- কোড নেপোলিয়ন কি
- কোড নেপোলিয়ন কাকে বলে
- কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে
- কোড নেপোলিয়ন এর বৈশিষ্ট্য
- কোড নেপোলিয়ন এর কয়টি ধারা ছিল, কোড নেপোলিয়ন এ স্থান পায় কটি উক্তি
- কোড নেপোলিয়ন বলতে কী বোঝো, কোড নেপোলিয়ন টিকা
- কোড নেপোলিয়ন এর গুরুত্ব, কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ
- কোড নেপোলিয়ন এর ত্রুটি
- FAQ | কোড নেপোলিয়ন
কোড নেপোলিয়ন কি
নেপোলিয়নের সংস্কারগুলির মধ্যে অন্যতম ছিল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রবর্তন।
নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত ।
তাঁর এই কৃতিত্বের জন্যে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ।
আইন ব্যবস্থার ক্ষেত্রে নেপোলিয়ন কর্তৃক প্রণীত বিধিমালাই কোড নেপোলিয়ন নামে পরিচিত। ১৮০০ সালে নেপোলিয়ন আইন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসঙ্গত আইন বাতিল করে সুসঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে অভিহিত। মূলত ফ্রান্সের প্রাচীন আচার-অনুষ্ঠান, রোমীয় রীতি-নীতি এবং ফরাসি বিপ্লবের আদর্শ এবং আইন-কানুনের সমন্বয়ে কোড নেপোলিয়ন প্রণীত হয়।
কোড নেপোলিয়ন কাকে বলে
আইন ব্যবস্থার ক্ষেত্রে নেপোলিয়ন কর্তৃক প্রণীত বিধিমালাই কোড নেপোলিয়ন নামে পরিচিত। ১৮০০ সালে নেপোলিয়ন আইন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কার সাধনকল্পে একটি আইন কমিশন নিয়োগ করেন। এ কমিশন বিভিন্ন ধরনের অসঙ্গত আইন বাতিল করে সুসঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করে, যা কোড নেপোলিয়ন নামে অভিহিত। মূলত ফ্রান্সের প্রাচীন আচার-অনুষ্ঠান, রোমীয় রীতি-নীতি এবং ফরাসি বিপ্লবের আদর্শ এবং আইন-কানুনের সমন্বয়ে কোড নেপোলিয়ন প্রণীত হয়।
নেপোলিয়ন প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন।
- এই আইনের ফলে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয় ঠিক তেমনি সামাজিক ক্ষেত্রে সাম্যও প্রতিষ্ঠিত হয়।
- ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার স্বীকৃত হয়।
- বংশকৌলীন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদানকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে কেবল অভিজাত বংশীয়রাই নয়, নিম্ন সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিরাও সামাজিক মর্যাদা অর্জন করার সুযোগ ও অধিকার লাভ করে।
- বিপ্লবের ফলে সামন্তপ্রথা লোপ করে যে নতুন ভূমি বন্দোবস্ত চালু করা হয়, কোড নেপোলিয়নে তাকে স্বীকৃতি দেওয়া হলে সামন্তপ্রথার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়।
কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে
কোড নেপোলিয়ন প্রবর্তিত হয় ১৮০৪ সালে ।
নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন ১৮০৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি ‘কোড নেপোলিয়ন (Code Nepoleon) বা ‘নেপোলিয়নের আইনসংহতি’ নামে পরিচিত।
নেপোলিয়ন কোড হোলো ফরাসি দেশের সিভিল কোড। এটি শুরু হয়েছিল ১৮০৪ সালের ২১শে মার্চ। যদিও মাঝেমধ্যে এই কোডে পরিমার্জন এবং পরিবর্তন হয়েছে, কিন্তু এটি এখনও চালু আছে।
কোড নেপোলিয়ন এর বৈশিষ্ট্য
কোড নেপোলিয়নের বৈশিষ্ট্যগুলি নিন্মে আলোচনা করা হল –
(i) আইনের দৃষ্টিতে সকলেই সমান, তাই দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়।
(ii) সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়।
(iii) সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপসাধন করা হয় এবং নতুন ভূমিবন্দোবস্ত আইন চালু করা হয়।
(iv) ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়।
(v) ধর্মীয় সহনশীলতার নীতি গৃহীত হয়।
(vi) সম্পত্তির অধিকার স্বীকৃত হয়।
(vii) অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড ইত্যাদির ব্যবস্থা করা হয়।
(viii) সন্তানের ভরণপোষণের দায়ভার একমাত্র পিতার।
(ix) সাধারণ অপরাধী এবং রাজনৈতিক অপরাধীদের স্বতন্ত্রীকরণ।
(x) কৃষক এবং মধ্যবিত্তরা বিপ্লবের সময় যে জমি পেয়েছিল তাঁর বৈধতা প্রদান করা হয়।
(xi) বিচারব্যবস্থার সংগঠন সাধন এবং জুরি প্রথার প্রচলন করা হয়।
কোড নেপোলিয়ন এর কয়টি ধারা ছিল, কোড নেপোলিয়ন এ স্থান পায় কটি উক্তি
কোড নেপোলিয়ন- এ মোট ২২৮৭ টি ধারা ।
২২৮৭টি বিধি সংবলিত এই আইন সংহিতা তিন ভাগে বিভক্ত ছিল— দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইন। আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যক্তিস্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি ছিল এই আইন সংহিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
আরো পড়তে: অন্ধকূপ হত্যা কি, অন্ধকূপ হত্যা কাকে বলে, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন
কোড নেপোলিয়ন বলতে কী বোঝো, কোড নেপোলিয়ন টিকা
