WBBSE Geography, Bhugol | Prithibi Akti Groho Question Answer
নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান গুলি অতিসংক্ষিপ্ত (VSA), এবং ছোট (SA), সকল প্রশ্নের ক্ষেত্রে উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।
প্রশ্নোত্তর এবং সমাধান
- WBBSE Geography, Bhugol | Prithibi Akti Groho Question Answer
- কি আমাদের সূর্যকে মহাবিশ্বের একটি সাধারণ নক্ষত্র হিসেবে গড়ে তোলে?
- কোন স্বর্গীয় সংস্থাগুলো সৌরজগতের সদস্য?
- সৌরজগতের নয়টি গ্রহকে তাদের আকার অনুসারে সাজান।
- কেন গ্রহগুলো অস্বচ্ছ দেহ হয়ে আকাশে জ্বলজ্বল করে?
- পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে
- Class 9 ভূগোল ও পরিবেশ বই
- FAQ’s | পৃথিবী যে একটি গ্রহ
কি আমাদের সূর্যকে মহাবিশ্বের একটি সাধারণ নক্ষত্র হিসেবে গড়ে তোলে?
উত্তর: সীমাহীন মহাবিশ্বে বেশ কয়েকটি ছায়াপথ রয়েছে। প্রতিটি ছায়াপথ সূর্যের মতো লক্ষ লক্ষ তাক নিয়ে গঠিত। সুতরাং, সূর্য একটি সাধারণ নক্ষত্র যা অন্য অনেক নক্ষত্র থেকে আলাদা নয়।
কোন স্বর্গীয় সংস্থাগুলো সৌরজগতের সদস্য?
উত্তর: সৌরজগতের উপাদান: আমাদের সৌরজগত। সূর্য এবং এর নয়টি গ্রহ, বড় এবং ছোট, 63টি উপগ্রহ, গ্রহাণু নামক একটি বড় সংখ্যক খুব ছোট গ্রহ, লক্ষ লক্ষ অন্যান্য স্বর্গীয় বস্তু যাকে উল্কা বা শ্যুটিং স্টার বলা হয় এবং ধূমকেতুর সংখ্যা রয়েছে। এই সমস্ত উপাদানগুলি সূর্যের মহাকর্ষীয় টান দ্বারা একত্রিত হয়।
সৌরজগতের নয়টি গ্রহকে তাদের আকার অনুসারে সাজান।
উত্তর: বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হল বুধ। তাদের আকার অনুসারে গ্রহগুলি হল:
- বৃহস্পতি
- শনি
- নেপচুন
- ইউরেনাস
- পৃথিবী
- শুক্র
- প্লুটো
- মঙ্গল
- বুধ
কেন গ্রহগুলো অস্বচ্ছ দেহ হয়ে আকাশে জ্বলজ্বল করে?
