বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

বিলাসী গল্পের বিষয়বস্তু

উত্তরঃ “বিলাসী” এই গল্পটি শরৎচন্দ্রের লেখা একটি গল্প।শরৎচন্দ্রের “বিলাসী” গল্পটি প্রথমে প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দ) বৈশাখ সংখ্যায়। ‘ন্যাড়া’ নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এ গল্প। এই গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে।

“বিলাসী” গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনি অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে কাহিনিতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনি বলছেন, সেটা অনেক সময় কাহিনি বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিলাসী গল্পের MCQ প্রশ্ন উত্তর

‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?

ক. ন্যাড়ার

খ. বিলাসীর

গ. মৃত্যুঞ্জয়ের

ঘ. খুড়ার

উত্তরঃ খ. বিলাসীর।

‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যঙ্গার্থে

খ. প্রশংসাৰ্থে

গ. ক্ষোভার্থে

ঘ. নিন্দার্থে

উওরঃ ক. ব্যঙ্গার্থে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩৮ খ্রিস্টাব্দে

খ. ১৯৩৯ খ্রিস্টাব্দে

গ. ১৯৪০ খ্রিস্টাব্দে

ঘ.১৯৪৮ খ্রিস্টাব্দে

উওরঃ ক. ১৯৩৮ খ্রিস্টাব্দে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?

ক. কলকাতায়

খ. হুগলীতে

গ.আসামে

ঘ. রেঙ্গুনে

উওরঃ ক. কলকাতায়

শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল?

ক. ১৮ বছর

খ.২১ বছর

গ. ২৩ বছর

ঘ. ২৪ বছর

উওরঃ ঘ. ২৪ বছর

শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?

ক. নাটক

খ. উপন্যাস

গ. প্রবন্ধ

ঘ. ছোট গল্প

উওরঃ খ. উপন্যাস

শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

ক. মহেশ

খ. মন্দির

গ. বিলাসী

ঘ. হরিলক্ষী

উওরঃ খ. মন্দির

শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’পুরস্কার পেয়েছিলেন?

ক. মহেশ

খ. ছবি

গ.মন্দির

ঘ.বিলাসী

উওরঃ গ. মন্দির

‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলা’ _উক্তিটি কোন রচনার অন্তর্গত?

ক. অপরিচিতা

খ. মাসি-পিসি

গ. বিলাসী

ঘ. আমার পথ

উওরঃ গ. বিলাসী

বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?

ক. ফাস্ট ক্লাস

খ. সেকেন্ড ক্লাস

গ. থার্ড ক্লাস

ঘ. ফোর্থ ক্লাস

উওরঃ গ. থার্ড ক্লাস

গ্রামের একপ্রান্তে কার গ্রাম ছিল?

ক. মৃত্যুঞ্জয়ের

খ. বিলাসী

গ.ন্যাড়ার

ঘ. খুড়ার

উওরঃ ক. মৃত্যুঞ্জয়ের

‘কাগজ তো ইঁদুরেও আনতে পারে’ উক্তিরি কার?

ক. বিলাসী

খ. ন্যাড়ার

গ. মৃত্যুঞ্জয়ের

ঘ. খুড়ার

উওরঃ গ. মৃত্যুঞ্জয়ের

গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?

ক. মৃত্যুঞ্জয়ের

খ. ন্যাড়ার

গ. বিলাসীর

ঘ. খুড়ার

উওরঃ খ. ন্যাড়ার

মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল?

MCQ
ক. দশ দিন

খ. নয় দিন

গ. আট দিন

ঘ. সাত দিন

উওরঃ ঘ. সাত দিন

‘বিলাসী’ গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে?

ক. অসুখে

খ. বিষপানে

গ. সর্পদংশনে

ঘ. অনাহারে

উওরঃ খ. বিষপানে

বিলাসী গল্পের ছোট বাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন?

