Site icon prosnouttor

সামাজিক ইতিহাস কি, নতুন সামাজিক ইতিহাস কি, সামাজিক পরিবর্তন কাকে বলে

সামাজিক ইতিহাস কি, নতুন সামাজিক ইতিহাস কি, সামাজিক পরিবর্তন কাকে বলে

সামাজিক ইতিহাস কি, নতুন সামাজিক ইতিহাস কি, সামাজিক পরিবর্তন কাকে বলে

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

প্রশ্নপত্র

সামাজিক ইতিহাস কি, সামাজিক ইতিহাস কাকে বলে, সামাজিক ইতিহাস বলতে কী বোঝো

১৯৬০ ও ১৯৭০-এর দশকে ইউরােপ ও আমেরিকায় ইতিহাসচর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক, সামরিক, সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকগুলিসহ সমগ্র সমাজের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয় যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। এই ইতিহাস সংশােধনবাদী ইতিহাস নামেও পরিচিত।

সাধারণভাবে নতুন সামাজিক হয় ইতিহাস চর্চা শুরু হয় ১৯৬০-৭০ দশক থেকে। মার্কস ব্লক ,লাসিয়েল, লাদুরি, ব্রাদেল, প্রমুখের উদ্যোগে প্রতিষ্ঠিত অন্যাল স্কুল গোষ্ঠী প্রথম ইতিহাস চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রথমত, এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হল—সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের দৈনন্দিন জীবনযাপন, জাতি-বর্ণ ও জাতিবিদ্বেষ, হিংসা ও সম্প্রীতি।

দ্বিতীয়ত, এই ইতিহাসচর্চায় যুক্ত গবেষকরা হলেন ইউজিন জেনােভিস, হারবার্ট গুটম্যান, রণজিৎ গুহ, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী। 

নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে মানব সমাজের সকল স্তরের মানুষের চর্চা সব ইতিহাসের বিষয়বস্তু হিসাবে চিহ্নিত। তাই সমাজে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।

সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা

(১) ইতিহাসের আলোচনায় শুধু রাজা, অভিজাত  বা উচ্চবর্গীয় দের দৃষ্টিকোণে ইতিহাস চর্চা না করে বৃহত্তর জনগোষ্ঠীর নানা স্তরের মানুষের আর্থ _ রাজনৈতিক ইতিহাসের ধারার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, বৌদ্ধিক ইতিহাস চর্চা ও তার ইতিবৃত্ত সম্পর্কে জ্ঞানলাভ করা। 

(২) নতুন সামাজিক ইতিহাস চর্চায় স্থান পেয়েছে শ্রমিকদের নানাদিক কৃতদাস প্রথা, দাস সমাজ ইত্যাদি যা ইতিহাস রচনার ধারার পরিবর্তন ঘটায়।

(৩) নতুন ইতিহাস চর্চায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ জাতির ব্যবধান, শ্রেণি লিঙ্গ ,ধর্ম সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ।

(৪) নতুন সামাজিক ইতিহাস চর্চায় নিম্নবর্গীয়দের কার্যকলাপ কিভাবে সমাজে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে তা দৃষ্টান্ত ড:রনজিত গুহ ,ড:পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে প্রমুখের ইতিহাস চর্চায় উল্লেখ রয়েছে।

নতুন সামাজিক ইতিহাস কি, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে

বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে ইতিহাস ও সমাজবিজ্ঞান চর্চায় নতুন দৃষ্টিভঙ্গির সূত্রপাত হয়েছিল । আসলে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে বেশ কিছু ঘটনা এই দৃষ্টিভঙ্গির ও মানসিকতার বদল করেছিল ।

প্রেক্ষাপট

পূর্ব ইউরোপে রুশ আগ্রাসন, তৃতীয় বিশ্বের মুক্তি সংগ্রাম,ভিয়েতনাম ও কিউবায় আমেরিকার সাম্রাজ্যবাদী আক্রমণ ,ফ্রান্স ও ইউরোপে ছাত্র আন্দোলন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন তরুণ সম্প্রদায় ও বুদ্ধিজীবী শ্রেণির মন ও মননকে আন্দোলিত করেছিল। প্রাতিষ্ঠানিকতা, রাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে বিরুদ্ধে ভাষ্য উপস্থাপিত করেছিল । ফলত জ্ঞানচর্চার প্রচলিত কাঠামো ও বয়ানের বিপ্রতীপে নতুন তত্ত্ব এবং চিন্তার উন্মেষ হয়েছিল,ইতিহাসের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি।

