- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর 2021
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২২
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ ১ম সপ্তাহ
- একাদশ শ্রেণির বাংলা pdf
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ ২য় সপ্তাহ
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ৩য় সপ্তাহ
- একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ pdf
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর 2021
ইন্দো – ইউরোপীয় ভাষাবংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা
(A) ১০ টি
(B) ৯ টি
(C) ৫০ টি
(D) ৫১ টি
Ans: (B) ৯ টি
অবর্গীভূত বা Unclassified ভাষার উদাহরণ—
(A) জাপানি
(B) ফরাসি
(C) সংস্কৃত
(D) বাংলা
Ans: (A) জাপানি
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১
অলচিকি লিপির উদ্ভাবক
(A) ফাদা হফম্যান
(B) রঘুনাথ মর্মু
(C) সুনীতিকুমার
(D) সুকুমার সেন
Ans: (B) রঘুনাথ মর্মু
নাগা , বর্মি , কুকিচিন , বোরো ভাষাগুলি যে শাখার অন্তর্গত
(A) দ্রাবিড়
(B) অস্ট্রিক
(C) ভোটচিনা
(D) সবক’টি
Ans: (C) ভোটচিনা
আদি – মধ্য বাংলার কালপর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত ?
(A) ১৩৫০-১৫০০
(B) ১৭৬০ – বর্তমান
(C) ১৫০০-১৭৬০
(D) কোনোটিই নয়
Ans: (A) ১৩৫০-১৫০০
অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত—
(A) তদ্ভব শব্দ
(B) আগভুক শব্দ
(C) দেশি শব্দ
(D) তৎসম শব্দ
Ans: (C) দেশি শব্দ
আর্যরা বাংলায় আসেন—
(A) খ্রিস্টীয় দশম শতকে
(B) খ্রিস্টীয় প্রথম শতকে
(C) খ্রিস্টীয় সপ্তম শতকে
(D) খ্রিস্টীয় পঞ্চম শতকে
Ans: (B) খ্রিস্টীয় প্রথম শতকে
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২২
ইন্দো – ইরানীয় শাখাটি ভারতে প্রবেশ করার পর কী নামে পরিচিতি পায় ?
Ans: ভারতীয় আর্য নামে পরিচিতি পায় ।
ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম কী ?
Ans: ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম হলো যথাক্রমে প্রাচীন ভারতীয় আর্য ( ওল্ড ইন্দো – এরিয়ান ) , মধ্যভারতীয় আর্য ( মিডল ইন্দো এরিয়ান ) , নব্যভারতীয় আর্য ( নিউ মডার্ন ইন্দো – এরিয়ান ) ।
মিশরীয় লিপির তিনটি ধারার নাম উল্লেখ করো ।
Ans: মিশরীয় লিপির তিনটি ধারার নাম হলো— হায়ারোগ্লিফ , হিরোটিক এবং ডেমোটিক ।
বিশ্বভাষা বলতে কী বোঝো ?
Ans: জাতিতে জাতিতে ভাষাগত ব্যবধান দূর করার জন্যে ভাষাতাত্ত্বিকেরা বিভিন্ন সময়ে যে ভাষা গড়ে তুলেছেন তাকে বিশ্বভাষা বলে । এই ভাষা আন্তর্জাতিক ভাববিনিময়ের জন্যে সর্বাধিক সহজ ভাষা । এই ভাষার গঠন অতি সহজ , ধ্বনিও সরল ।
সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষার নাম কী ? এর পরিকল্পনা কে করেন ?
