Site icon prosnouttor

“দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।’অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসত সে অতিথিদের কীভাবে সেবা করত?

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Bengali Part 6

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

“দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।’অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসত সে অতিথিদের কীভাবে সেবা করত?

উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে দূরদূরান্ত থেকে খ্যাতনামা ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত। অতিথিপরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলকেই অত্যন্ত খাতির করত। তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘােটকী মারা হত! কুমিস, চা, শরবত, মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে ইলিয়াস অতিথিদের সেবা করত ।

ইলিয়াস গল্পের ছোট প্রশ্ন উত্তর, ইলিয়াস গল্পের ছোটো প্রশ্ন, ইলিয়াস গল্পের ছোটো প্রশ্ন উত্তর

ইলিয়াস গল্পের শব্দার্থ, ইলিয়াস নামের অর্থ কি

ইলিয়াস গল্পের উৎস

ইলিয়াসের স্ত্রীর নাম কি Class 9, ইলিয়াসের স্ত্রীর নাম কী

প্রশ্ন- ‘ইলিয়াস’ গল্পটির লেখক কে?

উত্তর: বাংলায় অনূদিত ‘ইলিয়াস’ গল্পটির মূল লেখক হলেন বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়।

প্রশ্ন – ইলিয়াস’ গল্পটি বাংলায় অনুবাদ কে করেন?

উত্তর: রুশ ভাষায় লেখা ‘ইলিয়াস’ গল্পটি বাংলায় সাবলীল ও সুখপাঠ্য ভাষায় অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত।

প্রশ্ন: উফা প্রদেশে কে বাস কৱত?

উত্তর: উফা প্রদেশে বাস করত ইলিয়াস নামে পশুপালক বাকি উপজাতির এক মানুষ।

প্রশ্ন) – একজন বাসকিৱ বাস করত। বাসকিৱ’ কী?

বাসকির কৃষিজীবী উপজাতি হলেও পশুপালন তাদের প্রধান জীবিকা।

প্রশ্ন ইলিয়াসের বাবা কখন মারা গিয়েছিল?

উত্তর : ইলিয়াসের বিয়ে হওয়ার এক বছর পরে তার বাবা মারা গিয়েছিল।

প্রশ্ন- ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি কত ছিল?

উত্তর; ইলিয়াসের বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি ছিল সাতটা ঘােটকী, দুটি গােরু, কুড়িটা ভেড়া।

প্রশ্ন – প্রতি বছৱই ইলিয়াসের অবস্থার উন্নতি হতে লাগল কেন?

উত্তর : প্রথমত, ইলিয়াসের সুব্যবস্থা ; দ্বিতীয়ত, তাদের স্বামী; স্ত্রীর সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা।

প্রশ্ন – ইলিয়াস কীভাবে প্রচুৱ সম্পত্তি কৱে ফেলল?

উত্তর : সুব্যবস্থার সঙ্গে পঁচিশ বছর ধরে সকাল থেকে রাত পর্যন্ত স্বামী-স্ত্রীর কঠোর পরিশ্রম।

প্রশ্ন – পঁয়ত্রিশ বছর পৱে ইলিয়াসের সম্পত্তি কত হলাে?

উত্তর : পয়ত্রিশ বছর পরে ইলিয়াসের সম্পত্তি হলাে দুশো ঘােড়া, দেড়শাে গােরু-মােষ আর বারােশাে ভেড়া।

প্রশ্ন – ভাড়াটে মজুৱ ও মজুৱানিরা কী করে?

উত্তর : ভাড়াটে মজুররা গােরু-ঘােড়ার দেখভাল করে ও মজুরানিরা দুধ দোয়, কুমিস, মাখন আর পনির তৈরি করে।

প্রশ্ন – আশপাশেৱ সকলে তাকে ঈর্ষা কৱে কেন?

উত্তর; কারণ ইলিয়াসের প্রচুর সম্পত্তি আর তখন তার খুব বােলবােলাও, সেজন্য আশপাশের সকলে তাকে ঈর্ষা করে।

প্রশ্ন – যাৱা ইলিয়াসকে ঈর্ষা করে, তাৱা ইলিয়াস সম্পর্কে কী বলে?

উত্তর : যারা ইলিয়াসকে ঈর্ষা করে, তারা বলে, ইলিয়াস ভাগ্যবান পুরুষ হওয়ায় কোনাে কিছুরই অভাব নেই।

প্রশ্ন- ইলিয়াস অতিথিদের কি ভাবে আপ্যায়িত করে?

