Site icon prosnouttor

আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।—তাকে বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে

WBBSE Class 9 Bangla | Ilias Bengali Story, ইলিয়াস | Model Activity Task Class 9 Part 8

নিম্নলিথিত প্রশ্ন এবং তার যথাযত সমাধান ছোটো প্রশ্ন এবং বড়ো (LA) প্রশ্নের উত্তর সমাধান হিসাবে পাঠ করা যেতে পারে।

প্রশ্নোত্তর এবং সমাধান

আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।—তাকে বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্প থেকে উদ্ধৃতাংশে ‘তাকে বলতে কাহিনির প্রধান চরিত্র বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসকে বােঝানাে হয়েছে।

পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে।ওঠে দুলাে ঘােড়া, দেড়শাে গােরু-মোষ, বারােশাে ভেড়া ও ভাড়াটে মজুরদের। মনিব হয়ে ওঠে ইলিয়াস| তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখেই প্রতিবেশীরা সকলে তাকে হিংসা করতে শুরু করে।

ইলিয়াসের জীবনে কীভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছে, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল উওর, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এলো, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছে, ইলিয়াসের জীবনে কীভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল, ইলিয়াসের জীবনে কীভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল উওর, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল এর উত্তর, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘটে এসেছিল, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয়

উত্তর: বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় -এর লেখা ‘ইলিয়াস’ গল্পের প্রধান চরিত্র ইলিয়াস । সে উফা প্রদেশের একজন সাধারণ বাসকির ছিল । প্রথম জীবনে তার অবস্থা খুব একটা সুখের ছিল না । প্রচুর পরিশ্রম করে সে জীবনে সাফল্য অর্জন করেছিল । কিন্তু তার ছেলেরা ছিল খুবই আরাম প্রিয় ও আয়েসি । বড় ছেলে মারামারি করে মারা যায় । ছোট ছেলে একটা ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করতে শুরু করে । ছোট ছেলেকে কিছু গোরু দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইলিয়াস । এরপর ইলিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে । পরের বছরই তার ভেড়ার পালে মড়ক লাগে । ফলে বেশকিছু ভেড়া মারা যায় । তারপর দুর্ভিক্ষের ফলে খড় না পাওয়ায় অনেক গোরু, মোষ না খেতে পেয়ে মারা যায় । এই সময় কিরবিজরা সবথেকে ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে পালায় । এইভাবে তার সম্পত্তিতে টান পড়তে শুরু করে । বয়স হয়ে যাওয়ায় ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি আর আগের মতো খাটাখাটি পরিশ্রম করতে পারত না । বাধ্য হয়ে ইলিয়াস এক এক করে তার নিজের পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দিয়েছিল । এই ভাবেই ইলিয়াস এর জীবনে বিপর্যয় নেমে এসেছিল ।

ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো, ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো।

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস নাম গল্পটির নাম চরিত্রই কাহিনীর প্রধান চরিত্র। তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলি কোন উন্মোচনের মাধ্যমে এই কাহিনীটি পরিণতি লাভ করেছে।

ইলিয়াস ছিল উপদেশের বসবাসকারী বাসকির জনগোষ্ঠীর ভুক্ত এক ব্যক্তি। তার দুই পুত্র এবং এক কন্যা ছিল। স্ত্রীর নাম ছিল শাম শেমাগি। জীবনের প্রাথমিক পর্যায় আর্থিক স্বচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে এসে বিত্তশালী হয়ে ওঠে। আবার জীবনের শেষ পর্যায়ে ভাগ্যের বিরম্বনায় সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে।

সু ব্যবস্থাপক ইলিয়াস ব্যবস্থাপনার গুনে এক সামান্য বাসকির থেকে হয়ে ওঠে বিপুল সম্পত্তির অধিকারী।৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকেই ইলিয়াসের ২০০ ঘোড়া ২০০ গরু মোষ ভেড়া এবং বহু ভাড়াটে মুজুরের মালিক এ পরিণত হয়। এমনকি শেষ জীবনে সর্বহারা হয়ে ভাড়াটে হুজুরের মত কাজ করার সময় ও কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ঠ রাখত সে।

প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলিয়াসের বাড়িতে দূর-দূরান্ত থেকে অতিথিরা আসতে শুরু করেন। সকলকে স্বাগত জানিয়ে চা শরবত মাংস দিয়ে অতীতের যথাযথ আপ্যায়ন করেন ইলিয়াস। তার অতিথিপরায়নতা এর কথা স্মরণ করেই প্রতিবেশী মহাম্মদ শাহ তাকে সেই জীবনে আশ্রয় দিয়েছিল।

আরো অন্যান্য অতি জনপ্রিয় প্রশ্নোত্তর সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন 

আরো বিশদে পড়ার জন্য

অল ইন ওয়ান পারুল বাংলা রেফারেন্স – ক্লাস – 9


শেখার ফলাফলের জন্য 5E মডেল.



ডাঃ উজ্জ্বল কুমার মজুমদার (লেখক)

FAQ | আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।—তাকে বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?

ইলিয়াসের জীবনে কীভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছে

বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় -এর লেখা ‘ইলিয়াস’ গল্পের প্রধান চরিত্র ইলিয়াস । সে উফা প্রদেশের একজন সাধারণ বাসকির ছিল । প্রথম জীবনে তার অবস্থা খুব একটা সুখের ছিল না । প্রচুর পরিশ্রম করে সে জীবনে সাফল্য অর্জন করেছিল । কিন্তু তার ছেলেরা ছিল খুবই আরাম প্রিয় ও আয়েসি । বড় ছেলে মারামারি করে মারা যায় । ছোট ছেলে একটা ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করতে শুরু করে । ছোট ছেলেকে কিছু গোরু দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইলিয়াস । এরপর ইলিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে ।

পরের বছরই তার ভেড়ার পালে মড়ক লাগে । ফলে বেশকিছু ভেড়া মারা যায় । তারপর দুর্ভিক্ষের ফলে খড় না পাওয়ায় অনেক গোরু, মোষ না খেতে পেয়ে মারা যায় । এই সময় কিরবিজরা সবথেকে ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে পালায় । এইভাবে তার সম্পত্তিতে টান পড়তে শুরু করে । বয়স হয়ে যাওয়ায় ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি আর আগের মতো খাটাখাটি পরিশ্রম করতে পারত না । বাধ্য হয়ে ইলিয়াস এক এক করে তার নিজের পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দিয়েছিল । এই ভাবেই ইলিয়াস এর জীবনে বিপর্যয় নেমে এসেছিল ।


আপনার বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার করতে
Exit mobile version