Site icon prosnouttor

শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে

শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে

শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

শিলা কাকে বলে কয় প্রকার, শিলা কাকে বলে উদাহরণ দাও

ভূ-ত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা। ভূ-তত্ত্ববিদগণের মতে, দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এসব শিলার সৃষ্টি হয়। ভূ-ত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা।

উদাহরণস্বরূপ বলা যায়- মুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি শিলা।

অন্যভাবে বলা যায় যে, এক বা একাধিক খনিজের একত্রিত রূপই হচ্ছে শিলা।

খনিজের এই মিশ্রণ প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায়। এক্ষেত্রে প্রতিটি শিলার গঠনকারী খনিজের বৈশিষ্ট্য বজায় থাকে। কোনো কোনো শিলা একটি মাত্র খনিজ পদার্থ দিয়েও গঠিত হতে পারে। এক্ষেত্রে খনিজ ও শিলা একই পদার্থ।

যেমন: কেলসাইট একটি খনিজ এবং শিলা হিসাবে এটি চুনাপাথর।

ভূ-ত্বক যে সকল উপাদানে গঠিত এদের সাধারণ নাম শিলা। শিলা বলতে সাধারণত কঠিন প্রস্তরকে বোঝায়। কিন্তু ভূতাত্ত্বিকদের মতে দুই বা ততোধিক খনিজ পদার্থের মিলনে যে পদার্থ গঠিত হয়, তাকে শিলা বলে। গ্রানাইট, গ্যাব্রো, টাফ, ব্রেসিয়া, ব্যাসন্ট ইত্যাদি শিলার উদাহরণ।

শিলার শ্রেণিবিভাগ

ভূ-ত্বক বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত এবং আগ্নেয় শিলা প্রত্যেক ধরনের শিলা স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন। কোনো শিলা কাঁদার মত নরম এবং কোনো শিলা গ্রানাইট পাথরের মত শক্ত। সব ধরনের শিলাই প্রাকৃতিকভাবে সৃষ্ট।

উৎপত্তি ও গঠনের দিক থেকে শিলাকে তিনভাগে ভাগ করা যায়। যথা

পাললিক শিলা কাকে বলে

তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, হিমবাহ, সাগরতরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট নুড়ি, কাকর ও বালিতে পরিণত হয়। অতঃপর অংশসমূহ উল্লিখিত প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা উপমহাদেশের তলদেশে পলল বা তলানীরূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। পরে তা বায়ুর চাপে জমে শক্ত ও দৃঢ় আকার প্রাপ্ত হয়। এ ধরনের শিলাকে পাললিক শিলা বলে।

পলন বা তলানী হতে এ শিলা গঠিত হয় বলে একে পাললিক শিলা বলে। আবার স্তরে স্তরে সঞ্চিত হয় বলে এ শিলাকে স্তরীভূত (Stratified) শিলা বলে।

নদী এবং সমুদ্রে বিভিন্ন রকম নুড়ি, কাকর, বালি প্রবাহিত হয়। এই নুড়ি, কাকর, বালি সমুদ্র বা নদীর তলদেশে জমা হতে থাকে  এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থ গুলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে উপরের চাপ এবং নিচের তাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। এই শিলা নদী বা সমুদ্রের তলদেশে সৃষ্টি হয়। পলি জমাট বেধে সৃষ্টি হওয়ায় এই শিলাকে বলে পাললিক শিলা (Sedimentary Rocks)।

পাললিক শিলার উদাহরণ

উদাহরণ – চুনাপাথর, বেলেপাথর এবং কাদাপাথর।

পাললিক শিলার শ্রেণীবিভাগ

পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই ধরনের হয়ে থাকে যথা-সংঘাত শিলা এবং অসংঘাত শিলা।

সংঘাত শিলা কাকে বলে

আদি শিলা বা প্রাথমিক শিলা সংঘাতের ফলে ক্রমশ ভগ্ন বা চূর্ণ-বিচূর্ণ পলিতে পরিণত হয় এবং ওই পলি থেকে যে পাললিক শিলা উৎপন্ন হয় তার নাম সংঘাত শিলা।

প্রাচীন শিলার চূর্ণ- বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলায় সৃষ্টি করে তাকে সংঘাত শিলা বলে।

অসংঘাত শিলা কাকে বলে

রাসায়নিক অথবা জৈবিক উপায় সৃষ্ট শিলা গুলোকেই অসংঘাত শিলা বলে। যেমন- চুনাপাথর, লবনশিলা প্রভৃতি। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা তিন প্রকারের যথা- চুনাপাথর, বেলেপাথর এবং কাদাপাথর।

চুনাপাথর

চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাই কার্বনেটে পরিণত হয়। সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়।

বলেপাথর

বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। এই বেলেপাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর প্রভৃতি রংয়ের হতে পারে। লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরীর মন্দির এবং খাজুরাহোর মন্দির বেলে পাথরে তৈরি।

কাদাপাথর

কাদা পাথর কালচে ধূসর রং এর হয়ে থাকে। এটি মিহি দানা যুক্ত শিলার উদাহরণ। এর  সছিদ্রতা খুব বেশি। কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে তাই সহজেই ভেঙে যায়।

