Site icon prosnouttor

পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি, প্রথম পুরুষ কাকে বলে, মধ্যম পুরুষ কাকে বলে

পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি, প্রথম পুরুষ কাকে বলে, মধ্যম পুরুষ কাকে বলে

পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি, প্রথম পুরুষ কাকে বলে, মধ্যম পুরুষ কাকে বলে

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

পুরুষ কাকে বলে

পুরুষ বলতে আমরা সাধারণত পুরুষ জাতীয় প্রাণী বুঝি। কিন্তু ব্যাকরণে পুরুষ শব্দের একটি আলাদা মানে আছে।

ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাব রূপকে পুরুষ বলে।

সমাপিকা ক্রিয়ার বিভিন্ন রূপের জন্য বাক্যের কর্তা বা কর্তৃপদের যে রূপভেদ বা পার্থক্য ঘটে, তাকে পুরুষ বলে।

পুরুষ বলতে ব্যাকরণগত এক বিশেষ রূপকে ধরা হয়, যা ‘indicate the number and nature of the participants in a situation (Crystal 2003 344)। একটি বাক্যে বক্তা (Speaker), শ্রোতা (Addressee) ও অন্য সংশ্লিষ্ট অনুপস্থিত (Obviative) এদের মধ্যে যিনি ক্রিয়া করেন, তিনিই ব্যক্তি বা পুরুষ। সাধারণভাবে পুরুষ হল কর্তা ক্রিয়ার আশ্রয়।

অন্য ভাবে বলতে গেলে – যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে পুরুষ বলে।

যে কোন ভাষা ব্যবহার করার সময় নির্দিষ্ট বিশেষ্য পদটি কোন না কোন পুরুষের অন্তর্গত। অর্থাৎ কর্তা এবং ভাব অনুযায়ী পুরুষ বিভিন্ন ধরনের হয়ে থাকে।

পুরুষ কয় প্রকার ও কি কি

বক্তা এবং শ্রোতা অনুযায়ী পুরুষ তিন প্রকারের হয়ে থাকে। এগুলি হলো

  1. প্রথম পুরুষ
  2. উত্তম পুরুষ
  3. মধ্যম পুরুষ

প্রথম পুরুষ কাকে বলে

যখন বক্তা সামনে অনুপস্থিত থাকা সত্বেও কোন ব্যক্তির সম্পর্কে কোন কিছু বলে এবং তাকে সম্বোধন করার জন্য যে সর্বনাম পদগুলি ব্যবহার করা হয় সেটি হলো প্রথম পুরুষ।

অর্থাৎ, বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাউকে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে।

সে , তারা , এটা , রাম-শ্যাম-যদু-মধু ( কোন মানুষের নাম ) , কুকুর , বিড়াল , পাখি ( কোন জীব জন্তুর নাম ) ইত্যাদি শব্দ কে বাংলায় প্রথম পুরুষ বলে।

He , She , They , It , Ram , Amal , Gita , Dog , Cat , Bird ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় Third Person।

প্রথম পুরুষ আবার দুই ধরনের হয়ে থাকে।

১. সাধারণ প্রথম পুরুষ

সাধারণ বা যে কোন ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের সর্বনাম পদগুলি ব্যবহার করা হয়। সাধারণ প্রথম পুরুষ এর উদাহরণ হল সে, তিনি, তাহারা।

২. সম্মানসূচক প্রথম পুরুষ

কোন সম্মানীয় ব্যক্তি ক্ষেত্রের সম্মানজনকভাবে বা সম্মান এর দিয়ে কথা বলার সময় এ ধরনের সর্বনাম পদগুলি ব্যবহার করা হয়।

সম্মানসূচক প্রথম পুরুষ এর উদাহরণ হল তিনি, তারা, তাহারা।

প্রথম পুরুষ এর উদাহরণ

প্রথম পুরুষ এর প্রয়োগ

উত্তম পুরুষ কাকে বলে

কোন বক্তব্য রাখার সময় বক্তা যখন নিজেকে সম্মোধন করতে, কোন সর্বনাম পদ ব্যবহার করে এই সকল বিশেষ্য পদ গুলি হল উত্তম পুরুষ।

অর্থাৎ ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে।

অর্থাৎ কোন বাক্যে বক্তা নিজে সর্বদাই উত্তম পুরুষ হয়ে থাকে।

উত্তম পুরুষ এর উদাহরণ হল আমি, আমরা, আমাদের ইত্যাদি।

“আমি” ও “আমরা” বাচক যেসব Word আছে তাদেরকেই বলে First Person বা উত্তম পুরুষ।

আমি , আমার , আমাকে , আমরা , আমাদের , আমাদেরকে ইত্যাদি শব্দ কে বাংলায় বলে উত্তম পুরুষ। তেমনই I , My , Me , We , Our , Us , Myself , Ourselves ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় First Person।

উত্তম পুরুষ এর উদাহরণ

উত্তম পুরুষ এর প্রয়োগ

মধ্যম পুরুষ কাকে বলে

কোন ব্যক্তিকে কিছু বলার সময় বক্তা নির্দিষ্ট ব্যক্তিকে, যে সর্বনাম পদ গুলির সাহায্যে সম্মোধন করে সেগুলি হল মধ্যম পুরুষ।