সূত্রপাত

ইংল্যান্ডে ‘পাস্ট এন্ড পেজেন্ট’ পত্রিকা এবং ফ্রান্সের অ্যানাল পত্রিকার মাধ্যমে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল। যদিও ১৯৩৯ খ্রিস্টাব্দে জর্জ মেকলে ট্রেভেলিয়ন তার ‘দ্য ইংলিশ সোশ্যাল হিস্ট্রি’ গ্রন্থে মানুষের দৈনন্দিন জীবন ও রীতিনীতিকে তুলে ধরেছিলেন। অন্যদিকে ই.পি. থমসন তার বিখ্যাত ‘মেকিং অব ইংলিশ ওয়াকিং ক্লাস’ গ্রন্থে দেখিয়েছেন কীভাবে কৃষি ও শিল্পে মূলধনেরন প্রাধান্য সাধারণ সামাজিক,নৈতিক ও সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করেছিল।আমেরিকা যুক্তরাষ্ট্রে নতুন সামাজিক ইতিহাস চর্চায় হারবার্ট গুটম্যান ও ইউজিন জেনোভিস শ্রমিক ও ক্রীতদাসদের জীবন ও জীবনযাপনের ওপর আলোকপাতকরেছেন।

তবে নতুন সামাজিক ইতিহাস রচনার প্রকৃত সূত্রপাত হয়েছিল লুসিয়েন ফেঁভর, ফার্নান্দ ব্রদেল,রয় লাদুরি, এবং মার্ক ব্লখের হাত ধরে। ১৯২৯ খ্রিস্টাব্দে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেবর অ্যানাল্‌স অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামে একটি পত্রিকা প্রকাশিত হত । ১৯৭৬ খ্রিস্টাব্দে গড়ে ওঠে ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েসন্স’।

নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো

ইতিহাসের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ইতিহাস । আগে সামাজিক ইতিহাস শুধু রাজা-মহারাজা, অভিজাতবর্ণ ও উচ্চবর্ণের আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল । কিন্তু বর্তমানে সমাজের সাধারণ, নিম্নবর্গ ও প্রান্তিক মানুষের আলোচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । ফলে সামাজিক ইতিহাস ‘নতুন সামাজিক ইতিহাস’ রূপে পরিচিত হয়েছে ।

১৯৬০-৭০ -এর দশকে নতুন সামাজিক ইতিহাসের আলোচনার সূত্রপাত ঘটে । এই সময় থেকে সমাজের নিম্নবর্গের মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সেসব মানুষের ইতিহাস চর্চা শুরু হয় । নতুন সামাজিক ইতিহাসের আলোচনায় ওপর থেকে নীচের দিকে দেখার পরিবর্তে নীচে থেকে ওপরের দিকে দেখার চেষ্টা করা হয় । সমাজের মুষ্টিমেয় উচ্চবর্গের মানুষের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সমাজের বৃহত্তর ক্ষেত্রে সাধারণ ও নিম্নবর্গের মানুষের ভূমিকার ভিত্তিতে সমাজকে দেখার চেষ্টা করা হয় । নতুন সামাজিক ইতিহাসে মুষ্টিমেয় উচ্চবর্গ অপেক্ষা বৃহত্তর সাধারণ, নিম্নবর্গের ও প্রান্তিক মানুষকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ।

সমাজ-সংস্কৃতির ক্ষেত্রে এই বৃহত্তর জনগোষ্ঠীর অবদান নতুন সামাজিক ইতিহাসে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় । ঐতিহাসিক ই.এইচ. কারের মতে ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না, ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হল মানুষ এবং তার কাজকর্ম । মানুষের ক্রিয়াকলাপের সাথে যুক্ত হয় তার ইচ্ছা, আবেগ, সচেতনতা ইত্যাদি বিষয়গুলি । এই সামগ্রিকতার কোনো নির্দিষ্ট রূপ হয় না । যে-কোনো সমাজে বিত্তবান মানুষও যেমন বাস করে, তেমনিই অত্যন্ত গরিব মানুষও বাস করে, যাদের প্রতিদিনের খাদ্যের সংস্থান নিশ্চিত নয় ।

উচ্চশিক্ষিত মানুষের সহাবস্থান ঘটে নিরক্ষর মানুষের সঙ্গে । সমাজব্যবস্থার সঙ্গে অর্থনীতির একটা ঘনিষ্ঠ যোগ আছে । আজকের ইতিহাসচর্চায় মানুষের আর্থসামাজিক জীবন বিশ্লেষণ করার প্রবণতা বেড়েছে । বিংশ শতকে নতুন সামাজিক ইতিহাস রচনায় সমাজের নিম্নবর্গের সংখ্যাগরিষ্ঠ সাধারণ, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর আলোচনা প্রাধান্য পায় । এই সময় থেকে বিভিন্ন ঐতিহাসিক নতুন সামাজিক ইতিহাসকে জনপ্রিয় করে তোলেন ।

নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য

১। ইতিহাস চর্চায় দীর্ঘদিন ধরে গুরুত্ব পেয়ে এসেছিল সমাজের গুরুত্বপূর্ণ মানুষ বা ‘বড়ো মানুষ’ এর কথা। বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পেয়েছে মূলত রাজনৈতিক ইতিহাস এবং ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি ছিল মূলত ‘টপ ডাউন’ পদ্ধতি বা উঁচুতলা থেকে ইতিহাস। কিন্তু নতুন সামাজিক ইতিহাসে গুরুত্ব পেল সাধারণ মানুষ। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক, টানাপোড়েন ও ক্রিয়া প্রতিক্রিয়া।শুধু তাই নয় সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত নানা সামাজিক উপাদান যেমন খাদ্য,পোশাক-পরিচ্ছদ,খেলাধুলা, বিনোদন, শিল্পচর্চা ইত্যাদি গুরুত্ব পেল। এই পদ্ধতি হলো ‘বটম আপ’ পদ্ধতি।

