Site icon prosnouttor

PROM এবং EPROM পার্থক্য করুন।

PROM এবং EPROM পার্থক্য করুন
আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

মডেল অ্যাক্টিভিটি টাস্ক | কম্পিউটার | Computer

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

PROM এবং EPROM পার্থক্য করুন।

PROM

(i) প্রোগ্রামেবল রিড অনলি মেমরি।

(ii) এটি একটি নন-ভোলাটাইল মেমরি যার উপর ডেটা শুধুমাত্র একবার লেখা যায়।

(iii) PROM বার্নার একটি PROM চিপে ডেটা লিখতে ব্যবহৃত হয়।

EPROM

(i) ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি।

(ii) এটি একটি অ-উদ্বায়ী মেমরি এবং একটি বিশেষ ধরনের মেমরিও।

(iii) EPROM একটি PROM হিসাবে কাজ করে, কিন্তু অতিবেগুনী রশ্মি ব্যবহার করে বিষয়বস্তু মুছে ফেলা যেতে পারে

EPROM Full Form | EPROM পূর্ণ রূপ

Electrically Erasable Programmable Read-only Memory বা ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি।

EPROM, সম্পূর্ণ ইরেজেবল প্রোগ্রামেবল রিড-অনলি মেমরি, কম্পিউটার মেমরির ফর্ম যা পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে এর বিষয়বস্তু হারায় না এবং এটি মুছে ফেলা এবং পুনরায় ব্যবহার করা যেতে পারে।

PROM Full Form | PROM পূর্ণ ফর্ম

PROM-এর পূর্ণরূপ হল Programmable Read-Only Memory বা প্রোগ্রামেবল রিড অনলি মেমরি।

Define Primary Memory | ডিফাইন প্রাইমারি মেমরি

প্রাথমিক মেমরি হল কম্পিউটার মেমরির একটি বিভাগ যা CPU সরাসরি অ্যাক্সেস করতে পারে। প্রাইমারি মেমরিতে সেকেন্ডারি মেমরির চেয়ে দ্রুত এক্সেস টাইম আছে এবং মেমরি হায়ারার্কিতে ক্যাশে মেমরির চেয়ে দ্রুত। প্রাইমারি মেমরি, গড়ে, একটি স্টোরেজ ক্ষমতা আছে যা সেকেন্ডারি মেমরির চেয়ে কম কিন্তু ক্যাশে মেমরির চেয়ে বেশি।

কম্পিউটার মেমরি কাকে বলে

কম্পিউটারের অভ্যন্তরে যে অংশে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে তাকে কম্পিউটারের মেমরি বা মেমরি বলা হয়।

কম্পিউটারে ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে বলা হয় কম্পিউটার মেমরি বা স্মৃতি।

কম্পিউটার ক্রিয়াশীল অবস্থায় প্রোগ্রাম ও ডেটাসমূহ অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য এবং প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত মেমরি হলো প্রধান মেমরি। যেমন র‍্যাম হলো প্রধান মেমরির উদাহরণ। প্রধান মেমরি অর্ধপরিবাহী বস্তু বা সেমিকন্ডাক্টরের সাহায্যে তৈরি।

অন্যদিকে অধিক পরিমাণে তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত মেমরি হলো সেকেন্ডারি বা সহায়ক মেমরি। সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত সেকেন্ডারি মেমরি হলো ম্যাগনেটিক ডিস্ক ও অপটিক্যাল ডিস্ক।

কম্পিউটার মেমরি, কম্পিউটার মেমরি কত প্রকার ও কি কি

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

প্রধান মেমরি বা মুখ্য মেমরি | What is Primary Memory

কম্পিউটারের কর্ম এরিয়া হিসেবে প্রধান মেমরি পরিচিত। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমরির সরাসরি সংযোগ থাকে। এ ধরনের মেমরিতে তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে।

