- সোনার তরী কবিতার ব্যাখ্যা, সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- সোনার তরী কবিতার মূলভাব
- সোনার তরী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
- ‘ভরসা’ শব্দটির অর্থ কী?
- ‘থরে বিথরে’ শব্দটির অর্থ কী?
- সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়?
- ‘ক্ষুরধারা’ বলতে কী বুঝানো হয়েছে?
- কূল শব্দের অর্থ কোনটি?
- কী কাটতে কাটতে বর্ষা এল?
- ‘সোনার তরী’ কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?
- ‘সোনার তরী’ কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে?
- কী কাটা হল সারা?
- ‘সোনার তরী’ কবিতায় কূলে একা কে বসে আছে?
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
- সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?
- মানবজীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?
- কৃষক কিংবা কবির নি:সঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?
- মাঝি মূলেতে তরী ভিড়ালো কেন?
- ‘তরুছায়ামসী-মাখা’ বলতে কী বুঝানো হয়েছে?
- ‘সোনার তরী’ কবিতায় ‘শূন্য নদীর তীরে’ কে একা পড়ে থাকল?
- সোনার তরী কবিতার প্রশ্ন উত্তর
- ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
- ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
- ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?
- ‘ভরসা’ শব্দের অর্থ কী?
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
- ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ কী?
- ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ও অপূর্ণ পর্ব কত?
- ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা কী?
- ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা?
- রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ কত বছর বয়সে প্রকাশিত হয়?
- ‘সোনার তরী’ কবিতাটি কী জাতীয় কবিতা?
- ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
- আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত বলে মনে হয়?
- ‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায়_
- ‘সোনার তরী’ কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?
- ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?
- ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?
- ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে কে আসে?
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
- ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো কী করে?
- রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
- ‘সোনার তরী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
- কবি কখন কিভাবে কোথায় কবিতাটি লেখেন?
- কখন কবিতটি প্রকাশত হয়?
- ‘সোনার ধান’ বলতে কি বুঝানো হয়েছে?
- সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর
- ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?
- সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক
- ‘আমারি সোনার ধানে গিয়াছে ভরি’— এ উক্তির তাৎপর্য ব্যখ্যা করো।
- উদ্দীপক-১ এর সঙ্গে ‘সোনার তরী’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
- “উদ্দীপক-২ এর চেতনা যেন ‘সোনার তরী’ কবিতার মূল চেতনাকেই ধারণ করে আছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
- সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- সোনার তরী কবিতার বিশ্লেষণ pdf
- সোনার তরী কবিতার Pdf