ক. চার শ টাকা

খ. তিন শ টাকা

গ. দুই শ টাকা

ঘ. এক শ টাকা

উওরঃ গ. দুই শ টাকা

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর গাইড

ধর্মের অপব্যাখ্যা এবং আত্মস্বার্থে ধর্মের ব্যবহার-এর আলােকে প্রণীত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর অশনি সংকেত’ উপন্যাসের ব্রাহ্মণ গঙ্গাচরণ চক্কত্তি ঐ গ্রামের বিশ্বাস মশায়ের গরু গলায় দড়ি আটকে মারা গেলে সেটাকে গােবধ মহাপাপ বলে স্বস্ত্যয়ন করার নির্দেশ দেয়। এতে পনেরাে-কুড়ি টাকা খরচ হবে বলে হিসেব দেয়। বাড়ির মধ্যে গিয়ে নিজের যা যা লাগবে তার লিস্ট ধরিয়ে দেয়। গঙ্গাচরণ আসলে ধর্মকে সামনে রেখে এভাবে নিজের প্রয়ােজনই পূরণ করে থাকে। তাছাড়া সে শাস্ত্র জানা ব্রাহ্মণ বলে গ্রামের সকলে তাকে গৃহস্থালি সামগ্রী দিয়ে সহায়তা করে।

বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে সেকেন্ড ক্লাস বলা হতাে?

উত্তরঃ বর্তমানের নবম শ্রেণিকে পূর্বে সেকেন্ড ক্লাস বলা হতাে।

বিলাসী আত্মহত্যা করার পর মৃত্যুঞ্জয়ের খুড়া মশাই গ্রামের লােকদের কাছে কী রটিয়েছিলেন? ব্যাখ্যা কর।

উত্তরঃ বিলাসী আত্মহত্যা করার পর মৃত্যুঞ্জয়ের খুড়া মশাই গ্রামের লােকদের কাছে কুৎসা রটিয়েছিলেন।

‘বিলাসী’ গল্পে বিলাসী রাত জেগে সেবা করে মৃত্যুপথযাত্রী অসুস্থ মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তােলে। মৃত্যুঞ্জয় ভালােবেসে বিলাসীকে বিয়ে করলে তার খুড়া মশাই চড়াও হন। জাতভেদের বিবেচনায় তিনি অনুপাপের জন্য মৃত্যুঞ্জয় ও বিলাসীর ওপর অত্যাচার-নির্যাতন চালান। অবশেষে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী আত্মহত্যা করলে তিনি খুশি হন।

মৃত্যুঞ্জয়ের সমস্ত সম্পত্তির দখল নিয়ে তাদের নামে গ্রামবাসীর কাছে কুৎসা রটিয়ে বেড়ান। তিনি বলেন- ‘ওর যদি না অপঘাত-মৃত্যু হবে, তাে হবে কার?’ গ্রামের লােকেরা তখন। অন্নপাপের প্রায়শ্চিত্ত নেই বলে মত প্রকাশ করে। তারা খুড়াের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না।

সারকথা :বিলাসী আত্মহত্যা করার পর মৃত্যুঞ্জয়ের খুড়া মশাই গ্রামের লােকদেরকে বিলাসীর অপঘাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করেছিলেন।

উদ্দীপকটি বিলাসী’ গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তরঃ উদ্দীপকটি বিলাসী’ গল্পের জাত-ভেদের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়ের খুড়ার আত্মস্বার্থ সিদ্ধির দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

জাত-ধর্মের ভেদ মানুষের তৈরি। স্রষ্টার কাছে সব মানুষ সমান। সেখানে জাত-ধর্মের কোনাে পার্থক্য নেই। মানুষ নিজ স্বার্থে ধর্মকে ব্যবহার করে অন্য মানুষকে কষ্ট দেয়, যা অত্যন্ত হীন ও অমানবিক কাজ। উদ্দীপকে ধর্মকে সামনে রেখে গঙ্গাচরণ যে নিজের স্বার্থ উদ্ধার করে তা তুলে ধরা হয়েছে।

ব্রাহ্মণ গঙ্গাচরণ চক্কত্তি গলায় দড়ি আটকে মারা যাওয়া গরুর মালিক বিশ্বাস মশাইকে গােবধ মহাপাপ বলে স্বস্ত্যয়ন করার নির্দেশ দেয়। এই অপরাধের জন্য গরুর মালিককে পনেরাে-কুড়ি টাকা খরচের কথা জানায় এবং তার নিজের যা যা লাগবে তার একটি লিস্ট ধরিয়ে দেয়।

ধর্মের দোহাই দিয়ে গঙ্গাচরণের এই অন্যায় কাজের সঙ্গে ‘বিলাসী গল্পের জাত-ভেদের দোহাই দিয়ে খুড়া যে নিজের ভাইপাের সম্পত্তি-বাগান দখল পেতে ষড়যন্ত্র করেন, মৃত্যুঞ্জয়কে নানাভাবে কষ্ট দেন, বিলাসীকে বিয়ে করা এবং তার হাতের খাবার খাওয়াকে অন্নপাপ বলে প্রচার করেন, মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে মৃত্যুর মুখে ঠেলে দেন, উচু-নিচু জাতভেদকে সামনে রেখে নিজের স্বার্থ হাসিল করেন সেগুলাে সাদৃশ্যপূর্ণ।

সারকথা : উদ্দীপকে ধর্মকে সামনে রেখে নিজের স্বার্থের জন্য ব্রাহ্মণ গঙ্গাচরণ অযথাই বিশ্বাস মশাইয়ের ওপর গােহত্যার মহাপাপ চাপিয়ে দেয়। বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের বাগান দখল করতে খুড়া মশাই জাতভেদের কথা তুলে মৃত্যুঞ্জয় ও বিলাসীকে নির্যাতন করেন।

হুবুহু সৃজনশীল প্রশ্ন খবুই কম কমন পড়তে দেখা যায় । তাই এই পোষ্ট বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর এর পাশাপাশি মূল বই থেকে এ সম্পর্কিত আরও বিষয়বলী গুলো ও ধারণা রাখুন। এতে করে যেভাবেই প্রশ্ন আসুক না কেনো আপনি যাতে উত্তর করতে পারেন। চলুন বাকী অংশ পড়ে নেওয়া যাক।

উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, গল্পের মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি।” | মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তরঃ “উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, গল্পের মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি।”- মন্তব্যটি যথার্থ । মানুষের কল্যাণ সাধনের জন্যই ধর্মের বিকাশ। ইহলৌকিক ও পারলৌকিক শান্তির জন্যই মানুষের ধর্মচর্চা করা উচিত। অথচ একশ্রেণির স্বার্থপর মানুষ ধর্মকে তাদের স্বার্থে ব্যবহার করে।

তারা ধর্মের দোহাই দিয়ে অন্যায়ভাবে অন্য মানুষের ওপর অত্যাচারনির্যাতন চালায়, অমানবিক আচরণ করে। উদ্দীপকে আত্মস্বার্থে ধর্মকে ব্যবহারের একটি কৌশল তুলে ধরা হয়েছে। এখানে ব্রাহ্মণ গঙ্গাচরণ টাকা ও জিনিসপত্র পাওয়ার লােভে বিশ্বাস মশাইয়ের গরুর গলায় দড়ি আটকে মরে যাওয়াকে গােহত্যার মতাে মহাপাপ বলে উল্লেখ করেছেন।

আর তা থেকে মুক্তির জন্য বিশ্বাস মশাইয়ের কাছে পনেরাে-কুড়ি টাকা এবং প্রয়ােজনীয় জিনিসপত্র দাবি করেছে। ধর্মকে পুঁজি করে তার এ স্বার্থ হাসিলের কৌশল অত্যন্ত ঘৃণিত কাজ। ধর্মীয় গুরুদের এ ধরনের ধর্মের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর ও অমানবিক।

এ দিকটি বিলাসী’ গল্পে জাতভেদের পার্থক্যকারী তৎকালীন হিন্দু সমাজপতিদের দ্বারা বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রতি অমানবিক আচরণের দিকটিকে নির্দেশ করে। গল্পে মৃত্যুঞ্জয়ের খুড়া মৃত্যুঞ্জয়ের সহায়-সম্পত্তির লােভে তাকে অনুপাপের দায় দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এ বিষয়টি ছাড়া উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের অন্য কোনাে বিষয় প্রতিফলিত হয়নি। ‘বিলাসী’ গল্পে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা বর্ণিত হয়েছে। এ প্রেম জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা ছাপিয়ে উঠেছে। এ প্রেমের জন্য স্বামী মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে।