কম্পিউটার ক্রিয়াশীল অবস্থায় প্রোগ্রাম ও ডেটাসমূহ অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য এবং প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত মেমরিকে প্রধান মেমরি বলে।

প্রধান মেমরিকে মেইন বা প্রাথমিক মেমরিও বলা হয়। এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। মূলত প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমরি সংগ্রহ করে রাখে।

প্রধান মেমরিতে সর্বদা প্রয়োজন হয় এমন তথ্য ও নির্দেশ জমা থাকে। কাজ শেষে তাদের আবার সহায়ক মেমরিতে ফিরিয়ে দেওয়া হয়। সাধারণত প্রধান মেমরি ধারণক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি পায়।

প্রধান মেমরির অ্যাকসেস সময় ন্যানোসেকেন্ড বা তার কম সময় হয়ে থাকে। র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমরি উদাহরণ।

প্রধান মেমরি বা মুখ্য মেমরি :-

এ ধরনের মেমরি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:-

সহায়ক মেমরি কাকে বলে

কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।

এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়। এতে বিপুল পরিমাণ তথ্য বা প্রোগ্রাম সংরক্ষণ করা যায়।

বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও তথ্য বা প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না। হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমরির উদাহরণ।

এ ধরনের মেমরিকে নন-ভোলাটাইল মেমরিও (Non-Volatile Memory) বলা হয়।

সহায়ক মেমোরি বৈশিষ্ট্য

এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো

ইন্টারনাল মেমরি কাকে বলে :-

কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়।

রেজিস্টার | What is Register

মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে। রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে। এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত। মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।

যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি। মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

ক্যাশ মেমরি | What is Cache Memory

এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা। মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।

কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি।

যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। এ ধরনের পদ্ধতিতে সিপিইউয়ের কোনো নির্দেশ প্রয়োজন হলে প্রথমে ক্যাশ মেমরি পরীক্ষা করে, সেখানে না পেলে পরে প্রধান মেমরিতে খোঁজ করে। সেখানেও না পেলে সহায়ক মেমরিতে খোঁজ করে।

RAM কি ধরনের মেমরি

Ram এর পূর্ণরূপ হল রান্ডাম অ্যাক্সেস  মেমোরি (random access memory) এদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকা হয় যেমন system memory, primary memory বা main memory । এটি কম্পিউটারের মাদারবোর্ড (motherboard) এ পাওয়া যায়। এটি মূলত CPU আভ্যন্তরীণ মেমোরি হিসেবে কাজ করে।

এটি একটি কম্পিউটারের অস্থায়ী স্টোরেজ। কম্পিউটারে হার্ডড্রাইভে (hard drive) যেমন ডাটা স্টোর হয়ে থাকে ঠিক তেমনি কম্পিউটারের র‍্যাম ও ডেটা স্টোর হয়ে থাকে। হার্ডড্রাইভের সঙ্গে র‍্যাম এর প্রধান পার্থক্য হল হার্ড ড্রাইভে স্থায়ীভাবে ডাটা স্টোর থাকে কিন্তু ram এ স্থায়ীভাবে ডাটা স্টোর থাকে না। যখন আপনার ডিভাইসটি বন্ধ করে দেবেন তখন ram এর মধ্যে সংরক্ষিত ডাটা মুছে যাবে। এইজন্য Ram কে Volatile Memory বলা হয়। 

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়ার জন্য

নতুন আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12

নতুন আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12

চিন্ময় গুহ | আশুতোষ পাল (লেখক)

FAQ | কম্পিউটার

কম্পিউটার সফটওয়্যার কি

সফটওয়্যার হল একধরনের নির্দেশাবলী, ডেটা বা প্রোগ্রামের একটি সেট যা কম্পিউটার পরিচালনা করতে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। সফটওয়্যার হল একটি জেনেরিক শব্দ যা একটি ডিভাইসে চালানো অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট এবং প্রোগ্রামগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। 


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version