সোনার তরী কবিতার ব্যাখ্যা, সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উত্তর : সোনার তরী’ কবিতায় দেখা যায় একজন কৃষক তার উৎপন্ন সোনার ধান নিয়ে প্রবল স্রোতের মাঝে নদীর ধারে বসে আছেন। আকাশে ঘন ঘন মেঘ ভারী বর্ষণের আভাস এবং নদীর খরা স্রোতে হিংস্র হয়ে উঠেছে। নদীর বাঁকা জল সৃষ্টি করেছে বিপদের আশঙ্কা, সে আশঙ্কায় আছে তার উৎপন্ন সোনার ধান নিয়ে সে পৌঁছাতে পারবে কিনা।
সোনার তরী নিয়ে আসা একজন ম্যাজিকে এমন সময় সে দেখতে পায়। উৎকণ্ঠা ও আশঙ্কা নিয়ে সে মাঝিকে তার উৎপন্ন সোনার ধান ও তাকে তীরে পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন করে। সোনার তরীর মাঝি তার উৎপন্ন করে নিয়ে চলে যায়, কিন্তু সোনার তরী খুব ছোট হওয়ার কারণে তাকে নেওয়া হয় না। ফলে সে সেই নদীর তীরেই রয়ে যায়।
সোনার তরী কবিতায় নিবিড় ভাবে মানুষের জীবন আদর্শ মিশে আছে। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়। কিন্তু বেঁচে থাকে মানুষের অমর কৃতিত্ব অর্থাৎ মানুষ যে ভালো কাজগুলো করে সেগুলো রয়ে যায়। মানুষ মারা যায় কিন্তু সেই পৃথিবীতে যে ভাল কাজ গুলো রেখে যায় সেই ভালো কাজগুলো অমর হয়ে থাকে। সেই ভাল কাজগুলো তার কৃতিত্ব মানুষের কাছে তুলে ধরে। সোনার তরী কবিতা এটাই বুঝানো হয়েছে যে মানুষ মরে গেলেও তার অমর কৃতিত্ব পৃথিবীতে রয়ে যায়, যা তাকে চিরদিন বাঁচিয়ে রাখে মানুষের মনে।
সোনার তরী কবিতার মূলভাব
উত্তর : কবিতাটিতে বর্ষার পটভূমি সর্বাগ্রে আমাদের মনকে নাড়া দেয়। পদ্মাতীরে শ্রাবণ আকাশ ঘিরে যখন নিবিড় মেঘ জমে, ধারাবর্ষণ শরু হয় নির্জন নদীতীরে, জলে ডুবু ডুবু ক্ষেতের ছােট ভুমিখণ্ডে ব্যাকুল কৃষকের পরপারে যাওয়ার জন্যে প্রতীক্ষা, দুরে পরপারে তর ছায়া বেষ্ঠিত মসীমাখা গ্রামের ছবি —সব মিলিয়ে কবিতাটিকে অপরুপ সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এর সঙ্গে মিলেছে কবি-হৃদয়ের বেদনাময় ব্যাকুলতা, কবি একলা বসে আছেন, কোনাে ভরসা নেই তাঁর মনে।
চেনা-অচেনার মধ্যবর্তিনি এক মূর্তির আবিভাব কবির এই ব্যাকুল অর্তিকে আরও করুণ করে তুললো। কবির মনে জাগলাে মিলন পিপাসা, সৌন্দর্যলোকে যাবার বাসনা। তাই সোনার তরীর নেয়ের কাছে আকুল প্রার্থনা এখন আমাকে লহ করুণা করে। কিন্তু কল্পনার সৌন্দর্যের যে অধিলক্ষীকে আমরা , দেখি তার সঙ্গে মিলিত সম্ভব নয় ; তাই বিরহ মর্মান্তিকভাবে উপস্থিত হতে বাধ্য। ফলে কবিকেই ব্যর্থ ও নিরাশ হতে হয়েছে। সুতরাং কবিতাটির মধ্যে চিত্ররস ও গীতধনির মধযে অপূর্ববতা লাভ করেছে এর কারুণ্যের মধ্যে।
সোনার তরী কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
‘ভরসা’ শব্দটির অর্থ কী?
ক. আশা
খ. নিরাশা
গ. বিশ্বাস
ঘ. মাঝি
উত্তরঃ ক. আশা
‘থরে বিথরে’ শব্দটির অর্থ কী?
ক. ব্যবচ্ছেদ করে
খ. সুবিন্যস্ত করে
গ. এলোমেলো করে
ঘ. বিচ্ছিন্ন করে
উত্তরঃ খ. সুবিন্যস্ত করে
সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়?
ক. নদীতে
খ. সাগরে
গ. মোহনায়
ঘ. অজানা দেশে
উত্তরঃ ঘ. অজানা দেশে
‘ক্ষুরধারা’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. তীব্র ভ্রƒকুটি
খ. ক্ষুর দ্বারা কোনো কিছু কাটা
গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত
ঘ. নদীর যে বাঁকটি ক্ষুরের মতো
উত্তরঃ গ. ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত
কূল শব্দের অর্থ কোনটি?
ক. ঢেউ
খ. কিনারা
গ. বংশ
ঘ. স্রোত
উত্তরঃ খ. কিনারা
কী কাটতে কাটতে বর্ষা এল?
ক. ধান
খ. আখ
গ. পাট
ঘ. ভুট্টা
উত্তরঃ ক. ধান
‘সোনার তরী’ কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?
ক. পূর্বাকাশে
খ. পশ্চিমাকাশে
গ. আকাশ জুড়ে
ঘ. হিংস্র হয়ে
উত্তরঃ গ. আকাশ জুড়ে
‘সোনার তরী’ কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে?
ক. ৫টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ গ. ২টি
কী কাটা হল সারা?
ক. পাট
খ. ধান
গ. ঘাস
ঘ. আখ
উত্তরঃ খ. ধান
‘সোনার তরী’ কবিতায় কূলে একা কে বসে আছে?