২। নতুন সামাজিক ইতিহাসের মূল উপজীব্য বিষয় হলো- সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস।সাধারণ মানুষের স্থানীয়, পৌর ও সামাজিক জীবন,সংস্কৃতি,জনস্বাস্থ্য,দারিদ্র,দুর্ভিক্ষ,হিংসা এবং দাঙ্গা অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে।

৩। নতুন সামাজিক ইতিহাস চর্চায় ইতিহাসের প্রচলিত উপাদান যেমন- ব্যক্তিগত ডায়রি,হিসাব খাতা।পারিবারিক অ্যালবাম,কথকতা,বিভিন্ন লিফলেট,অনুপত্রিকা গুরুত্ব পেয়েছে।সবচেয়ে বড়ো কথা লিখিত উপাদানের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাক্ষাৎকার বা মৌখিক ঐতিহ্য।

৪। নতুন সামাজিক ইতিহাসে সমাজের প্রান্তিক মানুষদের জীবন এবং জীবনসংগ্রাম গুরুত্ব পেয়েছে । অসংগঠিত শ্রমিক,ভূমিহীন কৃষক, আদিবাসী মানুষের ইতিহাসের উপজীব্য হয়ে উঠেছে। পাশাপাশি মেয়েদের ইতিহাস মেয়েদের লেখায় ও ভাষায় ফুটে উঠেছে।নতুন ইতিহাস চর্চায় যাকে বলে ‘ Gender Study’ ।

৫। নতুন সামাজিক ইতিহাস মূলত ‘multilayered’ এবং এর দৃষ্টিভঙ্গি হলো ‘interdisciplinary’ অর্থাৎ ইতিহাসের সঙ্গে নৃতত্ত্ব,ভূগোল,মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এমনকি বিজ্ঞানের বিভিন্ন শাখার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে ।

৬। অন্যদিকে সাম্প্রতিক ইতিহাস চর্চায় ‘micro level’ গবেষণা গুরুত্ব পেয়েছে ।‘Global History’ এর তুলনায় ‘Local History’ হাসসমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আঞ্চলিক ইতিহাস চর্চা যথেষ্ট মান্যতা পেয়েছে।

এবার কয়েকটা উদাহরণ সহকারে ব্যাপারটা বুঝে নেবার চেষ্টা করবো।

ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চায় সূত্র ধরে বিখ্যাত ঐতিহাসিক রণজিৎ গুহর হাত ধরে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল সত্তরের দশকে।

নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়

ইতিহাস লেখকের কাজ কী হওয়া উচিত তা নতুন করে দেখার সূত্রপাত হয় লুসিয়েন ফেবর এবং মার্ক ব্লখ -এর হাত ধরে । ফ্রান্সে এঁরা ‘অ্যানাল’ পত্রিকার মধ্য দিয়ে সমাজে মানুষের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ দিকগুলিকে অনুধাবনের প্রচেষ্টা শুরু করেন । অ্যানাল গোষ্ঠীভুক্ত ফরাসি ঐতিহাসিকদের হাত ধরে মানুষের সামগ্রিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়েছে ।

অ্যানাল গোষ্ঠীভুক্ত প্রতিনিধিরা হলেন লুসিয়েন ফেবর, মার্ক ব্লখ, ফার্নান্দ ব্রদেল, রয় লাদুরি প্রমূখ । তাঁদের ইতিহাসচর্চায় তৃণমূল স্তরের মানুষের পরিসংখ্যান, দিনগত জীবনযাপনের বিশ্লেষণ, জনতার মানসিকতা, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতির আলোচনা স্থান পায় । ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. থমসন ১৯৬৬ খ্রিস্টাব্দে ‘History from Below’ নামে একটি প্রবন্ধ লেখেন । এই সময় থেকেই নতুন সামাজিক ইতিহাসচর্চার যাত্রা শুরু হয় ।

নতুন সামাজিক ইতিহাসচর্চার মূল ধারণা হল— সাধারণ জনগণই ইতিহাসের গতিপ্রকৃতি নির্ধারণ করে । এই ধারণা অনুসারে সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল সবধরনের মানুষের কার্যকলাপ, আইনজগৎ, গ্রামীণ-নাগরিক সমাজের মূল্যবোধ, ধ্যানধারণা ইত্যাদি । প্রাকৃতিক ও পরিবেশগত তত্ত্ব, শস্যের ফলনের হিসাব, জমির আকৃতি, মহামারি, পোশাক, উৎপাদন ব্যবস্থা, পণ্য এবং সম্পদের বিভাজনগত তথ্যের বিন্যাস প্রভৃতি বিষয় ইতিহাসচর্চায় গৃহীত হয় ।

রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, শাহিদ আমিন, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পান্ডে, সুমিত সরকার প্রমূখ সাবঅল্টার্ন (নিম্নবর্গীয়) ঐতিহাসিক জাতি-ধর্ম নির্বিশেষে সমাজের নিম্নস্তরের মানুষের ইতিহাসচর্চা করে নিম্নবর্গের ইতিহাসকে জনপ্রিয় করে তুলেছেন । ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয়তাবাদে সাধারণের অংশগ্রহণ এবং আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার প্রতিফলনে আধুনিক ইতিহাসচর্চা বৈচিত্র্যময় ও সমৃদ্ধ হয়ে ওঠ ।

আরো পড়তে: সমাজ কাকে বলে, সমাজ বিজ্ঞানের জনক কে, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কি, সমাজ কাঠামো কাকে বলে

সামাজিক পরিবর্তন কাকে বলে

মানবসমাজ স্থিতিশীল নয়, পরিবর্তনশীল। তবে সব সমাজ একইভাবে পরিবর্তিত হয় না। এ পরিবর্তন কোথাও দ্রুত, কোথাও মন্থর। আবার অনেক সময় দেখা যায় একই সমাজের সকল অংশে সমান তালে পরিবর্তন হয় না। যেমনবাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবর্তনের গতি খুবই মন্থর। অন্যদিকে শহরাঞ্চলে পরিবর্তন হয় বেশ দ্রুত। সমাজের যে অংশে শিল্পায়ন ও শহরায়নের প্রভাব, শিক্ষার সম্প্রসারণ, প্রযুক্তিবিদ্যার প্রয়ােগ ও উন্নত যােগাযােগ ব্যবস্থা বিদ্যমান সে অঞ্চলে পরিবর্তন দ্রুত ঘটে।

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা

সমাজবিজ্ঞানীগণ সামাজিক পরিবর্তনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। কেউ কেউ সমাজব্যবস্থার আংশিক (Partial) আবার কেউ কেউ সামগ্রিক (Total) অংশে পরিবর্তনের কথা বলেন। যেমন সমাজবিজ্ঞানী রস (Ross) সমাজের আংশিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, “সামাজিক পরিবর্তন হল শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের (Social institutions) এবং তাদের বিভিন্ন রূপের পরিবর্তন”।

মরিস জিন্সবার্গ (M. Ginsberg) বলেন, “সামাজিক পরিবর্তন বলতে বুঝি সামাজিক কাঠামাের পরিবর্তন এবং সমাজত্ব লােকদের মূল্যবােধ, দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণের পরিবর্তন”। কিংসলে ডেভিস (Kinsley Davis) বলেন, “সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামাে ও কার্যাবলির পরিবর্তন।”

উপরের সংজ্ঞাগুলাে বিশ্লেষণ করলে দেখা যায় যে, মানবসমাজের আংশিক বা সামগ্রিক, যেকোনাে অংশের পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন বলা যায়। সামাজিক পরিবর্তনের অর্থ রাজনৈতিক প্রতিষ্ঠানের, শ্রেণী কাঠামাের, অর্থনৈতিকব্যবস্থার, আচার ব্যবহারের, জীবনযাত্রা প্রণালির অর্থাৎ মানুষের সব রকম মৌলিক সম্পর্কের পরিবর্তন।

সামাজিক পরিবর্তন মূলত একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচার-আচরণ বা সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। এটি আর্থ-সামাজিক কাঠামোর একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকে নির্দেশ করে। সামাজিক পরিবর্তন কিছু জায়গায় দ্রুত হতে পারে আবার কিছু জায়গায় ধীর হতে পারে। 

তবে, সামাজিক পরিবর্তন একটি সার্বজনীন বিষয়। এটি যেকোন সময় যেকোন স্থানে হতে পারে। তবে, কিছু সামাজিক পরিবর্তন দীর্ঘ সময়ের নানা বিবর্তনের মধ্যদিয়ে পরিবর্তীত হয়।উদাহরণস্বরূপ, সামন্তবাদ থেকে পুঁজিবাদে রূপান্তর।

সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়।

মানব সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সমাজে শুরুতে যা ছিল তা এখন নেই। আজকের পূর্ণতা অনেক পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে অর্জিত হয়েছে। সব সমাজই কম বা বেশি পরিবর্তনশীল। কিছু সমাজে পরিবর্তনের গতি খুব দ্রুত এবং অন্যান্য সমাজে পরিবর্তনের গতি ধীর। সামাজিক পরিবর্তনের সংজ্ঞায় বিভিন্ন সমাজ বিজ্ঞানী তাদের মত ব্যক্ত করেছেন। যেমন,

গিন্সবার্গ এর মতে, ‘‘সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর পরিবর্তন।’’

ম্যাকাইভার বলেন, ‘‘সামাজিক পরিবর্তন হল সামাজিক সম্পর্কের পরিবর্তন।’’