এ ধরনের মানবপ্রেমের কোনাে ঘটনা উদ্দীপকে বর্ণিত হয়নি। এ গল্পে প্রেমের মহিমাময় আলােয় সেকালের সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা যেভাবে ধরা পড়েছে তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

সারকথা : ‘বিলাসী’ গল্পে প্রতিফলিত হিন্দুধর্মের জাত-ভেদ ও রক্ষণশীলতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তার সঙ্গে উদ্দীপকের ব্রাহ্মণ গঙ্গাচরণের নিজের স্বার্থে য় ধর্মের ব্যবহারের মিল রয়েছে। গল্পের অসাধারণ মানবপ্রেম, স্বামীর জন্য স্বেচ্ছামৃত্যু ইত্যাদি বিষয়ের সঙ্গে উদ্দীপকের মিল নেই। এ দিক থেকে মন্তব্যটি যথার্থ।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

স্ত্রীর প্রতি গভীর অনুরাগ ও ভালােবাসা-এর আলােকে প্রণীত। এই যে একা কবরস্থানে এসে কত রাত্তির ধরে শুধু কেঁদেছি, কিন্তু এত কান্না এত ব্যাকুল আহ্বানেও ত কই তার এতটুকু সাড়া পাওয়া গেল না। তিনি কি এতই ঘুমুচ্ছেন? কি গভীর মহানিদ্রায় সে? আমার এত বুকফাটা কান্নার এত আকাশচেরা চিৎকারের এতটুকু কি তার স্বামীর কানে গেল না?

বিদ্যা অর্জন করেছেন এমন পণ্ডিতকে কী বলে?

উত্তরঃ বিদ্যা অর্জন করেছেন এমন পণ্ডিতকে কৃতবিদ্য বলে ।

‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাই রাখা বাসি ফুলের মতাে।’- এ কথা কাকে উদ্দেশ করে বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তরঃ ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাই রাখা বাসি ফুলের মতাে।’- এ কথা বিলাসীকে উদ্দেশ করে বলা হয়েছে। ‘বিলাসী’ গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে।

ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পােড়ােবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যায়। ঘরে ঢুকে সে দেখে, প্রদীপের উজ্জ্বল আলাের সামনে তক্তপােষের ওপর ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। কঙ্কালসার দেহ দেখেই ন্যাড়া বুঝতে পারে যে বিলাসী সেবাযত্ন দিয়েই মৃত্যুঞ্জয়কে যমের হাত থেকে ফিরিয়ে এনেছে।

বিলাসী তখন মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখার বাতাস করছে। ন্যাড়া সেই মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতাে। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে।

ক্লান্ত, বিষন্ন, দুর্বল শরীরের বিলাসীর প্রকৃত | বয়সও নির্ণয় করা যায় না। এই অবস্থা নির্দেশ করতেই লেখক ‘বিলাসী’ গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছে।

সারকথা : অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা করতে গিয়ে রাত জাগতে জাগতে ক্লান্ত, বিষন্ন ও অত্যন্ত দুর্বল হয়ে পড়ে বিলাসী। সেই অবস্থার সঙ্গে যা তুলনা করে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উদ্দীপকটি বিলাসী’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

উত্তরঃ উদ্দীপকটি বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালােবাসার দিকটিকে নির্দেশ করে। মানবসেবা বা পরােপকার মানুষের মানবিক চেতনাকে বিকশিত করে। মানবিক বােধসম্পন্ন মানুষ সব সময়ই অন্যের বিপদে এগিয়ে যায় এবং তাকে বিপদমুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করে।