পাললিক শিলার বৈশিষ্ট্য

বালিপাথর (Sand stone), শেল (Shale), ডলোমাইট (Dolomite), সিন্ট স্টোন (Siltstone), চুনাপাথর (Limestone) ইত্যাদি পাললিক শিলার উদাহরণ।

আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও

পৃথিবীর আদিম অবস্থার উত্তপ্ত ও গলিত লাভা কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় উত্থিত উত্তপ্ত গলিত লাভা ঠান্ডা হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে।

উত্তপ্ত গলিত পদার্থ ভূ-পৃষ্ঠে ঠান্ডা হলে তাকে বহিঃজ আগ্নেয় শিলা (Extrusive igneous rocks) বলে। অপর পক্ষে উত্তপ্ত গলিত পদার্থ ভূ-পৃষ্ঠে আসতে না পেরে পৃথিবীর অভ্যন্তরেই ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এ রূপে গঠিত আগ্নেয় শিলাকে অন্তজ (Intrusive) আগ্নেয় শিলা বলে।

ব্যাসল্ট, পিউমিকস্টোন, লাপিলি ইত্যাদি হলো বহিঃজ আগ্নেয় শিলা। অন্যদিকে গ্র্যানাইট, গারো, সায়েনাইট, পরিফাইরি ইত্যাদি অন্ত্যজ আগ্নেয় শিলা।

আগ্নেয় শিলার বৈশিষ্ট্য

আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ

ভূগর্ভস্থ গরম তরল পদার্থগুলো শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয়, তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা দুই প্রকার। যথা—

উদ্‌বেধী আগ্নেয় শিলা দুই ভাগে বিভক্ত। যথা–

গ্রানাইট, গ্যাব্রো, সায়েনাইট, ডায়োরাইট প্রভৃতি পাতালিক শিলা এবং পরফাইরি উপপাতালিক শিলার উদাহরণ।

নিঃসারী আগ্নেয় শিলাও দুই ভাগে বিভক্ত। যথা–

টাফ ও ব্রেসিয়া বিস্ফোরক শিলা এবং রায়োলাইট, ব্যাসল্ট, অ্যাণ্ডেসাইট ইত্যাদি শান্ত শিলার উদাহরণ।

আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য

বৈশিষ্টআগ্নেয়শিলাপাললিক শিলা
সৃষ্টিভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা পরিণত হয়।বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয় জাত পদার্থ তাপ ও চাপের দ্বারা পাললিক শিলার পরিণত হয়।
কাঠিন্যআগ্নেয় শিলা সবচেয়ে কঠিন ও দৃঢ় সংবদ্ধ হয়। পাললিক শিলা নরম ও অসংবদ্ধ হয়।
স্তরআগ্নেয় শিলা য় কোন স্তর থাকে না। পাললিক শিলা স্তর বিশিষ্ট হয়ে থাকে। 
কেলাসআগ্নেয় শিলা য় কেলাস দেখা যায়।পাললিক শিলা য় কেলাস গঠিত হয় না। 
জীবাশ্মআগ্নেয় শিলা য় কোন জীবাশ্ম দেখা যায় না।পাললিক শিলা য় জীবাশ্ম দেখা যায়। 
খনিজ সম্পদআগ্নেয় শিলা য় খনিজ সম্পদের পরিমাণ তুলনামূলক ভাবে অনেক কম পাওয়া যায়।পৃথিবীর প্রধান প্রধান খনিজ সম্পদ যেমন কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি পাললিক শিলা অঞ্চলেই সঞ্চিত থাকে। 
উদাহরণ আগ্নেয় শিলা র উদাহরণ হল গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি।পাললিক শিলা র উদাহরণ হল বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি। 
আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য

রূপান্তরিত শিলা কাকে বলে, রূপান্তরিত শিলা কাকে বলে উদাহরণ দাও

প্রচন্ড তাপ ও চাপের যৌথ প্রভাবে মূল আগ্নেয় ও পাললিক শিলা কালক্রমে পরিবর্তিত হয়ে অধিকতর কঠিন ও স্ফটিকাকার যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে।

কোন শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে।

আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়।

এ ভাবে চুনাপাথর (পাললিক শিলা) রূপান্তরিত হয়ে মার্বেলে, বেলেপাথর (পাললিক শিলা) পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট, কাদা পরিবর্তিত হয়ে শ্লেটে (Slate), গ্রানাইট (আগ্নেয় শিলা) পরিবর্তিত হয়ে গ্নিসে (Gneisses) পরিণত হয়।

আগ্নেয়শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় রূপান্তরিত হলে তাকে আগ্নেয় রূপান্তরিত শিলা বলে। যেমন : গ্র্যানাইট নীসে ( Gneisses), পরিণত হওয়া।

অনুরূপভাবে পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হলে তাকে পাললিক রূপান্তরিত শিলা বলে। যেমনঃ বেলে পাথর পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট পরিণত হওয়া।

রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য

রূপান্তরিত শিলার উদাহরণ

আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলোকে রুপান্তরিত শিলা বলে।

যেমন– কয়লা, কোয়ার্টজ, মার্বেল, গ্রাফাইট ইত্যাদি।

রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ

রূপান্তরিত শিলার আদি উপকরণের উপর নির্ভর করে রূপান্তরিত শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। এই ভাগ দুটি হলো−

পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য

পাললিক শিলারূপান্তরিত শিলা
ভূত্বক গঠনকারী শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে বা উদ্ভিদ ও জীবদেহ মাটির নীচে চাপা পড়ে এটি সৃষ্টি হয় । ভূ-গর্ভের প্রচণ্ড উত্তাপে আগ্নেয়শিলা ও পাললিক শিলায় পরিবর্তন ঘটে এবং রূপান্তর তৈরি হয়। এই প্রক্রিয়ায় শিলা রূপান্তরের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।
যেমন- চুনাপাথর তাপের মাধ্যমে মার্বেলে রূপান্তর হয়।
পাললিক শিলা কেলাসিত নয় এবং এতে স্তর থাকে। পরিবর্তনের ফলে আগ্নেয় বা পাললিক শিলা আগের চেয়ে বেশি কঠিন ও কেলাসিত হয়।
এই শিলায় জীবাশ্ম থাকে। এই শিলায় জীবাশ্ম থাকে না। 
পাললিক শিলা ও রূপান্তরিত শিলার পার্থক্য

গ্রানাইট শিলা কাকে বলে

গ্ৰানাইট মোটা বা দানাযুক্ত অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা যা কোয়ার্টজ ও ফেল্ডস্পার সমৃদ্ধ। এটি পৃথিবীর ভূত্বকের সবথেকে সাধারণ প্লুটোনিক শিলা। যা ভূগর্ভের গভীরে ম‍্যাগমা, সিলিকেট গলে ঠান্ডা হয়ে তৈরি হয়।

স্তরীভূত শিলা কাকে বলে

সাগর, মহাসাগরের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এর আর এক নাম স্তরীভূত শিলা।

নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে

গলিত পদার্থ বা ম্যাগমা আগ্নেয়গিরি বা ভূ-ত্বকের ফাটল দিয়ে বেরিয়ে এসে গলন্ত লাভারূপে ভূ-পৃষ্ঠে প্রবাহিত হয় এবং বাতাস লেগে তাড়াতাড়ি ঠান্ডা ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলে।

মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা আলোচনা করো

মাটির দেহ গঠন করতে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে লাগে তার উৎসকে মূল উপাদান বলে। সাধারণত গ্র্যানাইট, নিস, অ্যান্ডেসাইট, ডাইওরাইট, ব্যাসল্ট, ডলেরাইট, চুনাপাথর ও সঞ্চিত বালি ইত্যাদি মূল উপাদান হিসেবে বা জনক শিলারূপে কাজ করে। জনক শিলা মাটি গঠনে যে যে প্রভাব ফেলে তা হল:-

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | শিলা

Q1. শিলামন্ডল কাকে বলে

Ans – ভূত্বকের মতো গুরুমন্ডলের উপরের সামান্য পরিমান অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়। তাই গুরুমন্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয় স্থলভাগের সমষ্টিকে শিলামন্ডল বলে।

শিলামন্ডলের গভীরতা ১০০ কিমি পর্যন্ত হয়ে থাকে। শিলামণ্ডল গুলি একত্রিত অবস্থায় না থেকে খন্ডিত অবস্থায় অবস্থান করে, যা পাত বা প্লেটের সৃষ্টি করে।

Q2. শিলাচক্র কি, শিলা চক্র কাকে বলে

Ans- প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন‍্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলছে। এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র।

Q3. কোন শিলায় জীবাশ্ম দেখা যায়

Ans – পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায়।

Q4. শিলা বৃষ্টি কাকে বলে

Ans – বজ্রবাহি মেঘ উর্ধ্বমুখী বায়ুপ্রবাহের ফলে যখন বায়ুমন্ডলের অত্যন্ত শীতলতর স্থানে প্রবেশ করে তখন পানির কণাগুলো ধীরে ধীরে বরফে পরিণত হয়। একপর্যায়ে এই বরফের টুকরোগুলো বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়, একেই শিলাবৃষ্টি বলে।

আমাদের দেশে (ভারত-বাংলাদেশ) গ্রীষ্মকালে বায়ুমন্ডলের তাপমাত্রা বেশি হয় বলে, তখন শিলাবৃষ্টি হতে দেখা যায়; বিশেষ করে কালবৈশাখীর সময়। এর সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে চৈত্র-বৈশাখের প্রচণ্ড গরম এর একটি কারণ বলে ধরে নেওয়া হয়।

Q5. পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন

Ans – আগ্নেয় শিলার থেকে পাললিক শিলার কাঠিন্য কম। বিভিন্ন খনিজের সাথে দৃঢ় ভাবে জলের অনু সংযুক্ত হয়ে কেলাস গঠন হয়। যা পাললিক শিলায় হয় না ফলে কেলাসে গঠন হয় না।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version