Model Activity Task Class 10 Physical Science Part 2

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Padarth Vigyan, পদার্থ বিজ্ঞান | Padartha | Question Answer

সূচিপত্র

Model Activity Task Class 10 Physical Science Part 2

পদার্থের, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য কে দায়ী

উত্তর: এক ধরণের পদার্থের অন্য ধরণের পরিবর্তন (বা পরিবর্তনের অক্ষমতা) একটি রাসায়নিক সম্পত্তি। রাসায়নিক বৈশিষ্ট্যের উদাহরণগুলির মধ্যে রয়েছে জ্বলনযোগ্যতা, বিষাক্ততা, অম্লতা, প্রতিক্রিয়াশীলতা (অনেক ধরণের) এবং জ্বলনের উত্তাপ।

রাসায়নিক পদার্থের নাম ও সংকেত

সাধারণ নামরাসায়নিক নামরাসায়নিক সংকেত
মার্শ গ্যাসমিথেনCHA 4
বুজফেরিক অক্সাইডFe2O3
ম্যাগনেসিয়ামম্যাগনেসিয়াম অক্সাইডMg (OH)2
মিল্ক অফ ম্যাগনেসিয়াম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডMg(OH)
নাইট্রোলিমক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণCaNCN + C
নাইটারপটাসিয়াম নাইট্রেটKNO3
নেসলার বিকারকK2Hgl4 ও KOH এর মিশ্রণ
ওলিয়ামধূমায়মান সালফিউরিক অ্যাসিডH2S2 O7
অয়েল অফ ভিট্রিয়লগাঢ় H2SO4H₂SO4
ফসজিন গ্যাসকার্বনিল ক্লোরাইডCOCl2
প্লাস্টার অফ প্যারিসক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট2CaSO4, H2O
প্রডিউসার গ্যাসCO ও N2-এর মিশ্রণCO + N2
দার্শনিকের উলজিঙ্ক অক্সাইডZnO
পোড়া চুনক্যালসিয়াম অক্সাইডCaO
গ্রীন ভিট্রিয়লসোদক ফেরাস সালফেটFeSO4, 7H₂O
গান পাউডারপটাসিয়াম নাইট্রেটKNO3+S+চারকোল
হাইপোসোদক সোডিয়াম থায়োসালফেটNa2,S2,O3, 5H,O
হর্ন সিলভারসিলভার ক্লোরাইডAgCl
হাইড্রোলিথক্যালসিয়াম হাইড্রাইডCaH₂
ভারী জলজয়েটেরিয়াম হাইড্রাইডD2,O
লিথো ফোনজিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণZnS + BaSO4
মোজেইক গোল্ডস্ট্যানিক সালফাইডSNS2
মিল্ক অফ লাইমক্যালসিয়াম হাইড্রক্সাইডCa(OH)₂
মোর লবণফেরাস অ্যামোনিয়াম সালফেটFeSO4 (NH4)2. SO4, 6H2,O
ক্রায়োলাইটসোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লওরাইডNa3, AIF 6
ক্রোম অ্যালামসোদক পটাসিয়াম ও ক্রোমিয়াম সালফেটK2, SO4, Cr2, (SO4)3 24H2,O
ক্রোম ইয়েলোলেড ক্রোমেটPbCrO 4
মার্বেল পাথরক্যালসিয়াম কার্বনেটCaCO3
কার্বোরাণ্ডামসিলিকন কার্বাইডSIC
হোয়াইট লেডক্ষারীয় লেড কার্বনেট2PbCO3, Pb(OH)2
হোয়াইট ভিট্রিয়লজিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটZnSO4, 7H O
ভিট্রওসিলসিলিকন ডাইঅক্সাইডSiO2
জিঙ্ক হোয়াইটজিঙ্ক অক্সাইডZnO
জিঙ্ক ব্লেণ্ডজিঙ্ক সালসাইডZnS
মাস্টার্ড গ্যাসডাইক্লোরো ডাইইথাইল সালফাইড(CIH2 C-CH2)2S
কুইক সিলভারপারদHg
অ্যালাম বা ফটকিরিসোদক পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেটHg K2SO4, Al2(SO4)3 24H2O
নির্জল অ্যালকোহল100% ইথাইল অ্যালকোহলC2H5OH
বোরাক্সসোডিয়াম টেট্রাবোরেট ডেকা হাইড্রেটNa2 B4 O7, 10H2 O
ব্লিচিং পাউডারক্যালসিয়াম ক্লোরোহাইপো ক্লোরাইটCa(OCI)CI
ব্লু ভিট্রিওল বা তুঁতেসোদক কপার সালফেটCUSO4, 5H₂O
ব্রিমস্টোনসালফারS8
চিলি সল্টপিটারসোডিয়াম নাইট্রেটNaNO3
কস্টিক সোডাসোডিয়াম হাইড্রক্সাইডNaOH
কস্টিক পটাসপটাসিয়াম হাইড্রক্সাইডKOH
অ্যাক্ৰাইলো নাইট্রাইলভিনাইল সায়ানাইডCH₂=CH-CN
অ্যাসপিরিনঅ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডC6H4(OCOCH3) COOH
বেকিং পাউডারসোডিয়াম বাই কার্বনেটNaHCO3
ব্যারাইটা ওয়াটারবেরিয়াম হাইড্রক্সাইডBa(OH)2, 8H2O
ক্যালোমেলমারকিউরাস ক্লোরাইডHg₂ Cl₂
শুস্ক বরফকঠিন কার্বন ডাই অস্কাইডCO2 (কঠিন)
DDTডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেনCCI, CH(C6H4CI)2
এপসম সল্টসোদক ম্যাগনেসিয়াম সালফেটMgSO4, 7H2O
ফিউসন মিশ্রণসোডিয়াম কার্বনেট ও পটাসিয়াম কার্বনেটের মিশ্রণNa₂CO3 + K₂CO
ফ্রিয়ন ১২ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেনCF2Cl2
ফেরিক অ্যালামপটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটK2SO4, Fe2(SO4 )3 , 24H₂0
গ্লবার লবণসোদক পটাসিয়াম এবং ফেরিক সালফেটNa2SO4, 10H2O
জিপসামসোদক ক্যালসিয়াম সালফেটCaSO4, 2H2O
রাসায়নিক পদার্থের নাম ও সংকেত

