Site icon prosnouttor

ক্ষমতা কাকে বলে

ক্ষমতা কাকে বলে

ক্ষমতা কাকে বলে

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

ক্ষমতা কাকে বলে, ক্ষমতার সংজ্ঞা দাও

সাধারণভাবে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলা হয়। এই ক্ষমতার অস্তিত্ব কেবলমাত্র কর্মসম্পাদনের ক্ষেত্রেই উপলদ্ধি করা যায়।

ক্ষমতা সম্পর্কে উইলিয়ম স্টার্ন বলেছেন, ক্ষমতা বা সামর্থ্য হল জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযােজন করার উপায়।

ম্যাকডু গাল-এর মতে, ‘ক্ষমতা বা সামর্থ্য হল অভিনব পরিস্থিতিতে অভিযােজনের উপায়। এ ছাড়াও বলা যায়, ক্ষমতা হল কতকগুলি কর্মসম্পাদন কৌশলের অস্তিত্ব যা অন্যান্য কাজ করার কৌশল থেকে ভিন্ন হয়।

ক্ষমতা বা সক্ষমতা শ্রেণিবিভাগ

ব্রিটিশ মনােবিজ্ঞানী স্পিয়ারম্যান মানসিক ক্ষমতাকে দুটি ভাগে ভাগ করেছেন। যথা—

পিয়াজে বলেছেন, তিন প্রকার ক্ষমতার যথা—

থাস্টোর্ন-এর তত্ত্ব অনুযায়ী ক্ষমতার ৭টি প্রকার রয়েছে যথা—

ক্ষমতার বৈশিষ্ট্য

জাতীয় ক্ষমতা কাকে বলে?

জাতীয় ক্ষমতার সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্র দর্শনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতার সংজ্ঞা নির্দেশ করেছেন। লাস – অয়েল ও কাপলান ক্ষমতা বলতে বুঝিয়েছেন, ” সিদ্ধান্ত গ্রহণের কার্যকলাপে অংশগ্রহণ ” ( power the participation in the making of decision.)

রাসেলের মতে: ” আকাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলাফল উৎপাদনই ক্ষমতা “। ( Power is the production of intended effects.)

ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি কি কি, ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, জাতীয় ক্ষমতার মূল উপাদান গুলি কি কি?

কোন একটি রাষ্ট্রের শক্তি বিভিন্ন প্রকার উপাদানের ওপর নির্ভর করে এর মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল – 

বহন ক্ষমতা কাকে বলে

একটি নির্দিষ্ট স্থানে ও সময়ে সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাকে বহন ক্ষমতা (বা ধারণ ক্ষমতা) বলে। অন্যকথায় বলা যায়, একটি নির্দিস্ট এলাকায় একটি নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ জীব (উদ্ভিদ ও প্রাণী) অবস্থান করতে তথা বসবাস করতে পারে যাতে করে তার পরিবেশীয় উপাদানসমূহ একটা ভারসাম্য বজায় রেখে চলতে পারে তাকে বহন ক্ষমতা বলে।

কোন স্থানের জীবের সংখ্যা পরিবেশীয় বহন ক্ষমতা অতিক্রম করলে পরিবেশের ভারসাম্য (পরিবেশীয় উপাদানের মধ্যে) আর টিকে থাকতে পারে না ফলে জীবের খাদ্য ও পানীয় এর অভাব, স্থানের অভাব ইত্যাদি দেখা দেয়।

কোনো স্থানে জনসংখ্যার সর্বোচ্চ সীমাকে বহন ক্ষমতা বলে। এই সীমা অতিক্রম করলে জনসংখ্যা কোনো মতেই স্থায়ী হয় না।

তড়িৎ ক্ষমতা কাকে বলে

কোনো তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ড যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক বা তড়িৎ ক্ষমতা বলে।

অশ্ব ক্ষমতা কাকে বলে

এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে ক্ষমতার একটি ব্যবহারিক একক ছিল অশ্ব ক্ষমতা।

