WBBSE Class 3 Bangla Deyaler Chobi Question Answer
- WBBSE Class 3 Bangla Deyaler Chobi Question Answer
- দেয়ালের ছবি গল্প
- দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারের বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘা শিকারি বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল
- দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারিকে সবশেষে কি বলেছিলেন, দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারিকে সবশেষে কি বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাগ শিকারিকে সবশেষে কি বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাগ শিকারিকে, দেয়ালের ছবি গল্পে বাক শিকারিকে সবশেষে কি বলেছিল
- দেয়ালের ছবি MCQ প্রশ্ন উত্তর, সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো
- দেয়ালের ছবি প্রশ্ন উত্তর Class 3, দেয়ালের ছবি গল্পের ছোট SAQ প্রশ্নোত্তর
- দেয়ালের ছবি গল্পের শূন্যস্থান পূরণ করো
- দেয়ালের ছবি গল্পের প্রশ্ন উত্তর
- WBBSE Class 3 Bangla বই
দেয়ালের ছবি গল্প
অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম। চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড়াে সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন।
সেই কালে বনের ধারে গাঁয়ে থাকত এক শিকারি। সে সবসময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনাে ভয়-ডর। উলটে বনের পশুপাখিই তাকে ভয় করত। হাতে তির-ধনুক-গুলতি নিয়ে সে ঘুরত। এমন কি রাতে শােওয়ার সময়েও তার বিছানার পাশে থাকত
তির-ধনুক-গুলতি।
সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘােরে। গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড়াে আনন্দ থাকে সে।
এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলাে। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলাে। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়। খুব ভাব দুজনের।
একদিন শিকারি বলল, ‘বন্ধু, অনেকদিন হয় গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলাে একদিন আমার বা ড়িতে। আমার ভালাে লাগবে।
বাঘ বলল, এ আর এমন কী। যাওয়াই যায়। চলাে এখনই যাই। বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী।
দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ। মাঠের পাশে ফসলের জমি। তার পাশেই শিকারির বাড়ি। ছােটো দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল। ছিমছাম পরিষ্কার সুন্দর ‘ঘর। চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। আঃ, কী আরাম!
শিকারি লােটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লােটার জল খেল। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল।
বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে-আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে।
গেল। দেখল, একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তির-ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে।
একটা বাঘ। শিকারি বড়াে বড়াে চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কানাে কাজ করেছে।
শিকারি খুব মজা পেয়েছে। বলল, আমার ঠাকুরদা, মস্ত শিকারি ছিলেন। দেখাে, তিনি কেমন
বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন।ঠাকুরদা বাঘ-নেকড়ে-চিতা কাউকে ভয় পেতেন না।
মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন। আমিও তাই।
বাঘ হাই তুলে বলল, ‘ছবিটা এঁকেছে কে?’
শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালাে আঁকতে
পারতেন।
বাঘ বলল, হ্যা সে তাে দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা?
শিকারি বলল, ‘বকী যে বলাে বন্ধু, আমার বাবা তাে মানুষই ছিলেন। আমার বাবা তিনি, মানুষ
ছাড়া আর কী হবেন?
বাঘ গোঁফের ফাকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনাে বাঘ আঁকত তাহলে অন্যরকম হতাে !
দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘ আর শিকারের বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘা শিকারি বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল
উত্তর: শিকারি সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। আর শিকার করত। এমন করে একদিন বনে ঘুরতে ঘুরতে এক বাঘের সাথে তার দেখা হয়েছিল। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর তারা দুজনেরই খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারিকে সবশেষে কি বলেছিলেন, দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারিকে সবশেষে কি বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাগ শিকারিকে সবশেষে কি বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল, দেয়ালের ছবি গল্পে বাগ শিকারিকে, দেয়ালের ছবি গল্পে বাক শিকারিকে সবশেষে কি বলেছিল
উত্তর: বাঘ শিকারিকে সবশেষে বলেছিলো ছবিটি যদি বাঘের আঁকা হতো তাহলে অন্যরকম হতো কারণ ছবিটি যদি বাঘ আঁকতো তাহলে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারিকে ধরতো এমন দৃশ্য ছবিটিতে দেখা যেত।
দেয়ালের ছবি MCQ প্রশ্ন উত্তর, সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো
দেয়ালের ছবিটি এঁকেছিল
- শিকারি
- শিকারির বাবা
- শিকারির ঠাকুরদা
- বাঘ
সঠিক উত্তর: দেয়ালের ছবিটি এঁকেছিল- শিকারির বাবা
অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল
- ঘন বন
- মরুভূমি
- বড়ো বড়ো পাহাড়
- বিশাল সমুদ্দুর
সঠিক উত্তর: অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল – ঘন বন
পাখিরা বনের পশুশিকারিকে
- ভালোবাসত
- ঘৃণা করত
- ভয় পেত
- উপহাস করত
সঠিক উত্তর: পাখিরা বনের পশুশিকারিকে – ভয় পেত
গল্পের বাঘটি ভালো গান গাইত
- গল্প বলত
- ছবি আঁকত
- কথা বলত
সঠিক উত্তর: গল্পের বাঘটি ভালো- গল্প বলত
শিকারি বাঘকে খেতে দিয়েছিল
- গরম দুধ
- মাংস
- ঠান্ডা জল
- চা
সঠিক উত্তর: শিকারি বাঘকে খেতে দিয়েছিল- ঠান্ডা জল
দেয়ালের ছবি প্রশ্ন উত্তর Class 3, দেয়ালের ছবি গল্পের ছোট SAQ প্রশ্নোত্তর
অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত?