বর্জ্য পদার্থ, বজ্য পদার্থ কাকে বলে, এমন একটা বর্জ্য পদার্থ, বজ্র পদার্থ কাকে বলে, বজ্র পদার্থ, বজ্য পদার্থ

উত্তর: বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে সব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না, তাকে বর্জ্য বলে।

বর্জ্য পদার্থের প্রকারভেদ (Types of waste) : বিভিন্ন কারণে পরিবেশে নানা প্রকারের বর্জ্য উৎপন্ন হয়ে থাকে । বর্জ্য পদার্থ তিন প্রকার, যেমন— (ক) কঠিন বর্জ্য, (খ) তরল বর্জ্য ও (গ) গ্যাসীয় বর্জ্য ।

  • (ক) কঠিন বর্জ্য (Solid waste) : অব্যবহার্য ও অপ্রয়োজনীয় কঠিন পদার্থগুলিকে কঠিন বর্জ্য বলে । গৃহস্থালির আবর্জনা, পৌর আবর্জনা, ভাঙ্গা প্লাস্টিক, ভাঙ্গা কাচ, ধাতব টুকরো, ওষুধের প্যাকেট, ইঞ্জেকশন সিরিঞ্জ প্রভৃতি হল কঠিন বর্জ্য । এই প্রকার বর্জ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান বেশি থাকলে তা মাটি ও বাস্তুতন্ত্রের সাংঘাতিক ক্ষতি করে ।
  • (খ) তরল বর্জ্য (Liquid waste) : ব্যবহৃত তরল পদার্থের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর অবশিষ্টাংশকে তরল বর্জ্য বলে । বর্জ্যজল, গ্রিজ, স্নেহপদার্থ, রান্নার পোড়া তেল, স্নান ও শৌচাগারের জল, প্রাণীর মলমূত্র, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল ইত্যাদি হল উল্লেখযোগ্য তরল বর্জ্য । এছাড়া বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিককেন্দ্র থেকে তেজস্ক্রিয় তরল বর্জ্য পদার্থ নির্গত হয় ।
  • (গ) গ্যাসীয় বর্জ্য (Gaseous waste) : গ্যাস রূপে নির্গত দূষিত বর্জ্যকে গ্যাসীয় বর্জ্য বলে । কলকারখানা, বিদ্যুৎ শক্তিকেন্দ্র, গাড়ির ইঞ্জিন প্রভৃতির ধোঁয়ায় নিঃসৃত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অন্যান্য গ্যাসের মিশ্রিত দূষিত কণা গ্যাসীয় বর্জ্য হিসাবে অতি সহজেই বায়ুদূষণ ঘটায় ।

