Site icon prosnouttor

পুরাতন শাসনামলে ফরাসি সমাজে যে বৈষম্য বিদ্যমান ছিল তা ফরাসী বিপ্লবের কারণ হয়ে উঠেছে | তিনটি উপযুক্ত উদাহরণ দিয়ে বক্তব্যটিকে যুক্তিযুক্ত করুন

স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ধারণাগুলি ছিল ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার। ফরাসি বিপ্লবের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর

স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ধারণাগুলি ছিল ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার। ফরাসি বিপ্লবের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE History, Itihas | Farashi Biplob | Question Answer

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান গুলি অতিসংক্ষিপ্ত (VSA), এবং ছোট (SA), সকল প্রশ্নের ক্ষেত্রে উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

পুরাতন শাসনামলে ফরাসি সমাজে যে বৈষম্য বিদ্যমান ছিল তা ফরাসী বিপ্লবের কারণ হয়ে উঠেছে | তিনটি উপযুক্ত উদাহরণ দিয়ে বক্তব্যটিকে যুক্তিযুক্ত করুন

উত্তর: উদাহরণগুলো হল:

কেন ফরাসি বিপ্লব বিরোধী কোয়ালিশন গঠিত হয়েছিল

উত্তর: ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা এবং অবশেষে গিলোটিন যন্ত্রে ষোড়শ লুই-এর
প্রাণদণ্ড ফ্রান্সে এক গভীর অভ্যন্তরীণ সংকট ডেকে আনে। প্রথমত প্রজাদের অনেকেই রাজভক্ত ছিল। রাজার প্রতি এই নিষ্ঠুর আচরণ তাদের ক্ষুব্ধ করেছিল। ফলে অনেকেই বিপ্লব সম্পর্কে হতাশ হয়েছিল। এর প্রতিফলন ঘটেছিল ভঁদেও লিয়ঁও কৃষক বিদ্রোহে, দ্বিতীয়ত বিপ্লবের নামে অযথারক্তপাত ও নিরীহ মানুষের মৃত্যু অনেক মানুষ মেনে নিতেপারেনি।

তারা বিপ্লব-বিরোধী হয়ে পড়ে। তৃতীয়ত শহরের গরিব মানুষ লক্ষ করেছিল তাদের মৌলিক সমস্যা অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো প্রতিকার হয়নি। বিপ্লবেরফলে বুর্জোয়া শ্রেণি উপকৃত হলেও তাদের কোনো লাভ হয়নি। কৃষক ও শহরের মানুষের মধ্যে এই ক্ষোভ ও অসন্তোষের কারণে বিপ্লব বিরোধী কোয়ালিস্টেন গঠিত হয়।

ফরাসি আইনসভার দুটি কক্ষ, ফরাসি আইন সভার দুটি কক্ষের নাম

উত্তর: ফ্রান্সের আইন সভার নাম পার্লামেন্ট।

ফ্রান্স যার সরকারী নাম ফরাসি প্রজাতন্ত্র, ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি।

ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে; বিশ্বের প্রায় সর্বত্র এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে।

আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা ও পিরিনীয় পর্বতমালা – বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র; রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান।

আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশির ভাগই প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া।

ফরাসি বিপ্লবের জনক কে

উত্তর: ষোড়শ লুই-কে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। যে কোন বিপ্লবের মত ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ দায়ী ছিল।

ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই বিপ্লব রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কৃষক ও শ্রমজীবীদের আন্দোলনের পথিকৃৎ। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপে চিত্র বদলে দিয়েছিল এবং মানুষের চিন্তার জগৎ আলোড়িত হয়েছিল।

ফরাসি রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ স্বৈরাচারী। রাজার ক্ষমতা বেশি স্বৈরাচারী হয়ে ওঠে এবং তা দিন দিন বাড়তে থাকে, রাজা নিজেকে ঈশ্বর প্রদত্ত ডিজাইন রাইট অফ মনারকির প্রতিভু প্রবৃত্ত বলে মনে করতেন। জনগণের ওপর অত্যাচার করা হতো। এসবের ফলাফল হল ফরাসি বিপ্লব। ফলাফলে রাজতন্ত্রের পতন ঘটে, গণতন্ত্র শব্দটি তাই নতুন মাত্রা।

