Site icon prosnouttor

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

সূচিপত্র

দশম শ্রেণী আশাপূর্ণা দেবী দ্বারা লিখিত জ্ঞানচক্ষু গল্পের বিষয় সংক্ষেপ | জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পে আমরা তপন নামের একজন ছােটো ছেলের কথা পাই, যার কাছে লেখকমাত্রেই ধরাছোঁয়ার বাইরের কোনাে মানুষ। তারা যে আর পাঁচজন মানুষের মতােই সাধারণভাবে জীবন যাপন করেন, সেটা তপনের ধারণাতেই ছিল না। কিন্তু তপনের এই ধারণা ভেঙে যায় যখন সে শােনে তার সদ্যবিবাহিতা ছােটোমাসির স্বামী, অর্থাৎ তার নতুন মেসােমশাই একজন সত্যিকার লেখক’। সে এই দেখে আশ্চর্য হয়ে যায় যে, লেখক হওয়া সত্ত্বেও তিনি তপনের বাবা, ছােটোমামা বা মেজোকাকুর মতাে সিগারেট খান, দাড়ি কামান, ঘুমােন কিংবা স্নান করেন।

ছােটোমাসির বিয়ে উপলক্ষ্যে মামাবাড়িতে এসেছে তপন। তার অধ্যাপক ছােটোমেসােমশাইয়েরও কলেজ ছুটি থাকায় তিনিও শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছিলেন কিছুদিন। এই সময়ই তপন তার প্রথম গল্পটি লিখে ফেলে। তপনের গল্প লেখার কথা জানতে পেরে তার ছােটোমাসি গল্পখানি একরকম জোর করেই তুলে দেয় ছােটোমেসাের হাতে। তিনি গল্পটির প্রশংসা করেন এবং সন্ধ্যাতারা পত্রিকায় তা ছাপানাের প্রতিশ্রুতি দেন। এরপর বাড়ির লােকজনের ঠাট্টা ও ইয়ার্কির মধ্যেই তপন তার লেখা গল্পটি ছাপার অক্ষরে দেখতে পাওয়ার আশায়। দিন গুনতে থাকে। এরমধ্যে তপন আরও দু-তিনটি নতুন গল্প লিখে ফেলে।

এদিকে দিন চলে যায়, তপনের লেখা গল্পটি প্রকাশিত হয় না। এ বিষয়ে সে যখন হাল প্রায় ছেড়েই দিয়েছে তখনই একদিন তার বাড়িতে ছােটোমাসি ও মেসাের আগমন হয় সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে। সেখানে সে নিজের চোখে দেখে, লেখকসূচিতে তার নাম প্রকাশিত হয়েছে—প্রথম দিন’ (গল্প), শ্ৰতিপন কুমার রায়। মেলােমশাই অবশ্য জানিয়ে দেন যে কাঁচা হাতের লেখা হওয়ার জন্য তপনের লেখাটিতে তাকে কিছু সংশােধন করতে হয়েছে। একসময় দেখা যায়, তপনের কৃতিত্বের পুরােটাই যেন চাপা পড়ে গেছে তার মেসসার কৃতিত্বের আড়ালে।

তপনের দুঃখ পাওয়ার অবশ্য এখানেই শেষ নয়। গল্পটি পড়তে গিয়ে সে দেখে কারেকশানের নামে তার : লেখক মেসাে গল্পটি আগাগােড়াই পালটে ফেলেছেন। গল্পের প্রতিটি বাক্যই তপনের কাছে ঠেকেছে নতুনের মতাে। সে কিছুতেই গােটা গল্পটির সঙ্গে নিজেকে লেখক হিসেবে মেলাতে পারে না। গভীর দুঃখ ও হতাশায় তপন সংকল্প করে, এরপর যদি কখনও পত্রিকায় লেখা ছাপতে দিতে হয়, তাহলে সে নিজেই গিয়ে সেটা দেবে। কখনােই সে আর অন্যের কৃতিত্বের ভাগীদার হবে না। আর এভাবেই সাহিত্যিক বা লেখক এবং সাহিত্যসৃষ্টি সম্পর্কে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়।

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন |জ্ঞানচক্ষু গল্পের বহু বিকল্প প্রশ্ন উত্তর 2022

১. কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল ?—(ক) দিদিকে (খ) নতুনমেসোমশাইকে (গ) বাবাকে (ঘ) নতুন পিসেমশাইকে

১.(খ) নতুন মেসোমশাইকে

২. নতুন মেলােমশাই ছিলেন একজন —(ক) লেখক (খ) গায়ক (গ) বই প্রকাশক (ঘ) চিকিৎসক

২.(ক) লেখক

৩. “ছােটোমাসি সেই দিকে ধাবিত হয়।”—ছােটোমাসি ধাবিত হয়- (ক) ছােটোমেসাের দিকে (খ) রান্নাঘরের দিকে (গ) তপনের দিকে (ঘ) ছাদের দিকে

৩.(ক) ছোটমেসোর দিকে

৪. তপনের লেখা গল্প তার মেলােমশাইকে কে দিয়েছিল ?— (ক) মা (খ) বড়ােমাসি (গ) ছােটোমাসি (ঘ) বাবা

৪.(গ) ছোট মাসি

৫. “তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে— (ক) আনন্দ পায় (খ) উল্লসিত হয় (গ) খুশি হয় (ঘ) পুলকিত হয়।

৫.(ঘ) পুলকিত হয়

৬. “রত্নের মূল্য জহুরির কাছেই।”—এখানে ‘জহুরি’ বলা হয়েছে—(ক) তপনের মাসিকে (খ) তপনের বাবাকে (গ) তপনের মাকে (ঘ) তপনের নতুন মেসােকে

৬.(ঘ) তপনের নতুন মেসোকে

৭. “মেসাের উপযুক্ত কাজ হবে সেটা”–“উপযুক্ত কাজটা হল— (ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া (খ) তপনের গল্পটা কারেকশান করে দেওয়া (গ) তপনকে লেখায় উৎসাহ দেওয়া (ঘ) তপনকে গল্প লেখার নিয়মকানুন শিখিয়ে দেওয়া।

৭.(ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া

৮. তপনের মেলােমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন? — (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ।

৮.(গ) সন্ধ্যাতারা

৯. যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল —(ক) শুকতারা (খ) সন্ধ্যাতারা গ) একতারা (ঘ) সাহিত্যধারা

৯.(খ) সন্ধ্যাতারা

১০. ছােটোমেসোেমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?—(ক) আর-একটা গল্প লেখার কথা (খ) আরও দুটো গল্প দেওয়ার কথা (গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা (ঘ) কোনােটাই নয়

১০.(গ) এই গল্পটাই একটু কারেকশন করার কথা

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

দশম শ্রেণির জ্ঞানচক্ষু গল্পের pdf

দশম শ্রেণীর জন্য CBSE বাংলা গাইড




দশম শ্রেণীর জন্য CBSE বাংলা গাইড






.

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর

তপনের মেলােমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?
উত্তর – সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version