Ans: এসপেরাস্তো সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষা ৷ পোল্যান্ড – এর অধিবাসী ড . জ্যামেনহফ প্রথম ১৮৮৭ খ্রিস্টাব্দে এসপেরাস্তো বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন ।
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ ১ম সপ্তাহ
ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ ‘ — উদ্ধৃতি অনুসারে চার ভাষাবংশের পরিচয় ও ।
Ans: পৃথিবী জুড়ে প্রায় সাড়ে চার হাজার ভাষার প্রচলন আছে । ভাষতাত্ত্বিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভাষাগুলিকে কয়েকটি ভাষাবংশ বা গোষ্ঠীতে ভাগ করেছেন । এগুলির মধ্যে ভারতে চারটি ভাষাবংশের প্রচলন দেখা যায় । নিম্নে এই ভাষাবংশ সম্পর্কে আলোচনা করা হলো—
- ইন্দো – ইউরোপীয় : এটিই সবচেয়ে বৃহত্তম ভাষাবংশ । ইউরোপের পশ্চিম থেকে ভারতের পূর্ব প্রাস্ত পর্যন্ত যত দেশ আছে সেগুলির ভাষা এই ভাষাবংশ থেকে জন্ম নিয়েছে । এই ভাষাবংশের আবার নয়টি ভাষাগোষ্ঠী , যথা — ইতালীয় , গ্রিক , তিউনিশীয় , লেতীয় , তোখারীয় , আলবেনীয় , বালতোস্লাভীয় , আরমেনীয় এবং ইন্দো – ইরানীয় । ইন্দো – ইরানীয় গোষ্ঠীর দু’টি শাখা ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য । দ্বিতীয় শাখাটি ভারতে প্রবেশ করে । এই শাখার থেকে ভারতের প্রধান প্রধান ভাষার জন্ম হয় । বাংলা ভাষা এই শাখারই অন্তর্গত ।
- দ্রাবিড় : ভাষার ব্যবহার অনুযায়ী এই ভাষাবংশের স্থান দ্বিতীয় বৃহত্তম । প্রত্ন – অস্ত্রালদের পরে ভূমধ্যীয় জনগোষ্ঠী ভারতে আসে । এদের ভাষাই হলো দ্রাবিড় । দক্ষিণ ভারতে এদের ছত্রচ্ছায়া । ভাষাতাত্ত্বিকরা এই ভাষাবংশের চারটি শাখা – উপশাখা দেখিয়েছেন । প্রথমটি দক্ষিণী , এই শাখাটির প্রধান ভাষা তামিল , মালয়ালম , কন্নড় , তেলুগু । দ্বিতীয় উত্তরদেশীয় – মধ্যদেশীয় শাখা , যার অন্যতম ভাষা কুরুখ , মালতো , ওরাওঁ । তৃতীয় বিচ্ছিন্ন শাখা , এর মধ্যে আছে গোন্ডী , কুই , কোলামী এবং চতুর্থ শাখাটি হলো ব্রাহুই ।
- অস্ট্রিক : প্রত্ন – অস্ত্রালদের ভাষার নাম অস্ট্রিক । এই ভাষাবংশের ৬৫ টি ভাষা ভারতে ব্যবহার হয় । এটি ভারতের প্রাচীনতম ভাষাবংশ । এর দু’টি মূল শাখা – অস্ট্রোনেশীয় এবং অস্ট্রোএশিয়াটিক । দ্বিতীয়টি পশ্চিম , মধ্যদেশীয় এবং পূর্বী শাখায় বিভক্ত । পশ্চিম মুন্ডা বা খাড়িয়া ভাষা দাব্রিড় ভাষাবংশের অন্তর্গত । কোল শাখায় এবং মধ্যদেশীয় মোন – খমের শাখায় বিভক্ত । সাঁওতালি , মুন্ডারি , হো , কোরুক ,
- ভোট – চিনা : ভাষাতাত্ত্বিকদের মতে আর্যরা আসার আগে মঙ্গোলয়েড জনগোষ্ঠী যে ভাষায় কথা বলত সেই ভাষাকে বলে ভোট – চিনা । এই ভাষাবংশ তাই চিনা এবং ভোটবর্মি শাখায় বিভক্ত । তাই – চিনা গোষ্ঠীর শ্যামীয় শাখার অন্তর্ভুক্ত খামতি ভাষা উত্তর – পূর্ব ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় প্রচলিত । ভোটবর্মি শাখার ভাষা হিমালয় বমি । অঞ্চলে প্রচলিত । ভোটবর্মি শাখার ভাষাগুলির চারটি ভাগ । যথা – বোরো , নাগা , কুকুচিনি ও
একাদশ শ্রেণির বাংলা pdf
বাংলা রেফারেন্স নবম শ্রেণী (ক্লাস -৯)
ডর. উজ্জল কুমার মুখোপাধ্যায় (অথর)
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ ২য় সপ্তাহ
সংস্কৃতকে কি বাংলা ভাষার জননী বলা যায় ? ব্যাখ্যা দাও ।