বিষক্রিয়ার ওপর ভিত্তি করে বর্জ্য পদার্থকে দুভাগে ভাগ করা যায় । যেমন — (ক) বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য ।

  • (ক) বিষাক্ত বর্জ্য (Toxic waste) : যে সকল বর্জ্য মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের চরম ক্ষতি করে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, তাদের বিষাক্ত বর্জ্য বলে । এই প্রকার বর্জ্যগুলি পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতির ইঙ্গিত দেয়, তাই এই বর্জ্যগুলিকে বিপজ্জনক বর্জ্যও বলা হয় । বিষাক্ত বর্জ্যগুলি কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে । যন্ত্রশিল্প, নির্মাণশিল্প, মোটরগাড়ি নির্মাণ, পরীক্ষাগার, হাসপাতাল প্রভৃতি ক্ষেত্র থেকে বিষাক্ত বর্জ্য নির্গত হয় ।
  • (খ) বিষহীন বর্জ্য (Non-toxic waste) : যে বর্জ্যগুলিকে সঠিকভাবে বিয়োজিত করলে পরিবেশের ওপর অনেক কম ক্ষতিকর প্রভাব পড়ে, তাদের বিষহীন বর্জ্য বলে । অফিস, রেস্টুরেন্ট এবং স্কুল-কলেজের বর্জ্য, পরিতক্ত খাবার, ফলের খোসা, শাকসবজি, ছেঁড়া কাগজ, ছেঁড়া কাপড় প্রভৃতি বিষহীন বর্জ্য ।

কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে

উত্তর: কঠিন পদার্থে গঠিত যে সমস্ত দ্রব্য কিছুদিন ব্যহারের পর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে সেই সমস্ত দ্রব্যকে কঠিন বর্জ্য বলে। যেমন- ভাঙা বা পুরানো কাঠ, প্লাই, প্লাস্টিক, কাচ, বাড়ির ভাঙা দ্রব্য ইত্যাদি।

পলিথিন একটি কি পদার্থ, পলিথিন কি পদার্থ

উত্তর: পলিইথিলিন বা পলিথিন (সংক্ষেপে পিই; ইউপ্যাক নাম: পলিথিন বা পলি(মিথাইলিন)) হলো বর্তমানে ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্লাস্টিক। এটি একটি রৈখিক আকৃতির, মানুষের তৈরি, সংযোজী ও সম-পলিমার পদার্থ। এটিকে প্রাথমিকভাবে মোড়কজাতকরণের জন্য ব্যবহার করা হত।

উদগ্রাহী পদার্থ কাকে বলে, উদগ্রাহী পদার্থ

উত্তর: কোনো কোনো কেলাস সাধারণ উষ্ণতায় খোলা বাতাসে রেখে দিলে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে শোষিত জলে দ্রবীভূত হয়ে অবশেষে একেবারে জলীয় দ্রবণে পরিণত হয় । এই রকম কেলাসকে উদগ্রাহী কেলাস বলে এবং প্রক্রিয়াটিকে উদগ্রহ ( deliquescence ) বলে ।

প্রক্রিয়া যার মাধ্যমে একটি পদার্থ বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা শোষণ করে যতক্ষণ না এটি শোষিত জলে দ্রবীভূত হয় এবং একটি দ্রবণ তৈরি করে। যখন দ্রবণ তৈরি হয় তার বাষ্পের চাপ বাতাসে জলীয় বাষ্পের আংশিক চাপের চেয়ে কম হয় তখন Deliquescence ঘটে।

উদগ্রাহী পদার্থ উদাহরণ

উত্তর: ক্যালসিয়াম ক্লোরাইড ( CaCl2 ) , ম্যাগনেসিয়াম ক্লোরাইড ( MgCl2 ) প্রভৃতি হল উদগ্রাহী পদার্থ উদাহরণ ।

খোলা বাতাসে রেখে দিলে এরা বায়ুর জলীয় বাষ্প শোষণ করে সেই জলে দ্রবীভূত হয়ে যায় । সাধারণ লবণে MgCl2 মিশে থাকে , তাই এটি খোলা বাতাসে রেখে দিলে বায়ুর জলীয় বাষ্প শোষণ করে সামান্য পরিমাণে এবং সেই জলে গলে যায় ।

