ঘনত্ব কাকে বলে
ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। ঘনত্বকে ρ দ্বারা প্রকাশ করা হয়। m ভরের কোনো বস্তুর আয়তন V হলে, ঘনত্ব ρ হবে।
কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব (Density) বলে।
পদার্থের ঘনত্ব = ভর/আয়তন
অতএব, বস্তুর ভর = বস্তুর আয়তন × ঘনত্ব।
ঘনত্বের একক কি
ঘনত্বের SI একক: এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম/ঘন মিটার (kg/M3)
ঘনত্বের CGS একক: সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম/ঘন-সেন্টিমিটার (g/cc)।
অর্থাৎ, ঘনত্বের একক হল একটি লব্ধ একক।
ঘনত্বের মাত্রা কি
ঘনত্বের মাত্রা: ঘনত্ব = ভর/আয়তন = ML–3
ঘনত্বের সূত্র, ঘনত্ব এর সূত্র, ঘনত্ব নির্ণয়ের সূত্র, ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখ
একটি বস্তুর ঘনত্ব নির্ধারণ করতে, আপনি নীচের সূত্র বা সমীকরণ ব্যবহার করতে পারেন:
ঘনত্বের প্রতীক যা উপরের ছবিতে “rho” হিসাবে পড়া হয়েছে। ঘনত্বের সূত্র হল বস্তুর ভরকে বস্তুর আয়তন দ্বারা ভাগ করার ফলাফল।
এককগুলির আন্তর্জাতিক পদ্ধতির উপর ভিত্তি করে ঘনত্বের একক হল Kg/m3 বা Kg·m−3। কেজিতে ভর এবং m3 তে আয়তন।
দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার
আমাদের দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার ব্যাপক। অনেক ক্ষেত্রে আমরা জেনে আবার অনেক ক্ষেত্রে না জেনেই ব্যবহারিক জীবনে বস্তুর ঘনত্বের বৈশিষ্ট্যকে কাজে লাগাই।
আমাদের দেহের ঘনত্ব বাতাসের ঘনত্ব থেকে বেশি বলে আমরা মাটিতে হাটতে বসতে বা চলাফেরা করতে পারি। পানিতে ভাসার ক্ষেত্রে আমাদের দেহের অভ্যন্তরের বাতাস সহায়তা করে।
বাতাসের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম। নৌকা, ভেলা, পানিতে ভাসমান দ্রব্য নির্মাণে পানি থেকে কম ঘনত্ব সম্পন্ন বস্তু ব্যবহৃত হয় বা এমন কৌশল ব্যবহৃত হয় যাতে ভাসমান বস্তুকে পানি থেকে হালকা করে দেয়।
বেলুন ওড়ানাের জন্য এর মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করা হয়। হিলিয়াম গ্যাসের ঘনত্ব বাতাসের ঘনত্ব থেকে কম তাই বেলুন বাতাসের মধ্যে উপরে উঠে যায়।
কার্বন মনাে অক্সাইড, কার্বন ডাই অক্সাইড অত্যন্ত বিষাক্ত গ্যাস, এর মধ্যে শ্বাস নেয়া যায় না। কিন্তু এরা অক্সিজেন, নাইট্রোজেন থেকে ভারি বলে বায়ুমন্ডলের একেবারে নিচে অবস্থান করে, ফলে আমরা বায়ুতে স্বচ্ছন্দে শ্বাস নিতে পারি।
পানি থেকে পানির বাষ্প বা গরম বাতাসের ঘনত্ব কম বলে খাবার রান্না করার সময় বা তপ্ত খাবার ঠান্ডা করার জন্য পাত্রের মুখ খােলা রাখা হয়। জলীয় বাষ্প কম ঘনত্বের কারণে আকাশে উঠে, যা মেঘের সৃষ্টি করে।
বায়ুমন্ডলের বাতাস থেকে পানির ঘনত্ব বেশি বলে বৃষ্টির পানি পৃথিবী পৃষ্ঠে নেমে আসে। তাপের প্রভাবে বায়ুমন্ডলের বাতাসের ঘনত্বের তারতম্য হয় বলেই পৃথিবীতে বায়ু প্রবাহ হয়। অধিক ঘন বস্তু অধিক শক্ত হয়। তাই নির্মাণ ক্ষেত্রে নির্মাণ সামগ্রী নির্বাচনে প্রয়ােজনীয় বলের হিসাব অনুয়ায়ী পদার্থ ব্যবহার করা হয়।
আরো পড়তে: বেগ কাকে বলে, তাৎক্ষণিক বেগ কাকে বলে, সুষম বেগ কাকে বলে
জনসংখ্যার ঘনত্ব কি, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে
কোন দেশের মোট জনসংখ্যা ও মোট ভূমির পরিমাণ বা আয়তনের যে অনুপাত (Ratio) তা জনবসতির ঘনত্ব । ধরা যাক কোন দেশের কোন একটি অঞ্চলে ১ বর্গ কিলোমিটারে মাত্র ১৫ জন বাস করেন। সেই ক্ষেত্রে সেই অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব দাঁড়াবে ১৫ জন প্রতি বর্গ কিলোমিটার। সহজ ভাষায়, কোন অঞ্চলের বা কোন দেশের প্রতি বর্গ কিলোমিটারে মোট জনবসতির পরিমাণকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব।
জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র
কোন দেশের জনসংখ্যার ঘনত্ব জানতে হলে সে দেশের মোট জনসংখ্যা ও দেশের আয়তন জানতে হবে৷ জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি নিম্নরূপঃ
জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা ÷ মোট ভূমির আয়তন।
বাষ্প ঘনত্ব কাকে বলে
একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর, সম আয়তন হাইড্রোজেন গ্যাস এর ভর এর যত গুন, সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে।
FAQ | ঘনত্ব
Q1. বরফের ঘনত্ব কত
Ans – বরফের ঘনত্ব 920kgm-3
Q2. লোহার ঘনত্ব কত
Ans – লোহার ঘনত্ব ৭.৮৫ গ্রাম/সিসি অর্থাৎ জলের থেকে ৭.৮৫ গুণ ভারি।
Q3. পানির ঘনত্ব কত
Ans – জলের ঘনত্ব ধরা হয় 4deg C তাপমাত্রায় 1gm/Cubic Cm.
Q4. বাতাসের ঘনত্ব কত
Ans – বাতাসের ঘনত্ব 0.00127।
Q5. পারদের ঘনত্ব কত
Ans – সাধারণ তাপ ও চাপে পারদের ঘনত্ব 13.534 g/cm³
Q6. কেরোসিনের ঘনত্ব কত
Ans – CGS পদ্ধতিতে কেরোসিনের ঘনত্ব 0.8g/cm3।
Q7. ঘনত্ব কি
Ans – একক আয়তনের ভরকে ঘনত্ব বলে।
Q8. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক
Ans – 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, জলের ঘনত্ব সর্বোচ্চ।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।