পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি
মহামান্য সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল (দপ্তরকালের সূচনা ২৩ নভেম্বর ২০২২)। রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবন।
সিভি. আনন্দ বোস, একজন বিশিষ্ট ভারতীয় আমলা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর, ভারতীয় প্রশাসনিক পরিষেবায় তাঁর অবদান এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদে রাজ্যের মুখোমুখি চ্যালেঞ্জগুলি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আরো পড়তে: ভারতের রাষ্ট্রপতির নাম কি
পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা
পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা 1947-2023 সম্পর্কে যেমন রাজ্যপালদের নাম ও তাঁদের কাজের সময়কাল নিচের টেবিলে আলোচনা করা হয়েছে।
নং | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|
১ | চক্রবর্তী রাজাগোপালাচারী | ১৫ আগস্ট ১৯৪৭ | ২১ জুন ১৯৪৮ |
২ | কৈলাশ নাথ কাটজু | ২১ জুন ১৯৪৮ | ১ নভেম্বর ১৯৫১ |
৩ | হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় | ১ নভেম্বর ১৯৫১ | ৮ আগস্ট ১৯৫৬ |
– | ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী) | ৮ আগস্ট ১৯৫৬ | ৩ নভেম্বর ১৯৫৬ |
৪ | পদ্মজা নাইডু | ৩ নভেম্বর ১৯৫৬ | ১ জুন ১৯৬৭ |
৫ | ধর্মবীর | ১ জুন ১৯৬৭ | ১ এপ্রিল ১৯৬৯ |
– | দীপনারায়ণ সিনহা (অস্থায়ী) | ১ এপ্রিল ১৯৬৯ | ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ |
৬ | শান্তিস্বরূপ ধাওয়ান | ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ | ২১ আগস্ট ১৯৭১ |
৭ | অ্যান্টনি ল্যান্সলট ডায়াস | ২১ আগস্ট ১৯৭১ | ৬ নভেম্বর ১৯৭৯ |
৮ | ত্রিভুবন নারায়ণ সিংহ | ৬ নভেম্বর ১৯৭৯ | ১২ সেপ্টেম্বর ১৯৮১ |
৯ | ভৈরব দত্ত পান্ডে | ১২ সেপ্টেম্বর ১৯৮১ | ১০ অক্টোবর ১৯৮৩ |
১০ | অনন্ত প্রসাদ শর্মা | ১০ অক্টোবর ১৯৮৩ | ১৬ আগস্ট ১৯৮৪ |
– | সতীশ চন্দ্র (অস্থায়ী) | ১৬ আগস্ট ১৯৮৪ | ১ অক্টোবর ১৯৮৪ |
১১ | উমাশংকর দীক্ষিত | ১ অক্টোবর ১৯৮৪ | ১২ আগস্ট ১৯৮৬ |
১২ | সৈয়দ নুরুল হাসান | ১২ আগস্ট ১৯৮৬ | ২০ মার্চ ১৯৮৯ |
১৩ | টি ভি রাজেশ্বর | ২০ মার্চ ১৯৮৯ | ৭ ফেব্রুয়ারি ১৯৯০ |
(১২) | সৈয়দ নুরুল হাসান | ৭ ফেব্রুয়ারি ১৯৯০ | ১২ জুলাই ১৯৯৩ |
– | বি. সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্বে) | ১৩ জুলাই ১৯৯৩ | ১৪ আগস্ট ১৯৯৩ |
১৪ | কে ভি রঘুনাথ রেড্ডি | ১৪ আগস্ট ১৯৯৩ | ২৭ এপ্রিল ১৯৯৮ |
১৫ | আখলাকুর রহমান কিদোয়াই | ২৭ এপ্রিল ১৯৯৮ | ১৮ মে ১৯৯৯ |
১৬ | শ্যামল কুমার সেন | ১৮ মে ১৯৯৯ | ৪ ডিসেম্বর ১৯৯৯ |
১৭ | বীরেন জে. শাহ | ৪ ডিসেম্বর ১৯৯৯ | ১৪ ডিসেম্বর ২০০৪ |
১৮ | গোপালকৃষ্ণ গান্ধী | ১৪ ডিসেম্বর ২০০৪ | ১৪ ডিসেম্বর ২০০৯ |
– | দেবানন্দ কোঁয়র (অতিরিক্ত দায়িত্বে) | ১৪ ডিসেম্বর ২০০৯ | ২৩ জানুয়ারী ২০১০ |
১৯ | এম কে নারায়ণন | ২৪ জানুয়ারী ২০১০ | ৩০ জুন ২০১৪ |
– | ডি ওয়াই পাতিল (অতিরিক্ত দায়িত্বে) | ৩ জুলাই ২০১৪ | ১৭ জুলাই ২০১৪ |
২০ | কেশরী নাথ ত্রিপাঠী | ২৪ জুলাই ২০১৪ | ২৯ জুলাই ২০১৯ |
২১ | জগদীপ ধনখড় | ৩০ জুলাই ২০১৯ | ১৭ জুলাই ২০২২ |
– | লা. গণেশন (অতিরিক্ত দায়িত্বে) | ১৮ জুলাই ২০২২ | ১৭ নভেম্বর ২০২২ |
২২ | সিভি আনন্দ বোস | ২৩ নভেম্বর ২০২২ | শায়িত্ব |
ভারতের বর্তমান রাজ্যপালের নাম কি
প্রশ্নটা ভুল। ভারতের বিভিন্ন রাজ্যের একেকজন করে রাজ্যপাল নির্বাচিত হয়ে থাকেন। রাজ্যপালকে কেন্দ্র সরকার নিয়োগ করেন পাঁচ বছরের জন্য। রাজ্যপাল রাজ্যের বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার তৈরি করার জন্য নিয়ন্ত্রণ করা হয়।
ভারতে বিভিন্ন রাজ্যের প্রধানকে রাজ্যপাল বলা হয়।রাজ্যপাল রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলকে রাজ্য সরকার তৈরী করার আমন্ত্রণ জানান।রাজ্যপালকে কেন্দ্রীয় সরকার নিয়োগ করেন। মেয়াদ 5 বছর।কাজ ভালো হলে মেয়াদ বৃদ্ধি করা হয়। আবার অন্য রাজ্যে পাঠানো হয়।
আরো পড়তে: ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নাম কি
আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন
FAQ | রাজ্যপাল
Q1. বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি, বর্তমান রাজ্যপাল কে
Ans – বর্তমানে সি.ভি. আনন্দ বোস, 23 নভেম্বর 2022-এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। 23 নভেম্বর 2022 সাল থেকে বর্তমান তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2 জানুয়ারী 1951তে কেরালা রাজ্যের কোট্টায়ম জেলায় জন্মগ্রহণ করেন। সি.ভি. আনন্দ বোস হলেন পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল।
Q2. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল
Ans – পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু এবং তিনি পশ্চিমবঙ্গের পঞ্চম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পদ্মজা নাইডু 17ই নভেম্বর 1900 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। 3 নভেম্বর 1956 থেকে 1 জুন 1967 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন।
আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন।