মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণীর প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

ক্লাস 8 বাংলা প্রশ্ন উত্তর 2022 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণীর প্রশ্ন উত্তর

কবি ‘দিলখােলা হয়েছেন যার উপদেশে—

(ক) আকাশ

(খ) বায়ু

(গ) বাতাস

(ঘ) খােলা মাঠ

উত্তর : (ঘ) খােলা মাঠ

ক্লাস 8 বাংলা প্রশ্ন উত্তর অধ্যায় 1

আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে

(ক) সাগর

(খ) মাটি

(গ) সূর্য

(ঘ) ঝরনা

উত্তর : (গ) সূর্য

কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন

(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে

উত্তর : (গ) কঠোর হতে

চতুর্থ শ্রেণীর প্রশ্ন উত্তর

‘মৌন’ শব্দের অর্থ কী?

উত্তর : মৌন শব্দের অর্থ হলাে চুপ করে থাকা।

কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?

উত্তর : কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।

চতুর্থ শ্রেণীর প্রশ্ন উত্তর বাংলা

‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন?

উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষালাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময়েই চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান।

সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে?

উত্তর : সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতাে আমাদের হৃদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তােলা প্রয়ােজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয় l

চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর ২০২০

‘বিশ্বজোড়া পাঠশালা মাের, / সবার আমি ছাত্র’

– ‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলােচনা করাে।

উত্তর : পাঠশালা হলাে শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হতে, খােলা মাঠের কাছে শিক্ষা পাই দিল-খােলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।

গর্তের ভিতর কে ও এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল

উঃ-

এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল –
লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস !

শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে ।’ – বাঘ ভয় পেয়েছে কেন ?

উঃ – বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায় । তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে –

” দূর হতভাগা তোকে দিলুম দশভাগের কড়ি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি !”
এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় । কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে ।

বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন ?

উঃ – নরহরি দাসের ( ছাগল ছানার ) কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল । ফলে সে পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে তার লেজে বাধা শিয়ালকে নিয়ে দৌড়াতে থাকে । সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধ মরা হয়ে পড়েছিল । বাঘ মামার এই ব্যবহারের ফলে শিয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল বলেই বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল।

চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর ২০২১

ঘাস তো আমার মা-ও খায় সে তোমার মতো এত বড়ো হয়নি।” – কোন
রচনার অংশ? লেখক কে? কে কাকে এই কথাটি বলেছিল? কেন বা বলেছিল। বক্তা কী উত্তর পেল? তারপর কী সিদ্ধান্ত হল?

উঃ-

  • নরহরি দাস রচনার অংশ ।
  • লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী্।
  • কথাটি ছাগল ছানা ষাঁড় কে বলেছিল।
  • কারণ ছাগলছানা ষাঁড়ের শিং দেখে ছাগল মনে করে তাকে জিজ্ঞাসা করেছিল ,তুমি কি খাও? তার উত্তরে ষাঁড় বলেছিল ঘাস খায়। তখন ছাগলছানা তখন কথা বলেছিল।
  • বক্তা যে উত্তরটি পেয়েছিল তা হল তার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায়।
  • তারপর সিদ্ধান্ত হয়েছিল ছাগলছানাকে ষাঁড় বনের ভিতর ঘাস খাওয়াতে নিয়ে যাবে।

চতুর্থ শ্রেণীর বাংলা মডেল প্রশ্ন উত্তর ২০২১

“সিংহের মামা আমি নরহরি দাস ” – উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? লেখক কে? নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল। শেষপর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন?

উঃ-

  • উদ্ধৃত কথাগুলি নরহরি দাস রচনার অংশ।
  • লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  • নরহরি দাস আসলে ছিল ছাগলছানা‌।
  • নরহরি দাস শিয়ালকে ভয় দেখাতে গিয়েছিল।
  • ছাগলছানা দূর থেকে বাঘ এবং শিয়ালকে আসতে দেখে বলে ওঠে “দূর হতভাগা তোকে দিলাম দশভাগের করি, একভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি”। শুনে বাঘ খুব ভয় পেয়ে যায়। সেভাবে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাস কে খেতে দেয়ার জন্য নিয়ে এসেছে। এই ভেবে বাঘ শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যায়।