ক. কৃষক
খ. শ্রমিক
গ. জমিদার
ঘ. ভিক্ষুক
উত্তরঃ ক. কৃষক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
ক. বীরবল
খ. যাযাবর
গ. জগৎশেঠ
ঘ. ভানুসিংহ
উত্তরঃ ঘ. ভানুসিংহ
সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?
ক. তরীটা ছিল অত্যন্ত ছোট
খ. মাঝিটি ছিল খুব নিষ্ঠুর
গ. কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল
ঘ. সোনার তরীতে স্থান করে নেয়ার ব্যাপারে কৃষক উদাসীন ছিল
উত্তরঃ গ. কৃষকের সোনার ধারে তরীটি ভরে গিয়েছিল
মানবজীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?
ক. ক্ষুরধারা
খ. খরপরশা
গ. মেঘ
ঘ. কূল
উত্তরঃ ক. ক্ষুরধারা
কৃষক কিংবা কবির নি:সঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?
ক. আমি
খ. আমি একেলা
গ. খরপরা
ঘ. থরে বিথরে
উত্তরঃ খ. আমি একেলা
মাঝি মূলেতে তরী ভিড়ালো কেন?
ক. ফসলের জন্য
খ. কবির জন্য
গ. বৃষ্টি নামানোর জন্য
ঘ. স্রোতের জন্য
উত্তরঃ ক. ফসলের জন্য
‘তরুছায়ামসী-মাখা’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. গাছপালার ছায়ায় কালচে রং মাখা
খ. গাছ হতে প্রস্তুতকৃত কলমের কালি
গ. গাছগুলোতে মেঘের যে ছায়া পড়েছে
ঘ. নদীতীরের অনিদ্য সুন্দর বৃক্ষরাজি
উত্তরঃ ক. গাছপালার ছায়ায় কালচে রং মাখা
‘সোনার তরী’ কবিতায় ‘শূন্য নদীর তীরে’ কে একা পড়ে থাকল?
ক. কৃষক
খ. মাঝি
গ. তরী
ঘ. ছোট খেত
উত্তরঃ ক. কৃষক
সোনার তরী কবিতার প্রশ্ন উত্তর
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
‘খরপরশা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খরপরশা’ শব্দের অর্থ-শানিত বা ধারাল বর্শা।
‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর কথা আছে।
‘ভরসা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ভরসা’ শব্দের অর্থ- আশা।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
‘ক্ষুরধারা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ক্ষুরধারা’ শব্দের অর্থ-ক্ষুরের মতো ধারাল যে প্রবাহ বা স্রোত।
‘সোনার তরী’ কবিতার পূর্ণ ও অপূর্ণ পর্ব কত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতার পূর্ণ ৮ ও অপূর্ণ পর্ব ৫।
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা কী?
উত্তর : ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম কবিতা ‘সোনার তরী’।
‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা?
উত্তর : ‘শূন্য’ শব্দটি মাত্রাবৃত্ত ছন্দে ৩ মাত্রা?
রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ কত বছর বয়সে প্রকাশিত হয়?
উত্তর : রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ পনের বছর বয়সে প্রকাশিত হয়।
‘সোনার তরী’ কবিতাটি কী জাতীয় কবিতা?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি রূপক কবিতা।
‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘সোনার তরী’ কবিতাটি ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।
আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত বলে মনে হয়?
উত্তর : আপাতদৃষ্টিতে ‘সোনার তরী’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বলে মনে হয়।
‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায়_
উত্তর : ‘সোনার তরী’র নদীটির পরপারে দেখা যায় তরুচ্ছায়া মসীমাখা গ্রামখানি।
‘সোনার তরী’ কবিতায় কয়টি চরিত্র পাওয়া যায়?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় দুটি চরিত্র পাওয়া যায়।
‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে জীবনের সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে।
‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ কালস্রোতের প্রতীক।
‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল।
‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে কে আসে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় গান গেয়ে মাঝি আসে।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন?
‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো কী করে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ঢেউগুলো ভাঙে দু’ধারে।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
‘সোনার তরী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
‘সোনার তরী’ কবিতাটি কবির ‘সোনার তরী’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
কবি কখন কিভাবে কোথায় কবিতাটি লেখেন?
এই কবিতাটি তিনি ১২৯৮ বঙ্গাব্দে (১৮৯২ সালে) শিলাইদহে বসে রচনা রচনা করেন (পদ্মার পাড়ে, বোটে বসে) ।
কখন কবিতটি প্রকাশত হয়?
‘সোনার তরী’ কবিতাটি ১৮৯৪ সালে সালে প্রকাশিত হয় ।
‘সোনার ধান’ বলতে কি বুঝানো হয়েছে?
‘সোনার ধান’ বলতে বস্তু জাগতিক মহৎ সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে ।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর
উদ্দীপক-১: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে।
উদ্দীপক-২: সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন।
‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক।
সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক
উত্তর : কালস্রোতের প্রতীক।
‘আমারি সোনার ধানে গিয়াছে ভরি’— এ উক্তির তাৎপর্য ব্যখ্যা করো।
উত্তর : প্রশ্নোক্ত উদ্ভিটির মধ্য দিয়ে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরী পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে।
‘সোনার তরী’ একটি রূপক কবিতা। এ কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরীর প্রতীক্ষায় ছিলেন । তরী আসার পর ধানরূপী তাঁর সমস্ত কর্ম সেখানে তুলে দেন। এ সময় তিনি উপলব্ধি করেন তাঁরই কর্মের ভারে পূর্ণ তরীতে তাঁকে নিয়ে যাওয়ার মতো স্থান অবশিষ্ট নেই। অর্থাৎ তরীরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকেই গ্রহণ করবে, ব্যক্তি মানুষকে নয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ বিষয়টিই তাৎপর্যময় হয়ে উঠেছে।
উদ্দীপক-১ এর সঙ্গে ‘সোনার তরী’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর : উদ্দীপক-১ এ ‘সোনার তরী’ কবিতায় প্রকাশিত কবির মৃত্যুচেতনার দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে।
আলোচ্য কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন। এ কবিতায় কবি দেখিয়েছেন, মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম। মানুষের কর্ম পৃথিবীতে স্থান লাভ করলেও তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ মানুষের মৃত্যুর অনিবার্যতার কথাই এখানে উঠে এসেছে।
উদ্দীপক-১ এর কবিতাংশে মৃত্যু নিয়ে কবির উপলব্ধির কথা প্রকাশিত হয়েছে। এখানে মৃত্যুর কাছে মানুষের অসহাত্বের দিকটি উঠে এসেছে। জীবনকে তুলনা করা হয়েছে একটি নদীর সঙ্গে, যার পানি কখনো স্থির থাকে না। প্রতিটি জীবকেই জন্মগ্রহণ করলে যে মৃত্যুর স্বাদ নিতে হবে সেই সত্যই এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যদিয়ে মৃত্যুর অনিবার্যতার পাশাপাশি এর কাছে মানুষের অসহাত্বের দিকটিও প্রকাশ পেয়েছে। যেমনটি প্রকাশ পেয়েছে ‘সোনার তরী’ কবিতার কবির ভাবনায়। আলোচ্য কবিতায় মহাকালের স্রোতে ব্যক্তিমানুষের বিলীন। হওয়ার কথাতে এ বিষয়টিই মূর্ত হয়ে উঠেছে। সুতরাং উদ্দীপক-১ এ ‘সোনার তরী’ কবিতায় প্রকাশিত কবির মৃত্যুচেতনার দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে।
“উদ্দীপক-২ এর চেতনা যেন ‘সোনার তরী’ কবিতার মূল চেতনাকেই ধারণ করে আছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর : উদ্দীপক-২ এর কবিতাংশে ব্যক্তির কর্মের মাধ্যমে মানুষের মনে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে, যা ‘সোনার তরী’ কবিতার মূল চেতনাকেই তুলে ধরে।
‘সোনার তরী’ কবিতায় কবি তাঁর এক গভীর জীবনদর্শন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তিনি বলতে চেয়েছেন, মহাকালের স্রোতে মানুষকে একদিন বিলীন হতে ববেই; কিন্তু তার কৃতকর্মের কোনো বিনাশ নেই। অর্থাৎ মানুষ মরণশীল হলেও তার সৃষ্ট কর্ম অবিনশ্বর। রূপকের আড়ালে কবি আমাদের এই সত্যই বলতে চেয়েছেন।
উদ্দীপক-২ এর কবিতাংশে কবি আমাদের সামনে অমরত্ব লাভের উপায় বাতলে দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, সেই সকল মানুষের জীবন ধন্য যাঁরা মৃত্যুবরণ করলেও তাঁদের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। মানুষের মনের মধ্যে তাঁরা সবসময় সম্মানের সাথে বিরাজ করে। ঠিক এমনই এক সত্যের সন্ধান আমরা পাই ‘সোনার তরী’ কবিতায়।
‘সোনার তরী’ কবিতায় কবির যে জীবনদর্শন প্রকাশ পেয়েছে তা হলো। ব্যক্তিমানুষের পৃথিবীতে টিকে থাকা সম্ভব না হলেও তার মহৎ কর্ম টিকে থাকে। অর্থাৎ মহৎ সৃষ্টিকর্ম কালের খেয়াতে স্থান পেলেও স্রষ্টাকে অতৃপ্তির বেদনা নিয়ে অপেক্ষা করতে হয় মহাকালের স্রোতে বিলীন হওয়ার জন্য। মানুষকে তার কর্মময় জীবনের সকল অর্জন ফেলে একদিন মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। পৃথিবীতে তার অর্জিত কর্মই টিকে থাকে। একইভাবে উদ্দীপক-২ এর কবিতাংশে মানুষের মাঝে অমরত্ব লাভের দিকটি উঠে এসেছে। এখানে কবি সেই সমস্ত ব্যক্তির জীবনকে ধন্য বলেছেন যাদের মৃত্যুর পরেও মানুষ ভুলে না।
অর্থাৎ পৃথিবীতে তারা বেঁচে না থাকলেও তাদের সৃষ্টিকর্মই তাদের বাঁচিয়ে রাখে। সে বিবেচনায় প্রশ্নোত্ত মন্তব্যটিকে যথার্থই বলা যায়।
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
তুষারদের বিশাল বাড়িটি তার বাবার দাদা বানিয়েছিলেন। বাজারে তাদের একটি বিশাল দোকান আছে, সেটি তার দাদার আমলের। তার বাবার এক চাচি ছিলেন, যিনি খুব সুন্দর নকশিকাঁথা সেলাই করতেন, সেসবের কিছু এখনো ঘরে আছে। তুষারের কাছে তাঁরা স্বপ্নের মানুষ। সে ভাবে, তাঁদের সবাই যদি এখনো বেঁচে থাকতেন তবে কেমন হতো! এটা শুনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার বড়ো ভাই রোমেল বলে, তাহলে মানুষে মানুষে ভরে যেত ঘর, জায়গাই দেওয়া যেত না; তখন তোমার আর তাঁদেরকে স্বপ্নের মানুষও মনে হতো না।’
‘সোনার তরী’ কবিতার পূর্ণ পর্ব কত মাত্রার?
উত্তর : ‘সোনার তরী’ কবিতার পূর্ণ পর্ব ৮ মাত্রার।
শূন্য নদীর তীরে/ রহিনু পড়ি’- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর : যে প্রশ্নোক্ত চরণটির মধ্যদিয়ে মহাকালের কাছে ব্যক্তিমানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটি উন্মোচিত হয়েছে।
আলোচ্য কবিতায় এক নিঃসঙ্গ কৃষকের রূপকে কবি জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মহাকাল কৃষকের কর্মফলের প্রতীক সোনার ধানকে গ্রহণ করলেও তাঁকে গ্রহণ করে না। ফলে অপূর্ণতার বেদনা নিয়ে তাঁকে অপেক্ষা করতে হয় মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য।
প্রশ্নোক্ত চরণটিতে শূন্য নদীর তীরে কৃষকের পড়ে থাকার চিত্র উপস্থাপনের মধ্য দিয়ে কবি এ বিষয়টিকেই উপস্থাপন করেছেন।
উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর : উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতায় ব্যক্ত কর্মফলের অমরতার দিকটি প্রতিফলিত হয়েছে।
