Site icon prosnouttor

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 পরিবেশ ও ভূগোল Part 6

২০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর পৃথিবী যে একটি গ্রহ বিষয়ের উপর

২০ টি বহুবিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও অতিছোট (VSA) গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর পৃথিবী যে একটি গ্রহ বিষয়ের উপর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 পরিবেশ ও ভূগোল Part 6

পৃথিবীর চারটি প্রধান ডোমেইন কি কি?

পৃথিবীর চারটি প্রধান ডোমেইন হল- লিথোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ার।

পৃথিবীর প্রধান মহাদেশগুলোর নাম বল।

পৃথিবীতে ৭টি প্রধান মহাদেশ রয়েছে। তারা হল:

সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত দুটি মহাদেশের নাম বল।

সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত দুটি মহাদেশ হল – অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নাম বল।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর হল:

পৃথিবীকে ‘নীল গ্রহ’ বলা হয় কেন?

পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ পৃথিবীর 71% জলে আচ্ছাদিত এবং অবশিষ্ট 29% ভূমি গঠিত।

কেন উত্তর গোলার্ধকে স্থল গোলার্ধ বলা হয়?

উত্তর গোলার্ধকে ভূমি গোলার্ধ বলা হয়, কারণ স্থলভাগের একটি বড় অংশ এতে রয়েছে।

জীবমণ্ডল কেন জীবন্ত প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ?

জীবমণ্ডল জীবন্ত প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে 3টি প্রধান উপাদান- ভূমি, বায়ু এবং জলের উপস্থিতির কারণে জীবন বিদ্যমান।

জীবমণ্ডল কাকে বলে, জীবমণ্ডল কি

পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চল গুলিকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। বিজ্ঞানী জোনাথান টার্ক এর মতে পৃথিবী ও তার বায়ু মণ্ডলের যে অংশ প্রান ধারনের উপযুক্ত তাকে জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবী ও তার বায়ুমণ্ডলে যেখানে প্রানের স্ফুলন ঘটে, সেই অংশটি হল জীবমণ্ডল।

ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি

উত্তর: আসামের ডিব্রু-শইখোয়া হল ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 পরিবেশ ও ভূগোল Part 7

ইউরোপকে এশিয়া থেকে পৃথককারী পর্বতশ্রেণী

(i) আন্দিজ (ii) হিমালয় (iii) ইউরাল

উত্তর: -ইউরাল

উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত হয়েছে

(i) একটি ইসথমাস (ii) একটি প্রণালী (iii) একটি খাল

উত্তর: -একটি ইসথমাস

উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগর, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগর টি হল, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগর টির নাম কি

উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগর টির নাম, আটলান্টিক মহাসাগর।

উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি

উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রেইরি তৃণভূমি অবস্থান করছে। এই সমভূমির অন্তর্গত হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা গুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য, গবাদি পশু পালন, দুগ্ধ জাতীয় দ্রব্য সংরক্ষণের জন্য উন্নত মানের হিমাগার- এগুলি নিয়ে উন্নত দুগ্ধ শিল্প গড়ে উঠেছে।

উত্তর আমেরিকার বিখ্যাত জলপ্রপাত

নায়াগ্রা জলপ্রপাত (ইংরেজি: Niagra Falls) উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি, হর্স্‌শু ফল্‌স বা কানেডিয়ান ফলস কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত।

উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো

উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো, ক্রান্তীয় জলবায়ু।

শতাংশ দ্বারা বায়ুমণ্ডলের প্রধান উপাদান হল

(i) নাইট্রোজেন (ii) অক্সিজেন (iii) কার্বন ডাই অক্সাইড

উত্তর: -নাইট্রোজেন

কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর ডোমেইন

(i) বায়ুমণ্ডল (ii) হাইড্রোস্ফিয়ার (iii) লিথোস্ফিয়ার

উত্তর: -লিথোস্ফিয়ার

বৃহত্তম মহাদেশ কোনটি?

(i) আফ্রিকা (ii) এশিয়া (iii) অস্ট্রেলিয়া

উত্তর:- এশিয়া

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 6 পরিবেশ ও ভূগোল পাট 7

শূন্যস্থান পূরণ করুন।

পৃথিবীর গভীরতম বিন্দু হল প্রশান্ত মহাসাগরে __

উত্তর: পৃথিবীর গভীরতম বিন্দু হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।

একটি দেশের নামানুসারে _ মহাসাগরের নামকরণ করা হয়েছে।

উত্তর: একটি দেশের নামে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে।

__ হল ভূমি, জল এবং বায়ুর একটি সংকীর্ণ যোগাযোগ অঞ্চল যা জীবনকে সমর্থন করে।

উত্তর: জীবমণ্ডল হল ভূমি, জল এবং বায়ুর একটি সংকীর্ণ যোগাযোগ অঞ্চল যা জীবনকে সমর্থন করে।

ইউরোপ ও এশিয়া মহাদেশগুলিকে একত্রে _ নামে পরিচিত করা হয়।

উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একত্রে ইউরেশিয়া নামে পরিচিত।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল __

উত্তর: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

পশ্চিমবঙ্গ এসএসসি শিক্ষাবিদ্যা স্ক্যানার

পশ্চিমবঙ্গ এসএসসি শিক্ষাবিদ্যা স্ক্যানার

FAQ | আমেরিকা

Q1. আমেরিকা আবিষ্কার করেন কে

Ans – সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেন আরব মুসলমানগণ। দুঃখজনক ব্যাপার হলো, পশ্চিমা ইতিহাসবিদদের বেশিরভাগই মুসলমানদের কথাটা স্কিপ করে গিয়েছেন। কিন্তু বর্তমানে এ ব্যপারে বহুল প্রচারিত তথ্য হলো সর্বপ্রথম আমেরিকার আবিস্কারক কলম্বাস।

Q2. আমেরিকার অঙ্গরাজ্য কয়টি

Ans – আমেরিকা ৫০টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত।

Q3. আমেরিকা স্বাধীনতা লাভ করে কত সালে

Ans – ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়।

Q4. আমেরিকা কোন মহাদেশে অবস্থিত

Ans – আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের পড়েছে।

Q5. আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয়

Ans – আমেরিকায় মন্দা শুরু হয় ১৯২৯ সালে এবং শেষ হয় ১৯৩০ এর দশকের শেষের দিকে।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version