Ans: অনেকে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার ‘ জননী ‘ বলে চিহ্নিত করেন । কারণ সাধারণের মতে , বাংলা তথা ভারতের অধিকাংশ ভাষা সংস্কৃত ভাষা থেকেই জন্ম হয়েছে । তবে এই ধারণাটি আদৌ ঠিক নয় । আসলে লেখ্য ভাষা হিসাবেই সংস্কৃতের প্রচলন ও ব্যবহার শুরু হয় । তাছাড়া এই ভাষা ব্যাকরণের জটিল নিয়মে আবন্ধ বলেই সংস্কৃত থেকে আলাদা ভাষার সৃষ্টি প্রায় অসম্ভব । কারণ পরিবর্তনের উপায় না থাকলে তার থেকে ভিন্ন ভাষা জন্ম নিতে পারে না ।
প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষাই ছিল একমাত্র জীবন্ত ভাষা । একে অন্য অর্থে বলা হয় প্রাকৃত ভাষা । মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ এবং অবহট্ঠ জন্ম নেয় । এরই পশ্চিমা শাখা থেকে মৈথিলি , ভোজপুরি এবং পূর্বী শাখা থেকে বাংলা ও অসমিয়া ভাষার সৃষ্টি হয় । সংস্কৃত বাংলা ভাষার জননী – এই ভাবনার মধ্যে স্বদেশপ্রেম জড়িয়ে আছে । যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই ।
সংস্কৃত হলো বৈদিক ভাষার পরে একটি প্রচলিত ভাষা । জীবন্ত ভাষার মতো এই ভাষাতেও কোনো পরিবর্তন আসেনি । কারণ এই ভাষার কোনো বিবর্তন হয়নি । এর কারণ হিসাবে বলা যায় কোনো ভাষায় পরিবর্তনের সুযোগ না থাকলে সেই ভাষা থেকে নতুন ভাষা জন্ম নিতে পারে না । প্রাচীন ভারতীয় আর্য একটি ব্যতিক্রমী ভাষা । এটি মানুষের মুখে মুখে পরিবর্তনের কারণে নানা আধুনিক ভারতীয় ভাষার জন্ম দিয়েছে । পরিবর্তনের পথ ধরেই এসেছে বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষা । মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ , অবহট্ঠ -এর ল্ম ।৯০০ খ্রিস্টাব্দে এই ভাষা থেকেই বাংলা ভাষা জন্ম নেয় । তাই সংস্কৃত আদৌ বাংলা ভাবার জননী নয় , বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ অবহট্ঠ ভাষা ।
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ৩য় সপ্তাহ
নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে ? নৃতাত্ত্বিক পর্যায় কীভাবে চিহ্নিত করা হয় ?
Ans: নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী , নির্দিষ্ট ভাষার মাধ্যমে ভাব প্রকাশকারী মনুষ্যগোষ্ঠীই জাতি বা উপজাতি হিসাবে চিহ্নিত হয় । ধর্মের ভিত্তিতেও কখনো কখনো জাতি গড়ে উঠতে দেখা যায় । যেমন— – ইহুদি জাতি ও ধর্ম । এমনিতে ব্যক্তিভেদে প্রত্যেকের মধ্যে স্বাতন্ত্র্য বর্তমান । তবে একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে যদি চেহারাগত সাদৃশ্য চোখে পড়ে তবে তাদের নির্দিষ্ট পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয় । এধরনের পর্যায়কেই ‘ নৃতাত্ত্বিক পর্যায় ’ বলে ৷
নানান জনগোষ্ঠীর সাদৃশ্য পর্যবেক্ষণ করে নৃতাত্ত্বিক পর্যায়গত ভাগ করেন নৃতাত্ত্বিক । সাধারণত এদের মধ্যে জিনগত ও প্রাকৃতিক নির্বাচনগত কিছু মিল থাকে । নৃতত্ত্ববিদরা নৃতাত্ত্বিক পর্যায় চিহ্নিতকরণে বেশ কিছু সাধারণ সাদৃশ্যকে প্রাধান্য দিয়ে থাকেন । এগুলি এইরূপ — 1) মানুষের গায়ের রং , 2) চুলের বৈশিষ্ট্য ও রং , 3) চোখের বৈশিষ্ট্য ও রং 4) শরীরের দৈর্ঘ্য , 5) মাথার আয়তন , 6) মুখের কাঠামো , 7) নাকের আকৃতি , 8) রপ্তের বর্গ ( Blood Group ) ।
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর ২০২১ pdf
বাংলা রেফারেন্স ক্লাস- ১১
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
একাদশ শ্রেণির এসাইনমেন্ট বাংলা প্রশ্ন উত্তর
ইন্দো – ইরানীয় শাখাটি ভারতে প্রবেশ করার পর কী নামে পরিচিতি পায় ?
Ans: ভারতীয় আর্য নামে পরিচিতি পায় ।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।