লুন্ডবার্গ এর মতে, ‘‘সামাজিক পরিবর্তন বলতে বোঝায় জড়-মানুষের সম্পর্ক এবং এর আচরণের মানগুলোর প্রতিষ্ঠিত নিদর্শনগুলির কোনও পরিবর্তন।’’

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ

সামাজিক পরিবর্তনের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে: যেমন;

১. সার্বজনীনতা: পরিবর্তন হল প্রকৃতির সার্বজনীন, চিরন্তন এবং অপরিবর্তনীয় নিয়ম। পৃথিবীর সব সমাজেই সামাজিক পরিবর্তন ঘটে। অতএব, সামাজিক পরিবর্তন চরিত্রগতভাবে সর্বজনীন।

২. ধারাবাহিকতা: সামাজিক পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি শুধুমাত্র একটি সময়ে ঘটে না, বরং সব জায়গায় সব সময় সঞ্চালিত হয়।

৩. রুপান্তর: সামাজিক পরিবর্তন সময়ের সাথে আপেক্ষিক, এবং নির্দিষ্ট সময়কাল অনুসারে এর হার বেশি বা কম হতে পারে। পরিবর্তনের হার এবং পরিমাণ বর্তমান অবস্থার উপর নির্ভর করে এক সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তিত হয়।

৪. জনসংখ্যার মানদণ্ড: শুধুমাত্র সেই পরিবর্তনগুলোকে সামাজিক পরিবর্তন হিসাবে বিবেচনা করা হয় যা বৃহত্তর জনসংখ্যাকে প্রভাবিত করে। সামাজিক পরিবর্তন তখনই গৃহীত হয় যখন একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি তাদের জীবন, আচরণ এবং বিশ্বাসে তা গ্রহণ করে।

৫. স্বাধীনতা: সামাজিক পরিবর্তন মানুষের বা সমাজের ইচ্ছা ও ইচ্ছার থেকে স্বাধীন।

জোর: অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তির কারণে সামাজিক পরিবর্তন ঘটে।

৬. পরিকল্পিত ও অপরিকল্পিত: একটি সময় ছিল যখন পরিবর্তনগুলো ছিল অপরিকল্পিত এবং অনির্দেশিত। কিন্তু আধুনিক সময়ে সমাজের লক্ষ্য অর্জনের জন্য পরিবর্তনের পরিকল্পনা করা যেতে পারে।

৭. কাঠামোগত বা কার্যকরী: সামাজিক কাঠামো এবং এর কার্যকারিতার যে কোন পরিবর্তনই সামাজিক পরিবর্তন।

৮. অসম গতি: পৃথিবীর সকল সমাজ একই সাথে বা একই সময়ে পরিবর্তন হয় না। কিছু সমাজের পরিবর্তন দ্রুত হয় আবার কিছু সমাজ ধীর।

সামাজিক পরিবর্তনের উপাদান

সামাজিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন উপাদান এ পরিবর্তনের জন্য দায়ী। সামাজিক পরিবর্তন সাধনে শিল্পায়ন, শহরায়ন, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা, যােগাযােগ ব্যবস্থা প্রভৃতি কারণগুলাে বিশেষ ভূমিকা পালন করে। নিম্নে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান বর্ণনা করা হল।

শিল্পায়ন

শিল্পায়ন বলতে মূলত কৃষি সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বােঝায়। শিল্পায়ন অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে। উৎপাদন-যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র কুটিরশিল্প গড়ে উঠেছে। মানুষের জীবযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে শহরে একক দম্পতিকেন্দ্রিক পরিবার গঠিত হচ্ছে। সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদন-কর্মে নিয়ােজিত হচ্ছে। শিল্পায়নের আরেকটি আনুষঙ্গিক ফল হল শহর ও নগরের বৃদ্ধি। অর্থাৎ শিল্পায়ন ছাড়া কোনাে দেশের আর্থ-সামাজিক পরিবর্তন তথা উন্নয়ন সম্য নয়।

ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক বা অণু পরিবারের সৃষ্টি হয়। শহরের মানুষ তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী ও দূরদৃষ্টিসম্পন্ন হয়। নারীপুরুষ পাশাপাশি শিল্প-কারখানা, অফিস-আদালতে চাকরি করে জীবিকা অর্জন করে। এর ফলে মহিলাদের আগের তুলনায় অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী হতে দেখা যায়। সুতরাং শিল্পায়ন ও শহরায়ন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষা

শিক্ষা হল এমন একটি প্রকিয়া যা ব্যক্তিকে সামাজিক করে তােলে, ব্যক্তিত্বশীল করে গড়ে তােলে। শিক্ষার সম্প্রসারণের ফলে সমাজ কাঠামােতে আসে নানা ধরনের পরিবর্তন। কারণ শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিতে এনেছে পরিবর্তন। শিক্ষার সম্প্রসারণ সমাজে জন্মহার ও মৃত্যুহার হ্রাস পেতে সাহায্য করে। দারিদ্র্য দূরীকরণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রযুক্তিবিদ্যা

বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জীবনের এমন কোনাে দিক নেই যা প্রযুক্তিবিদ্যা দ্বারা প্রভাবিত হয়নি। প্রযুক্তিবিদ্যা প্রয়ােগের ফলে শিল্প-কারখানায় বৃহদায়তন উৎপাদন শুরু হয়। ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এটা মানুষের ধ্যান-ধারণা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি প্রভৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। আগের তুলনায় মানুষ বর্তমানে অনেক বেশি বাধর্মী হয়ে পড়ছে।

যােগাযােগ ব্যবস্থা

সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হল যােগাযােগ ব্যবস্থা। যেমন- রাস্তাঘাট, যানবাহন, টেলিযােগাযােগ ও অন্যান্য ইলেকট্রনিকস। যােগাযােগ ব্যবস্থায় যে সমাজ যত উন্নতি সাধন করেছে সে সমাজ তত আধুনিক। অর্থাৎ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়ােজন উন্নত ধরনের যােগাযােগ ব্যবস্থা ।

নগরায়ণ

নগরায়ণ বলতে বােঝায় এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনাে এলাকা নগরে বা শহরে রূপান্তরিত হয়। নগরায়ণ ও শিল্পায়নের ফলে মানুষ কৃষিজ পেশা বাদ দিয়ে নানা ধরনের পেশা গ্রহণ করে বিধায় সমাজে গতিশীলতা বৃদ্ধি পায়। পেশায় বৈচিত্র্য থাকায় গ্রামের মানুষ দলে দলে শহরমুখী হয়।

সামাজিক পরিবর্তনের প্রকৃতি

১. সামাজিক পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া: সমাজ সর্বদা অবিরাম পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাসের ঊষালগ্ন থেকে সমাজ নিরন্তর প্রবাহিত হয়েছে।

২. সামাজিক পরিবর্তন সাময়িক: সামাজিক পরিবর্তন সাময়িক এই অর্থে যে এটি সময়ের ক্রম নির্দেশ করে। প্রকৃতপক্ষে, সমাজের অস্তিত্ব শুধুমাত্র একটি সময়-ক্রম হিসাবে। নতুন জিনিসের উদ্ভাবন, বিদ্যমান আচরণের পরিবর্তন, এবং সংস্কার একটি নির্দিষ্ট সময়ের পর পর পরিবর্তন হয়।

৩. সামাজিক পরিবর্তন পরিবেশগত: এটি অবশ্যই একটি ভৌগলিক বা শারীরিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে সঞ্চালিত হবে। এই উভয় প্রেক্ষাপট মানুষের আচরণের উপর প্রভাব ফেলে এবং ফলস্বরূপ মানুষ তাদের পরিবর্তন করে। সামাজিক পরিবর্তন কখনই শূন্যতায় ঘটে না।

৪. সামাজিক পরিবর্তন হল মানুষের পরিবর্তন: পরিবর্তনের সমাজতাত্ত্বিক তাৎপর্য এই যে এটি মানবিক দিককে জড়িত করে। অর্থাৎ সামাজিক পরিবর্তন সরাসরি মানুষের আচার-আচরণ, বিশ্বাস, সামাজিক অবস্থান ইত্যাদি পরিবর্তনে ভূমিকা রাখে।

৫. সামাজিক পরিবর্তন পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে: সামাজিক পরিবর্তনের গতি ও গতিপ্রকৃতি প্রায়শই মানুষের পরিকল্পনা ও কর্মসূচীর দ্বারা নির্ধারিত হয় যাতে সামাজিক পরিবর্তনের হার ও দিকনির্দেশনা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা যায়। অপরিকল্পিত পরিবর্তন বলতে প্রাকৃতিক দুর্যোগ যেমন- দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প ইত্যাদির ফলে সৃষ্ট পরিবর্তনকে বোঝায়।

৬. সংক্ষিপ্ত অথবা দীর্ঘমেয়াদী পরিবর্তন: কিছু সামাজিক পরিবর্তন তাৎক্ষণিক ফলাফল আনতে পারে আবার কিছু কিছু পরিবর্তনের ফলাফল পেতে কয়েক বছর ও দশক সময়ও লাগতে পারে। এই পার্থক্যটি তাৎপর্যপূর্ণ, কারণ একটি পরিবর্তন যা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তা কিছু বছর পরে জীবনের অপরিহার্য ছাড়া আর কিছুই হতে পারে না।

৭. সামাজিক পরিবর্তন শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে: জীবনের একটি দিকের পরিবর্তন তার অন্যান্য দিকগুলোতে ধারাবাহিক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। উদাহরণ স্বরূপ- নারীর অধিকার, সুযোগ-সুবিধা এবং মর্যাদার পরিবর্তনের ফলে গ্রামীণ ও শহুরে সমাজের গৃহ, পারিবারিক সম্পর্ক, কাঠামো, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্যাটার্নের ধারাবাহিক পরিবর্তন ঘটে।