উত্তর: অনেক অনেক দিন আগে মানুষ বন জঙ্গলে বসবাস করত।
তখন তাদের কীভাবে দিন কাটত?
উত্তর: তখন তাদের বনে জঙ্গলে পশুপাখি শিকার করে ফলমূল খেয়ে জীবন কাটতো।
‘দেয়ালের ছবি’ গল্পে বাঘকে শিকারি লোটায় করে কী এনে দিয়েছিল।
উত্তরঃ বাঘকে শিকারি লোটায় পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল।
‘ বাঘ হাই তুলে বলল..’ -বাঘ হাই তুলে কি বলেছিল ?
উত্তর: – বাঘ হাই তুলে বলেছিল – শিকারির বাড়ির দেওয়ালে যে ছবিটা টাঙ্গানো ছিল সেটি কার আঁকা।
দেয়ালের ছবি গল্পের শূন্যস্থান পূরণ করো
সে ছিল বড়ো………………… দিন।
উত্তর: সে ছিল বড়ো সুখের দিন।
এমনি করে একদিন এক………………….. সঙ্গে তার দেখা হলো।
উত্তর: এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো।
বাঘ বলল, এ আর…………………. কী
উত্তর: বাঘ বলল, এ আর এমন কী।
বলল, আমার…………………মস্ত শিকারি ছিলেন।
উত্তর: বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন।
আমার…………………… তিনি, মানুষ ছাড়া আর কী হবেন ?
উত্তর: আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কী হবেন ?
দেয়ালের ছবি গল্পের প্রশ্ন উত্তর
দেয়ালের ছবি গল্পের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ
শব্দ | শব্দার্থ |
---|---|
গুলতি | ছোটো পাথর, মাটির গুলি ইত্যাদি ছোঁড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্র বিশেষ। |
দাওয়া | বারান্দা |
ছিমছাম | পরিপাটি |
ডাগর | বড়ো |
লোটা | ঘটি |
মুচকি | মৃদু |
এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো
মবসয়স, নকনে দিঅ, ল দে ও য়া, রঅমকন্য
উত্তর:
- সবসময়–মবসয়স
- নকনে দিঅ–অনেকদিন
- ল দে ও য়া–দেওয়ালে
- রঅমকন্য–অন্যরকম
দেয়ালের ছবি গল্পের গুরুত্বপূর্ণ কিছু অর্থ
উত্তর:
শব্দ | অর্থ |
---|---|
আঁধার | অন্ধকার |
আপত্তি | বাধা |
দাওয়া | নেমন্ত্রণ |
লোটা | বজল দেওয়া পাত্র |
ডাগর | মোটাসোটা |
দেয়ালের ছবি গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণ বিশ্লেষণ
উত্তর:
শব্দ | বর্ণ বিশ্লেষণ |
---|---|
অনেকক্ষণ | অ+ন+এ+ক+অ+ক+খ+অ+ণ |
পরিষ্কার | প+র+ই+ষ+আ+র |
কথাবার্তা | ক+অ+থ+আ+ব+আ+ত+র+আ |
অন্যরকম | অ+ন+জ+র+অ+ক+অ+ম+অ |
নেকড়ে | ন+এ+ক+ড়+এ |
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
WBBSE Class 3 Bangla বই
ক্লাস 3 এর জন্য বাংলা ব্যাকরণ বই ( ICSE, CBSE এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড)
দেয়ালের ছবি প্রশ্ন উত্তর
‘দেয়ালের ছবি’ গল্পে বাঘকে শিকারি লোটায় করে কী এনে দিয়েছিল।
উত্তরঃ বাঘকে শিকারি লোটায় পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল।