Site icon prosnouttor

“প্রলয় গগিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”—কী দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল? এই প্রলয়ের ফলে কী হয়েছিল?

২৫ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি অধ্যায় উপর

২৫ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি অধ্যায় উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Bangla | Kalinga Deshe Jhar Bristi | Question Answer, নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি প্রশ্ন

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

“প্রলয় গগিয়া প্রজা ভাবয়ে বিষাদ।”—কী দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল? এই প্রলয়ের ফলে কী হয়েছিল?

উত্তরঃ মুকুন্দ চক্রবর্তীর লেখা ‘কলিঙ্গাদেশে ঝড়বৃষ্টি’ নামক কাব্যাংশে কলিঙদেশের আকাশ মেঘে ঢেকে যায়। উত্তর-পূর্ব কোণে মেঘের সঙে দেখা দেয় বিদ্যুৎচমক | চারদিকে মুশলধারায় বৃষ্টি শুরু হয়। এইসব দেখেই প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয়।কলিঙ্গের আকাশে ঈশান কোণে, মেঘ জমা হয়। ঘনঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়৷ দূরদিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুশলধারায় বৃষ্টি | বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে |

ঝড়ের দাপটে শস্যখেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। আটটি দিকের আটটি হাতি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বৃষ্টিতে পথঘাট জলে ডুবে যায় | ঘাের অন্ধকারে দিনরাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে| সাত দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়।ভাদ্র মাসের তালের মতাে বড়াে আকারের শিল ঘরের চাল ভেদ করেপড়তে থাকে| দেবীর আদেশে সমস্ত নদনদী কলিঙের দিকে ছুটে আসে দেবীর আদেশে |

পর্বতের মতাে উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায়, ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ ত্যাগ করে চলে যায়।

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা প্রশ্ন উত্তর, নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি প্রশ্ন, কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি প্রশ্ন উত্তর, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর MCQ

মেঘ কোথায় উচ্চনাদে ডাকে –

(A) অট্টালিকা পরে

(B) কলিঙ্গে

(C) গুজরাটে

(D) গগন মন্ডলে

সঠিক উত্তর: (D) গগন মন্ডলে।

কোন মাসে তাল পড়ে –

(A) বৈশাখ মাসে

(B) আষাঢ় মাসে

(C) আশ্বিন মাসে

(D) ভাদ্র মাসে

সঠিক উত্তর: (D) ভাদ্র মাসে।

কি উলটিয়ে পড়ে?

(A) শস্য

(B) পাথরের মূর্তি

(C) গাছপালা

(D) ঘরবাড়ি

সঠিক উত্তর: (A) শস্য

মঠ অট্টালিকা খানখান করে কে ভেঙে দিল?

(A) চন্ডী

(B) গজরাজ

(C) প্রবল ঝড়

(D) হনুমান

সঠিক উত্তর: (D) হনুমান

কেন অন্ধকার হয়েছে?

(A) গ্রহণ লেগেছে

(B) সূর্য ডুবে গেছে

(C) মেঘ ঢেকে গেছে বলে

(D) রাত্রি হয়েছে

সঠিক উত্তর: (C) মেঘে ঢেকে গেছে বলে।

কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল?

(A) দুইদিন

(B) সাত দিন

(C) চার দিন

(D) দশ দিন

সঠিক উত্তর: (B) সাত দিন

চণ্ডীর আদেশ কে পেয়েছিল?

(A) কলিঙ্গ বাসীরা

(B) গুজরাট বাসীরা

(C) বীর হনুমান

(D) জৈমিনি

সঠিক উত্তর: (C) বীর হনুমান

‘সঘনে চিকুর পরে’- “চিকুর” শব্দের অর্থ কি?

(A) নারকেল

(B) তাল

(C) বাজ

(D) বিদ্যুৎ

সঠিক উত্তর: (D) বিদ্যুৎ

‘ঈশানে উড়িলো মেঘ সঘনে’-

(A) বরিষণ

(B) জলদ

(C) মেঘ

(D) চিকুর

সঠিক উত্তর: (D) চিকুর

চাল বিদরিয়া কি পরছে?

(A) তাল

(B) ডাব

(C) বরফ

(D) শিলা

সঠিক উত্তর: (D) শিলা

অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন?

(A) নদ-নদী

(B) বীর হনুমান

(C) চন্ডী

(D) শ্রীকবিকঙ্কণ

সঠিক উত্তর: (D) শ্রীকবিকঙ্কণ

চারি মেঘে বরিষে মুষলধারে জল। – এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল-

(A) চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে

(B) চারিদিক থেকে মেঘ জল বর্ষণ করছে

(C) চারি মেঘে নামক মুষলধারে জল বর্ষণ করছে

(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (A) চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে।

“না পাই দেখিতে কেহ রবির কিরণ।” এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল-

(A) সূর্য ডুবে যাওয়ায় কেউ আর রবির কিরণ দেখতে পায় না।

(B) ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায়না।

(C) সূর্য গ্রহণ হওয়ার ফলে রবির কিরণ দেখা যায় না।

(D) কোন টি নয়

সঠিক উত্তর: (B) ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউদেখতে পায়না।

“দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার” – এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল-

(A) মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হওয়ায় কেউ কারোর অঙ্গ দেখতে পায়না।

(B) সূর্য ডুবে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না।

(C) সন্ধ্যে হয়ে যাবার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না।

(D) কোনোটিই নয়।

সঠিক উত্তর: (A) মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হওয়াই কেউ কারো অঙ্গ দেখতে পায় না।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার বড় প্রশ্ন উত্তর pdf

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান পারুল বাংলা রেফারেন্স – ক্লাস – 9

শেখার ফলাফলের জন্য 5E মডেল.

ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)

FAQ | নবম শ্রেণির বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি প্রশ্ন

Q1. উচ্চনাদে কলিঙ্গে কীসের ডাক শোনা গিয়েছে?

উত্তরঃ– ঘন মেঘাচ্ছন্ন কলিঙ্গের আকাশে উচ্চনাদে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা গিয়েছে।

Q2. চারদিকে মেঘে জল দেয় কারা?

উত্তরঃ– কলিঙ্গদেশে প্রবল ঝড়বৃষ্টির সময় চারদিকে মেঘে জল দিয়েছিল “অষ্ট গজরাজ”।

জলধারার বর্ষণকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তরঃ– জলধারার বর্ষণকে করি-কর অর্থাৎ হাতির শুঁড় দ্বারা জল বর্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version