সামাজিক পরিবর্তনের কারণ সমূহ, সামাজিক পরিবর্তনের দুটি কারণ

মানবসমাজ প্রতিনিয়ত নদীর ধারার মতাে পরিবর্তিত হচ্ছে। মানবসমাজের পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী স্পেনসার বলেন, ‘Social Change go round from simple to complex.’ সমাজ-সভ্যতার বিকাশের সাথে সাথে সমাজকাঠামাে ও সামাজিক সংগঠনের পরিবর্তনের মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে। 

সামাজিক পরিবর্তনের কারণঃ সকল সমাজ ও সংস্কৃতি পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের নেপথ্যে অনেকগুলো নিয়ামক শক্তি কাজ করে। নিম্নে সামাজিক পরিবর্তনের উল্লেখযােগ্য কারণগুলাে আলােচনা করা হলাে- 

(১) জৈবিক কারণঃ সমাজ জীবনের ওপর বংশগতির প্রভাব সুস্পষ্ট। জৈব প্রক্রিয়াই জনসংখ্যার আকার, গড়ন প্রভৃতি নির্ণয় করে। বিভিন্ন নরগােষ্ঠীর মানুষের সংমিশ্রণ ঘটলে একটি ভিন্ন বংশধারার আগমন ঘটে। আবার বিভিন্ন বংশধারার লােকের সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। 

(২) জনসংখ্যার পরিবর্তনঃ জনসংখ্যার পরিবর্তন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। কোনাে সমাজে যদি সুস্থ, সবল, কর্মক্ষম জনসংখ্যার হার বৃদ্ধি পায় তাহলে সে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। আবার সমাজে যদি Adult population বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে যায়। এর ফলে সমাজে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। 

(৩) প্রাকৃতিক পরিবেশঃ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবর্তনে বেশ প্রভাব ফেলে। ভৌগােলিক পরিবেশের কারণে বিভিন্ন সমাজের মানুষের জীবনযাত্রা বিভিন্ন হয়। আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতা, ভৌগােলিক অবস্থান, যােগাযােগের সুবিধা প্রভৃতি কারণে বিভিন্ন অঞ্চল ও দেশের সমাজ গঠনে পার্থক্য দেখা দেয়। আবার বন্যা, ঝড়, জলােচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সমাজকে ব্যাপক পরিবর্তন করে দেয়।

(৪) যান্ত্রিক উৎকর্ষঃ আধুনিক বিজ্ঞানের আশীর্বাদে যান্ত্রিক ও প্রযুক্তিগত উৎকর্ষ মানুষের জীবনযাপনের প্রক্রিয়া, ঐতিহ্য, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবােধ ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে পরিবর্তিত হয় সমাজের বিভিন্ন সংগঠন, যা সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখে।

৫) অর্থনেতিক সমৃদ্ধিঃ অর্থনেতিক সমদ্ধি একটি সমাজকে ব্যাপক পরিবর্তন করে দেয়। যেতেতু অর্থনীতি হচ্ছে সমাজের অন্যতম মৌল কাঠামাে, যার ওপর নির্ভর করছে সমাজের উপরি কাঠামাে- আচার-আচরণ, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি। তাই সমাজের অর্থনৈতিক পরিবর্তন তথা Basic structure-এর পরিবর্তনের ফলে সমাজের Super structure-এর পরিবর্তন সংগঠিত হয়। 

(৬) শিল্পায়ন ও নগরায়ণঃ শিল্পায়ণ ও নগরায়ণ সমাজজীবনে ব্যাপক পরিবর্তন আনে। এর ফলে সমাজের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন আসে। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তিত হয়ে যায়। 

(৭) জনসংখ্যার স্থানান্তরঃ জনসংখ্যার স্থানান্তর সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান। জনসংখ্যার স্থানান্তরের মধ্য দিয়ে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ হচ্ছে। এক এলাকার সাথে অন্য এলাকার যােগাযােগ স্থাপিত হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সামাজিক পরিবর্তন সংঘটিত হচ্ছে। 

(৮) রাজনৈতিক কারণঃ যেকোনাে দেশের সমাজ পরিবর্তনে রাজনৈতিক দলসমূহ অনন্য ভূমিকা পালন করে। আবার দেশের রাজনৈতিক পরিস্থিতি দেশের সার্বিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। এর ফলে সমাজে নানা পরিবর্তন ঘটে থাকে।  

(৯) বিপ্লব এবং আন্দোলনঃ বিপ্লব ও আন্দোলনের ফলে সমাজে পরিবর্তন সাধিত হয়। যেমন- রাশিয়ার রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লব এবং আফগানিস্থানে তালেবানদের ইসলামী বিপ্লবের ফলে সমাজের আমূল পরিবর্তন হতে দেখা যায়। 

(১০) সাংস্কৃতিক কারণঃ সমাজ বিজ্ঞানীগণ সাংস্কৃতিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। অগবান বলেন, সামাজিক পরিবর্তনের মূলে রয়েছে সমাজে বসবাসকারী জনসমষ্টির মানসিকতা, রীতি-নীতি, উৎপাদন পদ্ধতি ও সাংস্কৃতিক পরিবর্তন। 

