Site icon prosnouttor

ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন | ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ

২০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর পরিবেশ, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য অধ্যায় উপর

২০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর পরিবেশ, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য অধ্যায় উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রশ্ন উত্তর

ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন | ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক

পরিবেশ বলতে বাহ্যিক অবস্থাকে বোঝায় যেখানে একটি জীব বাস করে। ভূগোল মানুষ এবং তাদের পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক অধ্যয়ন করে। ভূগোল এবং পরিবেশের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।

ভূগোল হল পরিবেশ সম্পর্কে। আপনি আপনার চারপাশে যা দেখছেন তা হল পরিবেশ যেমন – নিজের চারপাশে দেখুন আপনি দেখতে পাবেন চেয়ার, সোফা, দোলনা, আপনার পরিবারের সদস্যরা এগুলো সবই পরিবেশের অংশ।

ভূগোলে আমরা বিভিন্ন বাস্তুতন্ত্র এবং স্থান এবং প্রাণী সম্পর্কে অধ্যয়ন করি এগুলি আমাদের পরিবেশের একটি অংশ। তাই আমরা বলি যে ভূগোল হল পরিবেশের অধ্যয়ন। তাই আমরা ভূগোলকে কখনও কখনও পরিবেশগত অধ্যয়ন বা পরিবেশ বিজ্ঞান বলে থাকি ।

পরিবেশ কাকে বলে

পরিবেশ হলো এমন একটি জিনিস যা আমাদের পারিপাশ্বিকত তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে ক্ষমতা প্রদান করে। যদি এক কথায় বলি তাহলে, আমাদের চারপাশে যা কিছু আছে তা সব মিলিয়েই তৈরি হয়ে আমাদের পরিবেশ।

অর্থাৎ আমাদের চারপাশের গাছপালা, পশুপাখি, জীবজন্তু, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, বন্ধুবান্ধব এসব কিছু মিলিয়েই তৈরি হয় পরিবেশ। আমাদের পরিবেশের প্রধান তিনটি উপাদন হচ্ছে —মাটি, পানি ও বায়ু। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।

উপাদান অনুযায়ী পরিবেশকে ২ ভাগে ভাগ করা হয়েছে, যথাঃ

প্রাকৃতিক পরিবেশ

আমাদের চারপাশে প্রকৃতির সব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যেমন: গাছপালা, পশুপাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি। প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারবে না, মানুষ বাঁচার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল।

প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো: গাছপালা, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, সমুদ্র, পাহাড়, নদী, ফুল ইত্যাদি।

মানুষের তৈরি পরিবেশ

মানুষের তৈরি সকল উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ সৃষ্টি হয়। যেমন: ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়-চোপড়, রাস্তা-ঘাট, বাস, ট্রেন, নৌকা ইত্যাদি, এসকল উপাদান নিয়েই গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ।

মানুষের তৈরি উপাদান হলো: ঘরবাড়ি, রাস্তাঘাট, চেয়ার, টেবিল, আসবাবপত্র, কাপড়-চোপড়, বিদ্যালয়, যানবাহন ইত্যাদি।

ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর

ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ পৃথিবীর জন্ম এবং এর ভৌত পরিবেশ যেমন পাহাড়-পর্বত, নদ-নদী, সাগর, মহাসাগর, বায়ুমন্ডল এবং মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবেশের প্রায় সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানা যায় ভূগোল অধ্যয়নের মাধ্যমে।

অপরদিকে এই সকল বিষয়ের সাথে মানুষ কীভাবে খাপ খাওয়ায় এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তারও বিস্তারিত জানা যায় ভূগোল ও পরিবেশ বিষয়টি পাঠের মাধ্যমে। নিম্নে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব বর্ণনা করা হলো।

সুতরাং বলা যায়, ভূগোল ও পরিবেশ বিষয়টি পাঠের গুরুত্ব অপরিসীম। কেননা এখানে মানুষ এবং মানুষের সাথে সম্পর্কিত প্রাকৃতিক, মানবিক এবং সামাজিক পরিবেশের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো অন্যান্য সরকারি স্কিম সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়ার জন্য

এসএসসি ভুগোল গেটওয়ে [এসএসসি জিওগ্রাফি গেটওয়ে]

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WB-SSC), মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC), ত্রিপুরা সার্ভিস কমিশন (T-SSC), WBCS(Main & Prelim), PSC, CGL-SSC, RRB এবং UGC-NET, UGC-SET প্রভৃিত Competitive Exam Preparation -এর জন্যই “ভূগােল Gateway” -রচিত

Q1. প্রাকৃতিক পরিবেশ কি

Ans – প্রাকৃতিক পরিবেশ (natural environment) মানুষের জীবনযাত্রাকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে থাকে। যেসব অবস্থা, শক্তি এবং বস্তুসমূহ জীবকে প্রভাবিত করে তাই পরিবেশ। মানুষের সার্বিক অবস্থা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, আচার আচরণ, কর্মদক্ষতা, রীতিনীতি, জীবনযাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। আমাদের চারপাশের সবকিছুই প্রাকৃতিক পরিবেশ।

Q2. সামাজিক পরিবেশের উপাদান কি কি

Ans – সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল: বিভিন্ন সামাজিক প্রথা, লোকাচার-লোকনীতি; সামাজিক আচার-ব্যবহার, নিয়ম-নীতি; সাংস্কৃতিক পরিবেশ; মানুষের জীবনধারা, ধ্যান-ধারণা, মূল্যবোধ, শিক্ষা দীক্ষা, ধর্মীয় চেতনা প্রভৃতি।

Q3. সামাজিক পরিবেশ কি

Ans – আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version