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন Class 8

রাঁধার কাজটি কে করেছিল? কী চালের ভাত হল।?কোথা থেকে মাছ কেনা হয়েছিল? কোথায় রান্না করা হয়েছিল? কীসের থালায় তারা ভাত খেয়েছিল। খাওয়ার পর কী কী জিনিস বুয়ে তারা কোথায় রেখেছিল।

উঃ-

  • উদ্ধৃত অংশটি আমার মা–র বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে।
  • রান্নার কাজটি করেছিল এক মাঝি।
  • লাল লাল মোটা চালের ভাত হয়েছিল।
  • মাছ কেন হয়েছিল পথে আসতে আসতে।
  • রান্না হয়েছিল মাটির উনুনে।
  • ভাত খাওয়া হয়েছিল মাটির থালায়।
  • খাওয়ার পর যেসব জিনিস গুলি ধুয়ে তারা তুলে রেখেছিল সেগুলি হল ,থালা ,বাটি ,হাঁড়ি কড়াই।
  • জিনিসগুলি রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিচে।

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন Class 8

“আল্লা মেঘ দে পানি দে ছায়া দে রে তুই।” কোন কবিতার অংশ? পানির অভাবে কোন্ পরিস্থিতি তৈরী হয়েছিল?

উঃ-

  • উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ ।
  • লেখক জসীমউদ্দীন ।
  • পানির অভাবে আসমান হয়েছিল টুডা টুডা এবং জমিন হয়েছিল ফাডা।খাল বিল শুকিয়ে গিয়েছিল ।জলের জন্য পাখি কেঁদে কেঁদে মরছিল। কপোত কপোতি খোপেতে বসিয়ে সর্বদা কাঁদতে ছিল। শুকনো ফুলের কুড়ি ঝরে পড়ছিল।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 বাংলা উত্তর Part 3

“চৌপর দিনভোর দ্যায় দূর পাল্লা” – কবির নাম কী? কে দূর পাল্লা দেয়? কবিতায় ‘চৌপর’ ও ‘পাল্লা’ শব্দের অর্থ কী?

উঃ-

  • কবির নাম হইলো সত্যেন্দ্রনাথ দত্ত।
  • তিনজন মাল্লা দূর পাল্লা দেয়। চৌপর “-কথার অর্থ হইলো সমস্ত দিন বা রাত।
  • পাল্লা শব্দটির অর্থ হইলো প্রতিযোগিতা।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 বাংলা উত্তর Part 5

“এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু” – কবি কে? এক লাইনে বসে কী কী খাওয়া হল? খাওয়া শেষে কী হল?

উঃ-

  • কবি হলেন-গোলাম মোস্তফা।
  • এক লাইনে বসে সবাই ধুলো- বালির কোর্মা-পোলাও, এবং কাদার পিঠেখাওয়া হলো।
  • খাবার শেষে লেখক যেই হাজির হয়েছিল,তখন দুষ্টু রা হেসে পালিয়ে গিয়েছিল।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 বাংলা উত্তর

অর্থ লেখো (যে কোনো ৬টি):

আকাঙ্ক্ষা, মুলুক, মৌন, হরিদ্রা, নিশানা, জহরত, খোরাক, মরাল।

  • আকাঙ্ক্ষা– উচ্চ আসা বা মনোবাসনা
  • মুলুক– নিজে এলাকা
  • মৌন, – নিরব চুপচাপ
  • হরিদ্রা– হলুদ বর্ণ
  • নিশানা– তাক্,লক্ষ্য করা
  • জহরত– মূল্যবান পাথর
  • খোরাক– ভরণপোষণ অর্থাৎ খাওয়া-দাওয়া সহ দায় দায়িত্ব
  • মরাল– রাজ হাঁস

ক্লাস 8 বাংলা প্রশ্ন উত্তর

বাক্য রচনা করো (যে কোনো ৩টি):

সোঁদা গন্ধ, নেমন্তন্ন, আগুয়ান, আয়াস, গৌরব।

  • সোঁদা গন্ধ- বর্ষাকালে ভিজে মাটিতে সোঁদা গন্ধ বেরোয়।
  • নেমন্তন্ন- বিয়ে বাড়িতে অনেকের নেমন্তন্ন থাকে
  • আগুয়ান -জোয়ানের মত আগুয়ানন হওয়া দরকার।
  • আয়াস -বসে বসে আয়াস করলে রোগে ধরে।
  • গৌরব– ১৫ আগস্ট আমার এই গৌরবের দিন
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা ক্লাস – বাংলায় পঞ্চম

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।