মানুষের প্রতি মানুষের ভালােবাসা ও আন্তরিকতা মানুষকে মানবিক করে তােলে। আবার অনেকে স্বার্থের জন্য মনুষ্যত্ব বিসর্জন দিয়ে হীন কাজে লিপ্ত হয়। উদ্দীপকে স্বামীর কবরের পাশে গিয়ে একজন অসহায় স্ত্রী কান্নাকাটি করেন। ব্যাকুল আহ্বান জানান ফিরে আসার জন্য। কিন্তু মৃত স্বামীর কাছ থেকে কোনাে সাড়া তিনি পাননি।

এটি মূলত স্বামীর প্রতি একজন স্ত্রীর ভালােবাসার বহিঃপ্রকাশ। এ বিষয়টি বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালােবাসার দিকটিকে নির্দেশ করে। বিলাসী’ গল্পে বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সুস্থ করে তুলেছিল। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালােবেসে বিয়ে করে।

এ বিষয়টি তৎকালীন হিন্দু সমাজের সংস্কারাচ্ছন্ন স্বার্থবাদীরা মেনে নিতে পারেনি। তারা একদিন সদলবলে মৃত্যুঞ্জয়ের পােড়াবাড়িতে গিয়ে বিলাসীর ওপর হামলা করে । দশ-বারােজন বীরদর্পে বিলাসীকে চুলের মুঠি, হাত, কান ধরে টেনে-হিঁচড়ে নিয়ে চলে।

বিলাসী তখন তাদেরকে মিনতি করে বলে তাকে যেন একটিবার ছেড়ে দেওয়া হয়, যাতে সে স্বামীকে খাবারটা দিয়ে আসতে পারে। না হলে মৃত্যুঞ্জয় সারা রাত না খেয়ে থাকবে। তাই বলা যায় যে, উদ্দীপকটি আলােচ্য গল্পের মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালােবাসার দিকটিকে নির্দেশ করে।

সারকথা : উদ্দীপকে স্বামীর প্রতি স্ত্রীর যে আবেগ-ভালােবাসা প্রকাশ পেয়েছে তা বিলাসী’ গল্পের মৃত্যুপথযাত্রী অসুস্থ মৃত্যুঞ্জয়ের প্রতি য় বিলাসীর আবেগ-ভালােবাসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকের মূলভাব এবং ‘বিলাসী’ গল্পের মূলভাব এক নয়।”- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর ।

উত্তরঃ “উদ্দীপকের মূলভাব এবং ‘বিলাসী’ গল্পের মূলভাব এক নয়।” মন্তব্যটি যথার্থ। •মানুষের প্রতি মানুষের আন্তরিকতা এবং ভালােবাসা মানুষকে মানবিক করে তােলে।

কুসংস্কারে আচ্ছন্ন অন্ধ ধর্মবিশ্বাসীরা নিজেদের স্বার্থের জন্য মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে। তারা মনুষ্যত্বহীন, অমানুষ। তাদের কাছে মানুষে মানুষে বন্ধন, ভালােবাসার কোনাে মূল্য নেই। উদ্দীপকে স্বামীর কবরের পাশে দাড়িয়ে রাতভর কান্নাকাটি করা আবেগপ্রবণ এক স্ত্রীর মানবিক আচরণ এবং স্বামীর প্রতি গভীর ভালােবাসা প্রকাশ পেয়েছে।

মানুষ জানে যে মৃত ব্যক্তি কবর থেকে সাড়া দেয় না। তার কাছে তা আশা করা অত্যন্ত বােকামি। তারপরও আবেগপ্রবণ মানুষ প্রিয়জনের কবরের পাশে গিয়ে দাড়ায়, প্রিয়জনের কাছে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করে, কান্নাকাটি করে। এতে তার অস্থিরতায় কিছুটা হলেও স্বস্তি পায়।

উদ্দীপকের ব্যক্তিও তাই করেছে। এ বিষয়টির সঙ্গে ‘বিলাসী গল্পের স্বামী মৃত্যুঞ্জয়কে ঘিরে বিলাসীর আবেগের মিল রয়েছে। এছাড়া অন্য কোনাে বিষয় উদ্দীপকে নেই। ‘বিলাসী’ গল্পে বিলাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মৃত্যুঞ্জয়ের জীবন। তাই সে মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা দিয়ে সুস্থ করে তােলে।