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান

উত্তর:- অষ্টাদশ শতাব্দীর হলো ইউরোপীয় দার্শনিকদের জ্ঞানের আলোয় আলোকিত শতাব্দি। এই শতাব্দীতে ফরাসি দার্শনিক ও লেখকদের বলিষ্ঠ লেখনী ফরাসি বিপ্লবের মানসিক ক্ষেত্র প্রস্তুত করেছিল। তাঁরা সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম – সবক্ষেত্রে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল।

দার্শনিকদের ভূমিকা:-

১) মন্তেস্কু

ফরাসি দার্শনিক মন্তেস্কু (১৬৮৯-১৭৫৫ খ্রি:) ছিলেন পেশায় একজন আইনজীবী। তিনি রচনা করেছিলেন “দ্য পার্শিয়ান লেটারস” এবং “দ্য স্পিরিট অফ লজ” গ্রন্ত দুটি।

“দ্য পার্শিয়ান লেটারস” গ্রন্থে তিনি দেখিয়েছেন যে অভিযাত্রা অন্যায় ভাবে সকলকে বঞ্চিত করে সমাজে সুযোগ-সুবিধা ভোগ করে।

আবার “দ্য স্পিরিট অফ লজ” গ্রন্থে তিনি রাজার ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ও স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করেছেন। এছাড়া তিনি ফ্রান্সের শাসন, বিচার ও আইন বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবিও জানিয়েছেন এই গ্রন্থে।

২) রুশো

ফ্রান্সের সর্বাপেক্ষা জনপ্রিয় দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানে ছিলেন যা জাঁ জেকুইস রুশো (১৭১২-১৭৭৮ খ্রি:)। তিনি ফরাসি বিপ্লবের জনক নামে খ্যাত ছিলেন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল – “সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি” এবং “অরিজিন অফ ইনক্যুয়ালিটি” ।

সামাজিক চুক্তি গ্রন্থে তিনি দেখিয়েছেন যে- রাজা ঈশ্বরের প্রতিনিধি নন। চুক্তির মাধ্যমে রাজপথের সৃষ্টি হয়েছে। বাস্তবে জনগণই হলো ক্ষমতার উৎস ও প্রকৃত শক্তির অধিকারী।

৩) ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮খ্রি:)

ভলতেয়ার ছিলেন একজন দার্শনিক, সাহিত্যিক, ঐতিহাসিক, প্রাবন্ধিক ও কবি প্রতিভার অধিকারী। তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়ে।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল ‘কাঁদিদ’ ও ‘লেতর ফিলজফিক’। এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি ক্যাথলিক গির্জা কে ‘বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত’ বলে অভিহিত করেছেন।

৪) দিদেরো ও এলেম বার্ট

ফরাসি দার্শনিক “দেনিস দিদেরো” ও “দ্য এলেম বার্ট” – ৩৫ খন্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসি চিন্তা ধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদেরোর কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজের ভাগ্যকে নিয়ন্ত্রন করতে তৎপর হয়ে ওঠে।

৫) ফিজিওক্রাটস

ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রিজক্রাটস নামে একদল অর্থনীতিবিদদের আবির্ভাব হয়। এই গোষ্ঠীর নেতা ছিলেন কুয়েসনে । এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারিকরণের পক্ষপাতী ছিলেন।

মূল্যায়ন

ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তার নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিকরা দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়েছেন। কিছু ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল না। কারণ দার্শনিকদের বক্তব্য বোঝার ক্ষমতা সাধারন মানুষের ছিল না।

অন্যদিকে আবার একদল ঐতিহাসিক মনে করেন যে, প্রকৃতপক্ষে দার্শনিকরাই রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জাতীর মানসিক প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান ইতিহাস রেফারেন্স – ক্লাস – IX

অল ইন ওয়ান ইতিহাস রেফারেন্স

ক্লাস – 9 এর জন্য.





FAQ | ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান

উত্তর:- অষ্টাদশ শতাব্দীর হলো ইউরোপীয় দার্শনিকদের জ্ঞানের আলোয় আলোকিত শতাব্দি। এই শতাব্দীতে ফরাসি দার্শনিক ও লেখকদের বলিষ্ঠ লেখনী ফরাসি বিপ্লবের মানসিক ক্ষেত্র প্রস্তুত করেছিল। তাঁরা সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম – সবক্ষেত্রে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version