অর্থাৎ, বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে।

মধ্যম পুরুষের উদাহরণ হল তুমি, তুই, তোমাদের, আপনি, আপনাদের, তোমরা ইত্যাদি।

তুমি ও তোমরা বাচক যেসব word আছে তাদেরকে Second Person বা মধ্যম পুরুষ বলে।

তুমি , তোমরা ইত্যাদি শব্দ কে বাংলায় বলে মধ্যম পুরুষ। You , Your ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় Second Person।

মধ্যম পুরুষ আবার তিন প্রকারের হয়ে থাকে। এখানে তিন প্রকারের মধ্যম পুরুষের উদাহরণ দেখলে আপনি বুঝে যাবেন।

১. সাধারণ মধ্যম পুরুষ

তুমি, তোমরা, তোমাকে ইত্যাদি

২. সম্মানসূচক মধ্যম পুরুষ

আপনি, আপনারা, আপনাকে ইত্যাদি।

৩. অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ

তুই, তোরা, তোকে ইত্যাদি।

মধ্যম পুরুষ এর উদাহরণ

মধ্যম পুরুষ এর প্রয়োগ

পুরুষের বিভিন্ন প্রকৃতি

নাম পুরুষ কাকে বলে?

বক্তা যখন অনুপস্থিত কারো সম্পর্কে কোন কিছু বলে তখন ঐ অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর নাম অথবা নামের পরিবর্তে অন্য যে সর্বনাম পদ ব্যবহার করে তখন তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে।এক কথায় অনুপস্থিত পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীই নাম পুরুষ। যেমন- সে, তারা, তিনি।

নাম পুরুষ কত প্রকার কি কি

নাম পুরুষ আবার দুই প্রকার যথাঃ

ক. সাধারণ নাম পুরুষ
খ. সম্মানসূচক নাম পুরুষ

সাধারণ নাম পুরুষের উদাহরণ দাও

সাধারণ নাম পুরুষের উদাহরণ হল সে, তারা, তাহারা ।

বচনভেদে পুরুষের রূপভেদ – উত্তমপুরুষ

একবচনবহুবচন
আমি

আমার, মোর

আমাকে, মোরে

আমাতে
আমরা, মোরা

আমাদের, মোদের

আমাদিগকে, আমাদেরকে

আমাদিগতে
বচনভেদে পুরুষের রূপভেদ – উত্তমপুরুষ

বচনভেদে পুরুষের রূপভেদ – মধ্যমপুরুষ

একবচনবহুবচন
তুমি, তুই

তোমাকে

আপনার

আপনি

আপনাকে

তোমার, তোর
তোমরা, তোরা

তোমাদিগকে

আপনাদের

আপনারা

আপনাদিগকে

তোমাদের, তোদের
বচনভেদে পুরুষের রূপভেদ – মধ্যমপুরুষ

বচনভেদে পুরুষের রূপভেদ – প্রথম পুরুষ

একবচনবহুবচন
সে



এ, ইহা

উহা

তিনি

উনি

রাম
তারা

ওরা

এরা, ইহারা

উহারা

তাঁরা

তাঁরা

রামেরা
বচনভেদে পুরুষের রূপভেদ – প্রথম পুরুষ

পুরুষভেদে ক্রিয়ার রূপ

ক্রিয়ার কালউত্তমপুরুষমধ্যমপুরুষপ্রথমপুরুষ
বর্তমানকালপড়ছিপড়ছ, পড়ছেনপড়ছে, পড়ছেন
অতীতকালপড়েছিলামপড়েছিলে, পড়েছিলেনপড়েছিল, পড়েছিলেন
ভবিষ্যৎকালপড়বপড়বে, পড়বেনপড়বে, পড়বেন
পুরুষভেদে ক্রিয়ার রূপ
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | পুরুষ

Q1. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?

Ans – ৩ প্রকার

Q2. বাংলা ব্যাকরণে পুরুষ কাকে বলে

Ans – যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা কোন বক্তা, শ্রোতা অথবা অন্য কোন উদ্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে। অন্যভাবে বলা যায় ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে।

Q3. পুরুষ কথাটির অর্থ

Ans – বাংলা ব্যাকরণে পুরুষ শব্দটি দ্বারা পুরুষ মানুষকে বোঝায় না অথবা পুংলিঙ্গ জাতীয় কোন কিছুকে ও নির্দেশ করে না। ক্রিয়াপদের সাথে কর্মের যোগসূত্রকারীই হল পুরুষ।বাংলা ভাষায় ব্যবহৃত বিশেষ্য এবং সর্বনাম পদ কোন না কোন পুরুষের অন্তর্গত।

Q4. তিন প্রকার পুরুষের অপর নাম কি 

Ans – উত্তম পুরুষের অপর নাম প্রথম পুরুষ , মধ্যম পুরুষের অপর নাম ২য় পুরুষ এবং নাম পুরুষের অপর নাম তৃতীয় পুরুষ।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version