জৈব পদার্থ কাকে বলে

উত্তর: জৈব পদার্থ হলো যা রাসায়নিকভাবে কার্বন এবং এর মৌলিক পরমাণুর চারপাশে গঠিত। এটি মাটির প্রথম স্তর গঠন করে এবং ক্ষয়কারী জীব এবং অবশিষ্টাংশের সমন্বয়ে গঠিত যা গাছগুলিকে বাঁচতে সক্ষম হওয়ার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

সহজ ভাষায় বললে, কার্বন এবং তার শ্রেনীর অন্যসকল জাতক যৌগগুলোই হলো জৈব পদার্থ। এদেরকে মাটির নিচে পাওয়া যায়।

যে সমস্ত পদার্থ জীব কোষ থেকে তৈরি হয় তাকে জৈব পদার্থ বলে সাধারণত এদের উপাদানে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার প্রভৃতি মৌলিক পদার্থ থাকে তবে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব, প্রথম যে জৈব পদার্থ তৈরি করা হয়েছিল তা ছিল ইউরিয়া।

মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ

উত্তর: গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । যেমন : কার্বনিক অ্যাসিড (H2CO3), অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন হয় কিসের দ্বারা

উত্তর: যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়।

কোন পদার্থ যা দ্রবণে দ্রবীভূত হয়ে আয়নে বিশ্লিষ্ট হয়, তাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা থাকে। সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং ফসফেট এমন তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ।

ইলেক্ট্রনীয় পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে পার্থক্য লিখ। অথবা, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য লিখ ।

উত্তর: ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্যঃ

ধাতব পরিবাহীতড়িৎ বিশ্লেষ্য পরিবাহী
ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। অণু পরমাণুর স্থানান্তর হয় না।আয়নের চলাচলে তড়িৎ পরিবাহিতা ঘটে।
তড়িৎ প্রবাহের সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে না। শুধুমাত্র তাপের উদ্ভব ঘটে। এটি ভৌত পরিবর্তন।তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং তাপের উদ্ভব ঘটে।
ইলেক্ট্রন প্রবাহের বিপরীত দিককে ‍বিদ্যুৎ প্রবাহের দিক হিসেবে ধরে নেয়া হয়।তড়িৎ প্রবাহ ঘটে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে।
তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহিতা হ্রাস পায়। কারণ এর ফলে রোধ বৃদ্ধি পায়।তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
চাপের কোন প্রভাব নেই।বাহ্যিক চাপ বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়।
ওহ্‌মের সূত্র প্রযোজ্য।ফ্যারাডের সূত্র প্রযোজ্য।
ইলেক্ট্রনীয় পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে পার্থক্য

মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয় কেন

উত্তর: গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । যেমন : কার্বনিক অ্যাসিড (H2CO3), অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও

উত্তর:- গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের বেশি সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । যেমন : হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে কি

উত্তরঃ- তড়িৎ বিশ্লেষণের জন্য বিপরীতধর্মী আয়নের উপস্থিতি আবশ্যক। মৌলিক পদার্থ গুলি বিপরীতধর্মী আয়নে বিভাজিত হয় না। তাই মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়।

একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম

উত্তর: যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়।

  • একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল-CH3COOH
  • একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হল—-NaOH
  • একটি তীব্র অবিশ্লেষ্য হল—চিনির দ্রবণ, পারদ।

একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখ

উত্তর: একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হল চিনি।

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়

উত্তর: যে সমস্ত পদার্থগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না এবং তড়িৎ পরিবহন করতে পারে না, তাদের তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ বলে । যেমন— চিনির দ্রবণ, গ্লিসারিন, পেট্রোল, কেরোসিন, ইথার, বেঞ্জিন, অ্যালকোহল তড়িৎ পরিবহন করে না । এরা সব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ ।

তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না ।

তড়িৎ পরিবাহিতা ও তড়িৎ বিশ্লেষণ

তরল পদার্থ মাপার একক

উত্তর: ব্যারেল হচ্ছে তরল পদার্থ মাপার একক ।

পদার্থের চতুর্থ অবস্থার নাম কি

উত্তর: প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা (কঠিন, তরল ও বায়বীয়র পর)। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান।

বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে

উত্তর: রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বিকারক বা বিক্রিয়ক পদার্থ বলা হয়। অপরদিকে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যেসব পদার্থ উৎপন্ন হয়, তাদের বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ বলা হয়। রাসায়নিক বিক্রিয়া বিকারক পদার্থগুলোর মধ্যে ইলেকট্রনের আদান-প্রদানের ফলে হয়ে থাকে।

রঞ্জক পদার্থ কি

উত্তর: কোশ ও কোশের ভিতরকার বিভিন্ন অঙ্গাণুর গঠন ভালোভাবে জানা ও বোঝার জন্য যেসব রঙিন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তাদের রঞ্জক পদার্থ বলে। যেমন— ক্ষারীয় রঞ্জক :-১) অরসিন, ২) কারমিন, ৩) মিথিলিন ব্লু ইত্যাদি।

জলাকর্ষী পদার্থ কাকে বলে

উত্তর: কিছু কিছু পদার্থকে খোলা বাতাসে রেখে দিলে অথবা কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে রেখে দিলে এরা বাতাস বা আর্দ্র বস্তু থেকে জলশোষণ করে নেয় কিন্তু ওই শোষিত জলে এরা দ্রবীভূত হয় না । এই জাতীয় পদার্থকে জলাকর্ষী পদার্থ ( hygroscopic matter ) বলে ।

মোটর গাড়ির ধোঁয়ায় কোন পদার্থ পাওয়া যায়

উত্তর: গাড়ির ধোঁয়ার একটা বড় উপাদান কার্বন মনোক্সাইড। কোনও জ্বালানি সম্পূর্ণ না জ্বললে কার্বন মনোক্সাইড তৈরি হয়। কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে রক্তে মিশলে রক্তে কার্বোক্সি হিমোগ্লোবিন তৈরি করে। যার পরিমাণ রক্তে বেড়ে গেলে মানুষের মৃত্যুও ঘটতে পারে।

যে পদার্থ, কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বোচ্চ

উত্তর: কোন পদার্থের একক ভরের উষ্ণতায এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।

1 কিলোগ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমান তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এর একক হল জুল/কেজি/ডিগ্রী সেন্টিগ্রেড।

জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। জলের আপেক্ষিক তাপ 1 । বিভিন্ন উপাদানের বস্তুর এই তাপ বিভিন্ন হয়।

জলের আপেক্ষিক তাপ বেশি তাই ওর তাপ ধরে রাখার ক্ষমতা বেশি।সেই জন্য গরম সেঁক দেওয়ার কাজে বোতলে বা রবারের ব্যাগের মধ্যে গরম জল ভরে ব্যবহার করা হয়। আবার পারদের আপেক্ষিক তাপ কম; তাই পারদ এর তাপ ধারণ ক্ষমতা কম, সেজন্য থার্মোমিটারে পারদ কি তরল পদার্থ রূপে ব্যবহার করা সুবিধাজনক। আবার দেখা যায় একই পদার্থের বিভিন্ন অবস্থায় আপেক্ষিক তাপ বিভিন্ন হয়। যেমন জলের আপেক্ষিক তাপ বেশি অথচ বরফের আপেক্ষিক তাপ কম।

চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও

উত্তর: যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, সে সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে । সহজ ভাবে বলা যায়, লোহা ও লোহার যৌগ এবং লোহা ও ইস্পাত যুক্ত সংকর ধাতুসমুহকে চৌম্বক পদার্থ বলে।

চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য

উত্তর: চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য নিম্নরূপ–

চুম্বকচৌম্বক পদার্থ
চুম্বকের দুই প্রান্তে দুটি মেরু আছে।চৌম্বক পদার্থের মেরু নেই।
কোন চুম্বকের মেরু অপর চুম্বকের সমমেরু দ্বারা বিকর্ষিত হয়।চৌম্বকের উভয় মেরু দ্বারা আকর্ষিত হয়।
চুম্বক দ্বারা চৌম্বক পদার্থে আবেশ সৃষ্টি করা যায়।চৌম্বক পদার্থ দ্বারা চৌম্বক আবেশ সৃষ্টি করা যায় না।
চুম্বকের আকর্ষণী ও দিকদর্শী ধর্ম আছে।চৌম্বক পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ধর্ম নেই।
নানা কারণে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে।এর চুম্বকত্ব নাই তাই নষ্ট হবার প্রশ্ন উঠে না।
চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য