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল ‘কোড নেপোলিয়ন’ (Code Napoleon) বা আইনবিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পরবিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা ‘কোড নেপোলিয়ন’ নামে খ্যাত।
কোড নেপোলিয়নে মোট ২২৮৭ টি (মতান্তরে ২২৮১ টি) ধারা ছিল। এছাড়া কোড নেপোলিয়নের অংশ ছিল তিনটি। যথা- দেওয়ানি কোড বা Civil Code, ফৌজদারি কোড বা Criminal Code, বাণিজ্যিক কোড বা Commercial Code। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
১। দেওয়ানি কোড বা Civil Code
নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৪ সালে বেসামরিক আইন প্রণয়ন করেন। কোড নেপোলিয়নের বিধি অনুযায়ী গৃহীত সিদ্ধান্তগুলো হলো- ক) আইনের চোখে সকলের সমতা, খ) সামাজিক সাম্য প্রতিষ্ঠা, গ) বংশ কৌলীন্য বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি লাভের অধিকার প্রদান, ঘ) পিতাকে পরিবারের সর্বময় কর্তা মনে করা, ঙ) রাজনৈতিক অপরাধীদের সাধারণ অপরাধী অপেক্ষা স্বতন্ত্র মর্যাদা প্রদান, চ) বিবাহবিচ্ছেদের স্বীকৃতি, ছ) সম্পত্তি হস্তান্তরে নিয়ন্ত্রণ আরোপ, জ) দণ্ডবিধি সুনিশ্চিত ও সুবিন্যস্ত করা।
২। ফৌজদারি কোড বা Criminal Code
নেপোলিয়ন প্রবর্তিত অপরাধ আইনের গুরুত্ব অপরিসীম। তিনি রাষ্ট্রীয় বিশৃঙ্খলা দূরীভূত ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য এ আইন প্রণয়ন করেন। এই আইনে নাগরিকের দায়িত্ব-কর্তব্য এবং দোষী ব্যক্তির বিচার ও শাস্তির ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়।
৩। বাণিজ্যিক কোড বা Commercial Code
নেপোলিয়ন বোনাপার্টের বাণিজ্যিক আইন ফ্রান্সের শাসনতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। এ আইনে বণিকদের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাদ-বিসংবাদের নিষ্পত্তির জন্য কতকগুলো বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়। এর ফলে বাণিজ্য সংক্রান্ত জটিলতার নিরসন ঘটে।
পরিশেষে বলা যায় যে, নেপোলিয়নের আইন-বিধিই সর্বপ্রথম ফ্রান্সের সকল ব্যক্তির সমানাধিকার প্রতিষ্ঠা করে। পুর্বে ইউরোপের কোনো দেশেই আইনের প্রয়োগ সকলের ক্ষেত্রে সমান ছিল না। ফলে স্বভাবতই নেপোলিয়নের আইন-বিধি সমগ্র ইউরোপের সম্মুখে দৃষ্টান্তস্বরূপ হয়ে দাঁড়ায়।
কোড নেপোলিয়ন এর গুরুত্ব, কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখ
- একই আইন প্রবর্তন : কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একইধরনের আইনব্যবস্থা চালু করে। ফলে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে।
- বিপ্লবের আদর্শকে রক্ষা : ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়নের প্রবর্তন বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও রক্ষা করেছিল।
- ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি : ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে তা ফরাসি সমাজের বাইবেল’-এ পরিণত হয়।
- নেপোলিয়ন তাঁর আইনসংহিতায় ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং ভোগদখলের স্বাধীনতা, বাক-স্বাধীনতা ইত্যাদি প্রদান করেন ফলে ফরাসি বিপ্লব প্রসূত গুরুত্বপূর্ণ ভাবধারার স্বাধীনতা স্বীকৃতি পায়।
- কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্স একইধরণের আইনব্যবস্থা চালু করে ।
- নেপোলিয়ন সামন্ততান্ত্রিক বৈষম্যের অবসান ঘটান এবং সরকারি চাকরিতে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন। এইভাবে কোড নেপোলিয়নে ফরাসি বিপ্লব প্রসূত সাম্যনীতি বিশেষ গুরুত্ব পায়।
- এই আইন ব্যবস্থায় ফরাসি বিপ্লবের ভাবধারাগুলি স্থান পাওয়ায় বিপ্লব রক্ষিত হয়।
- কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে কোড নেপোলিয়ন ফরাসি সমাজের বাইবেলে পরিণত হয় ।
কোড নেপোলিয়ন এর ত্রুটি
অবশ্য এর কয়েকটি সহজাত ত্রুটিও ছিল । যেমন –
- মুক্ত অর্থনীতির স্বার্থে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়া নিষিদ্ধ ছিল ।
- পুরুষের তুলনায় নারীর অধিকার অনেকটা সংকুচিত করা হয় ইত্যাদি ।
- এতে প্রাচীন রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে প্রগতিশীলতার পক্ষে বাধার সৃষ্টি হয় ।
- এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস হয়, স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিস্থিথয়।
- পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বচিত করা হয় এবং
- শ্রমিকশ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।
আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
FAQ | কোড নেপোলিয়ন
Q1. কোড নেপোলিয়ন এর তাৎপর্য কি
Ans – নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি হল তাঁর ‘আইন সংহিতা’ বা ‘কোড নেপোলিয়ন’।
Q2. নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন
Ans – নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত । তাঁর এই কৃতিত্বের জন্যে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় ।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।