে অন্য কথায় – জোড়াযুক্ত ক্রোমোজোম থাকে
ব্যাকরণগ্রীক শব্দ “গেমেটস” থেকে এসেছে যার অর্থ “স্বামী” এবং “গেমেট” যার অর্থ “স্ত্রী”।গ্রীক শব্দ “জাইগোটোস” থেকে এসেছে যার অর্থ “যোগ হয়েছে বা জোড়ে বা জোয়াল হয়েছে।
গাছপালা মধ্যে ঘটনাসংক্ষিপ্ত উদ্ভিদে, পুরুষ গেমেটটি একটি গতিশীল অ্যান্থেরোজয়েড, যেখানে সরানোর জন্য একটি মাধ্যম হিসাবে জলের প্রয়োজন হয়, মহিলা গেমেটটি আর্কিগোনিয়ামে থাকে। লম্বা গাছপালাগুলিতে পুরুষ গেমেট মাইক্রোস্পোরে থাকে, মহিলা গামেট মেগাস্পোরে থাকে।জাইগোটটি একটি চেম্বারের অভ্যন্তরে গঠিত হয় যা আর্চিগনিয়াম বলে।
ক্রোমোজোম কম্পোজিশনসমস্ত অটোসোমের একটি অনুলিপি এবং 1 লিঙ্গ ক্রোমোজোমের রয়েছে একটি এক্স বা ওয়াই eitherসমস্ত অটোসোমের দুটি কপি রয়েছে। উপস্থিত যৌন ক্রোমোসোমগুলি XX বা XY হতে পারে।
অবস্থানপুরুষদের মধ্যে: টেস্টিস। মহিলাদের মধ্যে: ডিম্বাশয়মহিলা প্রজনন সিস্টেমের ফ্যালোপিয়ান টিউবে কেবল মহিলাদের মধ্যে পাওয়া যায়।
কোষ চক্রধরাদ্রুত মাইটোটিক বিভাগের মধ্য দিয়ে যায়।
অঙ্গসংস্থানবিদ্যাশুক্রাণু: টডপোলের মতো। Oocyte: বৃহত এবং গোলাকারগোলাকার
তত্পরতাশুক্রাণু: গতিশীল। Oocyte: অ-গতিশীলগতিবিহীন
বৃদ্ধি দেয়ভ্রূণকোষভ্রূণ

গ্যামেটোফাইট কাকে বলে

গ্যামেটোফাইট হলো উদ্ভিদের হ্যাপ্লয়েড অবস্থা। হ্যাপ্লয়েড হচ্ছে জীবকোষের একসেট ক্রোমোজোম।

২টি হ্যাপ্লয়েড মিলে ১টি ডিপ্লয়েড(2n) এর সৃষ্টি হয়। যেমন ইউক্যালিপটাসের যদি ২৫টি ক্রোমোজোম থাকে তাহলে প্রজননের জন্য স্ত্রী কোষ (২৫) + পুরুষ কোষ (২৫)= ৫০টি ক্রোমোজোমের দরকার পড়বে। এইখানে ২৫টি হলো একসেট হ্যাপ্লয়েড।

গ্যামেটোফাইট/গ্যামিটোফাইট উদ্ভিদে গ্যামেট (জনন কোষ) সৃষ্টি করে।

ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস, ক্রোমোজোমের বিন্যাস কীভাবে হয়

উত্তর: XX এবং XY-এই দুই ক্রোমোজোম দিয়েই তৈরি হয় ভ্রূণ এবং সেখান থেকেই মাসের পর মাস বেড়ে ওঠা মায়ের গর্ভে। পুরুষ শরীরে XX ক্রোমোজোম এবং নারী দেহে XY ক্রোমোজোম থাকে, এটাই বিজ্ঞান আমাদের শিখিয়েছে। আদি থেকে এখনও এটাই আমরা জানি। কিন্তু নতুন এক গবেষণায় আবিষ্কার হল, X থেকেই তৈরি হয় দেহের অন্যান্য জিন। কেবল মাত্র X ক্রোমোজোমই নারী-পুরুষ উভয় দেহেই থাকে। X ক্রোমোজোমই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই X ক্রোমোজোম থেকেই দেহের কোষ গুলি তাঁদের কর্ম সম্পাদনা করে।

ওয়েব ডেস্ক: XX এবং XY-এই দুই ক্রোমোজোম দিয়েই তৈরি হয় ভ্রূণ এবং সেখান থেকেই মাসের পর মাস বেড়ে ওঠা মায়ের গর্ভে। পুরুষ শরীরে XX ক্রোমোজোম এবং নারী দেহে XY ক্রোমোজোম থাকে, এটাই বিজ্ঞান আমাদের শিখিয়েছে। আদি থেকে এখনও এটাই আমরা জানি। কিন্তু নতুন এক গবেষণায় আবিষ্কার হল, X থেকেই তৈরি হয় দেহের অন্যান্য জিন। কেবল মাত্র X ক্রোমোজোমই নারী-পুরুষ উভয় দেহেই থাকে। X ক্রোমোজোমই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই X ক্রোমোজোম থেকেই দেহের কোষ গুলি তাঁদের কর্ম সম্পাদনা করে।

