১০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি অধ্যায় উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Bangla | Kalinga Deshe Jhar Bristi | Question Answer

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান গুলি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA), সকল প্রশ্নের ক্ষেত্রে উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান
প্রশ্নপত্র

১০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি অধ্যায় উপর

কলিঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার কারণ কী?

উত্তর:- কালকেতুর জন্য প্রতিষ্ঠিত গুজরাট নগরে কলিঙ্গের প্রজাদের আনতে চেয়েছিলেন দেবী চণ্ডী। তাই কলিঙ্গে ঝড়-বৃষ্টির আয়োজন করেছিলেন।

“দেখিতে না পায় কেহ”- কেউ কিছু দেখতে পারছিল না কেন?

উত্তর:- কলিঙ্গের আকাশ চারিদিকে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছিল । সেই মেঘের রং এত কালো ছিল যে সূর্যের আলো দেখা যায়নি। তাই প্রজারা কেউ কারো অঙ্গ দেখতে পারছিল না।

“ডাকে উচ্চনাদে”- কে কোথায় উচ্চ নাদে ডেকেছিল?

উত্তর:- কলিঙ্গে ধেয়ে আসা মেঘ উচ্চনাদে  অর্থাৎ প্রচণ্ড গর্জনে তার আগমনী বার্তা জানিয়ে দিয়েছিল।

” কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি”- ‘জৈমিনি’- কে?

উত্তর:- জৈমিনি হলেন ব্যাসের শিষ্য। তার রচিত মহাভারত  ‘জৈমিনি মহাভারত’ নামে পরিচিত ।তার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

“উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত”- প্রজাদের ‘চমকিত’ হওয়ার কারণ কী?

উত্তর:-অকালে ঝড়-বৃষ্টিতে কলিঙ্গদেশ ভেসে গিয়েছিল। সমস্ত ফসল নষ্ট হয়েছিল। যা দেখে প্রজারা চমকিত  হয়েছিল।

“চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ”- অষ্টগজরাজ কিভাবে জল দেয়?

উত্তর:-মুকুন্দ চক্রবর্তী প্রকৃতিকে নানান উপমা ও চিত্রকল্পের সাহায্যে উপস্থাপন করেছেন। এখানেও চারিদিকে মেঘের বৃষ্টিপাতকে অষ্ট গজরাজের জল দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

” গর্ত ছাড়ি ভুজঙ্গ”- ভুজঙ্গের গর্ত ছাড়ার কারণ কী?

উত্তর:- প্রচন্ড জলের স্রোতে কলিঙ্গদেশের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। জলের তলায় ডুবে গিয়েছিল ভুজঙ্গের গর্ত অর্থাৎ সাপের গর্ত । তাই সে গর্ত ত্যাগ করেছিল।

চণ্ডীর আদেশে নদনদীগণ কী করেছিল?

উত্তর:- চণ্ডীর আদেশে অশান্ত নদনদীগণ প্রবল স্রোতসহ কলিঙ্গদেশের মধ্যে প্রবেশ করেছিল। ফলে সেখানে সবকিছু প্লাবিত হয়েছিল।

” কারো কথা শুনতি না পায় কোনো জন”- এর কারণ কী?

উত্তর:-কলিঙ্গে এত ভয়ঙ্কর শব্দে মেঘের গর্জন হচ্ছিল যে কারো কথা কেউ শুনতে পাচ্ছিলেন না। ফলে প্রজারা  ভেবেছিল মহাপ্রলয় আরম্ভ হয়েছে।

” পথ হইল হারা”- পথ কীভাবে হারাল?

উত্তর:- প্রবল বৃষ্টিতে কলিঙ্গ নিমজ্জিত হয়েছিল। স্থলপথ জলমগ্ন হয়েছিল। ফলে পথ হারিয়ে গিয়েছিল।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আশ্বিনের ঝড় কাকে বলে

শরৎকালে পূর্ব উপকূলে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে মাঝে মাঝে প্রবল ঘূর্ণিঝড় বা সাইক্লোনের আবির্ভাব ঘটে। একে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় বলে।

নামকরণ-পশ্চিমবঙ্গে আশ্বিন মাসে এই ঝড়-বৃষ্টি হয় বলে একে আশ্বিনের ঝড় বলা হয়।

সৃষ্টি-সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অক্টোবর-নভেম্বর মাসের প্রথম দিক পর্যন্ত সময়ে মধ্য এশিয়ার তাপমাত্রা ক্রমশ কমতে থাকায় গ্রীষ্মকালে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রটি ক্রমশ দুর্বল হতে থাকে এবং একটি দুর্বল উচ্চচাপ ওই নিম্নচাপের স্থান দখল করে।এই সময় কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায় না। এর ফলে ভারতের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে প্রত্যাবর্তনকারী শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা স্থলবায়ু এবং উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা সমুদ্র বায়ু প্রবাহের মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে এক শক্তিশালী ঘূর্ণবাতের উৎপত্তি হয়। এই ঘূর্ণবাতের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা ইত্যাদি ভারতের পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলিতে যে প্রবল ঝড় বৃষ্টি হয়, তাকে আশ্বিনের ঝড় বলে।

বৈশিষ্ট্য-

  • ১)বঙ্গোপসাগর থেকে আসা শক্তিশালী ঘূর্ণবাতের প্রভাবে আশ্বিনের ঝড় সৃষ্টি হয়।
  • ২)এই ঝড়ের প্রভাবে ভারতের বঙ্গোপসাগরের উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রবাল ঝড় বৃষ্টি হয়।
  • ৩)এই ঝড়ের প্রভাবে বায়ুমন্ডলের উষ্ণতা হঠাৎ কমে যায়।
  • ৪)আশ্বিনের ঝড় ভারতের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলিতে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি করে।

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা pdf

প্রান্তিক পূবালিশের বাঙ্গালী ক্লাস সিক্স প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা


প্রান্তিক পূবালিশের বাঙ্গালী ক্লাস সিক্স প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা

Q1. “চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ”- অষ্টগজরাজ কিভাবে জল দেয়?

উত্তর:-মুকুন্দ চক্রবর্তী প্রকৃতিকে নানান উপমা ও চিত্রকল্পের সাহায্যে উপস্থাপন করেছেন। এখানেও চারিদিকে মেঘের বৃষ্টিপাতকে অষ্ট গজরাজের জল দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

Q2. কলিঙ্গের রাজধানীর নাম কি

Ans – রাজধানী মূলত কলিঙ্গনগরে (আধুনিক মুখলিঙ্গম) অবস্থিত ছিল এবং পরে 12 শতকে অনন্তবর্মন চোদাগঙ্গার রাজত্বকালে কটকে (আধুনিক কটক) স্থানান্তরিত হয়।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।