মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর | মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

শেখার সেতু দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

যে টি অমিল গোল করি।
ব ব ব ব ধ ব ব
উত্তর- ব ব ব ব( ধ )ব ব

অ ত ত ত ত ত ত
উত্তর -(অ) ত ত ত ত ত ত

খ খ ঘ খ খ খ খ
উত্তর – খ খ ( ঘ ) খ খ খ খ

ধ ধ ধ ধ ক ধ ধ
উত্তর- ধ ধ ধ ধ (ক) ধ ধ

দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর

ষ ষ ষ য় ষ ষ ষ
উত্তর-ষ ষ ষ (য়) ষ ষ ষ

প প গ প প প প
উত্তর-প প( গ) প প প

দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর 2021

ছক থেকে শব্দ বানাই এবং ছবির নিচে লিখি
——————-
            |   ল  |
            ——-
ব          |   ট  |
            ——–
            |   ন  |
——————-

    ⚽️         

   বল                    বট                  বন

 

—————————–
   |   ব  |          |   ই  |
             ——-
            |   ক  |
             ——-
    |   জ  |          |  ল   |
——————————

উত্তর- বই বক কল জল কই

দ্বিতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর ২০২১

—————————–
   |   ব  |          |   ট |
             ——-
            |   ই  |
             ——-
    |   খ  |          |  ল   |
——————————

উত্তর- বই ইট খই খল টই


—————————–
   |   ন  |          |    ম |
             ——-
            |   ল  |
             ——-
    |   ব  |          |  ফ   |
——————————

উত্তর- নল বল মল ফল বন

২য় ধাপের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সমাধান

পাতা

শব্দ বানাই-

     ক       \               ——–
     ফ ——  \_ল        ——–
     জ —–  /              ——–
     ব      /                   ——-

উত্তর-
     ক       \                কল
     ফ ——  \_ল         ফল
     জ —–  /               জল
     ব      /                   বল

/———– ট    >       ——
         /———– ল     >      ——-
      ব ———— ক     >     ——–
         \———— ন    >      ——–
            \——— ই     >      ——–
               \——–র।    >    ——–
উত্তর-
          /———– ট    >       বট
         /———– ল     >      বল
      ব ———— ক     >      বক
         \———— ন    >       বন
            \——— ই     >       বই
               \——–র।    >     বর

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 2 বাংলা উত্তর

নীচের পাঠটি পড় এবং প্রশ্নগুলির উত্তর লেখো :

শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এল। ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন, এক পোড়ো মন্দির। জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুরদম আর পাঁঠার মাংস।

ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কী দেখতে পেলেন?

উত্তর : ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম একটি পোড়া মন্দির দেখতে পেলেন।

শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন?

উত্তর: শক্তিবাবু পোড়ো মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন।

সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো :

একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬টি সবুজ টুপি আছে। দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে।

উত্তর : দুটি মিলিয়ে দোকানে মোট ২৮ টি টুপি আছে।

আমাদের বাগানে ৪টি নারকেল গাছ আছে। প্রত্যেকটা গাছে ৫টি করে নারকেল হয়েছে। তাহলে মোট কয়টি নারকেল আছে?

উত্তর : প্রত্যেকটি গাছে ৫ টি করে নারকেল হলে বাগানে মোট ২০ টি নারকেল আছে।

২৪ জন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে। তিনটে নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে?

উত্তর : ৮ জন করে লোক উঠবে।

আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে ৬ ডজন পাকা কলা কিনল। ১ ডজনে ১২টা থাকে। তাহলে মোট কটা কলা কিনল?

উত্তর: আফরুজা মোট কলা কিনল ৭২ টা।

নিচের শব্দ গুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করো :

ক ) জল

উত্তর:

১. জলের আরেক নাম জীবন।

২. মাছ জলে থাকে।

৩. পৃথিবীর একভাগ স্থল তিন ভাগ জল।

খ) সবুজ

উত্তর :

১. সবুজ রঙ আমার খুব প্রিয়।

২. আকাশে সবুজ রঙের ঘুড়ি উড়ছে।

৩. গাছের পাতার রঙ সবুজ।

নীচের পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখাে:

উচ্ছের খেত থেকে কিসের শব্দ আসছে?

উত্তর: উচ্ছের খেত থেকে ঝিল্লির শব্দ আসছে ।

দরজার পাল্লাটা কেন ধড়াস ধড়াস করে পড়ছে?

উত্তর: দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে ।

বিড়ালটা কোথা থেকে ডাকছে?

উত্তর: বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে ।

এখানে কী কী পশু, পাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে?

উত্তর: এখানে পেঁচা, ঝিল্লি, বিড়াল এর উল্লেখ করা হয়েছে ।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

সহজ পথ | পর্ব 1 এবং 2 | রবীন্দ্রনাথ ঠাকুর | শিশুদের বই | বাংলা বই

সহজ পথ | পর্ব 1 এবং 2 | রবীন্দ্রনাথ ঠাকুর | শিশুদের বই | বাংলা বই

দ্বিতীয় শ্রেণির বাংলা বই.pdf [free download]

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।