- ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন
- দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়
- উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়
- পশ্চিম ভারতের ম্যানচেস্টার কাকে বলে
- পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন, পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার কাকে বলা হয়
- জার্মানির ম্যানচেস্টার কাকে বলা হয়
- চীনের ম্যানচেস্টার কাকে বলে
- জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয়
- FAQ | ম্যানচেস্টার
ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন
ব্রিটিশ যুক্তরাজ্যে ম্যানচেষ্টার নামক একটি শহর রয়েছে। এবং কার্পাস বয়ন শিল্পের প্রথম দিকে, কার্পাস বয়ন শিল্পে – এই শহরটি অভূতপূর্ব উন্নতি লাভ করে।
এবং ভারতে সর্বাপেক্ষা বড় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্র গুলি রয়েছে গুজরাটের আমেদাবাদ শহরে।
সবরমতি নদীর তীরে গড়ে ওঠা আহমেদাবাদ শহর মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেল এর জন্মভূমি। বস্ত্রবয়ন শিল্পের জন্য আহমেদাবাদ এর খ্যাতি স্বাধীনতার অনেক আগে থেকেই ছিল। আঠারশো শতকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব একে বস্ত্রবয়ণ শিল্পে ম্যানচেস্টার এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তাছাড়া চরিত্রগত ভেবে দুটি শহরের মধ্যে সাদৃশ্য বিস্তর। দুটি শহর ই নদীতীরবর্তী, দুটি শহরের ই জলবায়ু আর আবহাওয়ার অনেকটা একই রকম, এবং দুটি শহরেই নদীর তীরে পরপর কাপড়ের মিল গড়ে উঠেছিল।
এইসব সাদৃশ্যের জন্যই আহমেদাবাদ কে ‘ ভারতের ম্যানচেস্টার’ বলে ডাকা হয়।
গুজরাটে মোট ১২৫ টি কার্পাস বয়ন কেন্দ্র রয়েছে। এবং এর মধ্যে ৭২ টি গড়ে উঠেছে শুধুমাত্র আমেদাবাদ শহরে।
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়
কোয়েম্বাটুর হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। তুলা উৎপাদন এবং বস্ত্র শিল্পের কারণে শহরটিকে “দক্ষিণ ভারতের ম্যানচেস্টার” হিসাবে ধরা হয়।
কোয়েম্বাটুর জেলা, ভারতের তামিলনাড়ু রাজ্যের ৩৮টি জেলার মধ্যে একটি। কোয়েম্বাটুর শহর এই জেলার প্রশাসনিক সদর দফতর। জেলাটি তামিলনাড়ুর অন্যতম শিল্পসমৃদ্ধ জেলা এবং টেক্সটাইল, কমার্শিয়াল, শিক্ষা সংক্রান্ত, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য বিষয়ক এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থার মতো বহু শিল্পের পীঠস্থান।
ঊনবিংশ শতাব্দীতে মুম্বই শহরের বস্ত্র শিল্পে অবনতি হওয়ার সাথে সাথে এই জেলাজুড়ে বয়ন শিল্পের প্রভূত উন্নতি সাধন হয়। ভারতের স্বাধীনতা লাভের পর একাধিক শিল্প স্থাপনের কারণে এই জেলার অর্থনীতির দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু হয়।
উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়
কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটি হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর।
কানপুর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃহত্তম শহর। এটি ঔপনিবেশিক সময়ে কাউনপোর (Cawnpore) নামে পরিচিত ছিল এবং এটি ছিল এই সমভূমির একটি প্রধান শিল্প কেন্দ্র। শহরটি তার রাসায়নিক (সার, ডিটারজেন্ট), টেক্সটাইল এবং চামড়া শিল্পের জন্য বিখ্যাত। প্রাক-স্বাধীনতা যুগে শহরটি একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ গ্যারিসনও ছিল।
পশ্চিম ভারতের ম্যানচেস্টার কাকে বলে
পশ্চিম ভারতের ম্যানচেস্টার বা ভারতের ম্যানচেস্টার হিসেবে গুজরাত এর আহমেদাবাদ শহর কে অভিহিত করা হয়।
বস্ত্রবয়ন শিল্পের জন্য আহমেদাবাদ এর খ্যাতি স্বাধীনতার অনেক আগে থেকেই ছিল। আঠারশো শতকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব একে বস্ত্রবয়ণ শিল্পে ম্যানচেস্টার এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তাছাড়া চরিত্রগত ভেবে দুটি শহরের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে । দুটি শহর ই নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত, দুটি শহরের ই জলবায়ু আর আবহাওয়ার অনেকটা একই রকম, এবং দুটি শহরেই নদীর তীরে পরপর কাপড়ের মিল গড়ে উঠেছিল।
পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন, পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার কাকে বলা হয়
পূর্ব ভারতের ম্যানচেস্টার কলকাতা তার বস্ত্র শিল্পের কারণে এককালে “ভারতের ম্যানচেস্টার” নামেও পরিচিত। ভারতে প্রথম তুলা টেক্সটাইল মিল 1818 সালে কলকাতার কাছে “ফোর্ট গ্লোস্টার” এ প্রতিষ্ঠিত হয়েছিল।
পূর্ব ভারত ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের সমন্বয়ে গঠিত অঞ্চল। ভৌগলিকভাবে এটি উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারত অঞ্চল দুইটির মাঝে অবস্থিত এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সাথে ভাষাগত ও সংস্কৃতিগতভাবে সম্পর্কিত। কলকাতা (পূর্বে কলকাতা নামে পরিচিত) এই অঞ্চলের বৃহত্তম শহর।
জার্মানির ম্যানচেস্টার কাকে বলা হয়
চেমনিজ শহরটি হল চেমনিজ-জিকাউ শিল্পান্চলের বড় শহর । একেই জার্মানির ম্যানেচেস্টার বলা হয় ।
চীনের ম্যানচেস্টার কাকে বলে
সাংহাই শহর কে চীনের ম্যানচেস্টার বলে।
জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয়
ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়।
FAQ | ম্যানচেস্টার
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
Q1. ম্যানচেস্টার মানে কি
Ans – ম্যানচেস্টার ইংল্যান্ডের একটি শহর ও গ্রেটার ম্যানচেস্টার কাউন্টির একটি মেট্রোপলিটন বোরো। ১৮৫৩ সাল থেকে ম্যানচেস্টার ইংল্যান্ডের শহর হিসেবে মর্যাদা পেয়ে আসছে।
Q2. ম্যানচেস্টার কোন দেশের শহর
Ans – সিটি অফ ম্যানচেস্টার উত্তর ইংল্যান্ডের সর্ববৃহৎ শহর, ম্যানচেস্টারকে প্রায়শই উত্তর ইংল্যান্ডের রাজধানী বলা হয়ে থাকে।
Q3. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়
Ans – লোথাল, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।