যৌগিক পদার্থ কাকে বলে

উত্তরঃ যে পদার্থ দুই বা ততােধিক মৌল নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় বা যে পদার্থকে বিশ্লিষ্ট করলে ভিন্নধর্মী দুই বা ততােধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের উদাহরণ হল জল, চিনি, লবন, অ্যামোনিয়া, চক।

পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

YearNobel Prize Winners NameGenderCitizenshipBorn
2022Alain AspectMaleFrance1947
2022John Francis ClauserMaleUnited States1942
2022Anton ZeilingerMaleAustria1945
2021Syukuro ManabeMaleJapan1931
2021Klaus HasselmannMaleGermany1931
2021GiorgioParisiMaleItaly1948
2020RogerPenroseMaleUnited Kingdom1931
2020ReinhardGenzelMaleGermany1952
2020AndreaGhezFemaleUnited States1965
2019Phillip James Edwin (Jim)PeeblesMaleCanada1935
2019MichelMayorMaleSwitzerland1942
2019DidierQuelozMaleSwitzerland1966
2018ArthurAshkinMaleUnited States1922
2018GérardMourouMaleFrance1944
2018DonnaStricklandFemaleCanada1959
2017RainerWeissMaleUnited States1932
2017Barry C.BarishMaleUnited States1936
2017Kip S.ThorneMaleUnited States1940
2016David JamesThoulessMaleUnited Kingdom1934
2016Frederick Duncan M.HaldaneMaleUnited Kingdom1951
2016John MichaelKosterlitzMaleUnited Kingdom1942
2015Arthur B.McDonaldMaleCanada1943
2015TakaakiKajitaMaleJapan1959
2014IsamuAkasakiMaleJapan1929
2014HiroshiAmanoMaleJapan1960
2014ShujiNakamuraMaleJapan1954
2013François EnglertMaleBelgium1932
2013Peter W. HiggsMaleUnited Kingdom1929
2012Serge HarocheMaleFrance1944
2012David J.WinelandMaleUnited States1944
2011Saul PerlmutterMaleUnited States1959
2011Brian P.SchmidtMaleUnited States1967
2011Adam G.RiessMaleUnited States1969
2010AndreGeimMaleRussia1958
2010KonstantinNovoselovMaleRussia1974
2009Willard S.BoyleMaleCanada1924
2009Charles K.KaoMaleChina1933
2009George E.SmithMaleUnited States1930
2008MakotoKobayashiMaleJapan1944
2008ToshihideMaskawaMaleJapan1940
2008YoichiroNambuMaleUnited States1921
2007AlbertFertMaleFrance1938
2007PeterGrünbergMaleGermany1939
2006John C.MatherMaleUnited States1946
2006George F.SmootMaleUnited States1945
2005Roy J.GlauberMaleUnited States1925
2005John L.HallMaleUnited States1934
2005Theodor W.HänschMaleGermany1941
2004David J.GrossMaleUnited States1941
2004H. DavidPolitzerMaleUnited States1949
2004FrankWilczekMaleUnited States1951
2003Alexei A.AbrikosovMaleUnited States1928
2003Vitaly L.GinzburgMaleRussia1916
2003Anthony J.LeggettMaleUnited Kingdom1938
2002RaymondDavis Jr.MaleUnited States1914
2002RiccardoGiacconiMaleUnited States1931
2002MasatoshiKoshibaMaleJapan1926
2001Eric A.CornellMaleUnited States1961
2001WolfgangKetterleMaleGermany1957
2001Carl E.WiemanMaleUnited States1951
2000Zhores I.AlferovMaleRussia1930
2000Jack S.KilbyMaleUnited States1923
2000HerbertKroemerMaleGermany1928
1999Gerardus’t HooftMaleNetherlands1946
1999Martinus J.G.VeltmanMaleNetherlands1931
1998Robert B.LaughlinMaleUnited States1950
1998Horst L.StörmerMaleGermany1949
1998Daniel C.TsuiMaleUnited States1939
1997StevenChuMaleUnited States1948
1997ClaudeCohen-TannoudjiMaleFrance1933
1997William D.PhillipsMaleUnited States1948
1996David M.LeeMaleUnited States1931
1996Douglas D.OsheroffMaleUnited States1945
1996Robert C.RichardsonMaleUnited States1937
