Site icon prosnouttor

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড

আপনারা যদি উপরের আর্টিকেল গুলো ভালো করে পড়েন তাহালে “গুগল ট্রান্সলেট কি” সেটা সেটা আগে থেকে বুঝে গেছেন। গুগল অনুবাদ গুগলের এমন একটি ফ্রি সার্ভিস যা ব্যবহার করে আপনারা অনেক সহজে যেকোনো ভাষার শব্দ বা বাক্য যেকোনো ভাষাতে অনুবাদ করতে পারবেন।

উদাহরণ

বাংলা বাক্য – তুমি কি করছো? তুমি যদি এই শব্দ বা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চান তাহালে গুগলের ট্রান্সলেটর আপনাকে সেই শব্দ বা বাক্য ইংরেজিতে অনুবাদ করে what are you doing? দেখিয়ে দিবে।

শুধু এভাবে বাংলা থেকে ইংরেজি বাক্যকে নয় আপনি যেকোনো ভাষার শব্দ বা বাক্য অন্য যেকোনো ভাষার শব্দ বা বাক্যতে অনুবাদ করতে পারবেন। সেটা যেকোনো ভাষা হোক না কেন।

তাহালে, আপনারা সহজে বুঝতে পারছেন গুগল ট্রান্সলেট বা গুগল অনুবাদ কি। চলুন এবার নিচে থেকে জেনে আসি কিভাবে Google translate ব্যবহার করবেন

কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন | How to use Google translate

আপনারা গুগলের ট্রান্সলেট সার্ভিসটি তিনটি ভাবে ব্যবহার করতে পারবেন। অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে, গুগল সার্চ এর মাধ্যম ব্যবহার করে এবং মোবাইলে Google translate app ব্যবহার করে।

১. গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে ব্যবহার করুন

ধাপ- ১ঃ প্রথমে আপনাকে যেতে হবে নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে Google translate এর ওয়েবসাইটে। সেখানে আপনি দুইটি বক্স দেখতে পাবেন।

ধাপ- ২ঃ এবার আপনাকে বামদিকে বক্সের উপরের আইকন (icon) এ ক্লিক করে নিজের ভাষা সিলেক্ট করতে হবে। এখানে নিজের ভাষা মানে যে ভাষা লিখে অনুবাদ করতে চান। যদি আপনি বাংলা (Bangla) ভাষাতে লিখতে চান তাহালে বাংলা সিলেক্ট করুন।

এবার আপনি ডানদিকের icon এ ক্লিক করে যে ভাষাতে শব্দ বা বাক্যকে অনুবাদ করতে চান সেই ভাষা সিলেক্ট করুন। আপনি যদি বাংলা থেকে ইংলিশ (English) এ অনুবাদ করতে চান তাহালে English সিলেক্ট করুন।

ধাপ- ৩ঃ এবার আপনাকে বামদিকের বক্সে সঠিক ভাবে লিখতে হবে, তাহালে ডানদিকের বক্সে অটোমেটিক ভাবে google ট্রান্সলেট হয়ে যাবে। এভাবে আপনি যেকোনো ভাষাতে অনুবাদ করতে পারবেন।

২. Google search দ্বারা ট্রান্সলেট বা অনুবাদ করুন

আপনারা যদি ট্রান্সলেট টুল (translate tool) ওয়েবসাইটে না গিয়ে সরাসরি শব্দের অনুবাদ করতে চান তাহালে গুগলে সার্চ করলে সেটা সম্বভ। কিভাবে সার্চ করতে হবে চলুন নিচে থেকে জেনে আসি।

ধাপ- ১ঃ প্রথমে আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে Google.com এ যেতে হবে। এবার সার্চ বক্সে লিখতে হবে Google translate. এবার আপনি একটি বক্স দেখতে পাবেন। বক্সের বামদিকে Enter text এবং ডানদিকে translate লেখা থাকবে।

ধাপ- ২ঃ এবার আপনাকে আগের মতো বামদিকে “Bangla” ভাষা এবং ডানদিকে “English” ভাষা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় অনুবাদ করতে চান তাহালে সেই ভাষা (language) সিলেক্ট করুন।

এবার আপনি বামদিকের বক্সে সঠিক শব্দ বা বাক্য লিখলে সেটা ডানদিকের বক্সে ইংরেজিতে দেখতে পাবেন। এখন আপনার মনে হচ্ছে এই প্রক্রিয়াটি অনেক সহজ তাই না?। এভাবে কোনো ওয়েবসাইট ছাড়া গুগল সার্চ করে গুগল ট্রান্সলেট সার্ভিস ব্যবহার করতে পারবেন।