উত্তর : ইলিয়াস সকল অতিথিকে স্বাগত জানিয়ে ভেড়া ও ঘােটকীর মাংস ভােজ্য ও কুমিস পানীয় দিয়ে সেবা করে ।

প্রশ্ন – অতিথি এলেই ইলিয়াস তাদেৱ মাংস ভােজের জন্য কী করে?

উত্তর; অতিথি এলেই তাদের মাংসভােজের জন্য ইলিয়াসএকটা বা দুটি ভেড়া মারে ; আবার অতিথির সংখ্যা বেশি হলে ঘােটকীও মারে।

প্রশ্ন – ইলিয়াসেৱ পরিবাৱে কাৱা আছে?

উত্তর : ইলিয়াসের পরিবারে তারা স্বামী-স্ত্রী ছাড়া দুই ছেলে, এক মেয়ে ; তা ছাড়া দুই ছেলের স্ত্রীরা আছে।

প্রশ্ন – ইলিয়াস যখন গৱিব ছিল তার ছেলেরা তখন কি করতে?

উত্তর : ইলিয়াস যখন গরিব ছিল তার ছেলেরা তার সঙ্গে কাজ করত ও গােরু-ভেড়া চরাত।

উত্তর: ইলিয়াস ধনী হয়ে উঠলে তার ছেলের আয়েশি উঠল এবং বড়াে ছেলে মারামারিতে মারা গেল, ছােটো ছেলে এক ঝগড়াটে বউ এলে শান্তি করল।

প্রশ্ন – ইলিয়াসের ছেলেমেয়েদের কী হলাে?

উত্তর; ইলিয়াসের বড়াে ছেলে মারামারিতে পড়ে মারা গেল ছােটো ছেলে বাড়ি থেকে বিতাড়িত হলাে ও দূর দেশে চলে গেল মেয়ে মারা গেল।

প্রশ্ন- ইলিয়াসের অনেকগুলি ভেড়া মারা গেল কেন?

উত্তর; ইলিয়াসের অনেকগুলি ভেড়া মারা গেল এই কারণে যে, ভেড়ার পালে মড়ক লাগল।

প্রশ্ন – সে-বছৱ শীতকালে অনেক গােরু-মােষ মারা গেল কেন?

উত্তর : সে-বছর দুর্ভিক্ষ হওয়ায় শীতকালে খড়ের খুব অভাব হওয়ায় খেতে না পেয়ে অনেক গােরু-মােয মারা গেল।

প্রশ্ন:-কিৱবিজৱা কীভাবে ইলিয়াসের ক্ষতিকরল?

(উত্তর : কিরবিজরা ইলিয়াসের সবচাইতে ভালাে ঘােড়াগুলি চুরি করে নিয়ে যাওয়ায় ইলিয়াসের প্রচুর আর্থিক ক্ষতি হলাে।

প্রশ্ন – ইলিয়াসের আর্থিক অবস্থার অবনতির সঙ্গে তার শাৱীৱিক অবস্থার কী যােগ দেখা গেল?

উত্তর; ইলিয়াসের আর্থিক অবস্থা যত খারাপ হতে লাগল তার শারীরিক শক্তিও তত কমতে লাগল।

প্রশ্ন – ইলিয়াস সত্তর বছর বয়সে এসে বাধ্য হয়ে কী বিক্রি কৱে দিল?

উত্তর : ইলিয়াস বিক্রি করল পশমের কোট, কম্বল, ঘােড়ার জিন, তাবু আর অবশিষ্ট গৃহপালিত পশু।

প্রশ্ন – ইলিয়াসের সব গিয়ে সবশেষে কী সম্বল ব্রইল?

উত্তর : সবশেষে সম্বল বলতে রইল কাধের একটা বোঁচকা, তাতে লােমের একটা কোট, টুপি, জুতাে আর বুট আর সঙ্গিনী স্ত্রী।

প্রশ্ন- মহম্মদ শা ইলিয়াসকে কী বলে কাজে

উত্তর : ইলিয়াসের ক্ষমতায় যতটুকু কুলােবে তাতে গ্রীষ্মে তরমুজ খেতে কাজ করবে আর শীতে গােরু-ঘােড়াকে খাওয়াবে।

প্রশ্ন- ইলিয়াসের স্ত্রীর নাম কী ছিল, সে মহম্মদ শাৱ বাড়িতে কী করত?

উত্তর; ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি। সে মহম্মদ শার বাড়িতে ঘােটকীগুলিকে দুইত আর কুমিস তৈরি করত।

প্রশ্ন – বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”-কাদেৱ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলাে?

উত্তর: ইলিয়াসের ছােটো ছেলেকে ইলিয়াসের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলাে।

প্রশ্ন – কখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল?