1995Martin L.PerlMaleUnited States1927
1995FrederickReinesMaleUnited States1918
1994Bertram N.BrockhouseMaleCanada1918
1994Clifford G.ShullMaleUnited States1915
1993Russell A.HulseMaleUnited States1950
1993Joseph H.Taylor Jr.MaleUnited States1941
1992GeorgesCharpakMaleFrance1924
1991Pierre-Gillesde GennesMaleFrance1932
1990Jerome I.FriedmanMaleUnited States1930
1990Henry W.KendallMaleUnited States1926
1990Richard E.TaylorMaleCanada1929
1989Hans G.DehmeltMaleUnited States1922
1989WolfgangPaulMaleGermany1913
1989Norman F.RamseyMaleUnited States1915
1988Leon M.LedermanMaleUnited States1922
1988MelvinSchwartzMaleUnited States1932
1988JackSteinbergerMaleUnited States1921
1987J. GeorgBednorzMaleGermany1950
1987K. AlexMüllerMaleSwitzerland1927
1986GerdBinnigMaleGermany1947
1986HeinrichRohrerMaleSwitzerland1933
1986ErnstRuskaMaleGermany1906
1985Klausvon KlitzingMaleGermany1943
1984CarloRubbiaMaleItaly1934
1984Simonvan der MeerMaleNetherlands1925
1983SubramanyanChandrasekharMaleUnited States1910
1983William A.FowlerMaleUnited States1911
1982Kenneth G.WilsonMaleUnited States1936
1981NicolaasBloembergenMaleUnited States1920
1981Arthur L.SchawlowMaleUnited States1921
1981Kai M.SiegbahnMaleSweden1918
1980JamesCroninMaleUnited States1931
1980ValFitchMaleUnited States1923
1979SheldonGlashowMaleUnited States1932
1979AbdusSalamMalePakistan1926
1979StevenWeinbergMaleUnited States1933
1978PyotrKapitsaMaleSoviet Union1894
1978ArnoPenziasMaleUnited States1933
1978Robert WoodrowWilsonMaleUnited States1936
1977Philip W.AndersonMaleUnited States1923
1977Sir Nevill F.MottMaleUnited Kingdom1905
1977John H.van VleckMaleUnited States1899
1976BurtonRichterMaleUnited States1931
1976Samuel C.C.TingMaleUnited States1936
1975Aage N.BohrMaleDenmark1922
1975Ben R.MottelsonMaleDenmark1926
1975JamesRainwaterMaleUnited States1917
1974AntonyHewishMaleUnited Kingdom1924
1974MartinRyleMaleUnited Kingdom1918
1973LeoEsakiMaleJapan1925
1973IvarGiaeverMaleUnited States1929
1973Brian D.JosephsonMaleUnited Kingdom1940
1972JohnBardeenMaleUnited States1908
1972Leon N.CooperMaleUnited States1930
1972RobertSchriefferMaleUnited States1931
1971DennisGaborMaleUnited Kingdom1900
1970HannesAlfvénMaleSweden1908
1970LouisNéelMaleFrance1904
1969MurrayGell-MannMaleUnited States1929
1968LuisAlvarezMaleUnited States1911
1967HansBetheMaleUnited States1906
1966AlfredKastlerMaleFrance1902
1965Richard P.FeynmanMaleUnited States1918
1965JulianSchwingerMaleUnited States1918
1965Sin-ItiroTomonagaMaleJapan1906
1964Nicolay G.BasovMaleSoviet Union1922
1964Aleksandr M.ProkhorovMaleSoviet Union1916
1964Charles H.TownesMaleUnited States1915
1963MariaGoeppert-MayerFemaleUnited States1906
1963J. Hans D.JensenMaleGermany1907
1963EugeneWignerMaleUnited States1902
1962LevLandauMaleSoviet Union1908
1961RobertHofstadterMaleUnited States1915
1961RudolfMössbauerMaleGermany1929
1960Donald A.GlaserMaleUnited States1926
1959OwenChamberlainMaleUnited States1920
1959EmilioSegrèMaleUnited States1905
1958Pavel A.CherenkovMaleSoviet Union1904
1958Il´ja M.FrankMaleSoviet Union1908
1958Igor Y.TammMaleSoviet Union1895
1957Tsung-DaoLeeMaleChina1926
1957Chen NingYangMaleChina1922
1956JohnBardeenMaleUnited States1908