কিভাবে মোবাইল বা স্মার্টফোনে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন

আপনি যদি এন্ড্রয়েড ফোন (Android phone) ব্যবহার করে শব্দ বা বাক্যের অনুবাদ করতে চান তাহালে “Google translate app” ব্যবহার করতে পারেন। এই গুগল ট্রান্সলেট অ্যাপ এর মাধ্যমে আপনি যেকোনো জায়গা থেকে সঠিক ভাবে ট্রান্সলেট বা অনুবাদ করতে পারবেন।

এজন্য সবাই আগে আপনাকে google Play store থেকে google translate app টি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সোজা app ব্যবহার করে যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষাতে অনুবাদ করুন। আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানকার ভাষা বুঝতে পারছেন না তাহালে সেখান ভাষা সিলেক্ট করে অনুবাদ করে নিন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম google ট্রান্সলেট কি? এবং কিভাবে গুগল ট্রান্সলেট টুল ব্যবহার করতে হয়। আপনি যদি ইংরেজি বলতে চান বা ইংরেজি শিখতে চান তাহালে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে ভালো ভাবে ইংরেজি বলতে বা শিখতে পারবেন।

এখানে শুধু ইংরেজি ভাষা নয়, আপনি বিশ্বের যেকোনো ভাষাতে অনুবাদ করতে নিতে পারবেন। তাই আপনিও একবার অবশ্যই ব্যবহার করে দেখুন google এর এই অনলাইন টুলটি। 

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা

আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ইংরেজি ভাষা ব্যবহার করি ইংরেজি একটি গ্লোবাল ভাষা। সারা পৃথিবীতে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বার্তা বলেন কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের ক্ষেত্রে অনেক সময়ই ইংরেজি থেকে বাংলা অনুবাদের দরকার হয়ে পড়ে।

আমরা এমন-ই ১০ টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপ সম্পর্কে বিশদে আলোচনা করব।

১. গুগল ট্রান্সলেট

প্রথমেই উল্লেখ করতে হবে গুগল ট্রান্সলেট সম্পর্কে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার করার জন্য এটি সবচেয়ে প্রচলিত app . গুগল ট্রান্সলেট গুগলের একটি অ্যাপ আপনি সহজেই ১০০ টিরও বেশি বেশি ভাষা অনুবাদ করতে পারেন।গুগল ট্রান্সলেট কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সেগুলি নিচে উল্লেখ করা হলো:

GOOGLE-TRANSLATE

গুগল ট্রান্সলেট অ্যাপ খুবই সহজেই ডাউনলোড করার পর আপনি আপনার পছন্দমত ভাষা নির্বাচন করে সেদিকে ট্রান্সলেট বা অনুবাদ করতে পারবেন।

এরপর আপনি চাইলে আপনার অনুবাদ করা অংশটি সহজেই ব্লুটুথ কিংবা আরো অন্য অ্যাপ এর মধ্যে শেয়ার করতে পারবেন। মেসেজ করতে পারবেন ও আরো অনেক কিছু।

আপনি ইচ্ছে করলে যেকোনো হাতের লেখা কেউ অনুবাদ বা ট্রান্সলেট করতে পারবেন।

তবে হাতের লেখা ট্রান্সলেশন করার ক্ষেত্রে গুগলের নিজস্ব কি সীমাবদ্ধতা রয়েছে তবে আশা করা যায় ভবিষ্যতে গুগল ট্রান্সলেট আরও উন্নত হবে এবং আরও নানান সুযোগ-সুবিধা প্রদান করবে।

২. আই ট্রান্সলেট

ট্রান্সলেট গুগল এপের মত হাই ট্রান্সলেটর আইফোনের জন্য খুবই একটি জনপ্রিয় ট্রান্সলেটর।

আই ট্রান্সলেটর প্রায় 100 টিরও বেশি ভাষা অনুবাদ করা যেতে পারে এটিও ক্যামেরা ট্রান্সলেশন ট্রান্সলেশন অফলাইন ট্রান্সলেশন কিবোর্ড ট্রানসলেশন সমর্থন করে। যারা ব্যক্তিগত প্রাইভেসি পছন্দ করেন তাদের জন্য এই ট্রান্সলেট খুবই উপযুক্ত একটি অ্যাপ।