(১১) পাশ্চাত্য শিক্ষাঃ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে উন্নয়নশীল দেশগুলােতে এক নতুন শিক্ষিত শ্রেণির সৃষ্টি হয়। মূলত এ শিক্ষার উদ্দেশ্য ছিল এমন একটি শ্রেণি সৃষ্টি করা যারা পাশ্চাত্য ভাবধারার মূল্যবােধ ও কৃষ্টি লালন করবেন। এই অঞ্চলের দেশগুলােতে ইংরেজগণ তাদের নিজদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আত্মনিয়ােগ করেন। এটা সামাজিক পরিবর্তনের একটা উল্লেখযােগ্য কারণ। 

(১২) ধর্মীয় কারণঃ ধর্মীয় মূল্যবােধের পরিবর্তন ঘটলে একটি জনসমষ্টি অথবা জাতির আচার-আচরণ ও জীবন আদর্শের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। আরবের ইসলাম পূর্ব পৌত্তলিক সমাজ ও ইসলামােত্তর মুসলিম সমাজ ধর্মীয় পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত। 

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তন একটি প্রবহমান ধারা। তারপরও সমাজ পরিবর্তনের সাথে সমাজগুলাে তাদের নিজস্ব অবস্থা ও ভাবধারা বজায় রেখেছে। তাই Change ও Continuity দু’টি বৈশিষ্ট্যের দ্বিতীয়টি হচ্ছে সামাজিকীকরণের মাধ্যমে। আর Social change বিভিন্ন উপাদান বা কারণে সংঘটিত হয়ে থাকে। এটাই জগতের বাস্তবতা। 

আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | সামাজিক ইতিহাস

Q1. সামাজিক ইতিহাস কী

Ans – একটা কথা প্রচলিত আছে যে – ইতিহাসে শুধু লেখে রাজার নাম। পৃথিবীর প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানে সব কিছু রাজাদের নামে লেখা আছে অর্থাৎ উচ্চবৃত্ত সম্প্রদায়ের কথায় ছিল ইতিহাসের মূল বিষয়। আধুনিক কালে ১৯৬০ -৭০ এর দশকে ইতিহাসের এই ধারণার পরিবর্তন ঘটে। এই সময় ইতিহাসের বিষয় হয়ে দেখা দিলো সামাজিক বিভিন্ন বিষয়, এমন কি সমাজের নিচুতলার ঘটনা সমুহ। এই সময় সামাজিক ইতিহাস চর্চার বিষয়টি ছিল এইরূপ –

সামাজিক দৃষ্টভঙ্গি – সামাজিক ইতিহাস চর্চার সাথে সাথে দেখা দিল সমাজের গুরুত্ব। সমাজের নিচু তোলার মনজার কর্মকাণ্ড হতে লাগলো ইতিহাস। ইতিহাসে আগে যেখানে উঁচুতলার ঘটনা লেখা হতো এখন দেখার ধরাদিলো নিচু তোলার মানুষের আত্মকাহিনী।

মেলবন্ধন – সামাজিক ইতিহাস রচনার সাথে সাথে সমাজের মানুষের মধ্যে শুরু হয় মেলবন্ধন। মানুষের মধ্যে জাগে ভ্রাতৃ সুলভ মনোভাব, সমাজের উঁচু নিচু মনোভাব দুর হতে থাকে। সমাজের মধ্যে বর্ণভেদ লোপ পেতে থাকে।

জাতীয়তাবাদ – সমাজের বিভিন্ন ভেদাভেদ দুর হবার পর থেকেই জাতীয় ভাব বিকশিত হতে থাকে। দেশের জন্য নিজের জীবন বাজি রাখার ইতিহাস এই সময়ে গড়ে উঠতে দেখা যায়। রাষ্ট্র শুধু রাজার হয়ে থাকলো না তা হয়ে গেলো বৃহত্তর জাতির। তাই সামাজিক ইতিহাস রচনার সাথে সাথে জাতীয়তাবাদের উন্মেষ ঘটলো।

জনগোষ্ঠী – নতুন ইতিহাস রচনায় সাধারণ জনগোষ্ঠী শুধু সাধারণ হতে থাকলো না। ধীরে ধীরে সাধারণ জনগোষ্ঠী রূপ নিলো এক বৃহত্তর জনগোষ্ঠী রূপে, এবং সাধারণ জনগোষ্ঠী বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিলো। তাই নতুন সামাজিক ইতিহাস চর্চায় ইতিহাস পেলো এক বৃহত্তর জনগোষ্ঠী।

Q2. নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য

Ans – 1) নীচুতলা থেকে ইতিহাস । 2) অপ্রচলিত উপাদানের গুরুত্ব । 3) প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম । 4) বহু-স্তরীয় এবং আন্তঃ-বিদ্যা বিষয়ক । 5) স্থানীয় ইতিহাস।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version