WBBSE History, Itihas | Farashi Biplob | Question Answer
ফ্রান্সে 1792 সালের বিদ্রোহের দিকে পরিচালিত ঘটনাগুলি ব্যাখ্যা কর।
উত্তর:
(i) এস্টেটের সমাবেশ: 5ই মে, 1789 সালে লুই XVI এস্টেট জেনারেলের একটি সমাবেশকে নতুন করের প্রস্তাব পাস করার জন্য ডাকেন। অতীতে এস্টেট জেনারেলের ভোটিং এই নীতি অনুসারে পরিচালিত হয়েছিল যে প্রতিটি এস্টেটে একটি ভোট ছিল। এবারও ষোড়শ লুই একই অনুশীলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু থার্ড এস্টেটের সদস্যরা দাবি করেছিলেন যে ভোটিং এখন পুরো বিধানসভা দ্বারা পরিচালিত হওয়া উচিত, যেখানে প্রতিটি সদস্যের একটি ভোট থাকবে। রাজা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তৃতীয় এস্টেটের সদস্যরা প্রতিবাদে সমাবেশ থেকে ওয়াকআউট করেন।
(ii) ন্যাশনাল অ্যাসেম্বলি: থার্ড এস্টেটের প্রতিনিধিরা নিজেদেরকে পুরো ফরাসী জাতির মুখপাত্র হিসেবে দেখত। 20শে জুন, তারা ভার্সাই গ্রাউন্ডে একটি ইনডোর টেনিস কোর্টের হলে জড়ো হয়েছিল। তারা নিজেদেরকে একটি ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করেছিল এবং ফ্রান্সের জন্য একটি সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত ছত্রভঙ্গ না হওয়ার শপথ করেছিল যা রাজার ক্ষমতাকে সীমিত করবে। তাদের নেতৃত্বে ছিলেন মিরাবেউ এবং অ্যাবে’ সিয়ে’স।
(iii) ফ্রান্সে অশান্তি: যখন জাতীয় পরিষদ ভার্সাইয়ে সংবিধানের খসড়া তৈরিতে ব্যস্ত ছিল, তখন বাকি ফ্রান্স অশান্তিতে পড়েছিল। খারাপ ফসলের কারণে, খাদ্যের অভাব ছিল, এবং এমন গুজবও ছিল যে ছিনতাইকারীর দল পাকা ফসল নষ্ট করার পথে। ভয়ের উন্মত্ততায় ধরা পড়ে, কৃষকরা অভিজাতদের আক্রমণ শুরু করে। এই সমস্ত পরিস্থিতিতে, লুই XVI অবশেষে জাতীয় পরিষদের স্বীকৃতি প্রদান করে।
(iv) বাস্তিলে ঝড়: 14ই জুলাই, 1789-এর সকালে উত্তেজিত জনতা বাস্তিলকে ধ্বংস করে দেয়। এই সব পরিস্থিতিতে, লুই XVI অবশেষে জাতীয় পরিষদের স্বীকৃতি অনুযায়ী.