উত্তর : যখন ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দিয়েছিল তখন তার সম্পত্তিতে টান পড়ল।

প্রশ্ন ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল কীভাবে?

উত্তর: সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল।

প্রশ্ন – “সকলেই তাকে ঈর্ষা কৱে।”—কাকে কাৱা ঈর্ষা করে ও কেন?

উত্তর: ইলিয়াসকে তার প্রতিবেশীরা সকলেই ঈর্ষা করে, কারণ ইলিয়াসের তখন প্রচুর সম্পত্তি ও খুব বােলবােলাও।

প্রশ্ন – ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি কাৱা চুরি করেছিল, এর ফলে ইলিয়াসের কী হলাে?

উত্তর : ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি কিরবিজরা চুরি করায় ইলিয়াস অনেকটাই গরিব হয়ে পড়ল।

প্রশ্ন – ইলিয়াসেৱ শরীৱেৱ শক্তি কখন কমতে শুরু কৱল?

উত্তর : যখন সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থা খারাপ হতে লাগল তখন তার শরীরের শক্তি কমতে লাগল।

প্রশ্ন – বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বসবাস করত?

উত্তর : মহম্মদ শর বাড়িতে বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী ভাড়াটে মজুরের মতাে কাজকর্ম করত আর বসবাস করত।

প্রশ্ন – “তাৱ খুব দুঃখ হলাে।”—কাৱ, কী ব্যাপারে দুঃখ হলাে?

উত্তর : মহম্মদ শার খুব দুঃখ হলাে এই কারণে যে, ইলিয়াস খুব যত্ন ও আন্তরিকতার সঙ্গে অতিথি সেবা করত সে কথা মনে করে।

প্রশ্ন “বৃদ্ধ দম্পত্তিকে সাহায্য করবাৱ তখন কেউ নেই।”—কেন এমন উক্তি?

উত্তর : ইলিয়াসের ছােটো ছেলে ঝগড়াঝাটি করে বিদেশে থাকত এবং তাদের একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শাম-শেমাগিকে সাহায্য করার মতাে কেউ ছিল না।

প্রশ্ন – “তা ছাড়া তারা অলস নয়।”—কাৱা অলস নয়?

উত্তর : ‘ইলিয়াস’ গল্পের উদ্ধৃতাংশে ভাড়াটে মজুর হিসেবে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি অলস নয়।

প্রশ্ন মহম্মদ শাৱ বাড়িতে শাম-শেমাগি কী কৱবে?

উত্তর : ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শাম-শেমাগি মহম্মদ শার বাড়িতে ঘােটকীগুলিকে দোয়া, কুমিস তৈরির কাজ করবে।

প্রশ্ন মহম্মদ শাৱ বাড়িতে ভাড়াটে মজুর ও মজুৱানি হয়ে কাজ করতে গিয়ে প্রথমে ইলিয়াস ও তার স্ত্রীর কী হতাে?

উত্তর : ভাড়াটে মজুর ও মজুরানি হয়ে কাজ করতে গিয়ে ইলিয়াস ও তার স্ত্রীর প্রথমে বেশ কষ্ট হতাে।

প্রশ্ন ইলিয়াসকে এক বাটি কুমিস দিলে সে কী করল?

উত্তর : ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়ায় সে অতিথি ও গৃহস্বামীকে মাথা নীচু করে নমস্কার করল এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর pdf

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান পারুল বাংলা রেফারেন্স – ক্লাস – 9


শেখার ফলাফলের জন্য 5E মডেল.



ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)

FAQ | ইলিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Q1.  ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।-অষ্ট গজরাজের পরিচয় দাও

উত্তর:- অষ্ট গজরাজ শব্দের অর্থ হল আটটি হাতি । ভারতীয় পুরাণ অনুযায়ী এই আট গজরাজ বা হাতি আটটি এর দিকের রক্ষাকর্তা । এদের নাম হলো কুমুদ ,ঐরাবত, পুদ্রিখো , পুষ্পদন্ড , অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম ।

Q2.  ‘এটা খুবই জ্ঞানের কথা- কার, কোন কথাকে জ্ঞানের কথা বলা হায়েছে ?

উত্তর:-লিও তলস্তয় এর রচিয়তা ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে । ইলিয়াস বাস্তব জীবনে একটি চরম সত্য উপলব্ধি করতে পেরেছিল । এবং সেটা সকলের সামনে বলেছেন । আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার উপাসনা করার জন্য তাই আমাদের উচিত পার্থিব লোভ-লালসা ত্যাগ করে সৃষ্টিকর্তার উপাসনা করা । এই কথাকে গানের কথা বলা হয়েছে ।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version