WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali Part 4, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 বাংলা পার্ট 4
নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।
প্রশ্নোত্তর এবং সমাধান
ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল।—ইলিয়াসের অবস্থা কীভাবে খারাপ হয়ে পড়ল
উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গােরু-ঘােড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ে। এর পরপরই ভেড়ার পালে মড়ক লেগে তার অনেকগুলি ভেড়া মারা যায়। তার পরের বছর দুর্ভিক্ষে খড়ের অভাবে শীতকালে অনেক গােরু-মােষ না খেতে পেয়ে মারা যায়। এর ওপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালাে ঘোড়াগুলি চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে।
ইলিয়াস MCQ, ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর MCQ Pdf
“এছাড়াও যদি কখনো কিছু লাগে, বলবে তাও দেবে” – কথাটি কে বলেছিল?
(ক) ইলিয়াস
(খ) মোল্লা
(গ) মহম্মদ শা
(ঘ) অতিথি
সঠিক উত্তর: (গ) মহম্মদ শা
“আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলতো।” – একথা বলেছে –
(ক) শামশেমাগি
(খ) অতিথি
(গ) মহম্মদ শা
(ঘ) ইলিয়াস
সঠিক উত্তর: (খ) অতিথি
“কখনো সুখ পাইনি” – সুখ পায়নি কখন?
(ক) যখন দুশ্চিন্তা করেছেন
(খ) যখন ধনী ছিলেন
(গ) শীতকালে
(ঘ) যখন সম্পত্তি হারিয়েছিলেন
সঠিক উত্তর: (খ) যখন ধনী ছিলেন
“এখনকার দুরাবস্থার কথা ভাবে কি খুব কষ্ট হচ্ছে?” – এ কথা কে বলেছিলেন?
(ক) মোল্লা অতিথিদের
(খ) ইলিয়াস বড় ছেলেকে
(গ) মহম্মদ শা ইলিয়াসকে
(ঘ) অতিথি ইলিয়াসের স্ত্রীকে
সঠিক উত্তর: (ঘ) অতিথি ইলিয়াসের স্ত্রীকে
“দুর্দশার একেবারে চরমে নেমে গেল” – দুর্দশা চরমে নেমে গেল –
(ক) যখন ঘরের আত্মীয় সমাগম হলো
(খ) যখন গ্রীষ্মকাল
(গ) ইলিয়াসের ৭০ বছর বয়সে
(ঘ) অতিথির কোথায়
সঠিক উত্তর: (গ) ইলিয়াসের ৭০ বছর বয়সে
“লোকটিকে কখনো চোখে দেখেনি, কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহুদূর” – উক্তিটি কার –
(ক) গৃহস্বামীর
(খ) শামশেমাগির
(গ) অতিথির
(ঘ) ইলিয়াসের
সঠিক উত্তর: (গ) অতিথির
“সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি” – সুখ খুঁজেছেন –
(ক) অর্ধশতাব্দী ধরে
(খ) কুড়ি বছর আগে
(গ) ৫০ বছর ধরে
(ঘ) কল্যাণের জন্য
সঠিক উত্তর: (গ) ৫০ বছর ধরে
“এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন” – সত্যটি বলেছিলেন –
(ক) মহম্মদ শা
(খ) ইলিয়াস
(গ) অতিথি
(ঘ) শামশেমাগি
সঠিক উত্তর: (ঘ) শামশেমাগি
“বন্ধুগণ হাসবেন না” – বন্ধুদের না হাসার কারণ –
(ক) কথাগুলি সব পবিত্র গ্রন্থে লেখা আছে
(খ) কথাগুলি সবই সত্য
(গ) এটা তামাশা নয়। এটাই মানুষের জীবন
(ঘ) অতিথিদের ভাবনা
সঠিক উত্তর: (গ) এটা তামাশা নয়। এটাই মানুষের জীবন
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
ইলিয়াস নামের অর্থ
“ইলিয়াস”, সুন্দর এই নামের ব্যবহার বাংলাদেশে ক্রমাগত বেড়েই চলেছে, শুধু বাংলাদেশেই নয় সম্প্রতি ইলিয়াস নামটির ব্যবহার ভারতেও বাড়ছে।
ইলিয়াস একটি ইসলামিক নাম, ইলিয়াস (Elias) নামের অর্থ বীর। আবার, ধর্মীয় ও বাংলা অভিধান ভেদে ইলিয়াস নামের অন্য একটি অর্থ হলো সাহসী।
ইলিয়াস নামের আরবি অর্থ হলো সাহসী। আরবি সাহিত্য ঘাটলে হয়ত ইলিয়াস (Elias) নামটি বেশ কয়েকবার পাওয়া যাবে।
ইংরেজিতে ইলিয়াস নামের বানান হলো Elias.
ইলিয়াস গল্প pdf
ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পটির অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস। তিনি জীবনের দুটি দিকই দেখেছেন, স্বাচ্ছন্দ্য এবং অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হল —
পরিচয়: উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসের দুই পুত্র ও এক কন্যা ছিল । স্ত্রীর নাম ছিল শাম-শেমাসি। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। আবার ভাগ্যদোষে জীবনের শেষপর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে।
কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ: পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকেই ইলিয়াস দুশাে ঘােড়া, দেড়শাে গােরু-মােষ, বারােশাে ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষজীবনে মজুরের কাজ করার সময়েও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত।
অতিথিপরায়ণ: ইলিয়াস ছিল অতিথিবৎসল । কুমিস, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস ।তার অতিথিপরায়ণতার কথা স্মরণ করেই মহম্মদ শা তাকে শেষজীবনে আশ্রয় দিয়েছিল।
কঠোর অথচ কর্তব্যপরায়ণ: ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছােটো পুত্র ও তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। কিন্তু সেই বিতাড়িত পুত্রকেই একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্যজ্ঞানেরও পরিচয় দিয়েছে।
সত্যদৃষ্টি: জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে, তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ ও শিক্ষণীয়।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
আরো বিশদে পড়ার জন্য
শেখার ফলাফলের জন্য 5E মডেল.
ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)
FAQ | Model Activity Task Class 9 Bengali Part 4
Q1. একটি মৌলিক শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ যেসব শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোন প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে।
উদাহরণ :- মৌলিক শব্দের একটি উদাহরণ – গােলাপ।
Q2. ‘নবগঠিত শব্দ’ বলতে কী বােঝ?
উত্তরঃ নিত্য নতুন শব্দ, প্রয়ােজনে ভিন্ন ভিন্ন শব্দ মিশ্রণে অথবা কোন শব্দকে খন্ডিত করে যে নতুন শব্দ পাওয়া যায় তাকেই নবগঠিত শব্দ বলে।
উদাহরণ :- জোড় কলম।