ক্ষমতার একক কি

S.I পদ্ধতিতে ক্ষমতার একক হল ওয়াট বা জুল/ সেকেন্ড।

C.G.S পদ্ধতিতে ক্ষমতার একক হল আর্গ / সেকেন্ড।

অশ্বক্ষমতা – ৫৫০ পাউন্ড ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ১ সেকেন্ডে ১ ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয়, তাকে ১ অশ্বক্ষমতা বলে।

ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা নির্ণয় কর

ক্ষমতা (Power) = কাজ/সময়
                          = বল × সরণ/সময়
                          = ভর × ত্বরণ × সরণ/সময়
                          = ভর × বেগ × সরণ/সময় × সময়
                          = ভর × সরণ × সরণ/সময় × সময় × সময়
                          = [ML2T−3]

ক্ষমতার সূত্র

একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। কোন ব্যক্তি t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t

জাতীয় ক্ষমতা কাকে বলে?

জাতীয় ক্ষমতার সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্র দর্শনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতার সংজ্ঞা নির্দেশ করেছেন। লাস – অয়েল ও কাপলান ক্ষমতা বলতে বুঝিয়েছেন, ” সিদ্ধান্ত গ্রহণের কার্যকলাপে অংশগ্রহণ ” ( power the participation in the making of decision.)

রাসেলের মতে: ” আকাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলাফল উৎপাদনই ক্ষমতা “। ( Power is the production of intended effects.)

জাতীয় ক্ষমতার মূল উপাদান গুলি কি কি?

কোন একটি রাষ্ট্রের শক্তি বিভিন্ন প্রকার উপাদানের ওপর নির্ভর করে এর মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল – 

লেন্সের ক্ষমতা কাকে বলে

কোন লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী (উত্তল লেন্সের ক্ষেত্রে) বা অপসারী (অবতল লেন্সের ক্ষেত্রে) গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ঐ লেন্সের ক্ষমতা বলে।

যদি কোনো লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে বেশি পরিমাণে অভিসারিত বা অপসৃত করতে পারে, তবে তার ক্ষমতা বেশি আর যদি কম পরিমাণে অভিসারিত বা অপসৃত করতে পারে তবে তার ক্ষমতা কম।

লেন্সের ক্ষমতার একক কি

লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার (D)।

বাফার ক্ষমতা কাকে বলে

কোনো বাফার দ্রবণের pH প্রতিরোধ করার ক্ষমতাকে তার বাফার ক্ষমতা বলে।

যে ক্ষমতার দরুন কোন দ্রবন থেকে ph কে পরিবর্তনের হাত থেকে রক্ষা করা হয় তাকে বাফার ক্ষমতা বলা হয়।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

কার্য ক্ষমতা ও শক্তি, কাজ ক্ষমতা ও শক্তি, কার্য ক্ষমতা ও শক্তি MCQ

Q1. S.I পদ্ধতিতে কার্যের অভিকর্ষজ একক কি ?

Ans – কিলোগ্রাম-মিটার

Q2. কার্য কি রাশি ?

Ans – স্কেলার রাশি

Q3. নদীর স্রোতের কোন শক্তি নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় ?

Ans – গতি শক্তি

Q4. নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার ?

Ans – প্রথম শ্রেণীর

Q5. কোনটি তৃতীয় শ্রেণীর লিভার?

Ans – মুখের চোয়াল

Q6. কোন পদ্ধতিতে শক্তির পরম একক জুল

Ans – S.I

Q7. কার্যের ব্যবহারিক একক কী ?

Ans –  জুল।

Q8. ক্ষমতা কী ?

Ans – কার্য করার হারকে ক্ষমতা বলে।

Q9. ক্ষমতার ব্যবহারিক একক কী ?

Ans – ওয়াট।

Q10. শক্তি কী ?

Ans – কার্য করার সামর্থ্যকে শক্তি বলে।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version