1956Walter H.BrattainMaleUnited States1902
1956William B.ShockleyMaleUnited States1910
1955PolykarpKuschMaleUnited States1911
1955Willis E.LambMaleUnited States1913
1954MaxBornMaleUnited Kingdom1882
1954WaltherBotheMaleGermany1891
1953FritsZernikeMaleNetherlands1888
1952FelixBlochMaleUnited States1905
1952E. M.PurcellMaleUnited States1912
1951JohnCockcroftMaleUnited Kingdom1897
1951Ernest T.S.WaltonMaleIreland1903
1950CecilPowellMaleUnited Kingdom1903
1949HidekiYukawaMaleJapan1907
1948Patrick M.S.BlackettMaleUnited Kingdom1897
1947Edward V.AppletonMaleUnited Kingdom1892
1946Percy W.BridgmanMaleUnited States1882
1945WolfgangPauliMaleAustria1900
1944Isidor IsaacRabiMaleUnited States1898
1943OttoSternMaleUnited States1888
1939ErnestLawrenceMaleUnited States1901
1938EnricoFermiMaleItaly1901
1937ClintonDavissonMaleUnited States1881
1937George PagetThomsonMaleUnited Kingdom1892
1936Carl D.AndersonMaleUnited States1905
1936Victor F.HessMaleAustria1883
1935JamesChadwickMaleUnited Kingdom1891
1933Paul A.M.DiracMaleUnited Kingdom1902
1933ErwinSchrödingerMaleAustria1887
1932WernerHeisenbergMaleGermany1901
1930VenkataRamanMaleIndia1888
1929Louisde BroglieMaleFrance1892
1928Owen WillansRichardsonMaleUnited Kingdom1879
1927Arthur H.ComptonMaleUnited States1892
1927C.T.R.WilsonMaleUnited Kingdom1869
1926Jean BaptistePerrinMaleFrance1870
1925JamesFranckMaleGermany1882
1925GustavHertzMaleGermany1887
1924ManneSiegbahnMaleSweden1886
1923Robert A.MillikanMaleUnited States1868
1922NielsBohrMaleDenmark1885
1921AlbertEinsteinMaleGermany1879
1920Charles EdouardGuillaumeMaleSwitzerland1861
1919JohannesStarkMaleGermany1874
1918MaxPlanckMaleGermany1858
1917Charles GloverBarklaMaleUnited Kingdom1877
1915WilliamBraggMaleUnited Kingdom1862
1915LawrenceBraggMaleUnited Kingdom1890
1914Maxvon LaueMaleGermany1879
1913Heike KamerlinghOnnesMaleNetherlands1853
1912GustafDalénMaleSweden1869
1911WilhelmWienMaleGermany1864
1910Johannes Diderikvan der WaalsMaleNetherlands1837
1909FerdinandBraunMaleGermany1850
1909GuglielmoMarconiMaleItaly1874
1908GabrielLippmannMaleFrance1845
1907Albert A.MichelsonMaleUnited States1852
1906J.J.ThomsonMaleUnited Kingdom1856
1905PhilippLenardMaleGermany1862
1904John William Strutt (Lord)RayleighMaleUnited Kingdom1842
1903HenriBecquerelMaleFrance1852
1903PierreCurieMaleFrance1859
1903MarieCurieFemaleFrance1867
1902Hendrik A.LorentzMaleNetherlands1853
1902PieterZeemanMaleNetherlands1865
1901Wilhelm ConradRöntgenMaleGermany1845
নোবেল পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

পদার্থ বিজ্ঞান বই

ভূতবিজ্ঞান হে পরীবেশ পরীচ্যা ক্লাস 9

মধ্য শিক্ষা পরিষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (ডব্লিউবিবিএসই) দ্বারা নির্ধারিত শারীরিক বিজ্ঞান এবং পরিবেশের ক্লাস নাইন সিলেবাসের উপর ভিত্তি করে সান্ত্রা পাবলিকেশনের পাঠ্যপুস্তক সিরিজের খাঁটি বাংলা সংস্করণ পাঠ্যপুস্তক।.

FAQ | পদার্থ বিজ্ঞান

Q1. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?

উঃ সোডিয়াম।

Q2. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?

উঃ হিলিয়াম।

Q3. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?

উঃ রবার্ট হুক।

Q4. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?

উঃ ‘O’ গ্রুপের রক্তে।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।