৩. ইয়ান্ডেক্স ট্রান্সলেট

ইয়ান্ডেক্স রাশিয়ার সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন।

ইয়ান্ডেক্স ট্রান্সলেট আরেকটি জনপ্রিয় ট্রানসলেশন অ্যাপ সহজেই ইংরেজি থেকে বাংলা ছাড়াও আরো 90 টি ভাষায় অনুবাদ করতে পারবেন। ইয়ান্ডেক্স ট্রান্সলেট ব্যবহার করার সময় একটি বিষয় আমাদের চোখে এসেছে যে বড় বাক্য অনুবাদ করার ক্ষেত্রে ইয়ান্ডেক্স ইয়ান্ডেক্স ট্রান্সলেট এ কিছু অসুবিধা হয়। এছাড়া আর কোনো সমস্যা নাই। ভবিষ্যতে ইয়ান্ডেক্স ট্রান্সলেট এই সমস্যা কাটিয়ে উঠবে বলে আমরা আশাবাদী।

গুগল প্লে স্টোরে ইয়ান্ডেক্স ট্রান্সলেটর রিভিউ হল ৪.৪।

ইয়ান্ডেক্স ট্রান্সলেট গুগল প্লে স্টোরে এক কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

৪.মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর

মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আপনি আপনার ব্রাউজার থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন।

টেক্সট ট্রান্সলেশন এর ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ভাষা সমর্থন করে দুটির বেশি ট্রান্সলেশন করা হয়ে গেলে আপনি সেটি সহজেই টেক্সট ইমেইল কিংবা সোশ্যাল মিডিয়ার সাহায্যে শেয়ার করতে পারবেন।

তাছাড়াও ট্রান্সলেশন এরপর আপনি আপনার ট্রান্সলেশন করা অংশটি তিনটি বিভিন্ন গতিতে শুনতে পারবেন।

মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর অফ লাইন টেক্সট ট্রানসলেশন সমর্থন করে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আপনার উচ্চারণ কি অনেক সঠিকভাবে চিহ্নিত করে ফুল অনুবাদ করে দেয়।

এন্ড্রয়েড এবং আইফোন দুটোর জন্যই মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর উপলব্ধ রয়েছে।

গুগল প্লে স্টোরে মামাইক্রোসফটের বিং ট্রান্সলেটর প্রায় এক কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে স্টোরে রিভিউ ৪.৬।

৫. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর 

এরপরের অ্যাপটির নাম হল ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ। এই অ্যাপটির বিশেষত্ব হলো যে এটি ইংরেজি থেকে বাংলা ভাষা ট্রান্সলেশন এর জন্যই তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হলো শেয়ার এবং সার্চ ,ইডিয়াম , ভয়েস সার্চ ,নিউ ওয়ার্ডস ইত্যাদি।

english to bangla translator

কুইক সেন্টেন্স অপশনের মাধ্যমে আপনি 50 টিরও বেশী বহুল ব্যবহার হওয়া বাক্যের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবেন। গুগল প্লে স্টোরে এটি রিভিউ 4 এটি ডাউনলোড করা হয়েছে প্রায় ১০ লক্ষ বার।

আরো পড়ুন :সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি

৬. ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর

এরপরের অ্যাপটির নাম হল ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর। ইংলিশ বেঙ্গলি ট্রান্সলেটর এই অ্যাপটি বিশেষ বৈশিষ্ট্য হল যে এটি থেকে বাংলা যেমন করা যায় এমনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ ও করা যায়। অন্যান্য অ্যাপগুলির মত এটিও ইনস্ট্যান্ট সার্চ ইঞ্জিন স্টার্ট রিসেন্ট ট্রানসলেশনস ইত্যাদি সমর্থন করে।

এখানে আপনি বিভিন্ন ইংরেজি শব্দের ডেফিনেশন সহ তার অর্থ জানতে পারবেন। মূলত একটি ট্রানসলেশন অ্যাপ সাথে একটি ভালো ডিকশেনারী ও কাজ করবে।

গুগল প্লে স্টোরে থাকা এই অ্যাপটি রিভিউ ৩.৯ এবং ডাউনলোড বা সংখ্যা ১ লক্ষ বারেরও বেশি।

৭. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রী

সাত নম্বর সাত নম্বরে বলতে হবেই ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রী এই অ্যাপটির নাম। একটি ফ্রি ট্রানসলেশন অ্যাপ এর মাধ্যমে সহজেই বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারবেন।

এর মধ্যে রয়েছে সার্চ বাংলা থেকে ইংরেজি ডিকশনারি এবং আরও অনেক কিছু। আপনার প্রাইভেসি এবং গোপনীয়তাকে একশভাগ সুরক্ষিত রাখে বাংলা থেকে ইংরেজি করার সাথে সাথে এটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে সমর্থ।

