Site icon prosnouttor

শ্রেণিবিন্যাসের অনুক্রম কী? শ্রেণিবিন্যাসের বিভিন্ন প্রকার আলোচনা কর।

শ্রেণিবিন্যাসের অনুক্রম কী? শ্রেণিবিন্যাসের বিভিন্ন প্রকার আলোচনা কর।
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Jiban Bigyan Jiber Srenibinnas | Model Activity Task Class 10 Part 8 Life Science | Question Answer

উপরিউক্ত প্রশ্ন এবং তার যথাযত সমাধান, নিম্ন লিখিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আকারে বর্ণনা করা হলো। এই উত্তর গুলি বহুবিকল্প (MCQ), অতিসংক্ষিপ্ত (VSA), ছোট (SA) এবং বড় (LA), সকল প্রশ্নোর ক্ষেত্রে উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

শ্রেণিবিন্যাসের অনুক্রম কী? শ্রেণিবিন্যাসের বিভিন্ন প্রকার আলোচনা কর।

শ্রেণিবিন্যাসের শ্রেণিবিন্যাস

নিজ নিজ দলে বিভিন্ন জীবের বিন্যাসকে ট্যাক্সা বলে। ট্যাক্সা একটি মই থেকে এসেছে যাকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হয়।

শ্রেণিবিন্যাসের বিভিন্ন বিভাগ, শ্রেণিবিন্যাসের ধাপ গুলো কি কি

সমস্ত জীব পাঁচটি রাজ্যে বিভক্ত। সুতরাং, রাজ্যটি সবচেয়ে বড় ট্যাক্সন। সাদৃশ্যের উপর ভিত্তি করে, প্রতিটি রাজ্যকে নিম্নলিখিত উপায়ে আরও ছোট ছোট ট্যাক্সায় ভাগ করা হয়েছে।

i) প্রজাতি:-

ii) গণ:-

iii) পরিবার:-

iv) অর্ডার: –

v) শ্রেণী:-

vi) ফাইলাম:-

vii) রাজ্য: –

সম্বন্ধীয় ফাইলা গোষ্ঠী একত্রে রাজ্য গঠন করে।

উদাহরণ: প্রাণী

প্রতিটি বিভাগকে ট্যাক্সন বলা হয়। নিম্ন ট্যাক্সের সদস্যরা উচ্চ ট্যাক্সনের সদস্যদের তুলনায় একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ।

শ্রেণিবিন্যাসের জনক কে, শ্রেণিবিন্যাসের জনক কাকে বলা হয়

উত্তর: আধুনিক জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। কারণ তিনিই প্রথম অভিন্ন ভৌত বৈশিষ্ট্যের আলোকে জীবের শ্রেণীবিভাগ করেছিলেন। এর পর থেকেই লিনিয়াসের করা শ্রেণিবিন্যাসকে বিভিন্নভাবে পরিমার্জিত ও সংশোধিত করা হচ্ছে যাতে এর সাথে ডারউইনের সাধারণ পূর্বপুরুষের তত্ত্বকে মেলানো যায়।

শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কি, শ্রেণিবিন্যাসের একক কী

উত্তর: শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপকেই শ্রেণিবিন্যাসের একক বলে। শ্রেণিবিন্যাসেরে একক হলো ট্যাক্সন । যেমন-জগৎ,পর্ব,শ্রেণি,বর্গ ইত্যাদি। তবে শ্রেণিবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি।

শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি, শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য

উত্তর: শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য:

শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক, শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি

উত্তর: জীবের শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক প্রজাতি।

ট্যাক্সোনমি কাকে বলে, ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমি কী

উত্তর: জীববিদ্যার যে শাখায় জীবের পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণিবিন্যাসের রীতিনীতি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়, তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে।

ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়।

আলফা, বিটা এবং গামা শ্রেণীবিন্যাস কি?

শ্রেণীবিন্যাস

আলফা শ্রেণীবিন্যাস

বিটা শ্রেণীবিন্যাস

গামা শ্রেণীবিন্যাস

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

নতুন সিলেবাস জীবনবিজ্ঞন 9 ও 10

বইটি ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে। MCQs সম্পূর্ণভাবে অধ্যায়ের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি করা হয় প্রতিটি অধ্যায়ের সিলেবাসের বিষয়বস্তু MCQs এর আগে উল্লেখ করা হয় সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করে প্রতিটি মক টেস্টে 55 নম্বর থাকে ভুল উত্তরের জন্য কোনো নেতিবাচক মার্কিং নেই।

FAQ’s | শ্রেণিবিন্যাসের অনুক্রম কী? শ্রেণিবিন্যাসের বিভিন্ন প্রকার আলোচনা কর।

শ্রেণিবিন্যাসের জনক কাকে বলা হয়

উত্তর: আধুনিক জীববৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। কারণ তিনিই প্রথম অভিন্ন ভৌত বৈশিষ্ট্যের আলোকে জীবের শ্রেণীবিভাগ করেছিলেন। এর পর থেকেই লিনিয়াসের করা শ্রেণিবিন্যাসকে বিভিন্নভাবে পরিমার্জিত ও সংশোধিত করা হচ্ছে যাতে এর সাথে ডারউইনের সাধারণ পূর্বপুরুষের তত্ত্বকে মেলানো যায়।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version