WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali
নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।
প্রশ্নোত্তর এবং সমাধান
“এই তার যা কিছু বিষয়-সম্পত্তি ।”—কার, কোন্ বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?
উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ‘তার’ বলতে রাশিয়ার উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বােঝানাে হয়েছে।
ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গেছিলেন, তা হল সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া। এই বিষয়সম্পত্তির কথাই প্রশ্নোবৃত অংশে বলা হয়েছে।
ইলিয়াসের স্ত্রীর নাম কি
উত্তর: ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি।
ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর
ইলিয়াসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হলো কিভাবে?
উ: ইলিয়াস এবং তার স্ত্রী একেবারে প্রথমের দিকে ধনী ছিল না তাদের সম্পত্তি খুব অল্প পরিমাণেই ছিল ইলিয়াসের কঠোর পরিশ্রম। আর তার স্ত্রীর অধ্যবসায় তাদের সময়কে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যেতে থাকলো। ইলিয়াস এর স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে সকলের পড়ে ঘুমোতে যেত সারাদিন কাজ করতো। এভাবে ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হয়েছিল।
৩৫ বছরের পরিশ্রমে ইলিয়াস কি কি সম্পত্তি বানিয়েছিল?
উত্তর: ৩৫ বছরের পরিশ্রমে ইলিয়াস ২০০ ঘোড়া ,দেড়শ গরু মোষ আর বারোশো ভেড়া বানিয়েছিল ।গরু ঘোড়া দেখাশোনার করার জন্য ভাড়াটে মজুর ।দুধ দোয়ার, কুমিস ,মাখন, পনির তৈরির জন্য আলাদা করে মজুরানী ছিল।
ইলিয়াস অতিথিদের কিভাবে আপ্যায়ন করতেন?
উত্তর: ইলিয়াস অতিথিদের সাথে সর্বদাই সদ্ব্যবহার করতেন। সব সময় অতিথিদের জন্য ভোজ্য এবং পানীয় তৈরি থাকতো। যখনই যে আসুক কুমিস ,চা, শরবত ,মাংস সব সময় তৈরি। এতে অতিথি হলেই ভেড়া অথবা ঘোটকী মারা হত।
ইলিয়াসের সন্তান সুখ ছিল কি? নিজের ভাষায় বল।
উত্তর: ইলিয়াস ধনী হলেও তার সন্তান সুখ থেকে সে বঞ্চিত ছিল। ইলিয়াসের ছিল দুই ছেলে এবং এক মেয়ে। প্রথম অবস্থায় ছেলেমেয়েগুলো ভালো থাকলেও ধনী হওয়ার পর তারা ভোগ বিলাসী আর উশৃংখল হয়ে উঠতে থাকে। বড় ছেলেটি মারামারি করে মারা যায়। ছোট ছেলেটি ঝগড়াটে বউ বিয়ে করে বাড়ি থেকে বিতাড়িত। আর মেয়েটি মারা গিয়েছিল।
ইলিয়াস এবং তার স্ত্রী আসল সুখ কোথায় খুঁজে পেয়েছিল?
উত্তর: ইলিয়াস এবং তার স্ত্রী আসল সুখ খুঁজে পেয়েছিল যখন তারা সকল ধন-সম্পত্তি হারিয়ে মজুরের জীবন যাপন করতে লাগলো সে সময়।
আশেপাশের লোকজন ইলিয়াসের প্রতি ঈর্ষান্বিত ছিল কেন?
উত্তর: ইলিয়াসের প্রতিপত্তি এবং সম্পত্তির পরিমাণ দেখে আশেপাশের লোকজন ঈর্ষা করতো।
কুমিস্ কি?
উত্তর: কুমিস এক ধরনের পানীয়।
ইলিয়াস তার ছোট ছেলেকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল কেন?
উত্তর: ইলিয়াস তার ছোট ছেলের বউয়ের ঝগড়ুটে স্বভাবের জন্য ছোট ছেলেকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল।
ইলিয়াস যখন ধনী ছিলেন তখন তাদের মনে শান্তি ছিল না কেন?
উত্তর: ইলিয়াস যখন ধনী ছিল তখন তার প্রতিপত্তি এবং দায়িত্ব ছিল প্রচুর। দায়িত্বের ঘেরাটোপে তাদের নিজেদের মধ্যে কথা বলবার বা একসাথে সময় কাটানোর মতো সময় কারোরই ছিল না। নিজেদের জন্য নিজেদের কথা শুনবার বা ভাববার সময় তাদের ছিল না ঈশ্বরের কাছে তাদের কোনদিন উৎসর্গ হতো না। ঈশ্বরের প্রতি প্রার্থনা করার সময়টুকু তাদের ছিল না। সর্বদা দুশ্চিন্তা । অতিথিরা বাড়িতে এলে খাওয়া-দাওয়া উপহারের যাতে খামতি না হয় সে ব্যাপারে লোক নিন্দার থেকে দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হতো।
অতিথিদের পরে মজুরদের জন্য চিন্তা তারা যাতে ফাঁকি না দেয় নিজেদের স্বার্থে তাদেরকে উপযুক্ত ভাবে কাজে লাগানো যা মহাপাপ। এছাড়া পালিত জীবজন্তুদের জন্য বাড়তি চিন্তা তো আছেই। বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ এবং ঝগড়া লেগেই থাকতো। তারা ধনী হলেও তাদের মধ্যে যথেষ্ট সুখের অভাব ছিল। আর ধনী হওয়ার কারণেই তারা ছোট ছোট সুখগুলি থেকে বঞ্চিত ছিল। দায়িত্ব আর কর্তব্য পালন করতে গিয়ে তারা সুখ ভোগ ভুলে যেত। দায়িত্ব আর কর্তব্যের বেড়াজালে তারা ঘেরা ছিল।
সম্পদ থাকলেও সেই সম্পদের ব্যবহার আর কর্তব্যের ঘেরাটোপে তারা সর্বদাই ব্যস্ত থাকতো। তারা গরীব হওয়ার পর তাদের দৈনিক চাহিদার থেকে অধিক কিছু পাওয়ার আশা ছিল না তাই তারা নিশ্চিন্তে দিন যাপন করতে সক্ষম হয়েছিল।
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
আরো বিশদে পড়ার জন্য
শেখার ফলাফলের জন্য 5E মডেল.
ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)
FAQ | ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর
Q1. ইলিয়াসের স্ত্রীর নাম কি
উত্তর: ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি।
Q2. ইলিয়াস নামের অর্থ কি
উত্তর: ইলিয়াস (Elias) নামের অর্থ হল সাহসী।