নতুন গবেষণায় X ক্রোমোজোম নিয়ে আরও অনুসন্ধান চলছে। X ক্রোমোজোমের নানান ভূমিকা ও কর্ম পদ্ধতি নিয়েও চলছে বৈজ্ঞানিক গবেষণা।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

ফিলাডেলফিয়া ক্রোমোজোম কাকে বলে

উত্তর: ফিলাডেলফিয়া ক্রোমোজোম একটি অস্বাভাবিক ক্রোমোজোম পাওয়া যায় নির্দিষ্ট রক্তকণিকার রোগীদের মধ্যে’।

ফিলাডেলফিয়া ক্রোমোজোম বা ফিলাডেলফিয়া ট্রান্সলোকেশন (পিএইচ) হল লিউকেমিয়া ক্যান্সার কোষের (বিশেষত ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া (সিএমএল) কোষ) এর ক্রোমোজোম 22-এর একটি নির্দিষ্ট জেনেটিক অস্বাভাবিকতা। ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22 এর মধ্যে জেনেটিক উপাদানের পারস্পরিক ট্রান্সলোকেশনের কারণে এই ক্রোমোজোমটি ত্রুটিপূর্ণ এবং অস্বাভাবিকভাবে ছোট এবং এতে BCR-ABL1 নামক একটি ফিউশন জিন রয়েছে।

ট্রান্সলোকেশনের ফলে একটি অনকোজেনিক BCR-ABL জিন ফিউশন হয় যা সংক্ষিপ্ত ডেরিভেটিভ 22 ক্রোমোজোমে পাওয়া যায়। এই জিনটি BCR-ABL ফিউশন প্রোটিনের জন্য এনকোড করে। ফিউশনের সুনির্দিষ্ট অবস্থানের উপর নির্ভর করে, এই প্রোটিনের আণবিক ওজন 185 থেকে 210 kDa পর্যন্ত হতে পারে। ফলস্বরূপ, হাইব্রিড BCR-ABL ফিউশন প্রোটিনকে p210 বা p185 বলা হয়।

মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত

উত্তর: দেহের জনন কোষকে গ্যামেট বলা হয়।

মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা ৪৪টি বা ২২ জোড়া এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা ২টি বা ১ জোড়া এবং জনন কোষে বা শুক্রাণু বা ডিম্বাণুতে অটোজমের সংখ্যা ২২ জোড়া এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা ১ জোড়া। সেগুলো হলো X এবং Y। মহিলাদের গ্যামেটে XX এবং পুরুষদের গ্যামেটে XY ক্রোমোজোম থাকে।

মানুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের সেক্স ক্রোমোজোম কত

উত্তর: মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 22 টি ।

স্পার্মাটোজোয়া স্পার্মাটোগোনিয়ার মিয়োসিস এর ফলে তৈরী হয়। যেহেতু স্পার্মাটোগোনিয়া তে 44 টি অটোসোম থাকে তাই এক একটি স্পার্মাটোজোয়া তে 22 টি অটোসোম থাকে।

উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে (মানুষ সহ), ক্রোমোজোমগুলি কোষের নিউক্লিয়াসে অবস্থিত। মানুষের 22 জোড়া সংখ্যাযুক্ত ক্রোমোজোম (অটোসোম) এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম (XX বা XY), মোট 46টি। প্রতিটি জোড়ায় দুটি ক্রোমোজোম থাকে, প্রতিটি পিতামাতার থেকে একটি, যার অর্থ শিশুরা তাদের মায়ের কাছ থেকে তাদের অর্ধেক ক্রোমোজোম এবং অর্ধেক উত্তরাধিকার সূত্রে পায়। তাদের বাবার কাছ থেকে। তাদের বাবার কাছ থেকে। তাদের বাবার কাছ থেকে। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস দ্রবীভূত হলে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম দেখা যায়।

শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত

উত্তর: একটি উদ্ভিদের কান্ডের প্রতিটি কোষের নিউক্লিয়াসে 32টি ক্রোমোজোম থাকে।

সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে

উত্তর: একই রকম আকার ও আকৃতিবিশিষ্ট এবং একই রকম জিনগত বিন্যাসযুক্ত দুটি ক্রোমােজোমের একটিকে অপরটির সমসংস্থ ক্রোমোজোম বা হােমােলােগাস ক্রোমােজোম বলে।

ডিপ্লয়েড সেট ক্রোমােজোম এর প্রতি জোড়া ক্রোমোজোম হলাে সমসংস্থ ক্রোমোজোম | যার একটি মাতৃ কোষ থেকে এবং অপরটি পিতৃ কোষ থেকে প্রাপ্ত হয়।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

৭ম শ্রেণির এসাইনমেন্ট বিজ্ঞান

গ্যামেট কাকে বলে, গ্যামেট কি, গ্যামেট কী
জনন কোষ যা যৌন ঘোষ বা গ্যামেট শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ গ্যামিন থেকে। আর গ্যামিন শব্দের অর্থ হলো বিয়ে করা। এটি একটি হ্যাপ্লয়েড কোষ যা অন্য হাফলায়েড কোষের সঙ্গে একই সেতো হয়ে নিষিদ্ধকরণের মাধ্যমে প্রাণীর যৌন প্রজনন ঘটায়।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।