ডিজাইনের কথা বলতে গেলে এর ডিজাইন ইন্টারফেস খুবই সুন্দর এবং সাবলীল। সিঙ্গেল ট্যাগ কপি পেস্ট অপশন এটির একটি বিশেষ বৈশিষ্ট্য। গুগোল অ্যাপ স্টোরে প্লে স্টোরে এটি ইনস্টল সংখ্যা ৫ লক্ষের বেশি এবং রিভিউ ৪.৬।

৮. English to Bangla Translator Free

ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ফ্রি। ইংলিশ টু বাংলা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর উল্লেখযোগ্য নাম মূল বৈশিষ্ট্য গুলি হল দ্রুত কাজ করে এটি ভয়েস কনভারসেশন সাপোর্ট করে। এটি আপনার কনভার্শন করা অংশ সহজেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোন অ্যাপ শেয়ার করতে সাহায্য করে। গ্রাভিটি টেক্সট স্ক্যান করতেও এটি সমর্থ। গুগল প্লে স্টোরে এটির ডাউনলোড ৫ লক্ষের বেশি এবং রিভিউ ৪.২.

৯. ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ

এরপর হলো ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ। ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর অ্যাপ এর মূল বৈশিষ্ট্য হলো এটি ডিজাইন সুন্দর এটি ইংরেজি থেকে বাংলায় খুবই দ্রুত ট্রান্সলেট করে. এটি ফাস্ট ট্রান্সলেশন সাপোর্ট করে। তাছাড়াও এটি ওয়ার্ড কপিতে সমর্থ। যদি আপনি একটি সুন্দর ,লাইটওয়েট এবং সহজ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেটার খুঁজেন এটি একটি আদর্শ ট্রান্সলেটর অ্যাপ হতে পারে।

গুগল প্লে স্টোর ইন্সটল সংখ্যা ১ হাজারের উপর এবং সাইজ মাত্র ৪.৪ মেগাবাইট।

১০. ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর এন্ড ডিকশেনারী

ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর এন্ড ডিকশেনারী এই লিস্টে থাকা ১০ নম্বর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর অ্যাপ। এটি একটি অফলাইন বাংলা ডিকশনারি কাজ করে।

বাংলা ট্রান্সলেট করার সাথে সাথে এটি পুরো অফলাইন মোড এ কাজ করতে পারে আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি এই অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি একটি হালকা অ্যান্ড্রয়েড ইংরেজি টু বাংলা ডিকশনারী খোঁজ করেন তবে এই অ্যাপটি আপনার পক্ষে আদর্শ হতে পারে।

এই অ্যাপটিতে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ইংরেজি শব্দ প্রিলোডেড রয়েছে। ইতিমধ্যে প্রায় 50 টিরও বেশি বহুল ব্যাবহৃত ইংরেজি শব্দের বাংলা অর্থ করা রয়েছে। গুগল প্লে স্টোরে এটি ইন্সটল এর সংখ্যা ৫০ হাজারেরও বেশি এবং এটি সাইজ মাত্র ৬.৩ মেগাবাইট।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

FAQ | গুগল ট্রান্সলেট

Q1. গুগল ট্রান্সলেট কিভাবে কাজ করে

Ans – আপনাকে প্রথমে আপনার ফোন থেকে গুগল অ্যাপ টি ওপেন করতে হবে বা আপনি যে ব্রাউজার ব্যবহার করেন এটা ওপেন করতে হবে
তারপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে translation তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে আপনি যেকোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন সিলেক্ট করে নিতে হবে যে কোন ভাষায় অনুবাদ করতে চান।

Q2. গুগল ট্রান্সলেট ইংলিশ তো বাঙ্গালী

Ans – আপনি যদি এই গুগল ট্রান্সলেট ইংরেজি থেকে বাংলা অনুবাদ অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনারা ভয়েস টাইপিং এর মাধ্যমে যদি বাংলা বলে থাকেন তাহলে অটোমেটিকলি ইংলিশে ভাষা রূপান্তরিত হয়ে যাবে তাই আপনারা এই গুগল ট্রান্সলেটর ব্যবহার করে অনেক সুবিধা ভোগ করতে পারবেন।

আপনি কি চাকরি খুজঁছেন, নিয়মিত সরকারিবেসরকারি চাকরির সংবাদ পেতে ক্লিক করুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন পাড়ার জন্য, ক্লিক করুন। হিন্দিতে শিক্ষামূলক ব্লগ পড়তে, এখানে ক্লিক করুন। এছাড়াও, স্বাস্থ, টেকনোলজি, বিসনেস নিউস, অর্থনীতি ও আরো অন্যান্য খবর জানার জন্য, ক্লিক করুন

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version