‘সোনার তরী’ কবিতায় অন্তলীন হয়ে আছে একটি জীবনদর্শন। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য বিদায়কে এড়াতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল। কবির সৃষ্টিকর্ম মহাকালের সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তিকবির স্থান সে তরীতে হয় না। এক অতৃপ্তির বেদনা নিয়ে তাঁকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। মহাকালরূপ ‘সোনার তরী’ শুধু মানুষের কর্মকেই বাঁচিয়ে রাখে।
উদ্দীপকের তুষার চিন্তা করে যে, দাদা, তার দাদা ও বাবার চাচি যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো খুব ভালো হতো। কারণ বাবার দাদা তাদের জন্য একটি বিশাল বাড়ি বানিয়েছেন, তার নিজের দাদা বাজারে একটি বিশাল দোকান বানিয়েছেন আবার তার বাবার চাচি সুন্দর সুন্দর নকশিকাঁথা সেলাই করেছেন। তাঁদের কর্ম অক্ষত আছে পৃথিবীর বুকে, যা দেখে তুষার স্বপ্নে বিভোর হয়। অর্থাৎ মানুষ মারা গেলেও তার কর্মের মৃত্যু নেই। ‘সোনার তরী’ কবিতায়ও ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মফলের অমরতার কথা বলা হয়েছে। বস্তুত, মহাকালের স্রোতে মানুষের মহৎ কর্মই শুধু বেঁচে থাকে; ব্যক্তিমানুষ নয়। উদ্দীপকের তুষারের পূর্বপুরুষদের অবদানের মধ্য দিয়ে আলোচ্য কবিতার এই জীবনদর্শনই প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার সমগ্রতাকে ধারণ করতে পেরেছে কি? মতামত দাও।
উত্তর : উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার সমগ্রতাকে ধারণ করতে পারেনি।
‘সোনার তরী’ কবিতায় রূপকের আশ্রয়ে মানবজীবনের গূঢ় দর্শন প্রকাশিত হয়েছে। এ কবিতায় বাহ্যরূপে বর্ষার হিংস্র স্রোত পরিবেষ্টিত ধানখেতে রাশি রাশি সোনার ধান নিয়ে অপেক্ষা করেন এক কৃষক। একসময় ভরা পালে সোনার তরী বেয়ে চলে যেতে থাকা এক মাঝিকে ধানগুলো নিয়ে যাওয়ার জন্য কাতর অনুনয় করে তিনি। মাঝি তাঁর ধানগুলো তরীতে তুলে নেয়; কিন্তু ব্যক্তি কৃষকের সেখানে স্থান হয় না।
উদ্দীপকের তুষার তার পূর্বপুরুষদের কর্ম দেখে কৃতজ্ঞতাভরে তাঁদের স্মরণ করে। তার কাছে তাঁরা স্বপ্নের মানুষ। তুষার মনে করে, এখন যদি তাঁরা বেঁচে থাকতেন তাহলে হয়তো খুব ভালো হতো। তুষারের ভুল ভেঙে দেয় তার বড়ো ভাই রোমেল। সে বলে, তাঁরা যদি এখন বেঁচে থাকতেন তাহলে মানুষে মানুষে ঘর ভরে যেত। তখন আর তাঁরা স্বপ্নের মানুষ হতে পারতেন না। তাঁদের সৃষ্টি কর্ম পরবর্তী প্রজন্মের কাছে থেকে গেলেও তাঁদের আলোচ্য কবিতার কৃষকের মতো শূন্য হাতে চলে যেতে হয়েছে।
‘সোনার তরী’ কবিতার অন্তলীন দর্শন হচ্ছে মহাকালের চিরন্তন স্রোতে মানুষ তার অনিবার্য পরিণতি মৃত্যুকে এড়াতে পারে না, কেবল টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল। সংগত কারণেই এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। উদ্দীপকের তুষারের পূর্বপুরুষদের অবদানের ভেতর দিয়ে আলোচ্য কবিতার এ বিষয়টি ফুটে উঠেছে। তবে এছাড়া কবিতাটিতে কবি গ্রামীণ পটভূমিতে বর্ষা প্রকৃতির অনন্যসাধারণ চিত্র পা এঁকেছেন। উদ্দীপকে এর উল্লেখ নেই। সে বিবেচনায় উদ্দীপকটি আলোচ্য কবিতার সমগ্রতাকে ধারণ করতে পারেনি।
সোনার তরী কবিতার বিশ্লেষণ pdf
সোনার তরী কবিতার Pdf
সরল উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা – শ্রেণী – একাদশ
সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
ভানুসিংহ
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।খুব উপকৃত হলাম পড়ে।অন্যান্য কবিতা কিংবা গল্পের বহুরনির্বাচনি প্রশ্ন নাই আপনাদের কাছে।থাকলে খুব উপকৃত হতাম।