মৃত্যুঞ্জয়ের কাছেও সবচেয়ে মূল্যবান ছিল বিলাসী। তল্কালীন হিন্দু সমাজের অমানবিক আচরণ সহ্য করে সে বিলাসীকে নিয়ে ভালাে থাকতে চেয়েছে। এ বিষয়টি উদ্দীপকে নেই। বিলাসী’ গল্পে জাত-বৈষম্যের যে দিকটি ফুটে উঠেছে তা উদ্দীপকে অনুপস্থিত। এ গল্পে একসঙ্গে সেবাপরায়ণা নারী, আত্মত্যাগী মানবহৃদয়, জাত-বৈষম্য যেভাবে প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।

সারকথা : উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয়ের প্রতি বিলাসীর গভীর আবেগের দিকটি ছাড়া আর কোনাে বিষয় লক্ষ করা যায় না। এ গল্পে নারীর প্রতি হিন্দু সমাজের = অমানবিকতা, জাত-বর্ণের ভেদ-বৈষম্য, আত্মস্বার্থের জন্য হীন ষড়যন্ত্র রটনা ইত্যাদি বিষয় রয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

বিলাসী গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর

বিলাসী’ গল্পের লেখকের নাম কী?

উত্তর : ‘বিলাসী’ গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।

বিলাসী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : ‘বিলাসী’ গল্পটি ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।

কলার ছড়াকে ‘বিলাসী’ গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে?

উত্তর : কলার ছড়াকে ‘বিলাসী’ গল্পে রম্ভার কাঁদি নামে উপস্থাপন করা হয়েছে।

বর্তমানের কোন শ্রেণিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতাে?

উত্তর : বর্তমানের সপ্তম শ্রেণিকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতাে।

মৃত্যুঞ্জয়ের পােড়ােবাড়িতে কিসের বালাই নেই?

উত্তর : মৃত্যুঞ্জয়ের পােড়ােবাড়িতে প্রাচীরের বালাই নেই।

ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি?

উত্তর : ন্যাড়া প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি ।

মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই পড়া হয়?

উত্তর : মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে তেত্রিশ কোটি দেবদেবীর দোহাই পড়া হয়।

বিলাসী’ গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?

উত্তর : “বিলাসী’ গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে।

বিলাসী’ গল্পের ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত?

উত্তর : ‘বিলাসী’ গল্পের ন্যাড়া দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত।

মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল?

উত্তর : মৃত্যুঞ্জয়ের বাগানটা কুড়ি-পঁচিশ বিঘার ছিল।

বিলাসী কীভাবে আত্মহত্যা করে?

উত্তর : বিলাসী বিষপানে আত্মহত্যা করে।

কাকে অন্নপাপে দায়ী করা হয়েছে?

উত্তর : মৃত্যুঞ্জয়কে অন্নপাপে দায়ী করা হয়েছে।

ধুচুনি’ অর্থ কী?

উত্তর : ‘ধুচুনি’ অর্থ বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি।।

ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসিফুলের মতাে কে?

উত্তর : ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসিফুলের মতাে বিলাসী।

রােগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না’- কে সমস্ত রাত খেতে পাবে না?

উত্তর : ‘মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না।

বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?

উত্তর : ‘বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?

উত্তর : মৃত্যুঞ্জয়ের আম-কাঁঠালের বাগান ছিল।

মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?

উত্তর : মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে ।

মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল?

উত্তর : মৃত্যুঞ্জয় গােয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল।

সাপের দেবীর নাম কী?

উত্তর : সাপের দেবীর নাম মনসা।

বিলাসী গল্পের খুড়া কোন বংশের

উত্তর: খুড়া মিত্তির বংশের।

মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের বাগানটা কুড়ি-পঁচিশ ছিল।

বিলাসী গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন pdf

বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর, বিলাসী গল্পের Pdf

সরল উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা – শ্রেণী – একাদশ




সরল উচ্চমাধ্যমিক বাংলা সহায়িকা – শ্রেণী – একাদশ



বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

বিলাসী’ গল্পের লেখকের নাম কী?
উত্তর : ‘বিলাসী’ গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।