উত্তর: Planryd হল অস্বচ্ছ স্বর্গীয় দেহ। তারা তাদের নিজস্ব কোন আলো বিকিরণ করে না কিন্তু সূর্য থেকে প্রতিফলিত আলো দিয়ে জ্বলে।
পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে
উত্তর: যে নির্দিষ্ট গতিতে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তিত হয়ে চলেছে, তাকে আহ্নিক গতি বা আবর্তন গতি বলা হয়। পৃথিবীর এই আহ্নিক গতি বা আবর্তন গতি চোখে দেখা না গেলেও পৃথিবীপৃষ্ঠে এই গতির এই গতির প্রভাবে দিনরাত্রি সংগঠন, নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতি বিক্ষেপ, জোয়ার-ভাটা সৃষ্টি, বায়ুচাপ বলয় সৃষ্টি, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে।
কিন্তু যদি পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হয় তাহলে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটবে-
দিন রাত্রি সংঘটন
নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার জন্য পৃথিবীতে পর্যায়ক্রমে দিন-রাত্রি সংঘটিত হয়।নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে তা সূর্যের আলোয় আলোকিত হয় এবং সেখানে হয় দিন। আবার এর ঠিক বিপরীত অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেখানে হয় রাত্রি।কিন্তু পৃথিবী যদি নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হয় তাহলে পৃথিবীর এক চির আলোকিত এবং আরেকদিক চির অন্ধকারাচ্ছন্ন থাকবে, পৃথিবীতে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হবে না।
নিয়ত বায়ুপ্রবাহের গতি বিক্ষেপ
পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে নিয়ত বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। অর্থাৎ বায়ু সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে পৃথিবীপৃষ্ঠে নিয়ত বায়ু প্রবাহের গতি বিক্ষেপের ঘটনা না ঘটে তা সরাসরি সমচাপরেখার সমকোণে উত্তর-দক্ষিণে প্রবাহিত হবে।
সমুদ্র স্রোতের দিক পরিবর্তন
পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ু প্রবাহের মতো পৃথিবীপৃষ্ঠে সমুদ্র স্রোতেরও দিক পরিবর্তন ঘটে। এক্ষেত্রে সমুদ্রস্রোতগুলিও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত নাা হলে পৃথিবীপৃষ্ঠে সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের ঘটনা ঘটতো না। সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকেে বেঁকে সোজাসুজি প্রবাহিত হতো।
জোয়ার ভাটা সৃষ্টি
প্রধানত চাঁদের আকর্ষণে পৃথিবীতে দিনে দুইবার জোয়ার-ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে যে স্থান যে সময়ে চাঁদের সামনে আসে তখন সেখানকার জলরাশি ফুলে ওঠে ও জোয়ার সৃষ্টি হয় এবং তার সমকোণে অবস্থিত সমুুদ্রের জলরাশি জোয়ারের টানে সরে যাওয়ার কারণে সেখানে ভাটার সৃষ্টি হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে এই রকম নিয়মিতভাবে পৃথিবী পৃষ্ঠে জোয়ার-ভাটা সৃষ্টির ঘটনা ঘটত নাা।
বায়ু চাপ বলয় সৃষ্টি
পৃথিবীতে মোট ৭ টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এইসব বায়ুচাপ বলয় সৃষ্টির ক্ষেত্রে আবর্তন গতির পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। যেমন-আবর্তন গতির প্রভাবে বায়ুপ্রবাহ বিক্ষিপ্ত হয়ে নিরক্ষীয় অঞ্চলে, সুমেরুবৃত্ত ও কুমেরু বৃত্তের সন্নিকটে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা, সুমেরু ও কুমেরু বিন্দুর সন্নিকটে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে এইসব স্থায়ী বায়ুচাপ বলয় সৃষ্টি বাধাপ্রাপ্ত হবে।
উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি
পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি সম্ভব হয়েছে। কারণ আবর্তন গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয়, যা উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে পৃথিবীর সূর্যের সম্মুখের অংশ চির আলোকিত এবং পৃথিবীর সূর্যের বিপরীত দিকের অংশ চির অন্ধকারাচ্ছন্ন থাকবে। ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর জন্ম ও বৃদ্ধি সম্ভবনা বিনষ্ট হবে।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
Class 9 ভূগোল ও পরিবেশ বই
প্রাদেশিক প্রকাশক ভূগোল ক্লাস-9 (পেপার, বাংলা, রঞ্জিত গৌরাঙ্গ)
FAQ’s | পৃথিবী যে একটি গ্রহ
কেন গ্রহগুলো অস্বচ্ছ দেহ হয়ে আকাশে জ্বলজ্বল করে?
উত্তর: Planryd হল অস্বচ্ছ স্বর্গীয় দেহ। তারা তাদের নিজস্ব কোন আলো বিকিরণ করে না কিন্তু সূর্য থেকে প্রতিফলিত আলো দিয়ে জ্বলে।
পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে
পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি সম্ভব হয়েছে। কারণ আবর্তন গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয়, যা উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে।