Site icon prosnouttor

Model Activity Task Class 9 Life Science Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

Model Activity Task Class 9 Life Science Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

Model Activity Task Class 9 Life Science Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Life Science Class 9, Tissue | Model Activity Task Class 9 Life Science Part 6

Table of Contents

প্রাণী কোষ, প্রানী কোষ, প্রাণী কোষ কাকে বলে

জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। অর্থাৎ প্রাণী দেহ যা দিয়ে গঠিত হয় তাই প্রাণীকোষ।

প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোম এর গুরুত্ব, প্রাণী কোষের বিভাজনের সেন্ট্রোজোম এর গুরুত্ব, প্রাণী কোষের বিভাজনের সেন্ট্রোজোম এর গুরুত্ব নির্ধারণ করো

প্রাণীকোশের বিভাজনে সেন্টোজোমের গুরুত্ব হল নিম্নলিখিত-

প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজন কালে বেম গঠন করে

উদ্ভিদকোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল।

মাইক্রোটিউবিউল কোষীয় সাইটোস্কেলিটন এর অংশবিশেষ যা উদ্ভিদ কোষের বেম গঠন করে। মাইক্রোটিউবিউল নির্মিতব্য ক্রোমোজোমকে দুই মেরুতে নিয়ে যায়। ফলে কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও DNA এর পরিমাণ মাতৃকোষের সমান থাকে।

মাইক্রোটিউবিউল কি, মাইক্রোটিউবিউল কাকে বলে

মাইক্রোটিউবুলগুলি কোষ জুড়ে বিস্তৃত হয় যা এটিকে সঠিক আকার দেয় এবং অর্গানেলগুলিকে যথাস্থানে রাখে। এগুলি সাইটোস্কেলটনের বৃহত্তম কাঠামো এবং প্রায় 24 এনএম পুরু। তারা কোষের চলাচল, কোষ বিভাজন এবং কোষের মধ্যে পদার্থ পরিবহনের সুবিধা দেয়। তারা মাইটোসিস প্রক্রিয়ার সময় এবং লোকোমোশনের সময় ক্রোমোজোমের বিভাজনের সাথে জড়িত।

প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র, প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করো, প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ, প্রাণী কোষের চিত্র অঙ্কন করো, প্রাণী কোষের ছবি

প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র

প্রোক্যারিওটিক কোষ কাকে বলে

উত্তর: যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ।

প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য

নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার যথা- প্রোক্যারিওটিক কোষ (Prokaryotic cell) এবং ইউক্যারিওটিক কোষ (Eukaryotic cell)।

প্রোক্যারিওটিক কোষ (Prokaryotic cell)ইউক্যারিওটিক কোষ (Eukaryotic cell)
নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন এবং নিউক্লিওলাস অনুপস্থিতসুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ অর্থাৎ এদের নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে
ক্রোমোজোমে ক্ষারীয় হিস্টোন অনুপস্থিতক্রোমোজোমে ক্ষারীয় হিস্টোন থাকে
সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি অনুপস্থিতসাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি থাকে
ক্লোরোপ্লাস্টিড অনুপস্থিত কিন্তু থাইলাকয়েড উপস্থিতক্লোরোপ্লাস্টিড উপস্থিত। ক্লোরোপ্লাস্টিডের অভ্যন্তরে থাইলায়েড থাকে
শ্বাসক্রিয়ার প্রয়োজনীয় উৎসেচক প্লাজমাপর্দায় থাকেশ্বাসক্রিয়ার প্রয়োজনীয় উৎসেচক মাইটোকন্ড্রিয়ায় থাকে
অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়
যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, নীলাভ-সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদিপ্রোটোজোয়া, শৈবাল (নীলাভ-সবুজ শৈবাল ব্যতীত), উঁচুশ্রেণীর উদ্ভিদ ও মেটাজোয়া
নিউক্লিয়াসটি আদি প্রকৃতির যা নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক বিহীন। এটি কেবল DNA দিয়ে গঠিত।নিউক্লিয়াস টি আদর্শ প্রকৃতির যা নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত।
আদি কোষে পর্দাঘেরা কোন কোষ অঙ্গাণু থাকে না।এই কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে।
4. রাইবোজোম 70S প্রকৃতির এবং ক্ষুদ্ররাইবোজোম 80S প্রকৃতির এবং বড়।
5. শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবা প্লাজমা পর্দার অন্তগাত্রে থাকে।শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবং মাইটোকনড্রিয়ার মধ্যে থাকে
ক্রোমোজোম সাধারণত থাকে না।নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে।কোষ বিভাজন মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে।
ভ্যাকুওল সাধারণত থাকেনা।উদ্ভিদ কোষে থাকে ,প্রাণী কোষে সাধারণত থাকে না।
DNA প্রোটিনের সঙ্গে সংযুক্ত ভাবে থাকে না অর্থাৎ নগ্ন প্রকৃতির।DNA প্রোটিনের সঙ্গে সংযুক্ত ভাবে থাকে।
কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান।উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকেনা।
প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য

মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কাকে বলে

মিয়োসিস (Meiosis) হলো জনন মাতৃকোষের বিভাজন পদ্ধতি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের তুলনায় অর্ধেক হয়ে যায়, তাকে মিয়োসিস বলে। একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। মিয়োসিস কোষ বিভাজনকে দুটি পর্বে ভাগ করা হয়৷ যথা– মিয়োসিস-১ এবং মিয়োসিস-২।

মিয়োসিস কোষ বিভাজনের কারণে বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে।

মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য | Characteristics of Meiosis cell division

মাইটোসিস কে সমবিভাজন বলে কেন

মাইটোসিসকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলার কারণ কী? অপত্য কোষের ক্রোমসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমসোম সংখ্যার সমান হয়ে থাকে এবং অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়- তাই মাইটোসিসকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে।

মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখ

মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য গুলি হলো :-

অ্যামাইটোসিস এর অপর নাম কি

অ্যামাইটোসিস হল জীবদেহের এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যা প্রধানত নিম্ন শ্রেনির জীবে (যেমন- এক কোষী প্রাণী – ব্যাক্টেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি) দেখা যায়। একে ক্যারিওস্টেনোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়।

অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, অ্যামাইটোসিস কাকে বলে

যে কোষ বিভাজনের ফলে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। ধন্যবাদ। যে প্রক্রিয়ায় কোনও মাতৃকোশের নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্যকোশ সৃষ্টি করে, তাকেই অ্যামাইটোসিস বলে। এই প্রক্রিয়া ঈস্ট, ব্যাকটিরিয়া ইত্যাদি জীবে দেখা যায়।

অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি গুরুত্ব লেখ, অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, অ্যামাইটোসিস এর গুরুত্ব

অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি গুরুত্ব গুলি হলো :-

মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য

মাইটোসিসমিয়োসিসের
মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের মাইটোসিস মিয়োসিস জীবের জনন মাতৃকোষে ঘটে।
কোষ বিভাজনের মাতৃকোষ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এই কারণে মাইটোসিস কে সমবিভাজন বলে।মিয়োসিসে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। তাই মিয়োসিসকে রাস বিভাজন বলে।
মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়।মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়।
মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে 2 টি অপত্য কোষের সৃষ্টি করে।মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে।
মাইটোসিস কে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়মিয়োসিস কে হ্রাসমূলক কোষ বিভাজন বলে।
মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য

মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা তিনটি বৈশিষ্ট্য লেখ

মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হল অ্যানাফেজ দশা। এই দশার বৈশিষ্ট্য গুলি হল :

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়তে

ক্লাস 9 জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নোট রেফারেন্স বই WBBSE




পশ্চিমবঙ্গ বোর্ড WBBSE-এর ছাত্রদের জন্য ক্লাস 9 লাইফ সায়েন্স নোট এবং রেফারেন্স বই তাদের সহজে প্রস্তুত করতে এই বইটি বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য



FAQ | মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব

মাইটোসিস কোষ বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয় একবার বিভাজিত হয়।

বহুকোষী জীবে জাইগোট নামের 1টি মাত্র কোষের মাইটোসিস বিভাজের মাধ্যমে বহুকোষী জীব দেহ গঠিত হয়।

আমাদের শারীরিক বৃদ্ধি ঘটে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে।
জননাঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে।

আপনার শরীরে কোথাও কেটে গেলে সেই ক্ষত স্থান পূরণ করে মাইটোসিস বিভাজনের মাধ্যমে।

কোষের স্বাভাবিক আকার, আয়ত, আকৃত ঠিক রাখে এই কোষ বিভাজনের মাধ্যমে।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version