(v) ফ্রান্স একটি প্রজাতন্ত্রে পরিণত হয়: 1792 সালে জ্যাকোবিয়ানরা রাজাকে জিম্মি করে এবং একটি নতুন সরকার গঠনের ঘোষণা দেয়। নবনির্বাচিত পরিষদকে কনভেনশন বলা হয়। 1792 সালের 21শে সেপ্টেম্বর এটি রাজতন্ত্র বিলুপ্ত করে এবং ফ্রান্সকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে।
ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে
উত্তর: ফরাসিরা ১৬৬৪ সালে বাংলায় প্রবেশ করে
১৬শ শতকের শুরুতে ফরাসিরা ভারতবর্ষে আসার চেষ্টা করে। রাজা প্রথম ফ্রঁসোয়ার শাসনামলে দুটি বাণিজ্যিক জাহাজ ভারতবর্ষে আগমনের চেষ্টা করে। এরপর ১৭শ শতকে এসে ১৬০৪ খ্রিষ্টাব্দে সম্রাট ৪র্থ অঁরি সর্বপ্রথম ফরাসি পূর্ব ভারতীয় কোম্পানি গঠনের অনুমতি দেন।
১৬১৫ খ্রিষ্টাব্দের পর ফ্রান্স থেকে আগত দুটো জাহাজ ভারতবর্ষের সমুদ্রসীমায় নোঙর ফেলে। পরবর্তীতে একটি জাহাজ ফ্রান্সে প্রত্যাবর্তন করে। ১৬৫৮ খ্রিষ্টাব্দে পরিব্রাজক ও চিকিৎসক ফ্রঁসোয়া বের্নিয়ে মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৬৪২ খ্রিষ্টাব্দে কার্দিনাল রিশলিও-র পৃষ্ঠপোষকতাতে ফরাসি পূর্ব ভারতীয় কোম্পানি বা লা কোম্পানি ফ্রঁসেজ দেজাঁদ ওরিয়ঁতাল (La compagnie française des Indes orientales) গঠিত হয়।
১৬৬৮ খ্রিষ্টাব্দে সুরাটে ফরাসি কোম্পানির প্রথম জাহাজ অবতরণ করে। ১৬৭২ খ্রিষ্টাব্দে সাধু তোমা চন্দননগর থেকে ওলন্দাজদের বিতাড়িত করেন। ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধে বাংলার নবাবকে ফরাসি জেনারেল দ্যুপ্রে সহায়তা করেন। যুদ্ধে নবাবের পরাজয় হলে ব্রিটিশরা বাংলাতে স্থাপিত ফরাসিদের বাণিজ্য কুঠিসমূহ দখল করে নেয়। ১৯৪৭ খ্রিষ্টাব্দের আগস্টে ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীনতা লাভ করলে ফরাসি-শাসিত এলাকাসমূহে ফরাসি কতৃর্ত্ব বজায় থাকে।
সুরাত, মাচিলিপত্নম, কজহিকোদে এলাকা ১৯৪৭ খ্রিষ্টাব্দের অক্টোবরে ভারতীয়দের কাছে হস্তান্তর করা হয়। ১৯৪৮ খ্রিষ্টাব্দে ভারত সরকার ও ফ্রান্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে ফরাসি শাসনাধীন এলাকাতে গণভোট আয়োজনের কথা বলা হয়, যার মাধ্যমে ঐ এলাকার অধিবাসীরা সিদ্ধান্ত নেবে তারা কাদের সাথে থাকবে।
চন্দননগরের শাসন ভার ভারতীয়দের হাতে ১৯৫০ খ্রিষ্টাব্দের ২রা মে হস্তান্তর করা হয়। ১৯৫৫ খ্রিষ্টাব্দে চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দে ১লা নভেম্বর পুদুচেরি, ইয়ানায়ন, মাহে ও কারাইকাল ভারত প্রজাতন্ত্রের কাছে হস্তান্তরিত হয়। ১৯৬২ খ্রিষ্টাব্দে ফরাসি সরকার স্বাধীন ভারতের স্বীকৃতি দিলে ভারত থেকে ফরাসি ঔপনিবেশিকতার অবসান হয়।
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে
উত্তর: নেপোলিয়ান বোনাপোর্ট। ছিলেন ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট। ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার রাজত্বকালেই ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। তাকে বলা হয় ‘ফরাসি বিপ্লবের শিশু’।
নেপোলিয়ান বলেছিলেন, “আমার জন্য ফ্রান্স যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি ফ্রান্সের প্রয়োজন আমাকে”।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
আরো বিশদে পড়ার জন্য
অল ইন ওয়ান ইতিহাস রেফারেন্স
ক্লাস – 9 এর জন্য.
ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে
উত্তর: ফরাসিরা ১৬৬৪ সালে বাংলায় প্রবেশ করে