Site icon prosnouttor

ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, History GK in Bengali

ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, History GK in Bengali

ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, History GK in Bengali

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

‘ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর’ কে বলেছেন ?

➤ ভিনসেন্ট স্মিথ।

রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?

➤ কলহন।

এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ?

➤ হরিষেন।

নাসিক শিলালিপি বা নাসিক প্রশস্তি রচয়িতা কে ?

➤ গৌতমীপুত্র সাতকর্ণী।

অর্থশাস্ত্র কে রচনা করেন ?

➤ কৌটিল্য।

‘রামচরিতমানস’– এর রচয়িতা কে ?

➤ তুলসীদাস।

হর্ষচরিত এর রচয়িতা কে ?

➤ বানভট্ট।

রামচরিত কে রচনা করেন ?

➤ সন্ধ্যাকর নন্দী।

‘বিক্রমাঙ্কদেবচরিত’ কার দ্বারা রচিত ?

➤ বিহ্লন।

ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন ?

➤ মেগাস্থিনিস।

ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?

➤ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

‘তাহকিক-ই-হিন্দ’ বা ‘কিতাব-উল-হিন্দ’ কে রচনা করেন ?

➤ আল-বিরুনী।

‘হিউয়েন সাঙ’ কার রাজত্বকালে ভারতে আসেন ?

➤ হর্ষবর্ধনের রাজত্বকাল।

‘মালবিকাগ্নিমিত্রম’ নাটকটির রচয়িতা কে ?

➤ কালিদাস।

‘পঞ্চতন্ত্র’ কে রচনা করেন ?

➤ বিষ্ণুশর্মা।

‘বৃহৎসংহিতা’ কে রচনা করেন ?

➤ বরাহমিহির।

সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে দুর্গানগর কেন্দ্র এর অস্তিত্ব নেই তার নাম কি ?

➤ চানহুদারো।

কল্পসূত্র এর রচয়িতা কে ?

➤ ভদ্রবাহু।

মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

➤ বৃহদ্রথ।

আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল ?

➤ বুকিফেলাস।

কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

➤ কনিষ্ক।

মৌর্য শাসন ব্যবস্থায় জেলাশাসককে কি বলা হত ?

➤ স্থানিক।

নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

➤ মহাপদ্ম নন্দ।

কে প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু করেন ?

➤ দ্বিতীয় কদফিসেস।

কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

➤ কনিষ্ক।

কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?

➤ পুরুষপুর (বর্তমানে পেশোয়ার)।

সূর্যসিদ্ধান্তিকা কে রচনা করেন ?

➤ আর্য ভট্ট।

Prince of Pilgrims – কাকে বলা হত ?

➤ হিউয়েন সাঙকে।

পাল বংশের শ্রেষ্ঠ কবি কে ছিলেন ?

➤ সন্ধ্যাকর নন্দী।

রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?

➤ দ্বিতীয় পুলকেশী।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

History GK in Bengali

মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন ?

➤ চন্দ্রগুপ্ত মৌর্য।

‘বুদ্ধচরিত’ এর রচয়িতা কে ?

➤ কবি অশ্বঘোষ।

শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন ?

➤ হর্ষবর্ধন।

গীতগোবিন্দ কে রচনা করেন ?

➤ জয়দেব।

বাংলার সেন বংশের শেষ রাজা কে কে ছিলেন ?

➤ লক্ষণ সেন।

দানসাগর গ্রন্থটি কে রচনা করেন ?

➤ বল্লাল সেন।

কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

➤ বল্লাল সেন।

শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

➤ কর্ণসুবর্ণ।

বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন ?

➤ রাজা ধর্মপাল।

ইকতা প্রথা কে চালু করেন ?

➤ ইলতুৎমিস।

‘চল্লিশ চক্র’ বা ‘বন্দেগান-ই-চল্লিশা গান’ কে গঠন করেন ?

➤ ইলতুৎমিস।

কাকে ভারতের তোতা পাখি বলা হয় ?

➤ আমির খসরু।

খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন ?

➤ মুবারক খলজি।

লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?

➤ ইব্রাহিম লোদী।

কাকে বাংলার আকবর বলা হয় ?

➤ হুসেন শাহ।

বাংলা শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?

➤ গিয়াসউদ্দিন মামুদ শাহ।

চৈতন্য ভাগবত এর রচয়িতা কে ?

➤ বৃন্দাবন দাস।

গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়ক-ই-আজম কে নির্মাণ করেন ?

➤ শেরশাহ।

দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?

➤ আকবর (1528 সালে)।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version